ইলেকট্রনিক্স প্রজেক্ট [পর্ব-০৮] :: চার থেকে পাচটি পার্স দিয়ে তৈরী করুন আপনার পিসি অথবা ল্যাপটপ এর জন্য সুন্দর একটি এম্পলীফায়ার।

ইলেক্ট্রনিক্স প্রোজেক্ট

আল্লাহ রহমান

আসসালামু আলাইকুম সালাম

আশা করি আমার সকল বন্ধুরা ভালোই আছেন। আপনাদের জন্য আজ একটা কম ওয়াট এমপ্লিফায়ার সার্কিট দিব সামান্য কয়েকটি পার্টস দিয়ে তৈরি করতে পারবেন সুবিধা হল সার্কিটের জন্য আলাদা কোন পাওয়ার সাপ্লাই দেওয়ার প্রয়োজন নেই আপনার পিসি অথবা ল্যাপটপ এর USB পোর্ট থেকে পাওয়ার সাপ্লাই দিতে পারেন, কারণ সার্কিট 6v পাউয়ার দিলেই চলবে। কম্পিউটার দিয়ে বাজানোর জন্য 2822 আইসিটি কম খরচের মধ্যে ভালো হয়।

এবার আসুন কথা লম্বা না করে সার্কিটটি দেখেনেই

মাত্র দুইটি রেজিষ্টর তিনটি ইলেক্ট্রলাইটিক কেপাসিটর একটি আইসী হয়ে গেল আপনার এম্পলীফায়ার।

C1 /C2= 47MF 16V  দুইটা

C3=220MF 16V একটি

R1/R2=22K দুইটি

2822M আইসী একটি

স্পীকার দুইটা 8 ওহুমস 0.25W 

ট্রান্সফরমারের কোন প্রোয়জন নাই USB পুট থেকে কি ভাবে সাপ্লাই দিব আসুন ছবিতে দেখেনেই

যদি পিসিবিতে পার্স বসাতে ছান তা হলে লে আউটটি দেখে নিন

আশা করি আমার সকল বন্ধুরা ভালই আছেন। আপনাদের জন্য আজ একটা কম ওয়াট এমপ্লিফায়ার সার্কিট দিব সামান্য কয়েকটি পার্স দিয়ে তৈরী করতে পারবেন সুবিধা হল সার্কিটের জন্য আলাদা কোন পাওয়ার সাপ্লাই দেয়ার প্রয়োজন নেই আপনার পিসি অথবা ল্যাপটপের USB পোর্ট থেকে পাওয়ার সাপ্লাই দিতে পারবেন, কারণ সার্কিট 6v পাওয়ার দিলে চলবে। কম্পিউটার দিয়ে বাজানোর জন্য 2822 আইসিটি কম খরচের মধ্যে ভালো হয়।

আজকের মত এখানেই বিদায় নিলাম, দেখা হবে বেছে থাকলে আগামি টিউনসে।

Level 2

আমি সেন্টু খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 23 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই এম্পিফায়ার কি হেডফোনের জন্য??

ভাই, বরাবরের মত এবারও আপনার টিউনটা দারুন হয়েছে ।একারনেই আমি আপনার একজন দারুন ভক্ত ।
আমি বিপদে পরে আপনার কাছে একটি help চাইছি ।১০ মিটার USB Extantion এর দাম ৪৩০ টাকা আর ২০ মিটার USB Extantion এর দাম ২২০০ টাকা । আমি যতটুকু জানি যে ১০ মিটারের উপরে গেলে মাঝে আলাদা করে adapter ব্যবহার করতে হয়। আপনি যদি এই ব্যাপারটা নিয়ে একটি টিউন করতেন তাহলে আমার মত জারা গ্রামে থেকে 3g নিয়ে ভুগেন তারা উপকৃত হত ।জানিনা আপনাকে ঠিকমত ব্যাপারটি বুঝাতে পেরেছি কিনা । এক কথায়,কিভাবে দুইটি ১০ মিটার Usb Extention জোড়া লাগানো যায় ।

ওয়াফাই ও ইস্টোরিও সাকির্ট দিয়েন প্লিজ।

Level 0

Vai “220MF” e MF ki “micro Farad”?

SENTU vai PCB ki alada kinte paoa jay ??? r lay out ta ki nijer toire kora nite hoy ??? Naki ready mate paoa jay..??? Bolben plz karon ami electronic e aktu notun…… Tuk tak kaj kori r ki….