সাধারণ খেলনার পরিবর্তে শিশুদের হাতে তুলে দিতে পারেন শিক্ষামূলক রোবট

বর্তমান সময়ে প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে আমাদের শিক্ষা, জীবনযাত্রা সবকিছু পরিবর্তিত হচ্ছে। তাই প্রযুক্তির এই যুগে আমরা যদি শিশুদেরকে প্রযুক্তির সংস্পর্শ থেকে দূরে রাখি তাহলে তাদের মেধার বিকাশ  এবং সৃজনশীলতার বিকাশ বাধাগ্রস্থ হবে। আমাদেরকে ভাবতে হবে শিশুদের উপযোগী প্রযুক্তি নিয়ে। ইতোমধ্যেই পৃথিবীজুড়ে বিজ্ঞানীরা কাজ শুরু করে দিয়েছেন। শিশুদের ছোটবেলা থেকেই প্রযুক্তি, গণিত এবং প্রোগ্রামিং বিষয়ে দক্ষ করে তোলার  জন্য বর্তমানে মার্কেটে পাওয়া যাচ্ছে শিশুদের উপোযোগী কম্পিউটার, লার্নিং কিট, ভিডিও টিউটোরিয়াল, বিশেষ ধরনের বই ইত্যাদি।

কিন্তু ছোটবেলা থেকেই শিশুদের ইলেকট্রনিক বিষয়ে বা রোবটিক্স সম্পর্কে শেখানোটা শুধুমাত্র কঠিন ব্যপারই নয় বরং বেশ ঝুকিপূর্ণও বটে। কারণ ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল মানেই বিদ্যুৎ নিয়ে কারবার। আর ছোটবেলায় শিশুরা ভুল করতে পারে এটাই স্বভাবিক। কিন্তু যে সকল শিশুরা স্কুলে যায় মোটামটি যেকোন বিষয় বুঝতে পারে। তাদের হাতে যদি এমন কোন শিক্ষামূলক রোবটিক কিট তুলে দেয়া যায়, যা দিয়ে সহজেই অনেক সুন্দর সুন্দর রোকটিক প্রজেক্ট করা যায় এবং শিশুটি ইচ্ছা করেও কোন ভুল করতে পারবে না তাহলে মনে হয় মন্দ হয় না। এমনই একটা রোবটিক কিট হচ্ছে mBot।

mBot এমন একটি শিক্ষামূলক রোবট যেখানে বিভিন্ন ধরনের সেন্সর, মটর, বিভিন্ন ধরনের ওয়্যারলেস কমিউনিকেশন ইত্যাদি ব্যবহার করা হয়েছ। এতে মূল কন্ট্রোলিং সার্কিট হিসেবে আরডুইনো ব্যবহার করা হয়েছে।

এতে বিভিন্ন অংশ সংযক্ত করার জন্য চারটি RJ25 পোর্ট রয়েছে। যা শিশুরা চাইলেও ভুল করে লাগাতে পারবে না।

রোবট তৈরির জন্য রয়েছে বিভিন্ন ধরনের সেন্সর যেমন লাইন ফলোয়ার সেন্সর, আল্ট্রাসাউন্ড সেন্সর, ইনফ্রারেড সেন্সর, লাইট সেন্সর ইত্যাদি। এছাড়া এতে ব্লুটুথ কমিউনিকেশন, হাই স্পিড 2.4GHz ওয়্যারলেস সিরিয়াল কমিউনিকেশন টেকনোলজি ব্যবহারের সুযোগ রয়েছে। তাই খুব সহজেই লাইন ফলোয়ার রোবট, মোবাইল ডিভাইস কন্ট্রোল রোবট, অবস্ট্রাকল এভয়েড রোবট তৈরি করা যায়।

mBot সম্পর্কে আরো বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখে নিতে পারেন।

 mBot প্রোগ্রামিং এর জন্য Scratch 2.0 গ্রাফিক্যাল ব্লক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাস্টমাইজ করে mBlock তৈরি করা হয়েছে যা শিশুদের জন্য বিশেষ উপোযোগী।

আরডুইনো একটা ওপেন সোর্স প্রোটোটাইপিং প্লাটফর্ম। কিন্তু শুধু আরডুইনো ব্যবহার করেও রোবট তৈরি করতে গেলে অনেক তারের সংযোগ দিতে হয়, যা শিশুদের জন্য বিশেষ উপযোগী নয়। কিন্তু mBot এ এই ঝামেলা নেই তাই খুব সহজেই অনেক এডভান্সড রোবট তৈরি করা যায়।

তাই যুগের সাথে তাল মেলাতে গিয়ে আপনার আমার সন্তানকে যেন হোচট খেতে না হয়, তাই এখন থেকেই তাদেরকে প্রস্তুত করে তুলতে হবে। তাদেরকে সাধারণ শিক্ষার পাশাপাশি ব্যবহারিক, বাস্তবমুখী আর প্রযুক্তিগত শিক্ষালাভের সুযোগ আমাদেরকেই তৈরি করে দিতে হবে।

আর অবশ্যই আমাদের শিশুদেরকে সময় দিতে হবে, তাদের কৌতুহলের মূল্য দিতে হবে, সম্মান দিতে হবে। তাহলেই আজকের শিশুটি হয়ে উঠবে আগামি দিনের জন্য সম্পূর্ণ মানুষ।

অবশ্যই শিশুদের ঝুকির বিষয়গুলো মাথায় রাখতে হবে। যত ধরনের প্রতিরক্ষামূলক ব্যবস্থা থাকুক না কেন, তারা যখন ইলেকট্রনিক্স বা রোবটিক্স নিয়ে কাজ করবে অভিভাবক হিসেবে আমাদেরকে তাদের পাশে থাকতে হবে। আমাদেরকে সর্বদা সচেতন থাকতে হবে। প্রযুক্তি থেকে আমাদের সন্তানকে দূরে নয়, বরং সচেতনভাবে তাদেরকে সঠিক কৌশল শিখতে সাহায্য করতে হবে। তাহলেই দেশ এগিয়ে যাবে সমৃদ্ধির দিকে।

 

আজ এ পর্যন্তই। সবার জন্য শুভকামনা রইলো।

যে কোন বিষয় আমাকে জানানোর জন্য টিউমেন্ট করার পাশাপাশি আমাকে https://www.facebook.com/pages/Ashim-Kumar/1530502553863914 ফেসবুকে ম্যাসেজ দিতে পারেন।

Level 2

আমি অসীম কুমার পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 147 টি টিউন ও 469 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি অসীম কুমার পাল। ইলেকট্রনিক্স এবং ওয়েব ডিজাইনকে অন্তরে ধারণ করে পথ চলতেছি। স্বপ্ন দেখি এই পৃথিবীর বুকে একটা সুখের স্বর্গ রচনা করার। নিজেকে একজন অতি সাধারণ কিন্তু সুখী মানুষ ভাবতে পছন্দ করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দম কত

Level 0

কোথায় পাবো, কেমন দাম, কিছুই তো বললেন না।

বিডি তে পাওয়া যাবে ? দাম কতো ?

ধন্যবাদ

পাইমু কুনে ? গোঁফে তেল ডা মাইরাই রাখি :p