আমাকে ট্রাষ্টটেড টিউনার ব্যাজ প্রদান করা হোক

টিউনার ব্যাজ টেকটিউনস মনিটাইজেশন ট্রাস্টেড টিউনার

স্যার,

আশাকরি আপনি অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়াই অনেক ভালো আছি। স্যার আমি আপনার ওয়েবসাইটে সকল নিয়মকানুন মেনে আমি আজ পযন্ত আপনার ওয়েবসাইটে মোট ৬ টি টিউন প্রকাশ করেছি। আমার টিউন গুলো অনেক উন্নত এবং নিজের অনেক কষ্ট করে লেখা। স্যার আমি পড়াশুনার পাশাপাশি আপনার ওয়েবসাইটে কিছু সময় লেখা লেখি করে কাটিয়ে দেই। আমার টিউন গুলোও আপনার ওয়েবসাইটে অনেক ভালো রেসপন্স পাইছে। তাই আমি ট্রাষ্টটেড টিউনার ব্যাজ চাইছি যাতে আমি আগামিতে আরো ভালো টিউন করতে আগ্রহি হই আর আমার পড়াশুনার পাশাপাশি কিছুটা টাকা আপনার ওয়েবসাইট থেকে ইনকাম করতে পারি। 

অতএবঃ মহাদয় এর কাছে বিনিত ভাবে আবেদন এই যে, আমাকে আপনাদের ট্রাষ্টটেড টিউনার ব্যাজ প্রদান করে আর আমার আনিং সিস্টেম মনিটাইজেশন চালু করে দিয়ে আমাকে  আপনার ওয়েবসাইট কে আরো এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করবেন। 

 

ইতি,

আপনার বিশ্বস্ততার

ফ্লাগবিডি ডট কম


দেখা
590
উত্তর
1
4 বছর 2 মাস আগে

প্রিয় টিউনার,

টেকটিউনস ট্রাসটেড টিউনার এর আবেদন করার জন্য আপনারকে ধন্যবাদ।

  1. টেকটিউনস থেকে আর্ন শুরু করতে চাইলে টেকটিউনস টিউন গাইডলাইন https://www.techtunes.io/techtunes-tune-guideline মোতাবেক কমপক্ষে ১০ টি অরিজিনাল ও ইউনিক টিউন প্রকাশ করতে হবে। আপনার টিউনার একাউন্টে তা পূরণ হয়নি।
  2. আপনার বেশ কিছু টিউনে টেকটিউনস টিউন গাইডলাইন https://www.techtunes.io/techtunes-tune-guideline ভঙ্গ করে এমন বিষয় রয়েছে। আপনি টেকটিউনস টিউন গাইডলাইন https://www.techtunes.io/techtunes-tune-guideline ভালো করে পড়ুন এবং আপনার পরবর্তি ১০ টিউনে তা সঠিক ভাবে প্রয়োগ করে টিউন করুন।
  3. ট্রাসটেড টিউনার ব্যাজের জন্য আপনার টিউনার প্রোফাইলে আপনার ভোটার আইডি বা জন্ম নিবন্ধনে ব্যবহার করা অরিজিনাল নাম ব্যবহার করতে হবে। ছদ্ম নাম, কোড নেম, কোম্পানির নাম, ওয়েবসাইটের নাম যুক্ত টিউনের প্রোফাইলে ট্রাসটেড টিউনার ব্যাজ প্রদান করা হয় না। সেই সাথে ট্রাসটেড টিউনার ব্যাজের জন্য আপনার টিউনার প্রোফাইলে আপনার বর্তমান তোলা ছবি এবং ছবিতে ৯০% অংশই মুখমন্ডলের রয়েছে এমন ছবি যুক্ত করতে হয়।

আপনার টিউনার প্রোফাইলে উপরের বিষয় গুলো পূরণ না হওয়ায় ট্রাসটেড টিউনার হিসেবে ব্যাজ প্রদান করা সম্ভব হচ্ছে না।

আপনি টেকটিউনস টিউন গাইডলাইন https://www.techtunes.io/techtunes-tune-guideline মোতাবেক সর্বশেষ কমপক্ষে ১০ টি অরিজিনাল ও ইউনিক টিউন প্রকাশ করুন সেই সাথে উপরের বিষয় গুলো ঠিক করে এই রিপ্লাইয়ে আমাদের জানান।