আমার ফোনের রিভিউ টিউনটার কি কি সমস্যা হয়েছে?

ট্রাস্টেড টিউন

আমি এর আগে একটা রিভিউ টিউন করেছিলাম সেটা সঠিক ছিলো না। পরে আপনারা আমাকে একটা টিউনের মতো করে রিভিউ টিউন করতে বলেছিলেন। আমি ও রকম করেই টিউন করেছি। কি সমস্যা জানাবেন প্লিজ।


দেখা
257
উত্তর
1
3 বছর 1 মাস আগে

টেকটিউনস ক্যাশ প্রসেসিং বিলম্ব হওয়ার একই প্রশ্নের উত্তর https://www.techtunes.io/desk/680739 এর আগে প্রদান করা হয়েছে।

স্বাভাবিক ভাবে টেকটিউনস ট্রাসটেড টিউন প্রকাশ ও টিউন সাবমিট এর ৯৬ ঘন্টার মধ্যে টেকটিউনস ক্যাশ প্রসেস হয়।

ট্রাসটেড টিউনের ‘টেকটিউনস ক্যাশ’ জমা একটি প্রসেস অরিওন্টেড সিস্টেম। আপনার প্রকাশিত টিউনের টেকটিউনস ক্যাশ বিলম্ব হলেও তা অবশ্যই প্রসেস হবে।

ট্রাসটেড টিউনের ‘টেকটিউনস ক্যাশ’ জমা, বিলম্ব হলে টেকটিউনস ডেস্কে “টেকটিউনস ক্যাশ জমা কেন হচ্ছে না?” “আমার টিউনে কোন সমস্যা আছে কিনা?” জাতীয় প্রশ্ন করার প্রয়োজন নেই। সেই সাথে পরবর্তি টিউন প্রকাশ না পূর্ববর্তী টিউনের ক্যাশ প্রসেসের জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই। ট্রাসটেড টিউনার হিসেবে টিউন প্রকাশের ধারা অব্যহত রাখতে হবে।

টিউনে কোন সমস্যা থাকলে তা সিস্টেম থেকে নোটিফিকেশন পাবেন ও তা সংশোধনের সুযোগ পাবেন। কোন কারণে টিউনে ক্যাশ প্রসেস না হলে কেন হয়নি তা সিস্টেম থেকে নোটিফিকেশন পাবেন যেন পরবর্তি টিউনে সে ভুল না হয়। যে জন্য পরবর্তি টিউন প্রকাশ না পূর্ববর্তী টিউনের ক্যাশ প্রসেসের জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই। ট্রাসটেড টিউনার হিসেবে টিউন প্রকাশের ধারা অব্যহত রাখতে হবে।

ট্রাসটেড টিউনের ‘টেকটিউনস ক্যাশ’ জমা একটি প্রসেস অরিওন্টেড সিস্টেম। ট্রাসটেড টিউনের ‘টেকটিউনস ক্যাশ’ জমা, বিলম্ব হলে টেকটিউনস ডেস্কে “টেকটিউনস ক্যাশ জমা কেন হচ্ছে না?” “আমার টিউনে কোন সমস্যা আছে কিনা?” জাতীয় প্রশ্ন করার প্রয়োজন নেই। টেকটিউনস ট্রাসটেড টিউনার গাইডলাইন মেনে ইউনিক টপিক ও এক্সক্লুসিভ টিউন নিয়মিত করলে ও টিউন সঠিক নিয়মে শেয়ার করে সাবমিট করলে টেকটিউনস ট্রাসটেড টিউনার প্রসেস অনুযায়ী ট্রাসটেড টিউনের ‘টেকটিউনস ক্যাশ’ স্বাভাবিক ভাবেই জমা হয়।

কোন ট্রাসটেড টিউন শেয়ার করে সাবমিট করার ৬০ দিনের পরও যদি সে টিউনের জন্য কোন টেকটিউনস ক্যাশ জমা না হয় সেক্ষেত্রে আপনি টেকটিউনস ডেস্কে তা জানাতে পারেন।