ভালোবাসা দিবসের সেরা সাত অ্যাপস

আসছে ভালোবাসা দিবস। দিবসটিকে কেন্দ্র করে বেশিরভাগ মানুষের চিত্ত চঞ্চল হলেও অনেকেই দিনটা কাটায় সঙ্গী না থাকায় দীর্ঘশ্বাস নিয়ে। পাশে প্রিয়মানুষ নেই তো কি হয়েছে? হাতে স্মাটফোন আছে তো! তাহলে দীর্ঘশ্বাস ছেড়ে উঠে বসুন এখনই। আপনার স্মার্টফোনে ডাউলোড এবং ইনস্টল করে নিন ডেটিং অ্যাপ। আপনাকে কোন কষ্ট করতে হবে না। অ্যাপই খুজে দেবে আপনার জন্য উপযুক্ত ভালোবাসার মানুষ।

Okcupid: এটি ভ্যালেন্টাইন ডে ডেটিং স্পেশাল অ্যাপের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে। সঙ্গী খোজার কাজটি অত্যন্ত বিশ্বস্ততার সঙ্গে করে দেবে অ্যাপটি। আশেপাশে থাকা মানুষদের মধ্য থেকে অ্যাপটি খুজে দেবে আপনার মনের মানুষকে। এজন্য ছবি ও বিভিন্ন তথ্য সরবরাহ করবে অ্যাপটি। অ্যাপটি আপনার কাছ থেকেও বিভিন্ন তথ্য সংগ্রহ করে রাখবে। এছাড়া অ্যাপটিতে বিনামূল্যে ইনবক্স স্টোরেজ সুবিধা রয়েছে। এখানে আপনার মেসেজগুলো জমিয়ে রাখতে পারবেন।

https://play.google.com/store/apps/details?id=com.okcupid.okcupid&hl=en

Tinder: এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় ডেটিং অ্যাপ। অ্যাপটি দিয়ে অসংখ্য প্রোফাইল দেখা যাবে। এর মধ্যে যদি কাউকে ভালো লেগে যায়, তাহলে আপনি মেসেজ আদান-প্রদান শুরু করতে পারবেন সহজেই। অপেক্ষা শুধু অপর প্রান্তের সাড়া দেয়ার। পাশাপাশি ফেসবুকের মাধ্যমে অপর প্রান্তের মানুষটি সম্পকে বিভিন্ন তথ্য যাচাই করে নেয়ার সুবিধা তো পাবেনই।

https://play.google.com/store/apps/details?id=com.tinder&hl=en

Woo: এই অ্যাপটিকে বলা হয় ঘটক অ্যাপ। অ্যাপটি আপনার পছন্দ অনুযায়ী মানুষদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দেবে। পছন্দের মানুষটির প্রোফাইল ও বিস্তারিত তথ্যও জানিয়ে দেবে। এছাড়া মজার মজার প্রশ্নোত্তর ও ট্যাগশেয়ারের মাধমে খুজে নিতে পারবেন ভালোবাসার মানুষটিকে।

https://play.google.com/store/apps/details?id=com.u2opia.woo

Truemadly: অ্যাপটি বাজারে আসার পর এটি নিয়ে অনেক কথা হয়েছে। শক্তিশালী ফিল্টার ব্যবহার করে অ্যাপটি খুজে দেবে আপনার জন্য পারফেক্ট ভালোবাসার মানুষ। অ্যাপটি শতভাগ নিরাপদ। অসংখ্য প্রোফাইল থেকে ফেসবুক ও লিংকডইনের মাধ্যমে পছন্দের মানুষের প্রোফাইল নিশ্চিতেরও সুবিধা পাওয়া যাবে।

https://play.google.com/store/apps/details?id=com.trulymadly.android.app&hl=en

Bumble: মেয়েদের জন্য এটি অত্যন্ত আকষণীয় একটি অ্যাপ। অ্যাপটি দিয়ে মেয়েরা তাদের পছন্দের পুরুষ খুজে নিতে পারবেন। ব্যবহারকারীরা ম্যাচিংয়ের জন্য ২৪ ঘন্টা সময় পাবেন। এরমধ্যে কোন বাত আদান-প্রদান না হলৈ সেটি অদৃশ্য হয়ে যাবে। অ্যাপটিতে ভাইবি নামে একটি ফিচার রয়েছে যা আপনাকে একটি খেতাব বা উপমা দেবে। পছন্দের মানুষ খুজে পেতে এটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাবে।

https://play.google.com/store/apps/details?id=com.bumble.app&hl=en

HotorNot: এটি একটি এনগেজিং গেম। আপনার জন্য আকর্ষণীয় মানুষ খুজে দেবে। ফেসবুকের মাধ্যমে সাইন ইন করতে পারেন। অ্যাপটি আপনার মোবাইল নম্বর জানতে চাইবে। পাশাপাশি অন্য নম্বর থেকে মেসেজ ও নম্বরটি দেখতে দেয়ার অনুমতি চাইবে।

https://play.google.com/store/apps/details?id=com.hotornot.app&htl=en

Hitch: ভালোবাসা দিবসের সেরা সাত অ্যাপের তালিকায় সর্বশেষ অ্যাপটি হলো হিটচ। আপনার আশেপাশে থাকা মানুষের মধ্য থেকে পছন্দের মানুষটি খুজে পেতে অ্যাপটি সাহায্য করবে। এর মধ্য থেকে পছন্দের মানুষটিকে বেছে নিয়ে যেতে পারেন ডেট-এ। আপনি চাইলে অ্যাপটিতে থাকা আপনার ব্যক্তিগত তথ্যগুলো প্রাইভেট মুডে রাখতে পারবেন।

https://play.google.com/store/apps/details?id=co.hitchapp.hitchandroid

 

সবাইকে ভালোবাসা দিবসের অগ্রিম শুভেচ্ছা

Happy Valentines Day

 

Level 0

আমি সাইমুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I love Bangladesh


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বাংলা মজার মজার sms এখান থেকে নিতে পারেন।
https://nerzoomraz.wordpress.com/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%AE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0-sms/