চলুন নষ্ট মোবাইলের ব্যটারী দিয়ে টর্চ লাইট তৈরী করি মাএ ১৫ টাকায়

আসসালামু আলাই কুম৷আজ আমরা মজার একটি লাইট বানাবো মাত্র ১৫ টাকায় ৷

লাইটটা দেখতে slim ব্যবহার করতে আরও সুন্দর৷

তাহলে চলো বন্ধুরা শুর করা যাক৷

যা যা লাগবে

  • 1)    নষ্ট  মোবাইলের ব্যটারী- 0 /=

  • 2)    তিনটা LED বাল্প-      ৯/=

  • 3)    ১টি সুইচ + চার্জ পিন-     ৫/=

  • 4)    1 k ohm  রেজিটেন্স-  ১/=

  • 5)    অনিক টেলিকম এর নষ্ট চার্জারের বডি/  কেনা বডি দিয়েও হবে

 

যেভাবে শুরু করবঃ-আমি চার্জারের বডিকেই কাজে লাগিয়েছি

  • প্রথম অনিক চার্জারের বডিকে একট স্লিপ করে কেটে নিই।

  • চিত্রের মত

  • মাথার দিকে তিনটা ছিদ্র কর“ন৷
  • ছিদ্রটা যেন LED বাল্পের মত হয়৷
  • এবার LED বাল্পের Positive প্রান্—ের সঙ্গে Positive এবং Negative  প্রান্—ের সঙ্গে Negative অপর বাল্পটি  শুধু  Wire দিয়ে same way তে যুক্ত করি৷

  • এবার চার্জ পিনের

    নীচটা  Positive প্রান্— এবং Negative তে আছে৷

  • বেটারী Positive এর সাথে চার্জ পিনের

    Positive এবং Negative এর সাথে Negative প্রান্— যুক্ত করি৷

  • আর একটি ছিদ্র করি, চার্জ দেয়ার জন্যে।

    চার্জ পিন Super glue দিয়ে আটকিয়ে দিই চিত্রের মত করে৷

  • এবারে বেটারী থেকে বাল্পের সংযোগ দিই৷

  • সুইচ লাগাই চিত্রের মত করে৷ সুইচটা যেন বাল্পের পেছনে লাগানো হয়  চিত্রের মত করে৷

  • ব্যস কাজ শেষ৷

  • ব্যাক প্যাকেটটা বালো যোন পে­ন প্লাষ্টিক

    দিয়ে লাগিয়ে দিয়ে হয়ে গেল একটি স্লিম লাইট৷

কেনা বডি দিয়ে বানানো

সাবধানতাঃ

  • ১)    চার্জ ঘড়ি ধরে ২০ মিনিট দিতে হবে।

  • 2)    একটু ভালো করে বুঝে লাগাতে হবে৷

  • 3)    নিজে লা পারলে কোন মেকার/টেকনিশিয়ানের সাহায্য নিতে হবে৷

কোন প্রবলেম হইলে ➡  ফেসবুকে আমাকে পাবেন

 

Level 0

আমি Maruf CSE। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 183 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

No I am not along i know one day You will be Back....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

Valo jinis…. kindly jodi LED, Registor, Charging Point, Switch, battery er connecting curcite ta eke diten valo hoto…

Level 0

thanks vie ….
ami inseallah dabo….

আগেই জানা ছিল । তবে আপনি খুব সুন্দর করে উপস্থাপন করেছেন খুব ভাল লাগল। আশা করি আমাদের আরো সুন্দর সুন্দর টিউন উপহার দিবেন।

সুন্দর লিখছেন । আরো নতুন নতুন আইডিয়া চাই । ধন্যবাদ ।

সুন্দর সুন্দর টিউন… ধন্যবাদ ।

নষ্ট মোবাইলের ব্যটারী, নাকি মোবাইলের নষ্ট যটারী? হা! হা!……।
মজা করলাম আর কি! সুন্দর টিউন!

আসলে এমন টিউন গুলো আরও বেশী বেশী করুন কারন আমাদের এই সর্ব বৃহৎ সাইট এ ইলেক্ট্রনিক্স হবি প্রোজেক্ট অনেক কম হচ্ছে , এই টিউন দেখে মনটা খুব ভাল হয়ে গেল আশার আলো জলছে , টিউনার রা জেগে উঠছে ভাল ভাল টিউন উপহার দেয়ার জন্য , টিউনার ভাই আপনি খুব ভাল একটা টিউন করলেন , এই টিউন দেখে আমাদের অনেক নতুন প্রজন্ম নতুন কিছু কাজের উৎসাহ পাবে অনুপ্রানিত হবে , ছোট এই কাজ দেখে একদিন দেশের জন্য অনেক বড় কিছু আবিস্কার করবে ্‌্‌্‌, ভাই আপনি এগুতে থাকুন আমরা ত আপনার সাথেই আছি দেখেছেন ত …

সুন্দর টিউন চালিয়ে জান ভাই।

Thanks Bro