ঈগলগেট | ফ্রী আইডিএম অল্টারনেটিভ | বেষ্ট ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার লাইফটাইম

টিউন বিভাগ ডাউনলোড
প্রকাশিত
জোসস করেছেন

"বিসমিল্লাহির রাহমানির রাহীম"

আসসালামু আলাইকুম,

বন্ধুরা আল্লাহর ইচ্ছায় সবাই ভাল আছেন নিশ্চয়ই। আমিও ভাল আছি। তাহলে চলুন দেরি না করে মূল টিউনে ফিরে যাই।  বন্ধুরা ডাউনলোডের ক্ষেত্রে আপনাদের আর ঝামেলা পোহাতে হবে না আশাকরি। এসে গেল IDM এর চেয়েও শক্তিশালী  Internet download manager। তাও আবার একদম ফ্রী। রেজিস্ট্রেশনের ঝামেলা নেই। আপনার পছন্দের যে কোনো ফাইল অয়ানাসেই ডাউনলোড করুন এই সফটওয়্যার দিয়ে।

প্রচণ্ড গতি সম্পন্ন সফটওয়্যারটি মূলত একটি (Chrome Extension) “ক্রোম এক্সটেনশন ”। তবে Mozilla Firefox,  Internet Explorer, এবং Opera ব্রাউজারেও Integrate করার মাধ্যমে এটি ব্যবহার করা যাবে। সফটওয়্যারটির নাম হচ্ছে  EagleGet "ঈগল গেট"। ঈগলের মতই যার কাজ। EagleGet নিয়ে টেকটিউনসে আমার পূর্বের টিউন টি একবার দেখে নিতে পারেন নিচের লিঙ্ক থেকে।

পূর্বের টিউনঃ  এখন থেকে “ঈগলের মত ছোঁ” মেরে ডাউনলোড করুন যে কোনো ফাইল !!

সুতরাং বন্ধুরা IDM নিয়ে আর সময় নষ্ট না করে দ্রুত নিয়ে নিন "ঈগল গেট" (EagleGet)। কিভাবে  EagleGet ডাউনলোড এবং ইন্সটল করবেন ?  নিচের ভিডিও টি দেখুন পানির মত পরিষ্কার হয়ে যাবে।

ডাউনলোড লিঙ্কঃ  এখান থেকে।

টিউনটি ভাল লাগলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বন্ধুদের  জানাতে ভুল করবেন না। ধন্যবাদ সবাইকে।

আমি আলী ইউছুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

"দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন কর" - হজরত মুহাম্মদ (সঃ)। আগে নিজে শিখি তারপর অন্যদের শিখাই। তথ্য প্রযুক্তির উপর যে কোনো লেখা চোখে পড়লেই পড়ার চেষ্টা করি। পড়ে পড়ে যা শিখি তা-ই লিখি। আপনিও পড়ুন, শিখুন এবং অন্যদের শিখান।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় টিউনার ,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব, টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি।

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

ধন্যবাদ আপনাকে।