এক প্লেয়ার দিয়ে ১২১টি প্লেয়ার এর মজানেন। ভাবছেন কীভাব? তাহলে দেখুন নাদেখলে আসলেই মহামিস করবেন।

আমরা অনেকেই The KMPlayer ব্যবহার করি। কারণ এই Player টি অনেক কাজের। কিন্তু একই Skin দেখতে দেখতে মাঝে মাঝে মনে হয় যে এই প্লেয়ার ছাড়া অন্য স্টাইলের যদি ভালো একটা প্লেয়ার পেতাম যা ঠিক The KMPlayer এর মত কাজ করবে। তাহলে অনেক ভালো হতো। তাই আপনাদের জন্য নিয়ে আসলাম The KMPlayer এর অনেক সুন্দর সুন্দর কিছু (121 টি) Skin যা আপনাকে দেবে অনেকগুলো প্লেয়ার এর সাদ এবং অনেক সুন্দর সুন্দর স্টাইল।

নিন্মে কিছু Skin এর ছবি দেওয়াহলো

1

2

3

4

5

6

7

8

9

10

11

যাই হওক যানিয়ে রাখা ভালো যে স্ক্রিণ গুলোর দ্বারা প্লেয়ার কোন স্লো করেনা বা হ্যাং করেনা।

যেভাবে Skin গুলো এক্টিভেট করবেন তা হলো-

1)   প্রথমে 24 মেগাবাইট এর জিপ ফাইলটি ডাইনলোড করুণ নিচের লিংক থেকে।

http://www.mediafire.com/?ndndklmld1awz3n

2)   পরে জিপ ফাইলটি আনজিপ করুণ এবং Skin ফোল্ডারে ঢুকুণ।

3)   পরে সবগুলো স্ক্রিণ কপি করে C ড্রাইভ+Program File+KMPlayer+skins এর ভেতর গিয়ে পেস্ট করুণ ব্যাস কাজ শেষ। পরে আপনি উপভোগ করুণ অনেক সুন্দর সুন্দর স্ক্রিণ।

আমার দেখা সবাচেয়ে ভালো The KMPlayer ডাউনলোড করার জন্য নিচের লিংকে যান

http://www.mediafire.com/?uu9ltuapi2z9ma2

আশা করি skin গুলো ব্যবহার করে অনেক ভালো লাগবে

আর ভালো লাগলে অবশ্যয় মন্তব্য করতে ভুলবেন না। ধন্যবাদ;

Level 2

আমি সুমন আহমেদ। , Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 258 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, আমি মোঃ সুমন আহমেদ (Sumon Gang)। আমি আপনাদের দারুন আর মানসম্মত টিউন নিয়মিত উপহার দিতে পারব বলে আশা করি। আমার সবগুলি টিউন দেখতে এই লিংকে যান https://www.techtunes.io/tuner/sumon-gang। আমার সম্পর্কে জানতে চাইলে ফেসবুকে বন্ধু হতে পারেন https://www.facebook.com/BDG.MrShadow


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

thank you very much.

ইন্টারনেটে যত মিডিয়া প্লেয়ার পাওয়া যায়, তার প্রায় সবই চালিয়ে দেখেছি (KMPlayer, VLC Media Player, GOM Player সহ)। সবগুলিরই কোন না কোন ফিচার কম আছে অথবা কোন না কোন ফাইল চালাতে পারে না অথবা ইন্টারফেস দেখতে ভাল না অথবা ইউজার ফ্রেণ্ডলি না।

আমার দৃষ্টিতে সব কিছু মিলিয়ে সবচেয়ে ভাল প্লেয়ার হচ্ছে ALPlayer 2.0।

"wmp-12" and "vlc" ei duto chara onno kichu valo lage na.

    Level 2

    wmp-12 এর স্ক্রিণও এতে আছে। যা হুবহু wmp -12 এর মত। ধন্যবাদ;

Level 0

win 7 এ KMP Player প্রব্লেম করে

    Level 2

    ভাই টিউনটি ভালো ভাবে পড়ুণ তাহলে নিচে একটি The KMPlayer এর ডাউনলোড লিংক দেওয়া আছে যা win 7 এ সমস্যা করেনা সেটা ডাউনলোড করে সান্তিতে চালান। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ;

স্ক্রিণসর্ট কি?

    Level 2

    দঃখিত ভাই এখনই ঠিক করছি। ভালো লাগলে যানাবেন। ধন্যবাদ;

এক প্লেয়ার দিয়ে ২২১টি প্লেয়ার এর মজানেন। ভাবছেন কীভাব? তাহলে দেখুন নাদেখলে আসলেই মহামিস করবেন।
টিউনের মধ্যে ১২১ টি স্কিন কেন?

    Level 2

    ভাই আসলে আমি ১২১টি স্ক্রিণই লিখতে চেয়েছিলাম। কিন্তু ভুলে ২২১টি স্ক্রিণ লিখেফেলেছি। এর জন্য আমি আন্তরিক ভাবে দঃখিত। ধন্যবাদ ভুল ধরিয়েদেওয়ার জন্য এবং আপনার কথাটা ঠিকমত বুঝতে পারিনি। এখন সব ঠিক করে দিয়েছি। কিছু যদি মনেনা করেন এখন যদি একটা Replay করেণ তাহলে অনেক অনেক খুশি হবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ;

    মালেক ভাই LOLZ!! 😆

ভালতো লাগবেই ভাল জিনিস

    Level 2

    মন্তব্যের জন্য ধন্যবাদ।

😀

আমি একটা জিনিস বুঝিনা আপনাদের ডেভেলপার সাইটের লিংক দিতে সমস্যা কোথায়? টেকটিউনস এর মডুরা কি এগুলো চোখে দেখে না? কোন সফটওয়্যার এর লিংক হলেই দেখি মিডিয়াফায়ার এর লিংক ধরিয়ে দেয় সবাই। কারণ কি?
আসল ডেভেলপার সাইটের ডাউনলোড লিংক
http://cdn.kmplayer.com/KMP/Download/kmp.exe

আর পোস্টের শিরোনামে দিলেন ২২১ টি থিম দেয়া আছে, অথচ যে ডাউনলোড লিংকটি দিলেন তাতে আছে ১২১ টি স্ক্রীণ!!!! উপরে একজন কারণটা জিজ্ঞেস করলে উত্তর দিলেন "ভাই সব যদি কচি খোকার মতো বুঝিয়ে দিতে হয় তাহলে কী চলবে। আপনি টিউনটি পরে বুঝেননি কোন প্রেক্ষিতে কথাটা বলা হয়েছে। কিছু নিজে বুঝে নিতে হয়। ধন্যবাদ;" তাহলে কি আপনি টিউনারদের সাথে প্রতারণা করলেন না?

    Level 2

    মাহাবুব ভাই আপনকে অসংখ্য ধন্যবাদ ভুল ধরিয়েদেওয়ার জন্য। ভাই আসলে আমি একটু অন্যমনষ্ক ছিলাম যার করণে এই ভুলটা করেছি। আপনার জন্য তা সংশুধন করতে পারলাম। আমি সব ঠিক করে দিয়েছি। কিছু মনে না করলে এখন যদি একটা Replay করেণ তাহলে অনেক খুশি হবো। অনেক ধন্যবাদ আপনাকে।

স্কিন দু একটা ছাড়া ভালো লাগে নাই, আর আমার পিসিতে xp তেই ঝামেলা করে kmp , তা না হলে আমি এটা অব্শ্যই চালাতাম !

K-Lite Codec Pack……একের মধ্যে সব।আমার দেখা সবচে ভাল প্লেয়ার। ডাউনলোড করে দেকতে পারেন।
http://www.filehippo.com/download_klite_codec_pack/

Gang ভাই পুরাই gang এর মতো টিউন । ভাই kmp আমার মোনের মতো Player , Skin পেয়ে আমার অনেক উপকার হয়েছে । ভাই টিউনটা সেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক thank .

বেশ কিছু স্ক্রীণ ভালো লেগেছে। শেয়ারের জন্য অনেক ধন্যবাদ।