মাইক্রোকন্ট্রোলার নিয়ে ২৫ শে জুন ইউনাইটেড বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল প্রফেশনাল সেমিনার।

আসসালামুয়ালাইকুম  সবাইকে।

গত ২৫ শে জুন ইউনাইটেড বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল এক প্রফেশনাল সেমিনার মাইক্রোকন্ট্রোলার নিয়ে। এখানে আমি সেই সেমিনারের কিছু বিষয় এবং ভাল লাগা কিছু টেকনিক্যাল কোথা বার্তা তুলে ধরার চেষ্টা করছি।

আয়োজন ঃ সেমিনার অন মাইক্রোকন্ট্রোলার বেইসদ এম্বেডেড সিস্টেম, আরডুইনো এন্ড পিসিবি ফেব্রিকেশন (Seminar on Microcontroller Based Embedded Systems Arduino and PCB fabrication)

ওরগানাইজারঃ Department of EEE, United International University (UIU), Dhaka, Bangladesh

বক্তা ঃ
১) মাশ্রুর হসাইন সুহৃদ, চীফ এক্সিকিউতিভ অফিসার ; এরর ল্যাব
২) আজিজুল বিন অভি,  এসোসিয়েট ইঞ্জিনিয়ার ; এরর ল্যাব
৩) তরিকুল ইসলাম নাভিন, এসোসিয়েট ইঞ্জিনিয়ার ;  এরর ল্যাব

প্রধান অতিথি ঃ  মাঞ্জুরুল হক খান   সম্মানিত ডিরেক্টর, UIU Career Counseling Center

এখানে আমি দুই ভাবেই লিখছি যাতে নিজেদের মত করে সবাই পড়তে পারে।

বাংলাঃ

সর্বপ্রথম মিঃ সুহৃদ শুভেচ্ছা বক্তব্য দিয়ে তার বক্তব্য শুরু করেন এবং অংশগ্রহণকারীদের এম্বেদেদ সিস্টেম নিয়ে বেসিক ধারনা প্রদান করেন। মাইক্রোকন্ট্রোলার হচ্ছে এক ধরনের প্রগ্রামাবেবল আইসি যা ৮ পিন থেকে শুরু করে সাধারনত ১২৮ পিন পর্যন্ত হয়ে থাকে। কম্পিউটারের সাথে যদি তুলনা করা হয় তাহলে বলা যায় এখানে SRAM থাকে আর কম্পিউটার এ  RAM থাকে। কম্পিউটার এ  ROM থাকে আর মাইক্রোকন্ট্রোলারে EEROM থাকে এর পরিবর্তে।  অনেকটা বলা যেতে পারে কম্পিউটার এর মিনি ভার্শন।
ধরা যাক আপনি চাচ্ছেন শোবার ঘরের লাইট গুলো সন্ধ্যার সময় একাই অন হবে আবার রাত ১২ টার সময় অফ হয়ে যাবে। এই জন্য অবশ্যই আমাদের এক্তি কম্পিউটার চালু রাখলে অনেক বিদ্যুৎ খরচ হবে কিন্তু এক কাজটি আমরা মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করে করতে পারি।
এরপর তরিকুল ইসলাম নাভিন আরডুইনো নিয়ে আলোচনা করেন। তিনি এর কিছু বেসিক আলোচনা সাথে কিছু প্রোজেক্ট অ দেখান। আরডুইনো হল AVR Microcontroller  সম্বলিত এক্তি সার্কিট যেখানে মাইক্রোকন্ট্রোলার থেকে আউতপুত নেয়া, ইনপুট দেয়ার এবং কম্পিউটার থেকে  USB/Serial Port এর মাধ্যমে একে প্রোগ্রাম করার সম্পূর্ণ অ সহজ বেবস্থা। এর যে বিশেষ বৈশিষ্ট্য একে এত জনপ্রিয় করেছে টা হল এর সফটওয়্যার ও ডিজাইন ওপেন সোর্স। ছাত্রদের কোথা মাথায় রেখেই মুলত ২০০৫ সালে এটি তৈরি করেন ইতালির বিজ্ঞানীরা। এছাড়াও আজিজুল বিন অভি পিসিবি নিয়ে আলোচনা করেন।
এই ধরনের সেমিনার কেউ যদি ; কোন বিশবিদ্দালয় যদি করতে আগ্রহি হয় তাহলে সরাসরি যোগাযোগ করতে বলা হয়েছে এই ইমেইলে এর জেকন এক্তিতে [email protected] / http://www.errorlab.com.bd / [email protected] / [email protected]
এই ধরনের সেমিনার নিয়ে ইউনাইটেড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বেশ আগ্রহ দেখা যাবার কারনের আগামিতে এই ধরনের সেমিনার করার আগ্রহ প্রকাশ করেছেন সবাই।

ইংলিশ ঃ
In the beginning, Mr.Shurid, CEO,ERROR (Engineering Research & Revolution Optimum Revival) Lab, gave introductory speech. He motivated the participants about the importance of Embedded Systems in everyday life and highlighted the career opportunities of an
engineer trained in the art and skills of Embedded Systems. Mr.Shurid remarked that UIU students possess great potential and a little bit effort along with nurturing and motivation will take them along way. The next session
consisted of hardware programming and design implementation. Associate Engineer Toriqul
Islam Bhuiyan conducted the session. Mr. Bhuiyan said that such workshops will be fruitful only when the participants will continue practicing and learning .The last session dealt with PCB fabrication. Associate
Engineer Ajijul Bin Zabbar was the instructor of that session. All the sessions were very much
interactive and the feedbacks from UIU students were noteworthy. At the end of the seminar,
there was a Q/A session where the enthusiastic participants asked various questions to the
experts and quenched their thirst of knowledge.In collaboration with ERROR Lab and different
engineering universities, Trainers' Hub has been organizing such technical workshops and seminars
round the year in the engineering campuses of the capital.
Interested universities may also contact with us to organize such professional workshops/seminars
at their campuses to enlighten their students with the practical knowledge of engineering.
Contact: 01789 177 008

২।


Engr. Mashrur H. Shurid ; CEO - ERROR lab
3।

সম্মানিত স্পিকার দের সাথে প্রধান অতিথি।
৪।

৫;

Level 0

আমি মুন্না। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 231 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

ACTUALLY , i am a introvert type boy . But i think it's the time to open before my friends.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

লেখার জন্য ধন্যবাদ

    আপনাকেও ধন্যবাদ কমেন্ট করবার জন্য ।