PDF ফাইলকে কনভার্ট করুন WORD FILE এ খুব সহজে (মাত্র 4 মেগাবাইটের একটি সফ্টওয়্যার)

সবাইকে সালমা জানিয়ে শুরু করলাম আজকের পোষ্ট। কথা বাড়াবোনা। ইতপূর্বে আপনারা হয়তো আরো অন্যান্য পিডিএফ কনভার্টার ব্যবহার করেছেন, তাই এবার এটাও ব্যবহার করে দেখুন আশা করি ভাল লাগবে। আমার কাছে ভাল লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম। যেভাবে পিডিএফকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করবেন দেখুন। প্রথমে এখানে ক্লিক করে সফ্টওয়্যারটি নামিয়ে নিন তারপর ইন্সটল করে অপেন করুন, নিচের মত দেখবেন...........

1. আপনি যে পিডিএফ ফাইলটিকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করবেন তা সিলেক্ট করে দিন।

2. কনভার্ট হওয়ার পর ফাইলটি আপনি যেখানে সেভ করতে চান তা দেখিয়ে দিন।

3. Convert এ ক্লিক করুন। ব্যাস আপনার ফাইলটি ওয়ার্ডে কনভার্ট হয়ে গেছে। এবার ইচ্ছে মত ইডিট করতে থাকুন। কিছু কথা: সাধারণত পিডিএফ ফাইলকে যত ভাল মানের কনভার্টার দিয়ে হলেও কনভার্ট করুন না কেন জেনুইন ওয়ার্ড ফাইলের মত সার্ভিস পাবেন না। তারপরও দুধের স্বাধ ঘোলে মিশে খাওয়া আর কি!!!

তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্রাহ হাফেজ।

ভাল লাগলে অবশ্যই জানাবেন..............................

আমার ব্লগে ঘুরে আসতে পারেন.........................................

Level 0

আমি kamrulbhuiyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 407 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুবই সাধারন একজন মানুষ, কিছুই করিনা, মাঝে মাঝে ব্লগে লিখালিখি করি, আর অন্য সময় খেলাধুলায় ব্যাস্ত থাকি.....।।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা কি বাংলা ফাইল কনভার্ট করতে পারবে ?

thank you

vai password chai keno???

Vi password cai.

Thanks..অনেক দিন ধরে চাচ্ছিলাম সফট টা। সময়ের অভাবে সারচ করতে পারি নি। আপনাকে ধন্যবাদ দেয়ার জন্য।

ফ্রীওয়্যার সিজান, ভাই আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি কমেন্ট করার জন্য।

mahmudul hasan anuz ভাই পাসওয়ার্ড কেন চাইবে আমিতো বুঝতেছিনা। ফাইলেতো কোন পাসওয়ার্ড দেওয়া নাই।
http://www.mediafire.com/download/q34pq2tvemhal8u/pdf-to-word-converter+%28kamrul%29.rar আপনি এই লিংকটাতে ক্লিক করে দেখুনতো।

ABU TASNEEM ভাই অবস্যই পারবেন। তবে আমার মনে হয় বাংলা ফাইলের ফন্ট ভেঙ্গে যেতে পারে।

vi sob thik ace. sudhu convert start korle password chai. bole file ta password protected

ভাই পিডিএফ ফাইলের পাসওয়ার্ড রিমুভ করার কেন সপটয়্যার থাকলে চাই্। আর একটি কথা বড় পিডিএফ ফাইলকে ছোট ছোট পার্টে কনভার্ট করার কোন সফটয়্যার থাকলে দিবেন।

onek din dore software ta khujsilam but aj peye khub valo lagae
thanks