আউট উইট – মজিলার আরেকটি চোখ ধাঁধাঁনো এ্যাডঅন

প্রযুক্তিবিদ ভাইয়ার পিকলেন্স টিউনটির কথা মনে আছে? যে একটি এ্যাডঅনের মাধ্যমে ওয়েব পেজ এর ছবিগুলো থ্রিডি এনভাইরোমেন্টে জীবন্ত হয়ে উঠত। ঠিক সে রকমই আরেকটি চোখ ধাঁধাঁ লাগানো এ্যাডঅন হচ্ছে আউট উইট।তবে এই এ্যাডঅনটি পিকলেন্সের চাইতেও চমৎকার!!

যে কোন ওয়েব পেজের ছবিকে আপনার সামনে থ্রিডি এনভাইরোমেন্টে তুলে ধরবে এবং দ্রুততার তাথে সেভ করতে সাহায্য করবে। ছবি সেভ করার জন্যে মজিলার আরো কয়েকশ এ্যাডঅন আছে। তবে আমি মনে করি এর সামনে বাকী আর একটা ও দাড়াতে পারবে না। কারন এটি সেভিং প্রসেসটাকে এতটাই সিমপ্লিফাই করে দিয়েছে যে, ব্যবহার না করলে বিশ্বাস করা অসম্ভব। শুধু ড্র্যাগ এবং ড্রপ!! ব্যাস কেল্লাফতে!!

ওয়েবের যে কোন পেজে গিয়ে এই এ্যাডঅনটির আইকনে ক্লিক করুন। মুহুর্তের মধ্যেই সেই পেজের ছবিগুলো আপনার সামনে জীবন্ত হয়ে উঠবে। সেখান থেকে আপনি আপনার পছন্দ মত ছবি বেছে নিয়ে জাস্ট নিচের দিকের সিলেকশান চেম্বারে ড্র্যাগ করে এনে ড্রপ করে দিতে হবে। আর শুধু লোকেশানটা এ্যাডজাষ্ট করতে হবে।

bangla.jpg

তবে ব্যবহার করার আগে এটিকে আপনার সুবিধামত কনফিগার করে নিন। তাহলে বার বার কনফিগারেশান চেজ্ঞ করার ঝামেলা পোহাতে হবে না। আপনার কনফিগারেশানটি নিচের ছবির মত করে নিলেও চলবে।

outwit-auto-save.jpg

So tuner friends ....... Try this Addon and taste the difference

আউট উইট

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 33 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিনটিন ভাই আমি মজিলা ব্যাবহার করি না।তারপরও টিউনটির জন্য আপনাকে ধন্যবাদ।

mone hochche amar khub kaje lagbe..
many many Thanks.