শৈশবে পড়ে আসা প্রিয় কবিতা গুলো নিয়ে নিন আপনার মোবাইলে। একটি ননটেকনোলজিকাল কিন্তু নস্টালজিক মাইক্রো টিউন

প্রিয় টেকটিউনস, সময়ের স্বল্পতার জন্য হয়তো আগের মতো যোগাযোগ করতে পারিনা তার জন্য ক্ষমা প্রার্থী, কিন্তু তাই বলে তোমার প্রতি ভালোবাসা কমেনি এতোটুকো।
আসি এবার টিউনে, শিরোনামেই দেখেছেন যে এটি একটি ননটেকনোলজিকাল কিন্তু নস্টালজিক টিউন।

বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই,
মাগো আমার শোলক-বলা কাজলা দিদি কই?
পুকুর ধারে লেবুর তলে
থোকায় থোকায় জোনাক জ্বলে
ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই-
মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই?

কিংবা

কেউবা বসে হলদি বাটে কেউবা রাঁধে ভাত,
কেউবা বলে দুত্তুরি ছাই পুড়েই গেল হাত।
বিনা আগুন দিয়েই তাদের হচ্ছে যদিও রাঁধা,
তবু সবার দুই চোখেতে ধোঁয়া লেগেই কাঁদা।
কোর্মা পোলাও কেউবা রাঁধে, কেউবা চাখে নুন,
অকারণে বারে বারে হেসেই বা কেউ খুন।
রান্না তাদের শেষ হল যেই, গিন্নী হল নুরু,
এক লাইনে সবাই বসে করলে খাওয়া শুরু।

কী!!!! পুরো নস্টালজিক করে দেয়ার মতো প্রিয় এই কবিতাটির শুরুর কিংবা তার পরবর্তী লাইন গুলো এই মূহুর্তে হয়তো মনে পড়ছেনা। ইস্ আফসোসের সীমা নেই। আমার দশাও তাই হলো। অনলাইনে একটু খোাঁজা খুঁজি করতেই পেয়ে গেলাম চমৎকার একটি সাইট, সেখানে আমার প্রিয় অনেক  কবিতার সাথেই দেখা হলো, কিন্তু সবসময়ইতো আর অনলাইনে থাকা সম্ভব হয়না তাই সেখান থেকে কবিতাগুলো কপি করে বানিয়ে ফেললাম একটি মোবাইল পিডিএফ ভার্সন, ওজন মাত্র 1.70 এমবি চাইলে ডাউনলোড করে রেখে দিতে পারেন মোবাইলের এক কোনায়, প্রয়োজনের সময় আর হাতরে ফিরতে হবেনা।

টিউনটি ভালো লাগলে শেয়ার করুন ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগের সাইটে, টিউমেন্টে জানান আপনার মন্দ লাগার কথাগুলোও। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। খোদাহাফেজ।

যে সাইট থেকে কনটেন্টগুলো কপি করা হয়েছে সকল ক্রেডিট উক্ত সাইটের
আমার সকল টিউন এখানে

Level 2

আমি মোহাম্মদ খালিদ হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 1511 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল একটা কাজ করেছেন।মাঝে আমিও ভাবতাম আমার শৈশবের গল্প কবিতাগুলো নিয়ে একটা আপ তৈরী করা দরকার

    আমি তো এ্যাপ তৈরী করতে পারিনা তাই বাধ্য হয়েই পিডিএফ করেছে আপনি একটি এ্যাপ বানিয়ে ফেলুন @মোঃ কামরুল হাসান রিয়াদ আকন্দ

Nice, Thanks.

Level 2

ধন্যবাদ

Level 2

আমার কাছেও কিছু কালেকশন আছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

সংগ্রহে রাখলাম, ধন্যবাদ খালিদ ভাই শেয়ার করার জন্য