অনেক অনেক বড় নামের ফাইল ডিলেট করতে নিয়ে নিন Long Path Tool

আস্‌সালামুআলাইকুম!
সকলকে শুভেচ্ছা জানিয়ে ছোট্ট একটি উইন্ডোজ টুল নিয়ে টিউন শুরু করছি।

Long Path Eraser free

কখনো কখনো আমাদের পিসিতে অনেক অনেক বড় নামের ফাইল ডাউনলোড করে বিপাকে পড়ে যেতে হয়, কারণ কোন ফাইলের নাম ২৫৫ ক্যারেক্টারের বেশী হয়ে গেলে উইন্ডোজ উক্ত ফাইলটিকে হ্যান্ডেল করতে পারেনা। তখন সেই ফাইল এবং সেটি যেই ফোল্ডারে আছে সেই ফোল্ডার আমাদের গলার কাঁটা হয়ে থাকে না পারি গিলতে না পারি ফেলতে, মানে না পারি ফাইলটি ওপেন করতে না পারি ডিলেট করতে। ওপেন কিংবা ডিলেট করতে গেলেই এমন সব এরর ম্যাসেজ আসে।

এমনি উভয় সংকট পরিস্থিতি থেকে মুক্তি দিতে আছে Long Path Eraser Free .

মাত্র 1.91 এমবি ওজনের সফটওয়্যারটি ডাউনলোড করুন নীচের ডাউনলোড বাটনে ক্লিক করে।

ডাউনলোড শেষ এবার ব্যাবহারের পালা। এটির ব্যবহার একেবারেই সহজ তবুও নীচে কিছু স্ক্রীন শর্ট দিয়ে দিলাম। ডউনলোড কৃত এক্সিকিউটিভ ফাইলটি Run as Administrator হিসেবে রান করান। তাহলে নীচের মতো একটি স্ক্রীন আসবে ওখানে

তারপর নীচের মতো একটি স্ক্রীন আসবে এখানে থেকে Select বাটন চেপে আপনার বড় নামওয়ালা ফাইলটি কোথায় আছে সেই ফোল্ডারটি ব্রাউজ করে সিলেক্ট করে দিন। কিন্তু এর পূর্বে উক্ত ফোল্ডার থেকে বড় নামওয়ালা ফাইলগুলো ব্যতীত অন্য সকল ফাইল নিরাপদে সরিয়ে নিয়ে নিন, নয়তো উক্ত ফোল্ডারে থাকা সকল ফাইলই ডিলেট হয়ে যাবে।

তারপর Delete Folder বাটনে ক্লিক করুন

Yes বাটনে চাপুন ব্যাস কেল্লাফতে 😆 🙄

নীচের মতো একটি সাফল্যের বার্তা আসবে।

আশা করি নতুনদের কিছুটা হলেও কাজে লাগবে। এবারের মতো বিদায়। ধন্যবাদ।

Level 2

আমি মোহাম্মদ খালিদ হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 1511 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

link কাজ করেনা

    @zubaer1995: লিংক ঠিকই আছে ভাই কিন্তু একই সময়ে অসংখ্য ইউজার ড্রপবক্স থেকে ফাইলটি নামানোর চেষ্টা করার কারণে ড্রপবক্স স্বাভাবিক ভাবেই ট্রাফিক জ্যামে পড়েছে। আপনি দু একদিন পরে আবার চেষ্টা করুন অবশ্যই নামাতে পারবেন।

Level 0

অন্য কোথাও আপলোড করেন, ড্রপবক্স কাজ করে না।

    @Sohag: লিংক ঠিকই আছে ভাই কিন্তু একই সময়ে অসংখ্য ইউজার ড্রপবক্স থেকে ফাইলটি নামানোর চেষ্টা করার কারণে ড্রপবক্স স্বাভাবিক ভাবেই ট্রাফিক জ্যামে পড়েছে। আপনি দু একদিন পরে আবার চেষ্টা করুন অবশ্যই নামাতে পারবেন।

Level 0

এরকম একটা সমস্যাই অনেকদিন থেকে পরেছি । প্রতিদিন ভাবি গুগল করব , কিন্তু করা হয়ে উঠে না । সমাধানের জন্য ধন্যবাদ । আমার আরেকটু সাহায্য লাগত , সেটা হল এরকম একটা ফাইল থেকে আমার কিছু ডাটা কপি করতে হবে , কিন্তু সেটা পারছিনা, কিভাবে করব ?