৬টি উইন্ডোস xp Highly Compressed মাত্র (9.28MB )

আসসালামু আলাইকুম। আশাকরি আপনারা সবাই ভাল আছেন।কম্পিউটার ব্যবহার করেন, কিন্তু windows xp সম্পকে জানেন না এমন মানুষ নেই বললেই চলে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি Windows xp Final retail version । পুরান হলেও নতুন ধরনের, আজ আমি আপনাদের কে যে 6 টি Windows xp দিব সেটির সাইজ মাত্র 9.28 mb(Highly Compressed) খুব সহজে আপনারা এটা ডাউনলোড করতে পাবরেন।

ডাউনলোড করে নেন এখান থেকে

ডাউনলোড করার পর Extract করার পালা।আপনার কম্পিউটারে WinRAR ইনস্টল করা থাকলে এটাকে আপনি Extract করতে পারবেন। Extract করার পরে দেখুন মজা । খেয়াল করুনতো ফাইলের সাইজ কত হয়েছে। ISO Image(3.49 GB)। আপনি যে কোন ISO Bruner দিয়ে DVD তে Brun করতে পারেন। ISO Brun করার একটি ছোট সফটওয়্যার হচ্ছে ISO Recorder ডাউনলোড করে ইন্সটল করে DVD তে Brun করতে পারেন। এবং Windows xp setup করে এর মজা নেন।

এক পলকে দেখে নিই Windows XP সেটআপ করতে হলে আপনার কম্পিউটারে কি কি থাকা প্রয়োজন।

Rar 9.28MB Extract 3.49Gb
It\'s Working 100%
ISO Bruner
Minimum hardware requirements for Windows XP
Processor : 1 GHz
Memory (RAM) : 1 GB
HDD free space : 16 GB of available disk space
Optical drive : DVD drive (only to install from DVD/CD Media)
আমি আন্তরিক ভাবে দুঃখিত যে আমি Windows XP এর জায়গায় ভুল করে Windows ৭ লিখে   ছিলাম। তার জন্য আমি দুঃখিত। এখন আপডেড করা হয়েছে। 

Level 2

আমি মোহাম্মদ দৌলত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 332 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এসএমএস এবং হোয়াট্সঅ্যাপ মার্কেটিং একসাথে । https://fb.me/mddoulat2, https://mddoulat.com, https://my.bipsms.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Agula ki kaj kore? Apni test kore dakhsen?

Level 0

ইংরেজী ব্লগ গুলো থেকে পুরো কপি পেস্ট করা, এই আর কি।

    Level New

    @Nayan Das:Nayan Das ভাই Techtunes এর বেশিরভাগ টেকনিকই কোন না কোন ইংরেজী ব্লগ থেকে ধার করা। মানুষ ছড়িয়ে ছিটিয়ে থাকা Web সম্রাজ্যে যখন যা পাচ্ছে তা ভাল লাগলে তা এখানে বাংলা ভাষায় share করছেন। আপনার কি এতকাল মনে হোত যে “এখানে টিউনাররা যা ব্লগে লিখেন তা তাদের সবার নিজেদের আবিষ্কৃত? তাহলেতো ভাই বাংলাদেশ আর বাংলাদেশ থাকত না Technology Giant USA or Japan হয়ে যেত ভাই”

      @সুমন:
      একমত নই। টেকটিউনসে আমি যতটি টিউন করেছি প্রত্যেকটি মৌলিক ও নিজস্ব দৃষ্টিকোণ থেকে লিখেছি। আমার ব্লগ ঘুরে আসার আমন্ত্রণ জানালাম।

      @সুমন: ভাই টেকটিউনসে অনেক মৈলিক লেখা আছে আর অনেক মেধাবি টিউনারও আছে। জ্ঞান কখনও আবিষ্কার হয় না সেটা বিতরণ হয়।

    Level 2

    Nayan Das……………..
    @Nayan Das: আপনার দুইটা টিউন দেখলাম দুইটাই সাহায্য বিভাগের। টেকটিউনে টিউনার রা নেটে ছরিয়ে ছিটিয়ে থাকা চমকপ্রদ ঘটনা গুলো এখানে শেয়ার করে। আমি এই পযন্ত কাইকে দেখিনি। অন্যের ইংরেজী ব্লগ গুলো থেকে পুরো কপি করে নিডেকে আইন্টাইন বলতে। এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকবেন । আশা করি।

ভাই রিটেইল ভার্সন নাকি রিলিজ ক্যান্ডিডেড ভার্সন?

Level 0

ভাই, পারলে উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক থ্রি জেনুইন কপি হাইলি কম্প্রেশ করে আপলোড দেন, সকলের কাজে আসবে।

    Level 2

    Nayan Das….আপনি
    পারলে উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক থ্রি জেনুইন আপনি একটু যদি দেখা তেন।

Level New

একটা 3/4 GB এর ফাইল কখনওই এত কম্প্রেস করা সম্ভব নয়। এক্ষেত্রে দু’টো ঘটনা হতে পারে … (ঘটনা ১) এটা কোন Fake file । (ঘটনা ২) হয়তো WINDOWS এড় বেশিরভাগ ফিচারই ছেটে ফেলা হয়েছে । শুধু যেটুকু মানে একটা Operating System এ যা না থাকলেই নয় মানে শুধু Core Function রেখে বাকি সব ফেলে দিয়ে সাইজ ছোট করা হয়েছে আর decompress করলে যে পরিবর্তিত ফাইল সাইজ দেখায় 3.5 GB ওটা Fake size.

    @সুমন: এই ফাইল আসল না নকল তা জানি না। কিন্তু সম্ভব না যেটা বললেন তা একেবারেই ভুল। নেটে এমন অনেক কম্প্রেসড গেম পাবেন। মোস্ট ওয়ান্টেড ১ মেগা তে, স্যান অ্যান্ড্রিয়াস কয়েক মেগাতে। সমস্যা একটাই। সেক্ষেত্রে ডিকম্প্রেস করতে অনেক ঘন্টা লাগে। র‍্যাম বেশি হলে সুবিধা হয়। সাধারনত KGB archiver দিয়ে করা হয়ে থাকে এমন কম্প্রেশন।

      Level 2

      Droids and Apps………….বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

    Level 2

    সুমন ভাই………….
    (ঘটনা ১), (ঘটনা ২) এত ঘটনা নিয়ে ঘুম হয় কেমনে। উপরে আপনি বলেছেন টেকটিউনের সব টিউন নাকি ইংরেজি ব্লগ থেকে ধার করা । হঠাৎ করে আমার শখ হল দেখি সুমন ভাই কি আবিষ্কার করেছেন। আপনার প্রোফাইলে গিয়ে দেখলাম সাহায্য বিভাগে ১ টা টিউন ভোটার আইডি কাড পাইতেছেন না। টেকটিউনের টিউনার যদি এত বেকুপ হয় , তাহলে আপনি এখানে সাহায্য চাইলেন কেন। বুঝিয়ে দিবেন।

সুমন ভাইয়ের কথায় যুক্তি আছে।

সুমন ভাই। windows 8 সম্পর্কে ধারণা থাকলে কম্প্রেস সমন্ধে এ ধরণের মন্তব্য করতেন না।

    Level 2

    টপ_টেক ………..ভাই তারে একটু বুঝান।আপনাকে ধন্যবাদ। ভুলের জন্য ক্ষমা চাইছি।

সুন্দর সুন্দর !!!

Level 0

windows 7 a broad band internet connection ki vabe st korbo

আমি মাত্র নামালাম। এটা Highly Compressed ভার্সন ভিতরে 3.5 GB ISO আছে। তাই উইন্ডোস ৭ ই আছে ভিতরে মনে হয়। ভিতরের ফাইল গুলোও দেখলাম আছে। তবে রাইট করে দেখতে হবে কেমন কাজ করে। যাদের র‌্যাম কম বা প্রসেসর আগের মডেলের তার শুধু শুধু অভিযোগ করবে। ধন্যবাদ আপনার টিউনের জন্য।

Level 0

poster gonno dhnnobad . komprs kore kono file kivabe eato coto korte hoy se bisea kono post thakle setar link den .ubantur letest vertion ta eavabe pele kusi hotam..

Level 0

i need windows vista

    Level 2

    jabad…………. দেখি চেষ্টা করে।

Level 2

অনেক ভাল । যা খুজতে ছিলাম তাই পেয়ে গেলাম এখানে।

এখন শুধু ঠিক মত কাজ করলেই হয়!!!

পুরাই ফাইজলামি, আমি ডিভিডিতে রাইট করে দেখি এক্সপি। নিচের লিঙ্ক দেখন
http://www.imagehousing.com/image/842307
ফালতু

Level 0

ধন্যবাদ শেয়ার করার জন্য। ভাই আমাকে vista_32bit Compressed এর ফাইটা যদি ডাউনলোড করে মিডিয়া ফায়ারে আপলোড করে দেন তাহলে খুব উপকার হয়।

আশাকির সাহায্য করবেন।

ধন্যবাদন্তে

মাসুদুর রহমান

Level 0

windows nie eto matamati keno. parle ubuntu er high compressed verson din.

Level 0

ki bapar atu golo comment tume keso bolso na,,

    Level 2

    পালানোর পথ পাইতেছিনা। তাইতো দূর থেকে দেখতেছি।

Level 2

ব্যবহার করে দেখি কেমন হয়।

Level 0

আমি কিভাবে হাই কম্প্রেশ করব আকটু বিস্তারিত বলবেন কি

    Level 2

    ভাই হাই কম্প্রেশ করতে কম্পিউটারে হাই কনফিগারেশনের হাডওয়্যার দরকার । আমি নিজেও হাই কম্প্রেশ করতে পারি না।

Level 0

কি রকমের কনফিগের লাগবে

vai windows XP’r size ki kore ato boro hoy?

Level 0

Vai shob..tumago Loraiye amar kuno fayda nai..jodi karo help korar ichcha thake taile she amare bolte pare..je Techtunes e post korte hoile post e Screnshooot kemne aad kore…..ami jani na re vai..doya kore help koro..bcoz 5 din dhore feve…ghore boshe kuno kaj nai..tai vabsi ekta post dimu techtunes e.. 😛 😛

দৌলত ভাই, winrar দিয়ে highly compress করার কোন উপায় জানলে শেয়ার করুন,প্লিজ……(KGB দিয়ে যদিও করা যায় কিন্তু প্রচুর সময় লাগে)।

Level 0

কোন সাইটের লিঙ্ক কি দিতে পারেন যেখানে এরকম highly compressed গেমস বা সফটওয়্যার বা অন্যান্য ফাইল পাওয়া যায়।

Level 0

যদি কোন সঠিক লিঙ্ক দিত তাহলে এই প্রবলেম হত না। sory Vai…. Khub Koste Emon Comment Korlam.

কেউ কি পরীক্ষা করেছেন? এটা কি কমপ্লিট ভার্শন?

Level 0

vai ata akta irani bomb….ata america thaka onak boro…….

আমি ট্যাবলেটে এক্সপি ইন্সটল করতে চাই
হেল্প করেন, ভাই

আপনি হেড লাইনটা এখনও পরিবর্তন করেন না কেন এখনও? এটা পরিবর্তন করে দেন।