ফেসবুক পেজ অথবা ওয়েব সাইটের মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করুন এবং পেমেন্ট নিন বিকাশে

Level 4
টিউনার, সেনবাগ রেসিডেন্সিয়াল দাখিল মাদ্রাসা, নোয়াখালী

বর্তমানে অনলাইনে ঘরে বসে ইনকাম করা যায় তা আমরা প্রায় অনেকেই জানি। আর এই অনলাইনে ইনকাম করার জন্যও অনেক পথ রয়েছে। তার একটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করা। অ্যাফিলিয়েট মার্কেটিং নামটা হয়তো অনেকেই শুনেছেন, কারণ যারা অনলাইন ইনকাম করা নিয়ে ঘাটাঘাটি করেছেন তারা অবশ্যই জানবেন এই বিষয়ে। আর যারা জানেন না তাদের জন্য বলতেছি, অ্যাফিলিয়েট হচ্ছে রেফার করে ইনকাম করার মতো। যেমন বর্তমানে আমরা অনেকেই অনলাইনে ইনকাম করার জন্য বিভিন্ন অ্যাপ ব্যবহার করে থাকি। যেখানে ইনকামের অন্যতম মাধ্যম হচ্ছে অন্যকে রেফার করে ইনকাম করা। অ্যাফিলিয়েট মার্কেটিংও প্রায় সেইরকম যেখানে আপনি যেকোন প্রোডাক্টের ভালো মন্দ রিভিউ লিখবেন এবং কেউ যদি আপনার দেওয়া লিংক থেকে পণ্যটি ক্রয় করে তাহলে কোম্পানীর পক্ষ থেকে আপনাকে কিছু টাকা দেওয়া হবে। এটাই হচ্ছে মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং এর নিয়ম।

যারা অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে কিছুটা জানেন তারা ভাবতেছেন অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য তো ওয়েব সাইটের প্রয়োজন। এখন আমিতো ওয়েব সাইট কিভাবে তৈরি করতে হয় সেটা জানি না এবং জানলেও আমার কাছে ডোমেইন এবং হোস্টিং কিনার টাকা নেই, তাহলে আমি কিভাবে করবো? তাদের জন্য বলতেছি আপনি চাইলে ফেসবুক পেজের মাধ্যমেও অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। যা এখন বর্তমানে অনেকেই করতেছে এবং ভালো মানের ইনকাম করতেছে।

এখন অনেকের প্রশ্ন কোন কোম্পানীর হয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করবো? অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য অনেক কোম্পানী রয়েছে যাদের হয়ে আপনি অ্যাফিলিয়েট মার্কেটি করতে পারেন। যেমন অ্যামাজন, আলী বাবা, ডারাজ, ইভ্যালি, বিডিশপ ইত্যাদি। আপনি যদি চান অ্যামাজন এর মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন তাহলে আপনি অন্যান্য কোম্পানীর তুলনায় বেশি টাকা পাবেন। কিন্তু সমস্যা হচ্ছে আমরা বাঙ্গালী তাই আমাদের সবার কাছে মাস্টারকার্ড অথবা অন্যান্য পেমেন্ট ম্যাথড থাকে না। আর যদি পেমেন্ট মেথড না থাকে তাহলে যে টাকা আপনি ইনকাম করবেন সেটি কিভাবে উত্তোলন করবেন? তাই আপনার কাছে যদি মাস্টারকার্ড অথবা অন্য কোন পেমেন্ট মেথড থাকে তাহলে আপনি অ্যামাজন এর অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। আর যদি না থাকে তাহলে বাংলাদেশি যেকোন সাইট থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন।

বাঙ্গালীদের কথা চিন্তা করে আজকে আমি কিভাবে বিডিশপ থেকে অ্যাফিলিয়েট এর মাধ্যমে ইনকাম করতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক।

শুরু করার আগে আরেকটি কথা বলে রাখি বিডিশপ হচ্ছে একটি বাংলাদেশি ইকমার্স সাইট। যেখান থেকে আপনি তাদের প্রোডাক্টের রিভিউ লিখে ইনকাম করতে পারবেন। এবং ইনকামের টাকা সহজেই বিকাশের মাধ্যমে উত্তোলন করতে পারবেন।

কিভাবে অ্যাফিলিয়েট একাউন্ট খুলবেন?

একাউন্ট খুলতে হলে এখানে ক্লিক করুন। তাহলে আপনাকে সরাসরি তাদের ওয়েব সাইটের রেজিস্ট্রার পেজে নিয়ে যাবে।

এখানে আপনার সকল তথ্য সঠিকভাবে দিয়ে ফর্মটি পূরণ করবেন। ফর্ম পূরণ সম্পন্ন হলে Create an Account বাটনে ক্লিক করুন। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আপনি যে জিমেইল দিয়ে একাউন্টটি খুলেছেন সেই জিমেলে একটি ইমেইল যাবে। সেই ইমেলে ক্লিক করে ভেরিফাই করে নিবেন। তারপর আপনার সামনে একটি লগিন ফর্ম আসবে।

যে সকল তথ্য দিয়ে আপনি একাউন্ট খুলেছেন সেগুলো দিয়ে লগিন করবেন। সঠিকভাবে লগিন হলে আপনাকে তারা আপনার ড্যাশবোর্ডে নিয়ে আসবে।

এখান থেকে আপনি আপনার সকল তথ্য দিয়ে আপনার একাউন্টটাকে আপডেট করে নিবেন। তারপর সাইডবারে থাকে অপশনগুলো থেকে Affiliate Program অপশনে ক্লিক করুন।

এখানে তারা প্রথমে জানতে চাইবে আপনি কোন ওয়েব সাইট বা ফেসবুক পেজের মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন। আপনি যদি ওয়েবসাইট দিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করেন তাহলে প্রথম বক্সে আপনার ওয়েব সাইটের লিংকটি দিন এবং যদি পেজ হয় তাহলে পেজের লিংকটি দিন। দ্বিতীয় বক্সে আপনার কাছে জানতে চাচ্ছে আপনি কি বিষয়ের উপর অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন অর্থাত আপনি কোন ক্যাটাগরী নিয়ে কাজ করবেন। সে বিষয় উল্লেখ করবেন এবং আপনার ওয়েব সাইটের কিছু তথ্য দিয়ে দিবেন। এবং শেষে I agree এখানে ঠিক দিয়ে Apply বাটনে ক্লিক করুন। সবকিছু ঠিক থাকলে নিজের মতো একটি পেজ আসবে।

এখানে আপনাকে আপনার পেমেন্ট অপশনটি যোগ করতে হবে। আপনার পেমেন্ট অপশনটি যোগ করার জন্য payment type এর please select এখানে ক্লিক করুন। তারপর আপনারা বিভিন্ন পেমেন্ট মেথড দেখতে পাবেন। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো পেমেন্ট অপশন সিলেক্ট করুন। তারপর payment information এখানে আপনি যদি বিকাশ সিলেক্ট করেন তাহলে বিকাশ নাম্বারটি দিন আর যদি ব্যাংক সিলেক্ট করেন তাহলে ব্যাংকের তথ্য দিন। তারপর  save বাটনে ক্লিক করুন।

তারপর উপরে থাকা Promotions ট্যাবে ক্লিক করুন। তারপর এখানে আপনি আপনার অ্যাফিলিয়েট লিংক জেনারেট করতে পারবেন। আপনি যে প্রোডাক্টের রিভিউ করতে চান এখান থেকে সেই প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিংক জেনারেট করতে হবে। তা না হলে আপনি কোন টাকা ইনকাম করতে পারবেন না। অ্যাফিলিয়েট লিংক তৈরি করতে হলে Link Action এ থাকা Get Link বাটনে ক্লিক করুন।

এখানে প্রথমে আপনার কাছে যে প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিংক তৈরি করতে চাচ্ছেন সেই প্রোডাক্টের অরিজিনাল লিংক। তার জন্য আপনি তাদের সাইটে ভিজিট করবেন সেখান থেকে যে প্রোডাক্ট নিয়ে রিভিউ করতে চান সেই প্রোডাক্টের ডিটেইলস থেকে লিংকটা কপি করে এখানে পেস্ট করবেন। তারপর আপনার কাছে জানতে চাইবে আপনি লিংকটি কোথায় ব্যবহার করবেন যদি ওয়েবসাইট হয় তাহলে ওয়েবসাইট লিখে দিবেন আর যদি ফেসবুক পেজ হয় তাহলে ফেসবুক পেজ লিখে Generate Link বাটনে ক্লিক করুন। তাহলে আপনার লিংকটি তৈরি হয়ে যাবে। এবং আপনি সেখান থেকে কপি করে আপনার ওয়েবসাইটে প্রোডাক্টের রিভিউ এর ভিতরে লিংকটি দিয়ে দিবেন। যার ফলে কেউ যদি সেই লিংকে ক্লিক করে প্রোডাক্টটি কিনে তাহলে আপনি কিছু কমিশন পেয়ে যাবেন। এবং সে যদি সেই লিংকে ক্লিক করে অন্য প্রোডাক্টও কিনে তবুও আপনি কমিশন পাবেন।

এভাবেই আপনি সহজে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে পারবেন। যারা ওয়েব সাইট দিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করবে তাদের জন্য আরো একটা সুবিধা রয়েছে আপনি চাইলে আপনার ওয়েবসাইটে এড দিয়ে ইনকাম করতে পারবেন। আর কিভাবে ওয়েব সাইটের জন্য এড নিতে হয় সেই বিষয়ে আমাদের আগের একটি টিউন রয়েছে পড়ে আসতে পারেন। আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফেজ।

Level 4

আমি রাশেদুল ইসলাম। টিউনার, সেনবাগ রেসিডেন্সিয়াল দাখিল মাদ্রাসা, নোয়াখালী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 62 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 16 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই টিউনটি ট্রাস্টের টিউন হিসেবে গণ্য করা হলো না। আয় করুন, পেমেন্ট নিন এ জাতীয় কোন টিউন টেকটিউনস ট্রাস্টের টিউনার হিসেবে করা যায়না টেকটিউনসের টিউন গাইডলাইন তা স্পষ্টভাবে বলা আছে। কোন নির্দিষ্ট সার্ভিসের আফিলিয়েশন নিয়ে এভাবে টিউন, ট্রাস্টেড টিউন এর অন্তর্ভুক্ত নয়।

আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং শেখানোর জন্য অ্যাফিলিয়েট মার্কেটিং এর বেসিক, ইন্টারমিডিয়েট, এডভান্স লেভেল ইত্যাদি নিয়ে কোর্স মূলক টিউন করতে পারেন কিন্তু সেখানে কোন নির্দিষ্ট সার্ভিস থেকে আয় করুন পেমেন্ট নিন এ জাতীয় কোন টিউন টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে করা যায় না।

আপনি পরবর্তীতে এ ধরনের টিউন করলে আপনার ট্রাস্টের টিউনারশীপ অপসারণ করা হতে পারে।

ধন্যবাদ।