ফেসবুকের পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না (ভিডিও সহ)

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই। শিরোনাম দেখে অনেকে অবাক হচ্ছেন আবার অনেকর হাসি পাচ্ছে। যারা হাসছেন তারা বিষয়টা আগে থেকে জানেন। আর যারা অবাক হচ্ছেন তারা জানেন না। যারা জানেন না তাদের জন্য এই বুলেট প্রুফ গাইড লাইন।

বর্তমানে ছোট বড় অনেক প্রকার হ্যাকার হইছে। তারা আইডি হ্যাক করার ওস্তাদ। অনেকে বিভিন্ন সময় জানতে চান কিভাবে আইডির নিরাপত্তা বাড়ানো যায়। চলুন কিভাবে কাজগুলো করা যায়। প্রথমে আপনার আইডিতে গিয়ে setting/General/contact  ক্লিক করুন। সেখানে যদি আপনার মেইল অ্যাড করা না থাকে নতুন একটি মেইল অ্যাড করুন। মনে রাখবেন এই মেইল আইডি দিয়েও আপনি আপনার আইডিতে লগিং করতে পারবেন। এ ক্ষেত্রে ফেসবুক পাসওয়ার্ড এবং মেইল পাসওয়ার্ড আলাদা আলাদা দেওয়াই ভাল। মেইল অ্যাড করা শেষ হলে আপনার মেইলের ইনবক্স চেক করুন। দেখুন ফেসবুক থেকে Mail verification এসএমএস আসছে। আপনি ভেরিফাইতে ক্লিক করে মেইল ভেরিফিকেশন সম্পন্ন করুন।

এবার আসি আসল কথায়। এবার আপনার আইডির লগিং অ্যাপ্রুভাল এডিট করতে হবে। বলে লাখি লগিং অ্যাপ্রুভাল হচ্ছে সেখানে আপনার মোবাইল নম্বর অ্যাপ্রুভ করে রাখা অপরিচিত কেউ আপনার আইডিতে লগিং করতে গেলে উক্ত অ্যাপ্রুভ করার মোবাইলে একটা কোড আসবে। ব্রাউজারে সে কোড না দেওয়া পর্যন্ত আইডিতে লগিং করা যাবে না। এটা করতে হলে setting/security/Login approval এ ক্লিক করুন। তার পর সেখানে আপনার ইউজার মোবাইল নম্বর দেখা যাচ্ছে। আপনি যদি উক্ত মোবাইল নম্বর পরিবর্তন করতে চান তবে ভিডিও অনুসরণ করুন।

 

যদি না বুঝতে পারেন তবে ভিডিওটি দেখুন এখানে ক্লিক করে।

বন্ধুরা আমার টিউটটি যদি আপনাদের ভাল লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ সেকানে প্রচুর টিউটোরিয়াল দেওয়া আছে অত্যন্ত সহজ ভাষায়।

আর আমি ফেসবুকে

আমার ছোট ব্লগটি

 

 

 

 

আমি imran ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান আহমেদ, পেশাঃ কমপি‍উটার পরিসেবা, জন্মস্থানঃ মাগুরা জেলা, শখঃ অন লাইনে তথ্য প্রযুক্তির খোজ খবর নেওয়া, অপছন্দঃ ফেসবুক


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সাহস থাকলে তোমার পুরাতন পাসওয়ার্ড দাওবর্তমান টা লাগবে না। দেখো কি করে দেই…