এক কার্যকরী “Automatic Ram Cleaner for PC”. তিন মাস ব্যাবহার করার পর আপনাদের সাথে Share না করে পারলাম না।

অনেকখানি সময় নিয়ে- নিজের জানা টুকুকে সবার সাথে ভাগাভাগি করে নিতে- টেকটিউন্সের আশ্রয়ে আসা। আর তারই পুনরাবৃত্তি আমার আজকের ছোট্ট টিউনে।

RAM Automatic পরিস্কার করার জন্য অ্যান্ড্রয়েড মোবাইল এ বহু রকম Apps পাওয়া যায়। তখনই ভাবনা - আমার PC এর জন্যও এমন জিনিষ দরকার। তাই একটু মামার সাহায্য নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে পেয়ে গেলাম কাঙ্ক্ষিত স্বাদ। তিন মাস ব্যাবহার করলাম, বেশ কার্যকরী মনে হল। জিনিষ যখন কাজের, কাজের লোকেদের কাজে নিশ্চয় লাগতে পারে ভেবে অকাজের লোকটার  এই অকর্ম।

Download করতে চাইলে এখান থেকে নিয়ে নিন। মাত্র ৪৭৪.১৪ কিলোবাইট। Install করার পর Run করে Option এ গিয়ে সবগুলোতে Tick চিহ্ন দিয়ে দিন শেষটি বাদে।

বিস্তারিত বিবরণ এখানে দেখুন। ভালো থাকবেন সবাই।

Level 0

আমি মধু সমাদ্দার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 185 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ। কাজের জিনিস

ওনেক কাজের ত !