মেসেঞ্জারেই পাবেন সর্বশেষ টিউন নোটিফিকেশন

ফেসবুক মেসেঞ্জারেই পাবেন সর্বশেষ টিউন নোটিফিকেশন, সার্চেই পাবেন কাংখিত টিউন

এখন থেকে মেসেঞ্জারের মাধ্যমেই আপনি পেতে পারেন সর্বশেষ টিউন নোটিফিকেশন। আপনাকে টিউন টির থাম্বনেইল সহ একটি ডিস্ক্রিপশন দেওয়া হবে তাই চাইলেই আপনি সেখান থেকে যেতে পারেন পার্মালিংক এ এবং পেতে পারেন আপনার কাংখিত পেজ। আপনাকে কোনো কষ্ট করতে হবে না এক ক্লিকেই পৌছে যাবেন ঐ টিউন এ। তাছাড়া আপনি চাইলে যদি ঐ পেজ বট টিতে সার্চ করেই পেতে পারেন আপনার পছন্দের টিউন টি।

 

উপরের চিত্র টির মাধ্যমে দেখানো হলো যেভাবে এটি কাজ করে একবার স্টার্ট হলেই হবে। এই রকম টিউন থাম্বনেইল সহ টিউন আসবে। এখন যদি আপনি চান তাহলে "এখানে ক্লিক করুন" বাটনে ক্লিক করেই টিউন টি মেসেঞ্জারে অথবা ব্রাওজারে পরতে পারেন।

যেভাবে করবেন

এটি বিজ্ঞআইটির থেকে স্পন্সরকৃত। বিজ্ঞআইটি এর সুপার এডমিন AA Shakil(Me) দ্বারা নির্মিত। এখন আপনাকে যা করতে হবে তা হলো মেসেঞ্জার ইন্সটল থাকতে হবে না থাকলে ব্রাওজারে ব্যবহার করতে পারেন। এখন এই লিংকে যেতে হবে [Click]. গিয়ে যদি Get Started এ ক্লিক করেন থাহলেই Wizard স্টার্ট হয়ে যাবে এখন বিজ্ঞআইটি তে যে টিউন টি করা হোক না কেন তা আপনি মেসেঞ্জারে পেয়ে যাবেন। আপনি যদি কোনো টিউন সার্চ করতে চান তাহলে Talk To Human লিখে মেসেজ দিন এবং আপনার সমস্যা এবং কিওয়ার্ড লিখে মেসেজ সেন্ড করুন তাহলে কিছুক্ষনের মধ্যেই আপনাকে টিউন খোঁজে মেসেজ পাঠিয়ে দেওয়া হবে। আপনি চাইলে মেসেজ এ দেওয়া লিংক এ ক্লিক করে টিউন টি পরতে পারবেন।

চাইলে একটিভ ব্লগ টি থেকে ঘুরে আসতে পারেন। আশা করছি ভালো লাগবে।

Level 0

আমি আশরাফুল আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস