দুটি সেবা হরর- দুর্বলচিত্ত পাঠকদের প্রবেশ নিষেধ

ইদানিং দেখছি আমাদের ওয়েবসাইটের স্ক্যান করা বই বিভিন্ন ব্লগ/ওয়েবসাইটে বিনা বাধায় নিজ নিজ ওয়াটারমার্ক লাগিয়ে অবাধে আপলোড করা হচ্ছে। শুধু তাই না, সেবা প্রকাশের কিছু বইয়ে আমরা নিজেরা কভার বানিয়ে আপলোড করি। বেশরমগুলা সেই কভার পেজগুলাতেও নিজেদের সাইটের লোগো মেরে ভরিয়ে ফেলছে। ঐ হরিলুট আরকি। কাউকে কিছু বললে বলে, " ঐ বেটা তোর সাইটেও তো অন্য সাইটের বই আছে" । অথচ এই গাধার বাচ্চারা জানে না যে, অন্য সাইটের বই আমাদের সাইটে শেয়ার করার আগে প্রাপ্য ক্রেডিট দিয়েই শেয়ার করা হয়। যাই হোক, সেই জন্য ঠিক করেছি, আমাদের বই আমরা নিজেরাই বিভিন্ন ব্লগ ওয়েবসাইটে শেয়ার দিব, নে বাবা তোরা এবার নাকে তেল দিয়ে ঘুমা।
দুটি সেবা হরর দিচ্ছিঃ

প্রকৃ্ত পিশাচ কাহিনীর স্বাদ নিতে যারা আগ্রহী, তাদের জন্য এই বই । তবে দুর্বলচিত্ত পাঠকদের প্রতি সম্পাদকের হুঁশিয়ারি – গভীর রাতে এ-বই পড়বেন না । তবু স্বেচ্ছায় কেউ দুঃস্বপ্ন দেখতে চাইলে, ভয় ও আতঙ্কের রাজ্যে প্রবেশের দুঃসাহস দেখালে, আমাদের কিছু বলার নেই। তাহলে তাকে ডাউনলোড করে নিতে হবে বাংলাপিডিএফবই এর এক্সক্লিউসিভ সেবা হরর অনীশ দাস অপু সম্পাদিত “অশরীরী আতঙ্ক”।

ডাউনলোড

অশুভ ১৩ বইটির গল্পগুলি কোনওটি চরম আতঙ্কের, কোনওটি স্রেফ ভয়ের । গা শিউরানো কিছু ভিষন অতিপ্রাকৃত গল্পের স্থান পেয়েছে অনীশ দাস অপুর এই বইতে । প্রতিটি গল্পের সমাপ্তি ঘটেছে এমন অশুভ ইঙ্গিত দিয়ে যা শিহরিত করে তুলবে পাঠককে । ভয়ের রাজ্য প্রবেশ করতে চাইলে এখুনি ডাউনলোড করে ফেলুন!!!

ডাউনলোড

বই দুটি http://banglapdfboi.com এক্সক্লিউসিভ এবং পুর্বে উক্ত সাইটে প্রকাশিত। প্রচ্ছদ করেছেন http://banglapdfboi.com সাইটের এডমিন। ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি পাগলা স্ক্যানার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 195 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালো থাকতে চাই


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vi ani ABC kid genius softwere abar chi

vi ami ABC kid genius softwere abar chi

Level 0

three comrades by Erich Maria Remarqueরুপান্ততর মাসুদ মাহমুদ এই বইটা থাকলে upload করেন ভাই গত ২ বছর ধরে সেবা প্রকাশনী, বই মেলা, নিউ মার্কেট, নীলক্ষেত পুরানো বই এর দোকান কোথাও খুজে পাইনাই 🙁 বইটা থেকে থাকলে প্লিজ upload করবেন।

darun post. khub valo kaglo….

ভাই আপনার বই গুলা পরে মজা পাই
কারন ওয়াটারমার্ক থাকে না।
কিন্তু দেশ চোর-চোট্টায় ভইরা গ্যাসে!!! 😡 😡 😡
আপনি ১০-১৫ পেজ পরে পরে বা বই এর কোনা-কাঞ্চিতে ওয়াটারমার্ক দিতে পারেন!!!
যাই হোক ধন্যবাদ!!! 😛

ডাউনলোড দিলাম!! ভাই দস্যু বনহুর সিরিজের কয়েকটি বই খুব ছোটবেলায় পড়েছিলাম, আপনার কাছে কালেকশন আছে কি?? কোথায় পাওয়া যাবে বলতে পারবেন কি??

ভাই আমার দাবার খেলার বই লাগবে , থাকলে লিংক টা দিয়েন ।

অনেক অনেক ধন্যবাদ।