RAM অপটিমাইজ করুন মেমরি মনিটর দিয়ে

নিজের কম্পিউটার কে দ্রুত থেকে দ্রুততর করতে কে না চায়। আমরা সবাই কোন না কোন ভাবে কম্পিউটার স্লোডাউনের সাথে পরিচিত। এর আগে অনেক টিউনার বন্ধুরা কিভাবে দ্রুত কম্পিউটিং নিশ্চিত করা যায় সে ব্যাপারে আমাদের না না টিপস দিয়েছেন। দ্রুত কম্পিউটিং এর জন্যে একটি গুরুত্বপূর্ণ প্যারামিটার হচ্ছে
RAM OPTIMIZATION. এই RAM OPTIMIZE করার জন্যে একটি গুরুত্বপূর্ণ এই টুলকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব।

MKN Memory Monitor  এমন একটি ফ্রিওয়্যার যা আপনার সিস্টেম মেমরি মনিটর এবং আপনার সিস্টেম মেমরি পারফমেন্স এবং ইউসেজ অপটিমাইজ করবে। মেমরি মনিটর আপনাকে আপনার ফিজিক্যাল এবং পেজড মেমরি, পেজিং এবং পেজ ফল্ট, এবং অন্যান্ন ডেটার ব্যাপারে ডিটেইল শো করবে। এটি আপনাকে আরো দেখাবে, সিস্টেম আপনার ঠিক কতটুকু মেমরি ব্যবহার করছে, সিস্টেম কারনাল এবং কেস।

memory.png

যদিও আমরা টাস্ক ম্যানেজার দিয়ে আমাদের মনিটরের মেমরি ইউসেজ দেখতে পারি কিন্তু সেক্ষেত্রে আমরা অপটিমাইজ করতে পারিনা। এই টুল টি আপনাকে এর সুন্দর ইন্টারফেসের মাধ্যমে এমন এক আবহ সৃষ্টি করে দেবে যার মাধ্যমে আপনি আপনার সম্পূর্ণ মেমরির ডিটেইল খুব সহজে মনিটর এবং অপটিমাইজ করতে পারবেন।

এই টাস্ক ম্যানেজার এর গ্রাফ আপনি চাইলে ৩সেকেন্ড অথবা ০.১ সেকেন্ড এর মধ্যে অটো রিফ্রেশ সিলেক্ট করে দিতে পারবেন। যার ফলে আপনি প্রতি মুহুর্তে আপনার মেমরি সম্পর্কে পরিস্কার ধারনা পাবেন।

আপার আপনি যখন আপনার RAM অপটিমাইজ করবেন তখন টুলস মেনু অপটিমাইজ মেমরি অপশন সিলেক্ট করুন। এখানে আপনি অটোম্যাটিক মেমরি অপশন ও খুজে পাবেন। যেখানে আপনি চাইলে মেমরি লিমিট স্পেসিফাই করে দিতে পারবেন।

So enjoy friends and lets download  MKN Memory Monitor  

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 33 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

RAM অপটিমাইজারগুলো মাঝে মাঝে খুব ঝামেলা করে।

হ্যাঁ RAM অপটিমাইজার গুলো বেশির ভাগই কাজ করে না। তবে আমি অনেক আগে একটা ব্যবহার করেছিলাম ( কোনটা মনে পড়ছে না ) বেশ ভাল। দেখি এটা কেমন।

Level 0

Thanks for
information me Ram Deatils

Plz always giving me Ram Information

My E-mail:[email protected],[email protected],[email protected]

try to visit the site regularly ….. not only you but everybody will be informed through this site ……have a nice day

Level 0

awesome tools boss