যে ভাবে ফ্রেন্ড লিস্টের সবাইকে পেজে ইনভাইট করবেন

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

আমি মেহেদী। আজকে আবার আপনাদের সাথে শেয়ার করতে আসছি একটা ট্রিক্স যেটা অনেকেই জানে। আমার এই ট্রিক্সটা যারা যানে তাদের জন্য নয়। যারা নতুন একমাত্র তাদের জন্য।

ভিডিওতে যা যা আছে:

  • কি ভাবে সেটাপ করবেন।
  • কি কি প্রয়োজন হবে।
  • কত ফ্রেন্ড একসাথে এড করতে পারবেন।
  • কি ব্রাউজার এর দরকার পরবে।
  • সব কিছুই ভিডিও ডিস্ক্রিপশনে পাবেন।

কিছু কথাঃ সবাই সব কিছুই পারে কিন্তু তার পরেও অনেক কিছুই পাড়া জিনিষ আমরা ভুলে যাই। মাঝে মাঝে তাই চেস্টা করা দরকার আগের শেখা জিনিষ গুলো ঠিক ঠাক মনে আছে নাকি ভুলে গেছি। এই ভাবে মনে রাখার চেষ্টা করলে মন থেকে কিছুই হারাবে না ইনশাহ আল্লাহ্‌।

আপনি এই ট্রিক্স ব্যবহার করে অনেক কম সময়ে পেজের জন্য অনেক অনেক লাইক আনতে পারবনে। আজকে বিদায় নিচ্ছি।দেখা হবে পরবর্তিতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ্য থাকুন।

আমি মেহেদী হাসান মামুন।

যে কোনো প্রয়োজনে আমাকে পাবেনঃ

আমি গুগোল প্লাসে
আমি টুইটারে টুইট করুন
আমি ফেইসবুকে মেসেজ করুন
আমার ভিডিও ইউটিউবে পেতে সাবস্ক্রাইক করুন।

ধন্যবাদ সবাইকে। ভুল ত্রুটি ক্ষমাদৃষ্টিতে দেখেন আশা করি। খোদা হাফিজ।

Level 8

আমি এম এইচ মামুন। Manager, Tasa'ad Private Limited, Pabna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 122 টি টিউন ও 134 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 50 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

{জানিয়ে দাও} (,) {না হয় জেনে নাও}


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

digital tune…thanks.