পাসওয়ার্ড ফাইল যুক্ত টিউন

টিউন রিপোর্ট

হেলো টেকটিউনসেআমি নতুন,

আমি আলফাজ উদ্দিন আমি একজন স্টুডেন্ট আমার একটা মোবাইল আছে Symphony i65 এবং এটার ফ্ল্যাশ ফাইল খুজছিলাম এবং খুজতে খুজতে আপনাদের সাইট খুঁজে পেলাম আমি তো অনেক খুশী হয়ে গেলাম কারন ফাইলটি আমি ফ্রি পাচ্ছি আর কিভাবে ফ্ল্যাশ করে গাইড সহ।

কিন্তু জখনই ফাইলটি নামালাম দেখি পাসয়ার্ড লক করা। ফোন নাম্বার ও দেওয়া আছে, ফোন দিলাম বল্লো পাসওর্ডের জন্য ১০০ টাকা লাগবে। এটা কি ভাই, TechTunes তোহ ব্যবসায়ীক সাইট নাহ তাহলে এখানে এরকম টিউন কি করে হয়?

সে ৫০+ টিউন করেছে সবগুলা টিউন সেইম ক্যাটাগরি। সবগুলা টিউন ব্যবসায়িক?

তার প্রফাইল লিঙ্ক দেওয়া হল, TechTunes কর্তৃপক্ষ যাচাই করবেন এবং উপযুক্ত  ব্যবস্থা নিবেন,

https://www.techtunes.io/techtuner/dhakaflash/


দেখা
592
উত্তর
1
4 বছর 9 মাস আগে

ধন্যবাদ আমাদের জানানোর জন্য। আপনার অভিযোগ পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। তবে যে কোন টিউন টেকটিউনসে টিউন করতে পারে। টিউন যদি টেকটিউনস গাইডলাইন মোতাবেক হয় তবে ‘টিউন র‌্যাংকিং হয়’ যদি তা টেকটিউনস গাইডলাইন https://www.techtunes.io/techtunes-tune-guideline মোতাবেক না হয় তবে তা ‘টিউন র‌্যাংক পায় না’। তাই টেকটিউনস গাইডলাইন মোতাবেক টিউন না করলে টিউনারের টিউন র‌্যাংক করে না নিজেরই ক্ষতি হয়। ধন্যবাদ।