কয়েকটি জনপ্রিয় আইফোন থ্রিজি এ্যাপ্লিকেশান

আইফোন থ্রিজি আসার সময় একটা ফিচার টিউন করেছিলাম আইফোন থ্রিজির উপরে। এর পর থেকে আইফোন থেকে একদম ডিসকানেক্টেড হয়ে পড়েছিলাম। যদিও অনেক টিউনার এর মাঝে আরো আইফোন নিয়ে টিউন করেছেন। এবং ইতোমধ্যেই আমার জানা মতে বেশ কয়েকজন আইফোন ইউজার টেকটিউনসে আছেন। তাই তাদের জন্যে এই জনপ্রিয় এ্যাপ্লিকেশানগুলো তুলে ধরব –

আইফোন স্কাইপি

Skype

এই আইফোন এ্যাপ টি ডাউনলোড করে ইন্সটল করে নিন। এর পর যে কোন ওয়াইফাই রেজ্ঞের ভেতরে ঢুকে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে কানেক্টেড থাকুন ফ্রি তে। যদিও আমাদের দেশে এখনও ওয়াইম্যাক্স আসে নাই, তার পরেও আইফোন ইউজাররা আশা করতেই পারেন হয়ত আমাদের ও কোন ওয়াইম্যাক্স জোন থাকবে।

Photoshop.com আইফোন

Photoshop-dot-com-Mobile-App

আপনি আপনার আইফোন দিয়ে ফটোশপের সাইট ব্যবহার করে দেখেছেন। না দেখে থাকলে এখনই লগইন করে নিন। শুধু স্ক্রিনের উপরে স্মুথলি আপনার আঙুল বুলিয়ে পিকচার ক্রপ, কালার এ্যাডজাষ্ট, এ্যাপ্লাই ইফেক্ট দিতে পারেন। আরো পারবেন রোটেট এবং একটি আঙুলের ছোয়ায় বদলে দিতে পারবেন কালার, ছবিতে যোগ করতে পারবেন এক্সট্রা গ্লো।

টুইট ডেক

TweetDeckFor-iPhone

টুইটডেকের সাহায্যে আপনি আপনার আইফোন অথবা আইপডের সাহায্যে আপনার টুইটার কম্যিউনিটির সাথে স্বাচ্ছন্দ্যে যোগাযোগ বহাল রাখতে পারবেন।

কুইকবুকস অনলাইন

QuickBooks-Online-on-the-iPhone

সাধারনত অনলাইন বিজনেজ ম্যাগনেটদের জন্যে এই এ্যাপ্লিকেশানটি ডিজাইন করা হয়েছে। এর সাহায্যে আপনি আপনার ব্যবসার কাষ্টমার, ভেন্ডর এবং এমপ্লোয়ি ক্রিয়েট, এ্যাড এবং এডিট করতে পারবেন। আরো আছে ইমেইল ইনভয়েস, প্রফিট এবং লস রিপোর্টিং, কাষ্টমার এবং ভেন্ডর এক্সেসিং এবং ক্রেডিট কার্ড এবং ব্যাংক ব্যালেন্স লিষ্ট।

ড্রপবক্স আইফোন

Dropbox-for-iPhone

ড্রপবক্সের সাথে আর নতুন করে পরিচয় করিয়ে দেয়ার দরকার নাই। যারা আমার ড্রপবক্স টিউনটি পড়েন নি তারা চাইলে পরে নিতে পারেন। অসাধারণ এই ড্রপবক্স এখন সংযোযিত হয়েছে আইফোনেও!!

ফেসবুক আইফোন

Facebook-for-iPhone

সাধারণত জরুরী কোন কাজের না হলেও ফেসবুক পাগলাদের জন্যে অনেকটা অমৃতের মতই। তাই এই এ্যাপ্লিকেশানের জনপ্রিয়তা তর তর করে উপরের দিকে উঠে যাচ্ছে।

গুগল আর্থ

Google-Earth-for-iPhone

গুগল আর্থ নিয়ে আমি সহ আরো অনেক টিউনার অনেক বিস্তারিত টিউন করেছেন। আমরা সবাই জানি যে কতটা চমৎকার গুগল অনলাইন বিশ্বকে দিয়েছে তাদের এই অসাধারন এ্যাপ্লিকেশানটির মাধ্যমে। এবার সংযোযিত হয়েছে আইফোনেও!

ওয়্যাজ

Waze

এটি একটি ফ্রি স্যোসিয়াল মোবাইল এ্যাপ্লিকেশান যার সাহায্যে আপনি লাইভ তৈরী, লাইভ ট্রাফিক অবজার্ভেশান, টার্ন বাই টার্ন নেভিগেশান এর সুবিধা পাবেন।

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 33 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ami ekjon iphone user. amar iphone 2G but software 3G (download korechi). ami software gula download korte parchina. karon amar itunes e kono account nai. amar credit card nai tai ami account khulte parchina. none option theke ekti account khulechilam kintu kaj korchena. account khular ki r kono upay ache? apni janen ki? r account chara download kora jabe ki?

Level 0

khub akta valo laglo na……….aro kichu dita parten