Benglai Fonts Pack- বাংলা ফন্ট সমস্যার সমাধান

কম্পিউটারে কোন লেখা সুন্দরভাবে পড়ার জন্য প্রয়োজন উপযুক্ত FontWindows এর সাথে অনেকগুলো Font ডিফল্ট দেয়া থাকেকিন্তু এতে আমাদের বাংলা ভাষার জন্য তেমন উপযুক্ত ফন্ট নেইফলে বাংলা লেখা সুন্দরভাবে পড়ার জন্য নতুন করে Font Install করতে হয়বর্তমানেঅসংখ্য ANSI এবং Unicode ফন্ট বের হয়েছেঅভিজ্ঞরা সমাধান করতে পারলেও নতুনদের মধ্যে অনেকেই ফন্টের জন্য সমস্যায় পড়েনআমি এ জন্য Bengali Fonts Pack টি তৈরি করেছি যাতে অনেকগুলো জনপ্রিয় ANSI এবং Unicode ফন্ট রয়েছেএ ফন্টগুলো ইনস্টলের পর বাংলার জন্য আশাকরি আর কোন ফন্ট দরকার হবে নাএর ফলে MS Word না থাকলেও Wordpad দিয়ে বাংলা লেখা পড়া যাবে

আমার Fonts Pack টি Windows XP এবং Windows 7,8 এ কাজ করবেআমি এক্সপি এবং সেভেনে টেস্ট করে দেখেছিইনস্টল করতেও তেমন ঝামেলা নেইWindows XP তে ডাবল ক্লিক আর Windows 7 Run as Adminsitrator হিসেবে রান করতে হবেতবে ইনস্টলের পর অবশ্যই একবার পিসি রিস্টার্ট দিতে হবেইনস্টল করার সময় তাই সব ধরনের প্রোগ্রাম আগে বন্ধ করে নিনইনস্টল হতে কয়েক সেকেন্ড লাগে মাত্রএছাড়া যারা Windows XP’র কাস্টমাইজ সিডি তৈরি করবেন তাদের জন্যও AddonPack রয়েছেআমি আলাদা আলাদা প্যাক তৈরি করেছিনিচের ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে নিনভালমন্দ মতামত জানাতে অনুরোধ করছি

Level 2

আমি Kamrul Cox। , Chittagong। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 645 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

অসহায়দের সাহায্যে এগিয়ে আসুন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

win7 e dilam kaj kore na

    Level 2

    @jakir.npi: কাজ করে না তা কিভাবে বুঝলেন বিস্তারিত লেখলে ভাল হতো ভাই। আমি আরেকটু টেস্ট করে দেখতে পারতাম।

Level 0

একজন দেখছি কাজ করাতে পারেননি। ফন্ট প্যাক না বানিয়ে সোজা সুজি ফন্টগুলো জিপ করে আপলোড করে রাখলেই তো হয়। আনজিপ করে কিভাবে ইন্সটল করতে পারবেন সেটা লিখে দিন। তাহলেই সমস্যার সমাধান। এতগুলো এক্সিকিউটেবল ফাইল বানাবার দরকার আর হয় না।

    Level 2

    @শুভ: ফন্টগুলো আপনার সংগ্রহেও আছে আশাকরি। কারণ আমি অপরিচিত ফন্ট দিই নি। সবার যা যা আছে ওখান থেকে বাচাই করা কিছু ফন্ট নিয়েই প্যাকটা তৈরি করেছি। প্যাকটা কিভাবে ইনস্টল করতে হবে তাতো বলাই আছে পোস্টে। আর যে যে এক্সিকিউটেবল ফাইলগুলো বানানো হয়েছে তা ভিন্ন ভিন্ন কাজের সেটাও উল্লেখ করা আছে।

Level 0

জিপ ফাইলই তো দেখছি আপলোড করেছেন। তাহলে এতগুলো কেন? সব উইন্ডোজ তো একই ফন্ট ফাইল সাপোর্ট করে?!

    Level 2

    @শুভ: হ্যাঁ ভাই। সব উইন্ডোজে একই ফন্ট সাপোর্ট করে। কিন্তু এক্সপিতে Complex Script নামে একটা জিনিস আছে সেটা নিশ্চয় জানেন। সেটা কি আপনি সেভেনে ইনস্টল করতে পারবেন? এক্সপিতে ওটা আলাদাভাবে ইনস্টল করার দরকার হলেও সেভেনে তা ডিফল্ট থাকে। তাই ওটা আলাদাভাবে ইনস্টল করতে হয় না। ধন্যবাদ।

Level 0

অদ্ভুত! জিপের ভেতরে এক্সিকিউটেবল ফাইল। প্রথম কমেন্ট দ্রষ্টব্য।

    Level 2

    @শুভ: শুভ ভাই এক্সিকিউটেবল ফাইলকে জিপ করে দেয়ার মধ্যে ভুলটা বুঝতে পারলাম না। দয়াকরে একটু বলবেন? আর আপনি কি ব্যবহার করে দেখেছেন জানালে খুশি হবো।

vai ekta problem halo font gulor nam ki etai bujte parlam nah…kinto install hoyeche…

    Level 2

    @nazmulsagor: ধন্যবাদ নাজমুল ভাই। অনেকগুলো ফন্টের মধ্যে ফন্টগ্রুপের নাম হল AdorshoLipi, Shonar Bangla, Siyam Rupali, Segoe UI, AkaashNormal, AdarshaLipi, Bangla, BenSen, Bangsee Alpona, Boishakhi, Boishakhi Unicode, Ekushey Durga Normal, Ekushey Godhuli, Kalpurush, Likhan, Lipi, Mitra Mono, Mukti, Prothoma, Rupali, Sagar, Samakal, Segoe Print, SolaimanLipi, Ekushey Sumit, TonnyBanglaMJ, utkal medium, SutonnyMJ, SutonnyCMJ, SutonnyEMJ, AdarshaBangla, AponaLohit, Ekushey Azad, BenSenHandwriting, Dhanshirhi, BoldItalic, Karnaphuli, Nikosh, Padma, Ekushey Puja, Ekushey Punarbhaba, Rinkiy, SulekhaT, Sushree, SutonnyBanglaOMJ, Vijaya, Mahoua

    এই ফন্টগুলোর অধীনে আবার Bold, Italic, True Type, Open Type সহ অনেকগুলো ফন্ট রয়েছে।

Level 0

thanks

Very adorable post, Thanks for share!
If you need Bangla fonts you can download it from here Fontbaaz