ট্রাস্টেড টিউনার ব্যাজের জন্য আবেদন

ট্রাস্টেড টিউনার

ট্রাস্টেড টিউনার ব্যাজের জন্য আপনার টিউনার প্রোফাইলে আমার ভোটার আইডি এড করা আর অরিজিনাল নাম এবং করা। আমার প্রোফাইল রিভিউ করুন আর ট্রাস্টেড টিউনার ব্যাজের দিন।

যদি কোথাও কোন ভুল থাকে তাহলে বলবেন Please.

Thank You.


দেখা
618
উত্তর
2
3 বছর 11 মাস আগে

প্রিয় টিউনার,

টেকটিউনস ট্রাসটেড টিউনার এর আবেদন করার জন্য আপনারকে ধন্যবাদ।

যে কোন ধরনের টিউন প্রকাশ করলেই টেকটিউনস থেকে আর্ন করা যায় না। শুধু মাত্র কোয়ালিটি ও ইউনিক টিউন প্রকাশ করতে পারলেই টেকটিউনস থেকে আর্ন করা যায়। আপনি ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনারদের’ টিউন গুলোর ফরমেট টিউনের মান ইত্যাদি ফলো করুন। সে মানের ইউনিক টিউন প্রকাশ করতে পারলে আপনি টেকটিউনস থেকে আর্ন করতে পারবেন।

টেকটিউনস থেকে আর্ন শুরু করতে চাইলে আপনি ১০ টি অরিজিনাল ও ইউনিক টিউন প্রকাশ করুন। আপনার প্রতি টিউনে শব্দ সংখ্যা ৩০০ শব্দের অধিক হতে হয় এবং প্রতি টিউনে নূন্যতম ৩ টি ছবি যুক্ত থাকতে হবে। আপনার টিউনে শব্দ সংখ্য যত বেশি হবে আর্নিং তত বেশি হয়।

টেকটিউনস থেকে প্রতি মাসে যত খুশি তত আর্ন করা যায় কোন লিমিট নেই। যত বেশি টিউন করা যায় তত বেশি আর্ন করা যায়। পুরোটাই নির্ভর করে আপনার প্ররিশ্রম ও টিউন লেখার যোগ্যতার উপর। প্রতি টিউনের আর্ন নির্ভর করে আপনার টিউন কোয়ালিটি, টিউনে জোসস, টিউনার ফলোয়ার, টিউনের শব্দ সংখ্যা এবং আপনার টিউনারশীপ এর উপর। এ বিষয় গুলো আপনি ধীরে ধীরে যত বৃদ্ধি করতে থাকবেন আপনার আর্নিং তত বাড়তে থাকবে।

টেকটিউনস থেকে আর্ন শুরু করতে চাইলে টেকটিউনস টিউন গাইলাইন মোতাবেক কমপক্ষে ১০ টি অরিজিনাল ও ইউনিক টিউন প্রকাশ করতে হবে। আপনার টিউনার একাউন্টে তা পূরণ হয়নি।

আপনার কোন টিউন-ই টেকটিউনস টিউন গাইলাইন মোতাবেক হয়নি। আপনি টেকটিউনস টিউন গাইলাইন ভালো করে পড়ুন এবং আপনার পরবর্তি ১০ টিউনে তা সঠিক ভাবে প্রয়োগ করে টিউন করুন।

ট্রাসটেড টিউনার ব্যাজের জন্য আপনার টিউনার প্রোফাইলে আপনার ভোটার আইডি বা জন্ম নিবন্ধনে ব্যবহার করা অরিজিনাল নাম ব্যবহার করতে হবে। ছদ্ম নাম, কোড নেম, কোম্পানির নাম, ওয়েবসাইটের নাম যুক্ত টিউনের প্রোফাইলে ট্রাসটেড টিউনার ব্যাজ প্রদান করা হয় না।

আপনার টিউন ও আপনার টিউনার প্রোফাইলে উপরের বিষয় গুলো পূরণ না হওয়ায় ট্রাসটেড টিউনার হিসেবে ব্যাজ প্রদান করা সম্ভব হচ্ছে না।

আপনার কোন টিউনের মান টেকটিউনস ট্রাসটেড টিউনারদের মত হয়নি।

টেকটিউনসে অনেক ট্রাসটেড টিউনার রয়েছে। টেকটিউনসে কি ধরনের অরিজিনাল ও কোয়ালিটি টিউন করবেন তা প্র্যাকটিক্যালি শিখতে টেকটিউনস এর ‘ট্রাস্টেড টিউনারদের’ সকল টিউন গুলো দেখুন ও শিখুন এবং তাঁদের মত করে টিউন করুন।

  1. টেকটিউনস ট্রাস্টেড টিউনার ১
  2. টেকটিউনস ট্রাস্টেড টিউনার ২
  3. টেকটিউনস ট্রাস্টেড টিউনার ৩
  4. টেকটিউনস ট্রাস্টেড টিউনার ৪
  5. টেকটিউনস ট্রাস্টেড টিউনার ৫

ট্রাস্টেড টিউনার মানে হচ্ছে আপনাকে পরিপূর্ণভাবে আপনার প্রতিটি টিউন টেকটিউনস টিউন গাইডলাইন অনুযায়ী প্রকাশ করতে হবে এবং ট্রাস্টের টিউনার ব্যাজ পাওয়ার জন্য যে গাইডলাইন রয়েছে তা পরিপূর্ণভাবে মেনে আবেদন করতে হবে।

যে কোন ধরনের টিউন প্রকাশ করলেই টেকটিউনস থেকে আর্ন করা যায় না। শুধু মাত্র কোয়ালিটি ও ইউনিক টিউন প্রকাশ করতে পারলেই টেকটিউনস থেকে আর্ন করা যায়।

Level 5

ধন্যবাদ ☺️

আমি নতুন তাই একটু হয়তো ভুল হয়েছে।

আমি অবশ্যই ইউনিক আর্টিকেল দিবো