সেরা দশ থেকে বেছে নিন আপনারটি [পর্ব-০৪] :: হার্ডডিস্ক ম্যানেজমেন্টের সেরা সফটওয়ার, দাম শুনলে চোখ আসমানে উঠবে!

Level 7
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

সেরা দশ থেকে বেছে নিন আপনারটি

————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং বিশ্ব ভালোবাসা দিবসে টেকটিউনস পরিবারের প্রতি আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।

বিশাল সফটওয়্যার সমুদ্রের মাঝে ভালো সব সফটওয়্যারগুলো খুঁজে পাবার নিমিত্তে আমার শুরু করা চেইন টিউনের এটা চতুর্থ পর্ব। কম্পিউটারে হার্ডডিস্ক ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। যেকোন সময় আপনার প্রয়োজন হতে পারে নতুন ড্রাইভ তৈরী করা, ডাটা ট্রান্সফার, ডাটা ব্যাকআপ রাখা বা হারিয়ে যাওয়া ডাটা রিকোভার করা। তাছাড়া পার্টিশনে কোন সমস্যা হলে সেগুলো ঠিক করতেও হার্ডডিস্ক ম্যানেজমেন্ট সফটওয়্যারের প্রয়োজন আছে। কম্পিউটারে ডিফল্টভাবে ডিস্ক ম্যানেজমেন্টের জন্য যে অপশন আছে সেটা ব্যবহার করলে ডাটা হারিয়ে যায়। তাই ডাটা না হারিয়ে কিভাবে হার্ডডিস্ক ম্যানেজ করা যায় এর জন্য প্রয়োজনীয় সফটওয়্যার খুঁজছিলাম। সেরা ১০টা সব সময় পেয়ে যাই আর সেই সেরাদের মাঝে সেরাটা আপনাদের দিতেই আমার এই আয়োজন। তো চলুন তাহলে শুরু করি।

২০১৫ সালে সেরা দশে থাকা সফটওয়্যারগুলোর নাম এবং মূল্য তালিকা

২০১৫ সালে তালিকায় শীর্ষে থাকা হার্ডডিস্ক ম্যানেজমেন্ট সফটওয়্যারগুলোর নাম এবং মূল্য তালিকা নিচে দেওয়া হলো। একটি বিষয় মনে রাখবেন দাম বেশি হলেই কিন্তু সেটা কাজে ভালো হয় না। ব্যবহারকারীদের অভিজ্ঞতার আলোকে এবং সফটওয়্যারগুলোর ফিচারের ভিত্তিতে নিচের লিস্টটি করা হয়েছে।

এক নজরে দেখে নিন সেরাদের তালিকায় কোন কোন সফটওয়্যার স্থান দখল করে আছে
  • 01. Paragon Hard Disk Manager | $49.95
  • 02. Easeus Partition Master | $39.95
  • 03. Paragon Partition Manager | $39.95
  • 04. Spotmau PowerSuite | $39.95
  • 05. Avanquest Partition Commander | $49.95
  • 06. Acronis Disk Director | $49.99
  • 07. TeraByte BootIt Next Generation | $39.95
  • 08. O&O Partition Manager | $39.95
  • 09. Acronis Migrate Easy | $39.99
  • 10. Kroll Ontrack Disk Manager | $59.95

উপরের লিস্টটি থেকে আপনারা হয়তো নিশ্চিত হয়েছেন যে তালিকায় প্রথমে থাকা Paragon Hard Disk Manager সফটওয়্যারটিই হলো সবার সেরা সফটওয়্যার। কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি যে বরাবরের মতো আপনারা প্যারাগন হার্ডডিস্ক ম্যানেজার সফটওয়্যারটি পাচ্ছেন না। তার পেছনে কারন হলো, আমার ব্যক্তিগতভাবে সফটওয়্যারটি ভালো লাগেনা। কারন হলো এটার সাইজ অনেক বেশি (৩২বিট এবং ৬৪বিট দুইটা আলাদা ভার্সন আপলোড করতে গেলে ৬০০মেগাবাইট ডাটা খরচ হবে), মশা মারতে কামান দাগার ইচ্ছা আজ অন্তত নেই। আজ আপনারা লিস্টে দ্বিতীয় অবস্থানে থাকা সফটওয়্যারটি পাবেন। অনেকেই হয়তো মন খারাপ করেছেন কিন্তু আপনাদের খুশির জন্য বলছি আমি সফটওয়্যারটির সবচেয়ে ভালো সংস্করণটি দিবো যার বর্তমান বাজারমূল্য ৬৯৯ ডলার এবং সাইজ তুলনামুলকভাবে অনেক কম। তো ডাউনলোড শুরু করার আগে চলুন সফটওয়্যারটির ফিচার সম্পর্কে একটু জেনে নিই। তারপর না হয় ডাউনলোড করা যাবে।

Easeus Partition Master | Price $699

Easeus Partition Master সফটওয়্যারটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনার জন্য সব চেয়ে ভালো উপায় হলো তাদের অফিশিয়াল সাইটটি একবার ঘুরে আসা। তো Easeus Partition Master এর অফিশিয়াল সাইট ভিজিট করতে নিচের লিংকে ক্লিক করুন।

সফটওয়্যারটির ফিচার সমূহ জানতে ছবিটিতে ক্লিক করুন | অফিশিয়াল সাইট

আপনারা যারা অফিশিয়াল সাইট ভিজিট করতে যাননি তাদের জন্য সফটওয়্যারটির কিছু গুরুত্বপূর্ণ ফিচার নিচে তুলে ধরছি। মনযোগ দিয়ে ফিচারগুলো আপনার প্রয়োজনের সাথে মিলিয়ে নিবেন।

  • কোন প্রকার ডাটা না হারিয়ে যেকোন পার্টিশনকে ছোট-বড় বা মুভ করতে পারবেন। সিস্টেম ড্রাইভ ছাড়া অন্য ড্রাইভে পরিবর্তনের জন্য পিসিকে রিবুট করতেও হবে না।
  • যেকোন দুইটা পাশাপাশি থাকা পার্টিশনকে এক সাথে জোড়া লাগাতে পারবেন।
  • প্রাইমারী বা লজিক্যাল পার্টিশনকে একটা অন্যটাই পরিবর্তণ করতে পারবেন।
  • ডিস্ক ডি-ফ্রাগমেন্ট করতে পারবেন।
  • পার্টিশন রিকোভারি বা ব্যাকআপ করতে পারবেন।
  • কোন ক্ষেত্রেই হার্ডড্রাইভ থেকে ডাটা লস হবেনা। এছাড়া বাকি আরো অনেক ফিচার আছে যা ডাউনলোড করলেই বুঝতে পারবেন। তবে ডাউনলোড শুরু করার আগে একবার ভেতরের পরিবেশটা দেখে নিন। বরাবরের মতো একই কথা, প্রথমে দর্শনধারী তারপর গুনবিচারী।
এক নজরে দেখে নিন অন্দরমহল | ভালো লাগলে তো ডাউনলোড করবেন

ফুল ভার্সন ডাউনলোড

সফটওয়্যারটির ফিচারগুলো যদি ভালো লেগে থাকে এবং আপনাদের প্রয়োজনের সাথে যদি মিলে যায় তাহলে নিচের ডাউনলোড লিংক থেকে সফটওয়্যারটির ট্রায়াল ভার্সন এবং আমার দেওয়া মেডিসিন ফাইলসহ জিপ ফাইলটি ডাউনলোড করে নিন। সাইজ নিয়ে আপনাকে একটুও চিন্তা করতে হবেনা। কারন কারন ফুল ভার্সন সফটওয়্যারটি ডাউনলোড করতে আপনাকে মাত্র ৩০ মেগাবাইট ডাটা খরচ করতে হবে।

Downlaod EaseUs Partition Master Technician Edition

এর আগের কোন একটা টিউনে মেডিসিন ফাইল নিয়ে বিতর্ক হয়েছিলো। আজ তাই একেবারে নিরীহ মেডিসিন ফাইল দিলাম। এভিজি ইন্টারনেট সিকিউরিটি দিয়ে স্ক্যান করে তারপর আপলোড দিয়েছি। তারপরেও বিতর্ক থাকলে টিউনার দায়ী নয়।

ইনস্টলেশন এবং একটিভেশন

আপনারা যদি সফটওয়্যারটি ধারনকৃত জিপ ফাইলটি ডাউনলোড করে থাকেন তাহলে সেটা এক্সট্রাক্ট করে ভেতরের সেটাপ ফাইলটি রান করুন। স্বাভাবিক নিয়মে সেটাপ দিন তবে Additional Task Selection Option আসলে Join in The Customer Experience Improvement Programm চেকবক্সটি আনচেক করে দিন। তারপর এক্টিভেশনের জন্য নিচের নির্দেশনা অনুসরন করুন।

    • প্রথমে আপনার পিসির ইন্টারনেট কানেকশন বন্ধ করে দিন। তারপর ৬৪বিট উইন্ডোজের জন্য C:\Program Files (x86)\EaseUS\EaseUS Partition Master 10.2\bin এবং ৩২বিট উইন্ডোজের জন্য C:\Program Files\EaseUS\EaseUS Partition Master 10.2\bin লোকেশনে থাকা Main.exe ফাইলটি আপনার কম্পিউটারের ফায়ারওয়াল দ্বারা ব্লক করে দিন।
    • সফটওয়্যারটি এবার ওপেন করুন। সেই সাথে আমার দেওয়া মেডিসিন ফোল্ডারে থাকা Medicine.exe ফাইলটি এডমিন হিসাবে রান করুন। মেডিসিন ফাইলে থাকা জেনারেট বাটনে ক্লিক করলে নিচের প্রথম চিত্রের মতো একটি License Code পেয়ে যাবেন। সেটা কপি করে রাখুন।

      • এবার সফটওয়্যারের মেইন উইন্ডোতে ডানপাশে চিহিৃত Activate অপশনে ক্লিক করুন। তাহলে নিচের মতো চিত্র আসবে। আপনি বক্সে আগে থেকে কপি করা License Code টি পেস্ট করে দিন। তারপর Activate বাটন চাপলে সফটওয়্যারটি ইন্টারনেট কানেকশন চাইবে এবং না পেয়ে অফলাইন একটিভেশনের জন্য প্রস্তুত হবে।

        • এখন নিশ্চয় নিচের মতো চিত্র আসছে? আপনি সুবোধ মানুষের মতো Machine Code টি কপি করে রাখুন। তারপর মেডিসিন ফাইলের উপরে যে দ্বিতীয় চিত্র আছে সেটার Machine Code অপশনে পেস্ট করুন। তাহলে নিচে অটোমেটিক একটিভেশন কোড পেয়ে যাবেন।

          • এবার একটিভেশন কোডটি নিচের দেখানো চিত্রের মতো পেস্ট করে OK বাটন চাপুন। আপনার কাজ শেষ, সফটওয়্যারটি ফুল ভার্সন হয়ে গেছে। এখন মনের আনন্দে ব্যবহার করতে থাকুন কিন্তু ভুলেও আপডেট করতে যাবেন না যেন।

          জানিনা এই কাজ করতে গিয়ে আমার কতোটা পাপ হচ্ছে। কারন এটা প্রায় চুরির শামিল। তবে সফটওয়্যারটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের যাদের কেনার সামর্থ্য আছে তারা দয়া করে কিনে ব্যবহার করুন।

          শেষ কথা

          টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর আপনাদের যাদের টেকটিউনসে একাউন্ট নেই তারা আমার ব্যক্তিগত ফেসবুক পেজ লিংক থেকে আমার টিউনে টিউমেন্ট করতে পারবেন। পেজে লাইক দিয়ে আমার সকল টিউন বিষয়ে আপডেট থাকুন। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

          আপনাদের সাহায্যার্থে আমি আছি-

          ফেসবুক | টুইটার | গুগল-প্লাস

          Level 7

          আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 158 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

          আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।


          টিউনস


          আরও টিউনস


          টিউনারের আরও টিউনস


          টিউমেন্টস

          ভাল কাজে দিবে @ ধন্যবাদ ফাহাদ ভাই

          অনেক আগে থেকেই ব্যবহার করি ,আজকে এটার পেইড ভার্সন পেলাম ,ধন্যবাদ

          শেয়ার করার জন্য অসংখ্যক ধন্যবাদ। পূর্বেই নাম জানতাম। তথাপি আপনার এই টিউনটি অনুসরন করে হয়ত ফুল ভার্সণ ব্যবহার করতে পারব।
          অপরদিকে আমি ব্যক্তিগতভাবে মনে করি যেহেতু সফটওয়্যারটা মালিকানা বিদেশী। আমাদের মত বাঙ্গালীদের এত দামের সফট: ক্রয় করা অনেকটা ব্যয়বহুল। তাছাড়া যদি কেউ পেইড ভার্সন ক্রয় করেও তবুও অর্থটা চলে বাইরে কিন্তু এটা যদি আমাদের দেশের তৈরি হত তাহলে হয়ত ভিন্ন কথা হত! After All, এখানে তেমন কোন দোষের কিছু দেখছি না।

            @ফেরী ওয়ালা: ধন্যবাদ ফেরী ওয়ালা ভাই আপনার তথ্যবহুল সুন্দর মন্তব্যের জন্য 🙂
            আসলে ফেসবুকে অনেকেই সমালোচনা করেছে পাইরেসিকে সহায়তা করার জন্য। তাই টিউন শেষের বাক্যটুকু ব্যবহার করতে হলো।

          Many many thanks for sharing such a useful soft…. Keep it up bro……

          xotilz collection fahad vai

          thanks bole chuto korte chai na, onek dorkari jinish disen. save kore nilam..

          Level 0

          ধন্যবাদ ভাই

          Level 0

          Vai Apni Ki Amake Paragon Hard Disk Manager 14 Suite Full Version Ta Deta Paren, Khub Dorkar.

            @shonzim: কতো বিট ভার্সনের লাগবে সেটা জানাবেন। আমি শুধু আপনাকে মেডিসিন ফাইল দিতে পারি। কারন অনেক বড় ফাইল, আপলোড করতে পারলে টিউনেই দিয়ে দিতাম। ধন্যবাদ।

          Level New

          ব্লক করার উপায়টা দয়া করে একটু হিন্টস দিবেন। টিউনের জন্য অসংখ্য ধন্যবাদ।

            @molla_81: এন্টিভাইরাস এবং উইন্ডোজ দুইটার ফায়ারওয়াল দুই রকম। কোনটা লাগবে জানিয়ে দিবেন। তাছাড়া এটা সংক্ষেপে বলার উপায় নেই। নতুন টিউনে জানাতে হবে।

          আমার ‘মিনি টুল পার্টিশন ম্যানেজার’ টা এর থেকে ভাল লাগে ।

          b@সানিম মাহবীর ফাহাদ: ফায়ারওয়ালল বিষয়ক টিউনের অপেক্ষায় রইলাম।।

          আচ্ছা EaseUS partition master এ create new partiton optiona টা পেলাম না। unalocated space এ right click করলে migrate os to ssd/hhd আসে। এটা দিয়া new partition create করবো কিভাবে?

            @এনামুল ইসলাম: এরকম হওয়ার কথা না, আপনি unalocated space সিলেক্ট থাকা অবস্থায় মেনুতে দেখবেন যে নিউ পার্টিশন তৈরীর অপশন আসছে। টিউমেন্টের জন্য ধন্যবাদ 🙂

          নামটা জানলেও কোনদিন ধরে দেখিনি……প্রাগৈতিহাসিক যুগে ডাইনোসরদের ঠেলায় পড়ে একবার নরটনেরটা ব্যবহার করেছিলাম- তবে Easeus নিয়ে ভাল রিভিউ পড়েছিলাম সবসময়…….ভাগাভাগির জন্য ধইন্যার বস্তা…..প্রিয়তে 🙂

          *** পাইরেসির ব্যাপারে আমার মত হল যে পাইরেসিকে রুখে দেয়া সম্ভব- যাতে নিজের ও অপরের ক্ষতি এড়িয়ে দু’পক্ষকেই সন্তুষ্ট রাখা সম্ভব- সে পাইরেসিকে এড়ানো উচিৎ….খুব ডিপ্লোমেটিক কথাবার্তা কিন্তু উপায় নেই। ধরুন লেখা কপি-পেস্ট একটা পাইরেসি- কিন্তু পোষ্টদাতার রেফারেন্স উল্লেখ করলে সাপও মরে আবার লাঠিও ভাঙে না….কিংবা কপিকারী নিজে চেষ্টা করলে একই কিংবা ভিন্ন টপিকের ওপর শতগুণে ভাল লেখা লিখতে পারে…..তো এই ধরনের আয়ত্তের মধ্যে পাইরেসিগুলো বন্ধ করা যায় 🙂
          আবার উইন্ডোজ, ফটোশপ, এন্টিভাইরাস সহ নামীদামী অনেক সফটওয়্যারের জন্য আমাদের মত অক্ষম পাবলিকের পাইরেসি ছাড়া গতি নেই- সাধু হতে চাইলে বাইরের দেশে যান- এমনিতেই সাধু হতে হবে না হলে জেলে যেতে হবে। কিন্তু পাইরেসি না করলে ওগুলোর মত জিনিসের ১০০% তৃপ্তিদায়ক বিকল্প মেলে না এদেশে- দু’পক্ষ কিন্তু খুশি থাকতে পারে না…..ওপেনসোর্স ব্যবহারের যৌক্তিকতা আরও বড় ইস্যু….পক্ষে-বিপক্ষে বলা শুরু করলে রাত পার হয়ে যাবে……পাইরেসি ওরা পারলে ধরুক- না তো করিনা- যেমন ক্যাসপারস্কি বজ্জাতটা অহরহ ধরে ফেলে!!…..আবার পাইরেসির কিছুটা সুযোগ কোম্পানীও করে দেয় যেমন মাইক্রোসফট নিজেই!!!! তাহলে মানে দাঁড়াচ্ছে সাধ্যের মধ্যে গা বাঁচিয়ে চলা লাগবে- এই ধান্ধার ভাল বিকল্প নেই 🙁

            অনেক ধন্যবাদ বরাবরের মতো অসাধারন টিউমেন্টের জন্য 🙂
            **আসলে পাইরেসি নিয়ে অনেক বিতর্ক হয়েছে বলেই কথা গুলো বলতে হয়েছে। আমার নিজের কিন্তু ভালোই লাগে।
            আগে বন্ধুদের বলতাম, দোস্ত এই সফটওয়্যারের দাম এতো ডলার, কিন্তু আমি ফ্রি-ব্যবহার করছি 😛
            অনেকেই অবাক হতো, ভাবতো কতো জটিল কাজ করে ফেলেছি 🙂

          C:\Program Files\EaseUS\EaseUS Partition Master 10.2\bin লোকেশনে থাকা Main.exe ফাইলটি কম্পিউটারের ফায়ারওয়াল দ্বারা কিভাবে ব্লক করে????? একটু নিয়মটা বলবেন, Please…………………….

            বিস্তারিত টিউমেন্টে বলা সম্ভব না। দুই দিনের মধ্যে টিউটরিয়াল পেয়ে যাবেন। ধন্যবাদ 🙂

          Level 0

          there is no link to download … :/

            @hridoy: কোন কারনে লিংক গুলো মুছে গিয়েছিলো, এর জন্য আমি দুঃখিত।
            টিউন আপডেট করে দেওয়া হয়েছে। ধন্যবাদ 🙂

          download link koi!!!

          ধন্যবাদ।

          অসংখ্য ধন্যবাদ ভাই

          Thanks brother
          আপনাদের মত টিউনার আছে বলেই Techtunes আছে
          আর আপনাদের মত মানুষ আমাদের পাশে না থাকলে তো অনলাইনে চলতেই পারতাম না
          সব দিক থেকে দেখতে গেলে বলতেই হবে
          অসাধারণ Super doper hurreeeeeeeeeeeeeeeeee

            আর আপনাদের মতো শুভাকাঙ্খি আছে আছে বলেই আমরা শত ব্যস্ততার মাঝেও টিউন করার প্রয়াস পাই 🙂
            ধন্যবাদ জসিম ভাই।

              আসসালামু আলাইকুম,ভাই আপনার প্রতিটি টিউন গুরুত্বসহকারে পড়ি এবন আপনার টিউন থেকে অনেক কিছু শিখেছি।
              আপনার প্রত্যেকটা টিউনে একটা আলাদা কিছু খুঁজে পাই।তাই অধীর আগ্রহে আপনার টিউনের জন্য অপেক্ষায় থাকি।
              তবে ভাই এইবার আপনার কাছে একটা জিনিস চাইব থাকলে না করবেন না নিশ্চয়।
              ভাই আমার Achronis true image 2014 or any version software টা খুব দরকার।যদি পারেন আমাকে লিঙ্কটা দিলে খুব উপকার হবে।
              আমার মেইলঃ- [email protected]
              ভাল থাকেন আল্লাহ হাফেজ।

          হুম! ফাহাদ ভাই সেরা দশের দশটাই সংরক্ষন করলাম। অনেকে বলে মানুষ যত পায় তত চায়! আমার office 2016 এর final ভার্সনটা চাই…

          Level 0

          প্রথমে আপনার পিসির ইন্টারনেট কানেকশন বন্ধ করে দিন। তারপর ৬৪বিট উইন্ডোজের জন্য C:\Program Files (x86)\EaseUS\EaseUS Partition Master 10.2\bin এবং ৩২বিট উইন্ডোজের জন্য C:\Program Files\EaseUS\EaseUS Partition Master 10.2\bin লোকেশনে থাকা Main.exe ফাইলটি আপনার কম্পিউটারের ফায়ারওয়াল দ্বারা ব্লক করে দিন।

          Firewall block kore kivabe aktu janaben vi

          [email protected]

          Level 0

          vi medicine ar download link ta palam na

          tumment a share korben