সাবধান !! সাবধান !! ফেইসবুকে ৫ ধরনের ভাইরাস ছড়িয়ে পড়েছে !!!!!!

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।  আপনারা অনেকে এই বিষয়টা জানেন না। তাই এ বিষয়ে লিখতে বসলাম।ভুল হলে ক্ষমা করবেন।

 

ফেইসবুকে ৫ ধরনের ভাইরাস ছড়িয়ে পড়েছে যা দিয়ে ফেইসবুক আইডি হ্যাক করা হয়!!

 

১/ যদি কোন ফটো ট্যাগের নটিফিকেশান পান,তবে তা ওপেন করবেন না।এটি এভোয়েডকরতে হোমপেইজে একাধিক নটিফিকেশান জমা হলে তবেই নটিফিকেশান ওপেনকরুন।

২/ যদি এমন কোন নটিফিকেশান পান যে, কেউ আপনাকে রিপোর্টকরেছে তাহলেতা ওপেন করবেন না।

৩/ এমন কোন ভিডিও যদি দেখেন,যেখানে '' ৯৯% ইউজার এই ভিডিওটি ১৫ সেকেন্ডের বেশি দেখতে পারেননি '' এমন কিছু লেখা থাকে তবে ভিডিওটি ভুলেও ওপেন করতে যাবেন
না!

৪/ মেসেজ বা চ্যাটে যদি পরিচিত/ অপরিচিত যে কেউ কোনকিছুর লিংক দেয় তবে তাতে ক্লিক করবেন না।

৫/দেশি বিদেশি মিডিয়ার কোন সেলিব্রেটিদের স্ক্যান্ডাল বা  ইমেজচোখে পড়লে তা অবশ্যই এড়িয়ে যাবে হ্যাকাররা টোপ ফেলে!! আরেকটাজিনিস মনে রাখবেন, বর্তমানেভার্চুয়াল জগতে  ফেইসবুকেই সবচেয়ে বেশি ভাইরাস, ম্যালওয়ার ছড়ানো হচ্ছে জ্যামিতিক হারে, যা সাধারণ ইউজারদের পক্ষে ডিটেক্ট করা অসম্ভব 

 

------সবার মঙ্গল কামনা করে আজ এই  পর্যন্তই--------

 

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 526 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 111 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সাবধান করার জন্য ধন্যবাদ।।

dop chaya@ আপনাকেও ধন্যাবাদ

Level 0

thanks

SK Miskat@ আপনাকেও ধন্যবাদ

ধন্যবাদ ভাই

Level 2

ধন্যবাদ। শেয়ার করলাম সবার সাথে।

ভাল লেখা হয়েছে। আপনাকে ধন্যবাদ।

Alone boy@আপনাকেও ধন্যাবাদ

@শাওন মাহমুদ,Harun0212, উদীয়মান লেখক ভাই, আপনাদের মতামত জানাবার জন্য ও ধন্যবাদ

Level 2

ওরে বাবা!