আপনার কম্পিউটারে কি বাংলা লিখা খুব ছোট দেখাচ্ছে ? (সমাধান এখানে)

আমাদের অনেকের কম্পিউটারেরই বাংলা লিখা ছোট দেখায়। সাধারনত টেকটিউনের লিখাগুলো বড় বড় দেখালেও বাংলা ইউকিপিডিয়া, ফেইসবুক এবং আরো অন্যান্য সাইটের লিখাগুলো খুবই ছোট ছোট দেখায়।

কিন্তু আমাদের মধ্যে খুব কম মানুষই জানে কিভাবে এ ঝামেলা থেকে মুক্ত হতে হবে। এর একটা ভালো এবং অত্যন্ত সহজ সমাধান আমার কাছে আছে।

font fixer

এ সমাধানটি হল “ফন্ট ফিক্সার”। মাএ ৭২ কিলোবাইটের এ সম্পূর্ণ ফ্রি সফটওয়ার টুলটি ডাউনলোড করার পর আপনার কাজ‍ খুবই কম। প্রথমে আপনাকে ফন্ট হিসেবে সোলাইমানী লিপি সিলেক্ট করতে হবে এবং শুধু একবার কম্পিউটার রি-স্টার্ট করতে হবে।

রি-স্টার্টের পর চেক করে দেখুন। আপনার কম্পিউটারে যেসকল লিখা আগে ছোট ছোট দেখাতো এখন সেগুলো কত বড় এবং সুন্দর হয়ে গেছে। আশাকরি এরপর বাংলা লিখা ছোট দেখা জনিত সকল সমস্যার হাত থেকে থেকে আপনি পাবেন মুক্তি।

এটি ব্যবহারের সুবিধাগুলো নিচের দেয়া হল:

  • এটি ব্যবহারের ফলে আপনার কম্পিউটারের এবং ইন্টারনেটের সকল বাংলা লিখা বড় বড় দেখাবে।
  • এটি আপনার কম্পিউটারের ইংরেজি “Times New Roman” এর সাথে সোলেমানী লিপিকে বাংলা ডিফল্ট ফন্ট হিসেবে পরিবর্তন করে দিবে। ফলে যারা অভ্র বা ইউনিকোডে লিখেন তাদের বার বার বাংলা ফন্ট চেঞ্জ করা ঝামেলা থেকে রেহাই পাবেন এবং সবসময় ডিফল্ট হিসেবে সোলাইমানী লিপি ব্যবহার করতে পারবেন।
  • মনে রাখবেন এটি ডিফল্ট ফন্ট হিসেবে “Vrinda” ঠিকই সো করবে কিন্তু আপনার লিখা দেখা যাবে সোলেমানী লিপির। অর্থ‍াৎ এটি কম্পিউটারকে ধোকা দেয়। কম্পিউটার “Vrinda” মনে করেই সোলেমানী লিপি ব্যবহার করে।
  • এ সফটওয়ার টুল দিয়ে আপনি আবার আপনার ডিফল্ট ফন্ট হিসেবে “Vrinda” কে ফিরিয়ে আনতে পারবেন। এ জন্য রয়েছে রিস্টোর অপশনটি। কোন কারনে এ সমাধানটি ভালো না লাগলে আপনি চাইলে আবার রিস্টোর করে ডিফল্ট ফন্ট ফিরিয়ে আনতে পারবেন।

এ সফটওয়ারটি ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন:

http://www.omicronlab.com/tools/font-fixer.html

আমার এ টিউনটি কারো কাছে ভালো লাগলে দয়াকরে মন্তব্য করে জানান।

আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Level 2

আমি TareqMahbub। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 464 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Programmer at Business Innovation & Incubation Center, Banani. Worked @ Harry & Michael IT Center as a Web Developer. Worked @ Kazi IT Center as a Web Developer, Graphic Designer, Virtual Assistant. Worked @ IQRA MODEL SCHOOL & COLLEGE as a full time teacher & typist. Student at American International...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এটা নিয়ে টেকটিউনে অনেক টিউন আছে
আশা করি টিউন করার আগে একটু,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

আরে ভাই ভালো টিউনগুলোতে আপনাদের দেখাই যায় না। অথচ দোষ ধরতে সবার আগে এসে উপস্থিত হয়েছেন।
ভাই আমি নিজে জিনিসটা জেনেছি কয়দিন আগে তাও দুর্ঘটনাক্রমে। আর টেকটিউনের সাথে আছি কয়েক মাস। এ কয়েক মাসে এ ধরনের লিখা দেখেছি বলে মনে তো হয় না।

    Level 0

    আছেন মাএ…….. কয়েক মাস…………
    বাংলা কম্পিউটিং বিভাগে যান সব উওর পাবেন

    ok মহাজ্ঞানী ভাই। আপনি যেহেতু এ সমাধান জানেন তাই আপনার কাছে এ টিউনটি পুরোনো।
    কিন্তু যারা জানে না তাদের জন্যই আমার এ টিউন।
    আমি অনেককেই দেখেছি এ সমস্যার মধ্যে রয়েছে। তাই এ টিউনটি করালাম। আপনি জানলে পড়েছেন কেন ?

Level 0

ভালো টিউনগুলোতে আপনাদের দেখাই যায় না এটার মানে কি?
ভালো টিউনে গিয়ে মন্তব্য করলেই কি………………………….
…………………………………………………………………

Level 0

টেকের কাউকেই তো দেখি না এরকম…………….
বাংলা সমস্যা টেকটিউনের সদস্যদের নাই

যারা ভালোকে প্রশংসা না করে, দোষ ধরতে এগিয়ে আসে। তাদের প্রতি আমার বিশেষ একধরনের অনীহা আছে।
অন্যান্য টিউনের মত এটাও কষ্ট করেই লিখা। কষ্ট করে লিখা জিনিসকে কেউ অপ্রয়োজনীয় মন্তব্য করলে এটি খুবই বিরক্তিকর লাগে।
বিষেশত আপনার মত লোক। আপনি জানলে এ টিউনটির ভেতর আর প্রবেশ করবেন না। জ্ঞানী মানুষ এমন অপ্রয়োজনীয় টিউনে জেনেশুনে প্রবেশ করেছেন কেন। আমি কি অনুরোধ করেছিলাম।

Level 0

দেখেন আপনি একটু সীমা ছাড়িয়ে বলছেন
আমি আবারও বলছি এরকম টিউন টেকের মধ্যে অনেক হয়েছে
ওটুকুই বলেছি টিউন করার আগে আপনাকে একটু দেখে নেবার জন্য
আর আমার প্রথম মন্তব্যের কারনে যদি আপনার বেশি লজ্জা লেগে থাকে তাহলে আমার মন্তব্যটা মুছে দিতেন
আর টেকের মধ্যে সবার অধিকার সমান এখানে জ্ঞানী মহাজ্ঞানী শব্দগুলো ব্যাবহার করা আপনার উচিত হয়নি
আপনার যদি কোন কারনে কোন কিছুর প্রতি অনীহা থাকে সেটি আপনার ব্যাক্তিগত ব্যাপার
যদি ভাল না লাগে চুপ করে বসে থাকেন এতেও ভাল না লাগলে চলে যান
ভবিষ্যতে যদি কোন মন্তব্য পড়ে লজ্জা লাগে সেই লজ্জাটা অন্যের উপর না ঢেলে মুছে দিবেন যাতে মনকে লজ্জার হাত থেকে বাচাতে পারবেন

    লজ্জা তো আপনার পাওয়া উচিত। একদিন আগেও একজন টেকটিউনে জানতে চেয়েছিল নেটে কিভাবে বাংলা লিখে এবং তাকে উপায় বলে দেয়ায় ধন্যবাদও পেয়েছিলাম। আর আপনি বলছেন:
    “টেকের কাউকেই তো দেখি না এরকম…………….”
    আপনার মত জ্ঞানী লোকের জ্বালায় তারাতো কিছুই শিখতে পারবেনা।
    টেকটিউনে তো এমন কোন নিয়ম নেই যে একই বিষয়ে দুইবার টিউন করা যাবে না।
    যারা এ ব্যাপারে জানে না এ টিউন তাদের জন্য করা। আপনার জন্য নয়।
    আপনি কেন কথা বলতে আসছেন ?

    Level 0

    আহা, কেউ কিছু বললেই এমন তেলে-বেগুনে জ্বলে উঠেন কেন? যারা বিষয়টা আগে থেকেই জানে তারা চুপ থাকলেই তো হয়।

সব ক্যাচাল বাদ বাদ , দুইজনেই শান্ত হও নইলে আমার আইন অনুযায়ী দুইজনকেই শাস্তি দেয়া হবে । আর তোমাদের শাস্তি হবে ১০০ টি রুটি খেতে হবে সাথে কোন আলু ভাজি বা অন্যকিছু দেয়া হবে না । সুতরাং শাস্তির হাত থেকে বাচতে হলে শান্ত হও ।

    আরে আগে জানলে তো আমিই ক্যাচাল লাগাইয়া দিতাম তাইলে আমিও পাইতাম ১০০ টি………….@তারেক এরপর আমরা একটা পাতানো তর্ক করে হাসিবের কাছ থেকে রুটি নিতে হবে।

    শাকিল ভাই রুটি নিলেই কিন্তু হবে না টেকটিউনসের সকলের সামনে বসেই খেতে হবে নইলে নিস্তার নেই ।

    শাকিল ভাই বুদ্ধিটা মন্দ না। প্রতিদিনই ঝগড়ে করে সকালকার নাস্তা খাওয়ার একটা ব্যবস্থা করতে হবে।
    ৪ – ৫ রুটি খাওয়ার পর পেট ভরে গেলেই বলবো ভাই আর খিদে নেই। আজ আসি।

Level 0

ধন্যবাদ TareqMahbub ভাই,আমার পিসি তে ফন্ট এর প্রব্লেম স্লভ।

Level 0

আমরা ঝগড়া বিবাদ না করি। তবে পোষ্ট টি কিন্তু গুরুত্বপূর্ন

    যে যাই রলুক ভাই জোস একটা সমাধান দিছেন । আমার ও ফন্টের সমস্যা সমাধান হয়ে গেছে । আপনাকে অনেক অনেক ধন্যবাদ তরে ভাই রাগটা একটু রেশী হয়ে গেল না ।

Level 0

thankx for the nice tune

    @eMON ভাই, @shaikat ভাই এবং @তপু ভাই আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।

কি শুরু হইসে?

ভাইরা শুধু শুধু ঝগড়া কররেন না। অনেকে আছে টেকটিউসে অনেকে নতুন তাদের জন্য হয়তো টিউট নতুন লাগবে এবং উপকারে আসবে।

জটিল,হয়েছে। thank;s. আশা করি আরোও ভালো ভালো লেখা উপহার দিবেন। আমার খুবই কাজে লাগছে টিউনটা।

একই বিষয়ের উপর টিউন করার ক্ষেত্রে কোন ধরনের সমস্যা নেই। টিউনারের নিজেস্ব লেখা হলেই হল। আর একই বিষয়ের উপর আগে টিউন হয়েছে কিনা তা যাচাই এর ও প্রয়োজন নেই। প্রত্যেক টিউনারের দৃষ্টিভঙ্গি, লেখার মান আর ভাষা আলাদা।

    ধন্যবাদ মেহেদী হাসান ভাই।
    @imran ahmed ভাই আপনাকেও ধন্যবাদ।

Level 0

আসা করি সবাই ভাল মন্তব্য করিবেন, এই অনুরোধ,

আমার কাজে লেগেছেরে ভাই ।ধন্যবাদ ভাই

    মামুন ভাই আপনার উপকারে আসতে পেরে আমি ধন্য।

আমরা ফাইট না করি। কার কি উপকারে আসছে জানিনা কিন্তু আমার চরম একটা উপকারে এসেছে। ধন্যবাদ তারেক ভাইকে। আর পিসি ভাই ক্যাচাল করছেন কেন সব পুরনো সব টিউনতো খুজে খুজে বের করা সম্ভব হয়ে উঠেনা। তাই নতুন করে আসলে সেটা আমার মত নতুনদের উপকারে আসবে বলে আমার মনে হয়।

আমি এটা নিয়া কয়েক দিন আগে একটা টিঊন করেছিলাম।check this link
https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/7791/

তবে আমি আপনার মতো কার্যপ্রনালী বিশ্লেষণ করি নাই…

Level 0

TareqMahbub vai very good tune. ke ki bollo seta dekhar dorkar nai.”age jantam..” ei jatio reply khub odd lage. jara jane tara na dekhlei hoy. Pc vai, its not a ways to welcome new members. we should encourage them. amio notun ekhane. TareqMahbub vai er tune ta amar khubi kaje lagche.

একই বিষয়ের উপর টিউন করার ক্ষেত্রে কোন ধরনের সমস্যা নেই। টিউনারের নিজেস্ব লেখা হলেই হল। আর একই বিষয়ের উপর আগে টিউন হয়েছে কিনা তা যাচাই এর ও প্রয়োজন নেই। প্রত্যেক টিউনারের দৃষ্টিভঙ্গি, লেখার মান আর ভাষা আলাদা।………। মেহেদি হাসান ভাই এর এই কথাটি আসলেই সত্যি………আমার কাজে লেগেছে ভাই।আমার কাছে font fixer soft টি ছিল।কার্যপ্রনালী জানতাম নারে ভাই।ধন্যবাদ ভাই

    @কামরুল ইসলাম রুবেল ভাই, @morning_star ভাই, @cirus ভাই এবং @সাম্য ভাই আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Level 0

মাঝে মাঝে কিছু বিষয় নিয়ে একেবারে মাঠ গরম হয়ে যায়।

অপ্রয়োজনীয় ও অনর্থক বিতর্ক আর কটু মন্তব্য পরিহার করুন। কোন ব্যাপারে কারো কিছু জানা থাকলে বা কোন টিউন কোনভাবে টেকটিউনসে একবার একবার প্রকাশিত হলে সেটা নিয়ে বিরুপ মন্তব্য না করলেই কি চলে না? যে কোন টিউন থেকে অবশ্যই কারো না কারো কিছু শেখার আছে। বিরুপ মন্তব্যের জন্য কেউ টিউন করতে উৎসাহ হারালে অন্যরা শিখবে বা উপকৃত হবে কিভাবে? তাই সবাইকে অনুরোধ কোন টিউন ভাল না লাগলে চুপ থাকুন কিন্তু বিরুপ বা মন খারাপ করা মন্তব্য করবেন না। পারলে ভাল মন্তব্য করে টিউনকারীকে উৎসাহিত করে টেকটিউনস্ পরিবারের ভাতৃত্বের বন্ধনকে অটুট রাখতে সাহায্য করুন। সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ।

How much creazy bangali u r@pc. If u don like his tune then plz we do not ur bad comments. I am new in tech tune and this tune help me much. Thank you TareqMahbub.

Level 0

এত ক্যাচাল বাইধা গেছে এখন আমি ক্যাচাল বাধামু , ক্যাচালটা হইলো সোলাইমানী লিপি এর চেয়ে সিয়াম রুপালি ইউজ করলে বাংলা অক্ষর আরো পরিস্কার এবং আরো সুন্দর দেখা যাবে এবং অক্ষর গুলো খানিকটা বড় দেখা যাবে বৈকি …….

আয় হায় ক্যাচাল করতে গিয়াতো জ্ঞান দিয়া ফেললাম …… চরি চরি ভুল হই গেসে , আমি ক্যাচাল ভুই পাই .

TareqMahbub@ ধন্যবাদ।