আপনি কোন কোন ওয়েবসাইটে ভিজিট করেছেন তা কিন্তু ফেসবুক বা গুগল জেনে যাচ্ছে!

আপনারা কেমন আছেন? আমিও বাংলাদেশর সু-বিশাল টেকটিউস এর সাথে যুক্ত হয়ে নিজেকে গর্ব্িত মনে হচ্ছে৤ আশা করি আপনাদেরকে নিয়মিত টিউন উপহার দিতে পারব৤

আজ আমি আপনাদের সাথে একটি টিউন শেয়ার করতেছি আশাকরি ভালো লাগবে৤

আপনি বিক্রয়.কম বা অন্য কোন একটি ই –সপ থেকে একটা মোবাইল দেখে আসলেন, ফেসবুকে ঢুকে সেম প্রোডাক্টের অ্যাড দেখলেন। তাহলে আপনার মনে হতে পারে যে, আমি কোন সাইটি কি করেছি তা কি ফেসবুক বা গুগল জেনে যাচ্ছে?

ফেসবুক ডাটা টা পায় এডভারটাইজারের কাছ থেকে কারন এডভারটাইজার তার সাইটে ফেসবুকের ট্র্যাকিং সিস্টেম ইন্সটল করে রেখেছে যাকে বলে ফেবুক পিক্সেল৤

যদি আপনি অই ওয়েবসাইটে ভিজিট করেন, ট্র্যাকারটা আপনার ভিজিট করা ওয়েব পেজ বা প্রোডাক্টটা মনে রাখবে। সিস্টেমটা ফেসবুকের বা গুগলের৤ ফেসবুক সহজেই আপনাকে আইডেন্টিফাই করতে পারবে। কারন আপনি ফেসবুকে লগিন করে আছেন বা গুগলে।

এডভারটাইজার বিন্তু সেই প্রোডাক্ট এর বিজ্ঞাপন ফেসবুকে দিয়ে রেখেছে এবং রি-টারগেটিং ডাটা ফলো টিউমেন্ট করে দিয়েছে৤ ফেসবুক কিন্তু আপনাকে চিনে গেছে যে, আপনি অই প্রোডাক্টটার সম্পর্কে আগ্রহী এবং প্রোডাক্ট পেজেও গিয়েছিলেন৤ ফেসবুক আপনাকে অই প্রোডাক্টটার কথা মনে করিয়ে দিতে সেটার বিজ্ঞাপন আপনার সামনে হাজির করে।

গুগলও একই নিয়ম ফলো করে। তাহলে আপনি মনে মনে ভাবতে পারে যে, আমি কোথায় কোথায় ভিজিট করছি তা কি অন্য কেউ জেনে যাচ্ছে? বা আমার ডাটাকি চুরি হয়ে যাচ্ছে? আসলে আপনার ডাটা চুরি হচ্ছেনা তারা শুধু আপনারেক পলোকরছে এবং কোন জিনিসটার ব্যাপারে আপনি আগ্রহী তা যানার চেষ্টার করে যাতে আপনার কাছে আপনার পছন্দের পোডাক্ট টি বিক্রীকরতে পারে৤

আপনার যদি কোন ভয় লাগে তাহলে আপনি ব্রাউজ প্রাইভেট মোডে করতে পারেন। তারা কিন্তু আপনাকে নোটিস দিয়ে (কুকি পলিসি)।

লেখা আহব্বান আপনারা চাইলে এখানে ও টিউন লিখতে পারেন৤

Level 1

আমি আকাশ খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস