আমার পরবর্তী টিউনের থাম্বেনেইল গুলো হচ্ছে কি?

টিউন থাম্বনেইল

আমি প্রথমে না জানার কারনে গাইড লাইন না মেনে থাম্বেনেইল দিয়েছিলাম। আপনি সমস্যার কথা বলেছেন। এখন আমি গাইডলাইন পরে থাম্বেনেইল দিচ্ছি। এগুলো ঠিকঠাক হচ্ছে তো। আর আমার টিউন এর কি কি সমস্যা আছে যদি জানাতেন। আমার টিউগুলো ফেসবুক এ যাচ্ছে না কেন?


দেখা
297
উত্তর
1
3 বছর 4 মাস আগে

আপনার টিউনের থাম্বনেইল গুলো আকর্ষণীয় হচ্ছে না। আপনি Canva ব্যবহার করে আপনার টিউনের থাম্বনেইল তৈরি করতে পারেন।

টেকটিউনসে টিউন থাম্বনেইলের এর Dimension 1280X720 Pixel এর সমান বা 1280X720 Pixel উপরে 16:9 Aspect Ratio এর আকর্ষণীয়, দারুন ও সুন্দন থাম্বনেইল হতে হয়।

টেকটিউনসে টিউন করতে টিউনের থাম্বনেইলের ব্যপারে খুবই যত্নবান হতে হয়। Crop হয়ে যাওয়া, লো ইমেইজ রেজুলেশন হওয়া, Squeeze হয়ে যাওয়া ইমেইজ, এ ধরনের কোন ইমেইজ থাম্বনেইল হিসেবে যোগ করা যায় না। টেকটিউনস টিউনার হিসেবে টিউন থাম্বনেইল হতে হয় স্পষ্ট, সুন্দর ও প্রাসঙ্গিক।

টেকটিউনসে টিউন করতে টিউনের টিউন থাম্বনেইলটি অবশ্যই আকর্ষণীয় হতে হয়। http://prntscr.com/fts399 স্ক্রিনসটের থাম্বনেইল এর মত কেটে যাওয়া বা Crop হয়ে যাওয়া কোন থাম্বনেইল টিউনে যোগ করা যায় না।

টেকটিউনস টিউনার হিসেবে প্রতিটি টিউনের থাম্বনেইল বেশ গুরুত্বসহকারে যোগ করতে হয়। টিউনের থাম্বনেইলটি যেন কোন ভাবে অর্ধ কেটে গিয়েছে, কী থাম্বনেইল দেওয়া হয়েছে বোঝা যাচ্ছে না বা নিজের ইচ্ছা মত যথেচ্ছ থাম্বনেইল যোগ করা যায় না।

বরং টেকটিউনস টিউনার হিসেবে সবসময় একটি আকর্ষণীয়, পুরো থাম্বনেইলটি ষ্পষ্ট ভাবে বোঝা যায়, আকর্ষণীয় আর আনকমন এমন থাম্বনেইল যোগ করতে হয়।

টেকটিউনসে টিউন করতে সব টিউনে একই থাম্বনেইল ব্যবহার করা যায় না। ভিন্ন ভিন্ন টিউনে ভিন্ন ভিন্ন থাম্বনেইল যোগ করতে হয়।

আপনি আপনার টিউনের নিজেস্বতা বজায় রাখতে অবশ্যই টিউন থাম্বনেইলের লেআউট Consistent রেখে থাম্বনেইলের কালার স্কিম, ছবি পরিবর্তন করে ভিন্ন ভিন্ন টিউনে ভিন্ন ভিন্ন থাম্বনেইল যোগ কররুন এতে আপনার টিউনের টিউন থাম্বনেইলের লেআউট Consistent বজয়া থাকবে। টিউজিটর ও টিউজাররা আপনাকে আরও বেশি ট্রাস্ট করবে।

আকর্ষণীয় ও প্রাসঙ্গিক থাম্বনেইল ফটোশপ, ক্যানভা (www.canva.com) বা নিজের পছন্দ ফটো এডিটর সফট ব্যবহার করে ওয়েব বিভিন্ন ইমেইজ ব্যবহার করে থাম্বনেইল যোগ করে টিউনে আকর্ষণীয় ও প্রাসঙ্গিক থাম্বনেইল টিউনে ব্যবহার করতে হয়। সেই সাথে লক্ষ্য রাথতে হয় যে টিউন এর টিউন থাম্বনেইলে কোন ধরনের কপিরাইটেড ম্যাটেরিয়াল বা কপিরাইটেড গ্রাফিক্স ম্যারেরিয়াল ব্যবহার করা না হয়।