টেক্সটাইল এর উপর কিছু গুরুত্বপুর্ন ও রেয়ার বই ডাউনলোড করুন। (শুরুমাত্র টেক্সটাইল এ চাকড়ি বা পড়াশুনাকারীর জন্য)

টেক্সটাইলে পড়াশুনার পর চাকড়ি জিবনে গেলে এক নতুন অভিঙ্গতার সঞ্চার হয় । আর এই অভিঙ্গতা কে ভুত দেখার মতো মনে হয় । কি পড়ে আসলাম আর মিল ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে । আমি যে বই গুলো শেয়ার করছি তা খুবই রেয়ার বই । অনেক কষ্টে কালেকশন করতে হয়েছে । যদি এক বিন্দু হলেও আপনাদের কাজে লাগে তাহলে পরিশ্রম সার্থক বলে মনে হবে ।

কথা না বাড়িয়ে বই ডাউনলোড শুরু।

১। Air-Jet-Spinning-of-Cotton-Yarns:

ডাউনলোড লিংক

২। Book-for-Man-Made-Fibers


ডাউনলোড লিংক

৩। Fabric-Design-Lecture-13-Fabric Analysis

এই বইটি মুলত ফাইবার এর জিনিং প্রক্রিয়ার অন্তর্গত কিছু প্রনালীর সমন্ময় ।


ডাউনলোড লিংক

৪।Fibre_Properties

এই বইটি ফাইবারের ধর্ম গুন এর যাবতীয় বিষযাদী ।

ডাউনলোড লিংক

৫।Yarn-Calculations

আমার দেখা এবং বাস্তবেও এই টেক্সটাইল ক্যালকুলেশন এর উপর আর কোন বই নেই আমার জানা মতে । কোয়ালিটী থেকে প্রডাকশনের যাবতীয় সকল অংক সুন্দর ভাবে দেয়া আছে । এই বইটি থেকে আরেকটা জিনিষ পাবেন এটা সিওর যে টেক্সটাইল বিভিন্ন মিলে (স্পিনিং) যদি ভাইবা দিতে যান এই বইটি পড়লে আপনাকে আর কেউ আটকাতে পারবে না ।

ডাউনলোড লিংক
৬।Yarn-Requiremen

ডাউনলোড লিংক
৭।Yarn-Numbering-and-Sewing-Threads

ডাউনলোড লিংক

 

 

 

আজ এ পর্যন্তই । আমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার । ছোট খাটো একটা স্পিনিং মিলের কোয়ালিটি ডিপার্টমেন্টে চাকড়ি করি । তেমন মেধা নাই । যতটুকু আমার মেধায় কুলায় আমি শেয়ার করলাম । ভুলত্রুটি হলে ক্ষমা করবেন । সবাই কে রমজানুল মোবারাক । সবার দিন ভালো কাটুন

 

সময় যদি মেলে।

Level 0

আমি samrattex। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ডিপ্লোমা ইন টেক্সটাইল এর শেষ প্রান্তে দাড়িয়ে আজ আমার হাতে কটন,ভিসকোস কিংবা নাইলন বা এক্যাইলিক , ডাই মলিকুল, সোডা, এসিড যতক্ষন না থাকে তার চেয়ে বেশী থাকে এইচ পি ৪৩০!! হায় রে ..............


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাইয়া, অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ !

আপনাদের কেও অসংখ্য ধন্যবাদ।

ভাই অনেক ধন্যবাদ।
আমিও ভাগ্যচক্রে আপনার দলে।
তবে ভাই আপনি shareblue site এর লিংক দিয়েছেন।
আমার এখানে shareblue/uploadcore/hugefiles এসব লিংক থেকে download হয় না।
please পারলে mediafire/uploadboy/dropbox link দিয়েন।
ভাল থাকবেন।

ভাই এখনএর সময় Shareblue ই ভালো । তবে আমি Try korbo dropbox link e deyar jonno

Level 0

download hoi na

download hoi na

ভাইয়া অাপনি ডাউনলোড লিংকটা ঠিক করে দিলে উপকৃত হতাম।