টেকটিউনস জেমস কিভাবে বৃদ্ধি পায়?

টেকটিউনস জেমস

টেকটিউনস জেমস কিভাবে বৃদ্ধি পায়? বিস্তারিত জানতে চাই।


দেখা
683
উত্তর
1
3 বছর 11 মাস আগে

টেকটিউনসে আপনি যত বেশি একটিভ থাকবেন তত বেশি টেকটিউনস জেমস বৃদ্ধি পায়।

  • ০১. প্রতিদিন লগইন করলে।
  • ০২. প্রতিদিন লগইন করে টেকটিউনস ভিজিট করলে।
  • ০৩. ‘টেকটিউনস গাইডলাইন’ সম্পূর্ণ রূপে ফলো করে নিয়মিত টিউন প্রকাশ করলে।
  • ০৪. ‘টেকটিউনস গাইডলাইন’ সম্পূর্ণ রূপে ফলো করে ভিডিও টিউন vUne (ভিউন), অডিও টিউন aUne (এউন), স্ট্যাটাস টিউন স্টিউন (stUne), লিংক টিউন liUne (লিউন) এবং ফটো টিউন phUne (ফিউন) প্রকাশ করলে।
  • ০৫. প্রতি সপ্তাহে ২ এর অধিক ও মাসে কমপক্ষে ৮ এর অধিক টিউন প্রকাশ করলে।
  • ০৬. ‘টেকটিউনস গাইডলাইন’ সম্পূর্ণ রূপে ফলো করে টিউমেন্ট করলে।
  • ০৭. ‘টেকটিউনস জ্যাকেট’ ও ‘টেকটিউনস ডেক্স’ এ গঠনমূলক উত্তর দিলে।
  • ০৮. নিজের ফ্রেন্ড বৃদ্ধি করলে।
  • ০৯. নিজের ফলোয়ার বৃদ্ধি করলে।
  • ১০. প্রতি মাসে টিউন ফটো যোগ বা পরিবর্তন করলে।
  • ১১. প্রতি সপ্তাহে টিউনার কভার ফটো যোগ বা পরিবর্তন করলে।
  • ১২. পুরো বছর জুড়ে টেকটিউনসে উপরের একটিভি গুলো নিয়মিত করলে। বছর শেষে বাৎসরিক বোনাস জেমস।

এ কাজ গুলো নিয়মিত করে আপনি আপনার জেসম বৃদ্ধি করতে পারবেন।

টেকটিউনস জেমস আপনার ‘টিউনার র‌্যাংক’ বাড়ায়। এছাড়া আপনি টেকটিউনস ট্রাসটেড টিউন হলে ‘টেকটিউনস জেমস’ ‘টেকটিউনস ক্যাশ’ এ কনরভার্ট করা যায়।