আসুন ফ্রিজ ও এসি মেরামত করি [পর্ব-০২] :: Compressor (কম্প্রেসর)

আপনাদের মাঝে হয়তো এমন কেউ নেই যে কম্প্রেসরের নাম শোনেন নি ! এটাকে ফ্রিজ ও এসির হৃদপিন্ড বলা চলে ! ফ্রিজ ও এসিতে যতগুলো মালামাল ব্যবহার করা হয় তার মধ্যে এটির দাম একটু বেশি ! এখন আমি আপনাদের জানাবো যে এটি কি কাজ করে ! এর ভিতরে কি কি আছে , এটি কেমন, কত রকমের এইসব বিষয়ে ! তবে বলে রাখা ভাল যে রেফ্রিজারেশন সিস্টেমে গ্যাসের ভূমিকাই বেশি ! এই গ্যাসকে আমরা রেফ্রিজারেন্ট বা ফ্রিয়ন্স বলে থাকি ! মূলত, এই গ্যাসের সার্কুলেশনের কারনেই ফ্রিজ ও এসি ঠান্ডা হয় ! কম্প্রেসর এর গ্যাসকে সার্কুলেশন করে ! এটি এই রেফ্রিজারেন্ট বা হিমায়ক গ্যাসকে সংকুচিত করে হিমায়কের চাপ বারিয়ে কন্ডেনসারে পাঠিয়ে দেয় কন্ডেনসারে গিয়ে গ্যাসটি তরল হয় ! আমরা জানি চাপ বারলে তাপমাত্রা বারে ! এই কারনে দেখবেন, ফ্রিজ বা এসি এর এক পাশ খুব গরম হয় ! এই পাশে কন্ডেনসার থাকে ! কম্প্রেসর যদি সঠিক ভাবে চাপ বারিয়ে দিতে না পারে তাহলে কান্ডেনসার গরমও হবে না ফলে ফিজ বা এসি ঠান্ডাও হবে না ! একটি ভাল কম্প্রেসরের প্রেশার 350 থেকে 500 PSI এর মধ্যে থাকতে হবে ! PSI হল চাপের একটি একক ! এর অর্থ হল হল Pound per Square Inch ! কম্প্রেসরের তিনটা লাইন থাকে

  • 1. ডিস চার্জ লাইন
  • 2. চার্জিং লাইন
  • 3. সাকশন লাইন !

চার্জিং লাইন আর সাকশন লাইন একই রকম ! আপনি চার্জিং লাইনকে সাকশন লাইন এবং সাকশন লাইনকে চার্জিং লাইন বানাইতে পারবেন ! কিন্তু ডিস চার্জ লাইন আলাদা !ডিস চার্জিং লাইন দিয়ে গ্যাস বের হয়ে কন্ডেনসারে যায় ! এই লাইন কম্প্রেসরের ভিতরে যে পিস্টন সিলিন্ডার আসে সেই সিলিন্ডারের হেড থেকে এসেছে ! এই লাইন থেকে প্রেশার বের হয় ! কম্প্রেসরের মটর টারমিনালের তিনটা লাইন আছে ! কমন, রানিং আর স্ট্যার্টিং ! এই লাইনগুলোতে ইলেকট্রিকের সংযোগ দিতে হয় কম্প্রেসরের ভিতরে যেই মটর আছে ওটা ঘোরার জন্য ! মটর ঘুরলে সিলিন্ডারের ভিতরে পিস্টন যাওয়া আসা করে ! ফলে পিস্টনের চাপে ডিস চার্জিং লাইন দিয়ে হিমায়ক অতিরিক্ত চাপে কন্ডেনসারে যায় ! চার্জিং লাইন আর সাকশন লাইন নিয়ে পরের টিউনগুলোতে আলোচনা করবো ! এখন করলে আপনাদের বুজতে অসুবিধে হবে ! কম্প্রেসরে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার পর এর ডিস চার্জিং লাইলে হাত দিলে দেখা যাবে খুব চাপে বাতাস বের হয়তেছে ! আপনি ওই বাতাসকে সর্বোচ্চ 5 থেকে 8 সেকেন্ড ধরে রাখতে পারবেন ! এর বেশি সময় ধরে রাখতে পারবেন না ! কারন আপনার আঙ্গুলে চামরা লিক করে বাতাস বের হয়ে যাবে ! যদি পারেন তাহলে বুঝবেন ওই কম্প্রেসরের পাম্পিং ক্ষমতা কম ! ওই কম্প্রেসর ফ্রিজে লাগালে ফ্রিজ ঠান্ডা হবে না ! কারন ওটা সঠিকভাবে গ্যাসকে সার্কুলেশন করতে পারবে না ! আপাতত এই টুকুই জেনে রাখুন ! পরের টিউনে এর মটর টার্মিনালের লাইন নিয়ে আলোচনা করবো ! কম্প্রেসরের চিত্র দেখুন !

বুঝতে অসুবিধে হলে নিম্বাজ ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে অ্যাড দিন! সবাই ভালো থাকবেন !
বিঃদ্রঃ আমার এই তথ্যগুলো ভুল ধরার আগে, এই তথ্য অনুযায়ী কাজ করে দেখুন সফলতা পান কি না ! যদি না পান তাহলে অবশ্যই ফোনের মাধ্যমে আমাকে জানাবেন , সঠিক তথ্য কি হবে ! আমার মোবাইল নম্বর +8801716218847 .

Level 2

আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব ভালো হচ্ছে চালিয়ে যান, দ্বিতীয় পোষ্টের জন্য ধন্যবাদ । অনেক অনেক শুভ কামনা থাকলো

ভাল লাগছে।ধন্যবাদ।

চালিয়ে যান.. .. ..পরের টিউন এর অপেক্ষায় রইলাম.. ..

Level 0

Yes.. i am learning a new thing but common in our daily life. Thank you man . Go on .. Allah bless you . Waiting for rest of the posts

Level 0

খুব ভাল হযেছে, দ্বিতীয় পর্বের অপেক্ষায় রইলাম।