আমার দেখা মোবাইল বা কম্পিউটারের জন্য সবচেয়ে জটিল, সহজতম, দ্রুততম(২০-৩০সেকেন্ড) Converter বা Cutter (3gp.mp4.avi.dvd.flv.ipod.mp3.vcd.mpeg.vod.wmv.psp.rmইত্যাদি)

আমি একজন নতুন টিউনার। দারুন একটা স্থানে(বান্দরবান) থাকি। নতুন হলেও আমি প্রায় দুই বছর ধরে টেকটিউনস এর সাথে আছি এবং সবসময় সাথে থাকার চেষ্টা করব। কারণ এখান থেকে আমি যা শিখতে পেরেছি তা বলতে গেলে আমি যদি একা একা বা কারো সাহায্য নিয়ে শিখতাম তাহলে ১ বছরের শিখা ১০ বছর লাগত। আগেই বলে রাখতেছি কোন প্রকার ভূল হলে মাফ করে দিবেন। বিশেষ করে নতুন টিউনারদেরকে কেউ দেখতে পারে না। তারা যদি কোন টিউন করে এবং ছোটখাট কিছু ভূল করে দেখা যায় তাদেরকে গালমন্দ করে ভরিয়ে ফেলে টিউনটি। আমার মতে তাদেরকে সাহায্য করা দরকার এবং ভূল ধরিয়ে অনুপ্রাণিত করা দরকার যাতে তারা ভাল ভাল টিউন সাবাইকে উপহার দিতে পারে। কারণ বলা তো যায় না কার মধ্যে যে কি লুকিয়ে আছে। কারণ প্রত্যেক মানু্ষই সয়ংসম্পূর্ণ কিছু গুণ নিয়ে জন্ম নেয়। অনেক কথা বলে ফেললাম এবার তাহলে শুরু করা যাক................

আজ আমি যে সফটওয়্যার নিয়ে আলোচনা করব তার নাম Boilsoft Video Splitter.  এটি একটি ফুল ভার্সন সফটওয়্যার যার সাথে ইউজার নেম ও পাসওয়ার্ড দেয়া আছে। ডাউনলোড করুন http://www.mediafire.com/?kp57xiddxb55cev এর সাহায্যে 3gp.mp4.avi.dvd.flv.ipod.mp3.vcd.mpeg.vod.wmv.psp.rmফাইলকে খুব দ্রুতভাবে কাটতে পারবেন বা কনভার্ট করতে পারবেন যা আমি ধরে নিচ্ছি ২০-৩০ সেকেন্ড। এর সুবিধাগুলো হলোঃ

১. দ্রুততম কনভার্ট করা যায়(২০-৩০ সেকেন্ড মধ্যে)

২. যে কোন ভিডিও ফরম্যাট থেকে গান কেটে নেওয়া যায়

৩. মোবাইল উপযোগী ভিডিও গান তৈরি করা যায়

৪. যে কোন নিখুঁত মুভি থেকে নিখুঁত ফরম্যাটের গান কেটে নিতে পারবেন

৫. মোবাইলের জন্য রিংটোন তৈরি করতে পারবেন গান mp3 বা ভিডিও থেকে

৬. মুভিকে ইচ্ছামত দ্রুতভাবে ভাগ করতে পারবেন

পরিশেষে একটি কথা বলতে চাই যে বাংলাদেশে থেকে যদি দার্জিলিং এর মজা উপভোগ করতে চান তাহলে এই শীতের সময় বান্দরবানকে উপভোগ করতে পারেন।

Level New

আমি জোবায়ের রাসেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 309 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর পোষ্ট।
যদিও আমি এই কনভার্টার ব্যাবহার করি না। তবে এটা দ্রুত কনভার্ট করে তা সত্য। আপনার দেয়া ভার্শনটা ৬.১১, আমার কাছে এটার ভার্শন ৬.৩২ সিরিয়াল কি সহ আছে।

লিখেছেন Boilsoft Video Splitter, আর ডাউনলোডের লিঙ্ক দিয়েছেন Boilsoft Video Joiner-এর!!! এটা কি ধরণের joke??!! 🙁

Level 0

It does not work

    Level New

    @Dr.Jetu: নাও ইট ডাজ ওয়ার্ক।ইউ কেন ট্রাই ইট। ধন্যবাদ….

চরম একটা জায়গায় থাকেন…

Level New

রাতে ঘুমের ঘোরে একটু ভূল করে ফেলেছিলাম। এখন আপডেট করা হয়েছে। এবার ডাউনলোড করতে পারেন।Boilsoft Video Splitter.6.32 লেটেস্ট ভার্সন। ধন্যবাদ

বাহ!! খুব সুন্দর টিউন তো।ছবি আওহ খুব সুন্দর করে সাজিয়ে উপস্থাপন এর জন্য ধন্যবাদ।

আমি ফরম্যাট ফ্যাক্টরি ব্যবহার করি।All in One n Also Freeware

    Level New

    ভাই যাই ব্যবহার করেন না কেন এইটা দিয়া একবার কাইটা কুইটা দেখেন। ভাল না লাগলে ১০০০/- জরিমানা

      Level New

      একটা কথা, আমি ভাই কোন HDমুভি দেখলে তার থেকে এইটা দিয়া গানগুলা কেটে নেই। একেবারে অরজিনাল ফরম্যাটে থাকে।

    @Dr.Jetu: @মুকুট: @শাহরিয়ার: @শাহরিয়ার: @আব্দুর রব: @আব্দুর রব: @শাহরিয়ার:

    Format Factory ফাইল সাইজ অনেক বড় করে ফেলে। আমি টেষ্ট করে দেখেছি। খুব দ্রুত কনভার্ট করার আরেকটি কনভার্টার আছে, সেটা হলো Ultra Video joiner

আপনার এলাকার ছবি দুইটা মারাত্বক !

    Level New

    শুধু মাত্র দুইটা দেখাইলাম। সাইফুল ভাই আরো শত শত আছে। পারলে বান্দরবান ঘুরে যান। সত্যিই বলতে গেলে টেকটিউনস এর সাথে মনে হচ্ছে আজ খুব গভীর ভাবে জড়িয়ে পড়েছি। ভাল লাগছে।

Level 0

ধন্যবাদ joybayerassal ভাই খুব সুন্দর টিউন করার জন্য

চমৎকার টিউন। আপনার এলাকাও চমৎকার। 😀

কাজের জিনিস। jobayerassal ভাই, আপনাকে ধন্যবাদ।

Level 0

ব্যবহার করে দেখি কেমন লাগে। আপনি অনেক কষ্ট করে টিউন করেছেন সেই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।

Level New

একটি নীলগীরি, আরেকটি সর্ণমন্দির। ধন্যবাদ আপনাকে

ধন্যবাদ আপনাকে। আসলেই অনেক দ্রুত কাট করে এটা। এত দ্রুত কাট আর কোনটাতে আমি পাইনি। ভাই আপনার এলাকাতে বেড়াতে আসতে চাই। থাকা খাওয়ার জন্য একটা ভাল হোটেল (মানের দিক দিয়ে) এবং এবং কোথায় কোথায় বেড়াতে যাওয়া যায় এরকম কয়েকটা জায়গার নাম জানালে উপকৃত হব বা আপনার মোবাইল নং দিলে আপনার সাথে যোগাযোগ করবো আসার আগে।
ধন্যবাদ আবারও।