অবশেষে বাজারে আসছে গুগল পিক্সেল ফোর

আলোচনার শেষ নেই গুগ্লের নতুন স্মার্ট ফোন পিক্সেল ফোর কে ঘিরে। এই বছরের শেষেই বাজারে আসতে চলেছে পিক্সেল ফোর। বিভিন্ন্য আন্তর্জাতিক গণমাধ্যম এর মাধ্যমে যানা যাচ্ছে এই বছরের শেষের দিকেই বাজারে দেখা যাবে পিক্সেল ফোর।

গেজটস ৩৬০ ডিগ্রির এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক মাস পরেই বাজারে আসতে পারে গুগল পিক্সেল ফোর। এই ফোন সম্পর্কে ইতিমধ্যে একাধিক তথ্য সামনে এসেছে। যদিও সঠিক ভাবে কোন তথ্য নিশ্চিত করে নি গনমাধ্যম টি।

গেজেটস ৩৬০ ডিগ্রি জানিয়েছে, ২০১৯ সালেই প্রথম কোন পিক্সেল সিরিজ স্মার্ট ফনের পেছনে একাধিক ক্যামেরা ব্যবহার হবে। তাছাড়া সম্প্রতি গুগল পিক্সেল ফোর স্মার্টফোনের টিজার প্রকাশ করেছে গুগল। টিজারে এই ফোন টিতে দেখা গেছে নতুন কয়েকটি অসাধারন ফিচার। জা এর আগে পিক্সেল সিরিজের অন্য কোন ফোনে দেখা যায় নি।
সম্প্রতি প্রকাশিত ২২ সেকেন্ডের এক টিজার ভিডিওতে গুগল জানিয়েছে, পিক্সেল ফোর স্মার্টফোনে থাকছে হ্যান্ডস ফ্রি সাপোর্ট, যা ব্যবহার করে কোম্পানির পরবর্তী ফ্ল্যাগশিপ ফোনের একাধিক কাজ করা যাবে। এছাড়া ফোনের ফ্রন্ট ক্যামেরা ব্যবহার না করে ফেস আনলকের জন্য থাকছে বিশেষ সেন্সর। সোলি নামের একটি রাডার বেসড সিস্টেম ব্যবহার করে এই ফিচার কাজ করবে। গত পাঁচ বছর ধরে এই প্রযুক্তি তৈরি করেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

সেই ২০১৫ সালের দিকে গুগল সোলি রাডার সিস্টেম নিয়ে কাজ শুরু করেছিলো। এই সিস্টেমের মাধ্যমে ফোনের সামনে হাত নাডাচাড়া করে বিভিন্ন কাজ করা যেতো।
তথ্য গাইড বাংলা ব্লগ

 

Level 2

আমি ইয়াসিন আরাফাত লিমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় টিউনার,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি।

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি। যেহেতু টেকটিউনস থেকে অফিসিয়ালি যোগিযোগ করা হবে তাই ছদ্মনাম, ছদ্ম ছবি বা কোন ছদ্ম তথ্য ব্যবহার না করে দয়া করে আপনার আসল নাম, আসল ছবি ও আসল তথ্য ব্যবহার করুন।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

ধন্যবাদ আপনাকে।