মহান বিজয় দিবসের শুভেচ্ছা! আমরা কেন বাংলাদেশী হিসেবে গর্বিত…. জানুন, অন্যকে জানান….

আমরা বাংলাদেশী হিসেবে পূর্বে অনেক অবহেলিত ছিলাম অন্যান্য দেশের কাছে, কিন্তু দিন বদলাইছে, বাংলাদেশী হিসেবে আমি গর্বিত, জানুন কি নিয়ে আমি গর্বিত এবং অন্যকে জানান...

হাজার বছরে পলি জমে জমে এই বাংলাদেশের জন্ম, তা প্রায় সাড়ে চার হাজার বছর পূর্বেকার কথা যখন উপমহাদেশে সর্বপ্রথম সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়, নাম তার "মৌর্য সাম্রাজ্য" ইংরেজীতে "Mauryan Dynasty"।

১. মহান সম্রাট অশোক:

মহান সম্রাট অশোক

মহান সম্রাট অশোক ছিলেন মৌর্য সাম্রাজ্যের একজন অন্যতম সম্রাট যিনি বৌদ্ধ ধর্ম গ্রহন করেন এবং গৌতম বুদ্ধের পর তাকে ২য় বৌদ্ধ ধর্ম প্রবর্তক হিসেব ধরা হয়। তার রাজ্য বর্তমান বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভূটান, আংশিক চীন, মায়ানমার, শ্রীলংকা জুড়ে বিস্তৃত ছিল। বর্তমান বৌদ্ধ ধর্মের বিস্তৃতি মূলত তারই অবদান। তিনি খ্রিস্টপূর্ব ২৬৯ থেকে খ্রিস্টপূর্ব ২৩২ সাল পর্যন্ত রাজত্ব করেন।

তার রাজধানী ছিল বর্তমান মহাস্থানগড়, বগুড়া । নিচে মহাস্থানগড়ের কিছু পুরাকীর্তি খননের চিত্র দেয়া হল:

খনন কাজ-১

চন্দ্রগুপ্ত মৌর্য এর শাসনামলের একটি মুদ্রায় তার ও তার স্ত্রী কুমারাদেবী  এর প্রতিকৃতি।

খনন কাজ-২ (আংশিক খনন সম্পন্ন)।

আমরা গর্বিত এই জন্য যে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, চীন সহ অন্যান্য দেশ গুলোকে আমরা শাসন করেছি এবং সভ্যতা শিখিয়েছি। আমরা জাতি হিসেবে সভ্য হয়েছি প্রায় ৬ হাজার বছর পূর্বে, যেখানে চীন ২৫০০ বছর, আরব ১৪৫০ বছর, মিশর ৭ হাজর বছর, গ্রীস-ইটালি ৫ হাজার বছর, ইংল্যান্ড ২০১২ বছর পূর্বে সভ্য হয়েছে। জাতি হিসেবে আমাদের সভ্য হওয়ার স্থান ২য়।

২. আমাদের মাতৃভাষা বিশ্বের ৪র্থ ভাষা

বাংলাদেশী হিসেবে আমরা গর্বিত কারণ আমাদের মাতৃভাষা বিশ্বের ৪র্থ ভাষা, যে ভাষায় কথা বলে প্রায় ৩০০ মিলিয়নেরও বেশি মানুষ।

১ম স্থান: ম্যান্ডারিন বা চীনা ভাষা

২য় স্থান: আরবি

৩য় স্থান: ইংরেজি

৪র্থ স্থান: বাংলা

অনেকে হিন্দি+উর্দু কে একসাথে ৪র্থ মনে করেন তাদের জ্ঞাতার্থে বলতে চাই হিন্দি ও উর্দু দুটি ভিন্ন ভাষা কারণ তাদের বর্ণমালা ভিন্ন, হিন্দি লেখা হয় গাছের সাংকেতিক চিহ্ন ব্যবহার করে যা সংস্কৃত ভাষা থেকে আগত আর উর্দু লেখা হয় আরবি অক্ষর দিয়ে। তাহলে দুটি ভিন্ন বর্ণমালা কখনও একটি ভাষা হতে পারে না। আর তাই বাংলা ভাষা বিশ্বের ৪র্থ বৃহত্তম ভাষা।

৩. বিশ্ব মাতৃভাষা দিবস

আমাদের বাংলা ভাষা দিবস, ২১শে ফেব্রুয়ারী (৮ই ফাল্গুন) বিশ্বের বেশিরভাগ দেশে পালিত হয়  যা এখন বিশ্ব মাতৃভাষা দিবস হিসেবে পরিচিত।

৪. বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত বাংলাদেশের

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত বাংলাদেশের "কক্সবাজার" প্রায় ১৫০ কি:মি: এর চাইতেও দীর্ঘ।

৫. বিশ্বের সর্ববৃহত ম্যানগ্রভ বন সুন্দরবন

বিশ্বের সর্ববৃহত ম্যানগ্রভ বন সুন্দরবন বাংলাদেশে অবস্থিত, যার প্রায় ৭০০০ বর্গ কি:মি: বাংলাদেশে এবং প্রায় ৩০০০ বর্গ কি:মি: পশ্চিম বঙ্গে অবস্থিত।

সুন্দরবনের ভিতর দিয়ে কাঠের রাস্তা।

৬. রয়েল বেঙ্গল টাইগার

বিশ্বের বৃহত্তম বিড়াল প্রজাতি রয়েল বেঙ্গল টাইগার এর আবাসস্থল বাংলাদেশ।

৭. চিংড়ি রপ্তানী

চিংড়ি রপতানীতে বাংলাদেশ দক্ষিণ এশিয়াতে অন্যতম দেশ। যা হোয়াইট গোল্ড নামে পরিচিত

৮. পাট ও চামড়াজাত পন্য এবং হস্ত শিল্প

বাংলাদেশের তৈরীকৃত পাট ও চামড়াজাত পন্য এবং হস্ত শিল্প পন্য বিশ্বের অন্যতম বিলাস পন্য যা প্রায় ৩৮ টির চাইতে বেশি দেশে রপতানি হয়।

৯.বাংলাদেশ ক্রিকেট দল

ফুটবলের পর ক্রিকেট বিশ্বের ২য় জনপ্রিয় খেলা। এই ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল এক শক্তিশালী উদিয়মান নক্ষত্র, ওয়ানডে ও টেস্ট ম্যাচে শীর্ষ স্থান অধিকারী ক্রিকেটার সাকিব আল হাসান বাংলাদেশী।

১০. জাহাজ তৈরী ও রপ্তানী

১০. বাংলাদেশ জাহাজ তৈরী ও রপ্তানীতে দক্ষিণ এশিয়াতে প্রথম। আমাদের তৈরিকৃত জাহাজ ইউরোপ ও আফ্রিকার বেশ কটি দেশে রপ্তানী হচ্ছে।

১১. ইউটিউব এর প্রতিষ্ঠাতা

ইউটিউব এর তিন প্রতিষ্ঠাতার মধ্যে প্রধান হচ্ছেন একজন বাংলাদেশী বংশোদ্ভুত:

জাওয়ায়েদ করিম : বিস্তারিত: http://en.wikipedia.org/wiki/Jawed_Karim

জাওয়ায়েদ করিম যখন বাংলাদেশে বেড়াতে আসে তখনকার একটি পারিবারিক ছবি।

তাদের পরবর্তী প্রকল্প : http://www.youniversityventures.com/

১২. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর

আমরাই প্রথম জাতি যারা ইউরোপীয় নই এবং সাহিত্যে নোবেল পুরষ্কার পেয়েছি। (গীতাঞ্জলী-কাব্যগ্রন্থ-রবীন্দ্রনাথ ঠাকুর)

http://en.wikipedia.org/wiki/Gitanjali

details:  http://en.wikipedia.org/wiki/Rabindranath_Tagore

১৩. ব্রিটিশ পার্লামেন্টে ও আমেরিকার কংগ্রেস

ব্রিটিশ পার্লামেন্টে ও আমেরিকার কংগ্রেসে দুই জন বাংলাদেশী নির্বাচিত কাউন্সিলর রয়েছেন যারা আমাদের গর্ব।

http://en.wikipedia.org/wiki/List_of_British_Bangladeshis

http://en.wikipedia.org/wiki/Hansen_Clarke

Hansen H. Clarke the first Bangladeshi Congressman.

১৪. নোবেল পুরষ্কার

ক্ষুদ্র ঋণ প্রকল্পে শান্তিতে নোবেল পুরষ্কার পেয়েছেন বাংলাদেশের ড: ইউনুস

১৫. খ্যাতনামা প্রতিষ্ঠানে কর্মরত বাংলাদেশী

কয়েকশত বাংলাদেশী চাকুরীজীবি যারা মাইক্রেসফট, গুগল, ইউটিউব, নাসা, এফবিআই, আরও অনেক খ্যাতনামা প্রতিষ্ঠানে কর্মরত।

http://fresnel-lens.blogspot.com/2009/01/bangladeshi-scientist-wins-nasa.html

http://en.wikipedia.org/wiki/Abdus_Suttar_Khan

১৬. নিট ওয়্যার

আমরা সারা বিশ্বে "নিট ওয়্যার" তৈরীতে প্রথম স্থান অধিকারী দেশ। আমাদের প্রস্তুতকৃত গার্মেন্টস পন্য বিশ্বের ১১২টি দেশে রপ্তানী হয় যা পার্শ্ববতী অনেক দেশের চাইতে বেশি উন্নতমানের ও উন্নত দেশগুলোতে সমাদৃত।

১৭. জন-শক্তি রপ্তানী ও বৈদেশিক মুদ্রা আয়

আমরা জন-শক্তি রপ্তানী ও বৈদেশিক মুদ্রা আয়ে বিশ্বে তৃতীয়।

http://news.priyo.com/business/2012/03/26/bangladesh-may-get-14b-remitta-48824.html

http://bangladesheconomy.wordpress.com/category/human-resources-skills-manpower-and-remittance/

১৮. বাংলাদেশী বিজ্ঞানী ড: জগদীশচন্দ্র বসু

গাছেদের প্রাণ আছে এটি সর্বপ্রথম গবেষণার মাধ্যমে প্রমাণ করেন বাংলাদেশী বিজ্ঞানী ড: জগদীশচন্দ্র বসু। তিনি সর্বপ্রথম বেতার বা রেডিও আবিষ্কার করেন কিন্তু দুর্ভাগ্যবসত আর্ন্তজাতিক মাধ্যমকে জানাতে দেরী করেন এবং সমসাময়িক রেডিও গবেষক মারকনি দেরীতে আবিষ্কার করেও তার আগে প্রফাইল জমা দিতে সক্ষম হন, যার কারনে বিশ্ববাসী তাকে বেতারের আবিষ্কারক হিসেবে চেনেন। মুলত তিনি একজন ইউরোপীয় আর তাই সবাই তাকে সাপোর্ট করেন কিন্তু পাঠক সমাজ হয়ত জানেন নিউটন দেরীতে জমা দিয়েও আজ ক্যালকুলাসের জনক, জার্মানীর লিবনিজ আগে জমা দিয়েছিলেন ঠিকই কিন্তু তৎকালীণ সময়ে ইংরেজ আধিপত্য ছিল তাই নিউটন জয়ী হন। সে আরেক বিশাল গল্প অন্য কোনদিন বিশদ লিখব।

Details: http://en.wikipedia.org/wiki/Jagadish_Chandra_Bose

১৯. বাংলাদেশী সেনাদল

আমাদের গর্বিত সেনাদল সারা বিশ্বে অভিজ্ঞতা, সাহস ও বীরত্বের জন্য তৃতীয়। কারণ তারা সিয়েরা-লিওন, উগান্ডা, সোমালিয়া, নাইজেরিয়া, কুয়েত, কাতার, কঙ্গো, আইভরিকোস্ট, কানাডা ইত্যাদি দেশে বীরত্বের সাথে শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়।

http://en.wikipedia.org/wiki/Ranks_of_the_Bangladesh_Army

http://en.wikipedia.org/wiki/Bangladesh_Army

http://en.wikipedia.org/wiki/Bangladesh_Armed_Forces

২০. আউট-সোর্সিং

বাংলাদেশ আউট-সোর্সিং এ বিশ্বে প্রথম ১০ টি দেশের মধ্যে একটি।

২১. বাংলাদেশের বিমান বাহিনী

বাংলাদেশের বিমান বাহিনীর বিশ্ব রেকর্ড: "ডগ ফাইট" মানে বিমান থেকে বিমানে; আকাশে যুদ্ধে মাত্র দুই মিনিটে ৩টি যুদ্ধ বিমান ভূপাতিত করতে সক্ষম হয়, যে রেকর্ড আজও কেউ ভাংতে পারেনি।

২২. হ্যামলেটস এর মেয়র বাংলাদেশী লুৎফর রহমান

ইংল্যান্ডের টাওয়ার হ্যামলেটস এর মেয়র বাংলাদেশী লুৎফর রহমান ইংল্যান্ডের ৬৮মত ধনী এবং প্রভাবশালী।

http://en.wikipedia.org/wiki/Lutfur_Rahman

http://www.towerhamlets.gov.uk/lgsl/1001-1050/1002_mayor.aspx

লুৎফর রহমান

২৩. নরওয়ের প্রথম বাংলাদেশী এম, পি

নরওয়ের প্রথম বাংলাদেশী এম, পি সায়রা খান:

http://en.wikipedia.org/wiki/Saera_Khan

২৪.পরমানু বিজ্ঞানী ড: এম, এ, ওয়াজেদ

ইন্ডিয়া ও পাকিস্তানের আজকের এই আধুনিক পরমানু শক্তি কমিশনের জন্ম পরমানু বিজ্ঞানী ড: এম, এ, ওয়াজেদ মিয়ার হাত ধরে, যিনি উভয় দেশেই পরমানু শক্তি কমিশনে পরমানু গবেষক হিসেবে কর্মরত ছিলেন:

http://en.wikipedia.org/wiki/M._A._Wazed_Miah

বিশেষ আর কি লিখব, আরও অনেক কিছুই আছে যা নিয়ে আমরা গর্ব করতে পারি। আপনাদের ভাল লাগলে আওয়াজ দিয়েন, চেষ্টা করব আরো ভাল কিছু টিউন করার। অশেষ ধৈর্য নিয়ে পড়ার জন্য সকল পাঠকগণকে আন্তরিক শুভেচ্ছা।

বি: দ্র: টিউনটা করতে অনেক্ষন সময় লেগেছে, বেশ মানসিক পরিশ্রমও হয়েছে, তাই দয়া করে এমন কোন টিউমেন্ট করবেন না যাতে নিজেকে অপদার্থ মনে হয়।

Level New

আমি সাকি বিল্লাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 90 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আপনাকে ধন্যবাদ দিয়ে আর ছোট করলাম না।

এমন একটি টিউন এ প্রথম Comments করতে পেরে আমি গর্বিত।

    @hmmm:

    আপনাকে আমার এবং টিটি’র পক্ষ থেকে স্বাগতম, সর্ব প্রথম কমেন্টস করার জন্য ।

Level 0

ohhh, বলতে ভুলে গেছিলাম – আসুন আমরা সবাই এই টিউন টিকে নির্বাচিত টিউন করার জন্য ভোট দেই।

Level 0

onek valo laglo kotha guli jante pere, apnake thanks eto sundor ekti tune korar jonne. 🙂 emon r o informative tune er opekkhay roilam.

    @Rashed.Dcc:

    আপনাকে অভিনন্দন ! ইনশা আল্লাহ্, আমি চেষ্টা করব ভালো টিউন উপহার দেয়ার জন্য ।

Level 0

keu ki amake bolben kivabe comment post e tuner vai/commenter ke tag kore kivabe comment post kra jay?

Level 0

চমৎকার একটি টিউন…..আসলেই আমরা গর্ব করতে পারি…আমাদের অনেক আছে
কিন্তু সমসাময়িক নেতা ও রাজনীতি আমাদের অনেক হতাশ করেছে
অনেক ধন্যবাদ

খুব ভালো লাগলো
আপনার পোষ্টটি

Level 0

বুঝতে পারছি অনেক পরিশ্রম করেছেন।টিউনের জন্য অনেক ধন্যবাদ।
এবং আপনার পরিশ্রম সার্থক হোক……

    @marahim:

    উৎসাহ দেয়ার জন্য অশেষ ধন্যবাদ আর আপনাদের এত এত কমেন্টস পেয়ে আমার মনে হচ্ছে আমার পরিশ্রম সার্থক হয়েছে । 😀

Level 0

গর্ব কারার মাত বিষয় আমাদের অভাব নেই কিন্তু আমাদের নোংরা রাজনীতি আমদের পিছনে নিয়ে যাচ্ছে….

    @Mahamud:
    রাজনীতিবিদরা-ইতো বিদেশে আমাদের মান সম্মান নষ্ট করছেন । দেশকে অচল, অভাবগ্রস্ত, সন্ত্রাসী, জঙ্গী, দুর্নীতিগ্রস্থ হিসেবে পরিচয় করিয়ে দিতে দ্বিধাবোধ করছে না । ভিক্ষার জন্য দেশ দেশ ঘুরছেন আমাদের মন্ত্রী আর সচিবরা । ওদের কথা বলা মানে অযথা সময় নষ্ট । যাক আপনাকে শুভেচছা, কমেন্টস করার জন্য । 🙂

অনেক যত্ন করে করা টিউটির জন্য অনেক অনেক ধন্যবাদ সাকি বিল্লাহ ভাই।

great tune……..go ahead..

Level 2

খুব ভাল একটা টিউন

Level 0

খুব সুন্দর টিউন, – আসুন আমরা সবাই এই টিউন টিকে নির্বাচিত টিউন করার জন্য ভোট দেই।

    @saky:

    আমাদের দেশকে সামনে এগিয়ে নিতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে । ধন্যবাদ ।

চমৎকার টিউন

বাংলা আমার মুখের ভাষা
বাংলা আমার প্রান
বাংলা আমার হ্মেতের ফসল
একটি পাকা ধান।

বাংলা আমার মায়ের আঁচল
বাংলা আমার গান
বাংলা আমার ময়না টিয়া
পাখির কলতান।

বাংলা আমার স্বাধীনতা
বাংলা প্রানের সুর
বাংলা আমার রাখালিয়া
উদাসী আচিঁনপূর।

বাংলা আমার শাপলা-শালুক
বাংলা কদম ফুল
বাংলা আমার পদ্মা-মেঘনা
নদীর দুটি কুল।

বাংলা আমার রবি ঠাকুর
বাংলা দুখু মিয়া
বাংলা আমার জীবনানন্দ
বাংলা আমার প্রীয়া।

বাংলা আমার ভাটিয়ালী
বাংলা জারি-সারি
বাংলা আমার কৃষ্ণচুড়া
বাংলা গরুর গাড়ী।

বাংলা আমার রাধা রমন
বাংলা ফকির লালন
বাংলা আমার হাছন রাজা
মানব ধর্ম পালন।

বাংলা আমার সবুজ-শ্যামল
বাংলা সোনার ধান
বাংলা আমার সকল ধর্ম
শান্তি সুখের গান।

    @মঈনউদ্দিন:

    বাহ্ চমৎকার একটি কবিতা । কার লেখা এটি । অসাধারণ ।

    @মঈনউদ্দিন: @মঈনউদ্দিন: এমনিতেই এমন একটা পোস্ট পড়ার পর মনটা গর্বে গদ গদ করছে, তার ওপর যদি এত সুন্দর এক টা কবিতা উপহার পাই একে কি বলব আর, যেন সোনায় সোহাগা, আরবীতে যাকে বলে “নূরুন আলা নূর” ।

Level 0

খুব ভাল হয়েছে………………..

সুন্দর টিউন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

খুব ভাল হয়েছে……….. অনেক ধন্যবাদ আপনাকে।

ব্যাপক গবেষণা করেছেন মনে হয়, আমরা পাবলিকদের না হয় এই দেখাইয়া দেশ প্রেম বাড়াইয়া দিলেন কিন্তু আমাদের রাজু নিতি সাবদের কি ভাবে বাড়াবেন ?
যেই সব রাজনীরতিবিদদের তাদের কাজের জন্য আমরা ঘৃণা করি ।

    @Mohammad Kabir Hossain:

    তাদের গোয়াল ঘরে এক মাস বন্দি কইরা রাখতে হইব আর কাটা চামুচ দিয়া ইয়ে মানে কাইডাং খাওয়াইতে হবে তিন বেলা তাহলে যদি কোন দেশপ্রেম জাগ্রত হয় (তবে সন্দেহ আছে কোন কাজ হবে কিনা কারণ কুত্তার লেজ কখনও সোজা হইতে দেখছেন? আমি দেখি নাই তবে শুনছি মরার পরে নাকি লেজ ও শরীর উভয়ই সোজা হইয়া যায়) । 😛

Level 0

apnak onek onek thanks. amdr deser khonij sompod nie 1 tune korle valo hoto……

    @designman:

    এ ধরনের একটা টিউন করার ইচ্ছা আছে । আপনাকে ধন্যবাদ মনে করিয়ে দেয়ার জন্য ।

আপনাকে ধন্যবাদ দিয়ে আর ছোট করলাম না।

এমন একটি টিউন এ প্রথম Comments করতে পেরে আমি গর্বিত।

এক কথায় অসাধারণ

সেইরকম ভালো লাগলো

ধন্যবাদ আপনার সুন্দর লেখার জন্য।
গর্বিত আমি বাঙালী, আমি বাংলায় কথা বলি…..

অন্য কোন লেখা হলে হয়তোবা ইরেজিতে মন্তব্য করতাম।
আশা করি এরকম আরও সুন্দর সুন্দর লেখা পা্ওয়ার অপেক্ষায় রইলাম………………………..

প্রিয়তে রাখলাম আর ফেবুতে ভাগাভাগি করলাম……….

    @Himaloy Roy:

    অশেষ ধন্যবাদ অন্যদের সাথে ভাগাভাগি করার জন্য । খুব শীঘ্রই পরবর্তী টিউন আসবে, জাস্ট ওয়েট । 🙂

Level 0

osadharon!!onk valo laglo jene

Level 0

ভালো লাগলো ।অশেষ ধন্যবাদ এমন একটি টিউন করার জন্য । 😀

Level 0

বুকটা ফুইলা গেলো !! কিন্তু দিনে ২০ ঘন্তা কারেন্ট না থাকলে গর্ব ঘামের সাথে বেয়ে বেয়ে পরে !!

    @iTpoka:

    কথা সত্য ! কিন্তু কি করবেন বলেন, ইন্ডিয়া থেকে বিদ্যুৎ আনা হচ্ছে, ওয়াইমেক্স এর মাধ্যমে আনা হচ্ছে(১০জি-সর্বশেষ প্রযুক্তি-যদিও ইন্ডিয়াতে কোন কোন প্রদেশে ২ থেকে ৩ দিন বিদ্যুৎ থাকে না) । তাই বুঝতেই পারছেন । 🙂

Level 0

Thanks

নির্বাচিত করা হোক।
এরকম টিউন খুব কম দেখেছি। অসাধারন বললেও কম বলা হবে।

Level 0

awesome tune

“আমরাই প্রথম জাতি যারা সাহিত্যে নোবেল পুরষ্কার পেয়েছি । “-
etar mane ki?

আসলে আমরা অনেক কিছু নিয়ে গর্ব করতে পারি । আপনার কাজথেকে এই রকম পোষ্ট আরো চাই ।

Kub valo laglo, Gorbo korte pare to….. Dhonnobad…………….

Level 0

আমরা আমাদের দেশ ইতিহাস নিয়ে অনেক গর্ব করতে পারি। মিরজাফরদের জন্যই আমাদের আজ এ অবস্থা শুধু চাই টাকা আর টাকা দেশ দেশের মানুষ কোথায় যায় সেটা উপরের কেউ দেখতে চায়না। সরি টু ছে।

    @mahmud.tsc:

    ভাল বলেছেন । কিন্তু সাবধান ! অনলাইনেও অনেক মীরজাফর, মীর কাশেম কিংবা ঘসেটি বেগম এর নাতি পুতি থাকতে পারে !! 🙂

Level 0

Thanks vhaiya great job.

আমি গর্বিত যে, আমি বাঙালি। আর একটি কথা বলি যেটি হয়তো বা আপনি বলেরন নি, ভারোতের চলচিত্রের প্রধান এবং সুপারহিট নায় মিঠুন চক্রবর্তী আমার বাংলাদেশের সন্তান এবং অনুপম রয় ও কিন্তু বাংলাদেশে জন্ম গ্রহণ করেছে ।

থন্যবাদ আপনাকে …………………..সামনে এগিয়ে যান.

    @মো: জাকির হোসেন:
    আসলে বাংলাদেশে অনেক কৃতি সন্তানরা জন্ম গ্রহন করেছেন, যেমন, মুষ্টিযোদ্ধা মো: আলী ক্লে, মালয়েশিয়ার মাহাথির মো: এর দাদা, মিঠুন চক্রবর্তী, রুসনারা আলী, আনোয়ার চৌধুরী ছাড়াও আরও অনেকে কিন্তু দু:খের বিষয় হচ্ছে এদের মধ্যে মিঠুন ও অনুপম বাংলাদেশী পরিচয় দিতে দ্বিধা বোধ করেন । মিঠুন বাংলাদেশী এক প্রখ্যাত মিডিয়া ব্যক্তির কাছে অভিনয় করার জন্য অনুরোধ করেছিলেন কিন্তু তিনি মিঠুনকে অপমান করে বের করে দেন এরপর মিঠুন কোলকাতায় চলে যান এবং এক সময় কোলকাতায় জনপ্রিয়তা ছাপিয়ে বলিউডের শ্রেষ্ঠ নায়কে পরিনত হন, তার এক সাক্ষাতকারে সে বাংলাদেশের সেই কষ্টের কথা বলে অশ্রু বিসর্জন করেন । এই কদিন আগেও তিনি জি বাংলায় বলেন তিনি বাঙ্গালী আবার হিন্দি এক চ্যানেলে বলেন তিনি ইন্ডিয়ান: ?!? । মিঠুন আর অনুপম জানেন বাংলাদেশে ওনাদের ভক্ত আছে (আমি নিজেও তাদের ফ্যান) তাই আমাদের খুশি করতে অনেক কিছুই বলে থাকতে পারেন কিন্তু বাস্তব কথা হচ্ছে ভারতে মানুষ অনেক বেশি দেশ প্রেমিক আর স্বার্থপর । নিজেদের স্বার্থের জন্য এরা অনেক কিছুই পারে যা আপনি বা আমি পারব না । 🙂

      @সাকি বিল্লাহ্: সুন্দর টিউন। তবে আপনার (কিন্তু বাস্তব কথা হচ্ছে ভারতে মানুষ অনেক বেশি দেশ প্রেমিক আর স্বার্থপর । নিজেদের স্বার্থের জন্য এরা অনেক কিছুই পারে যা আপনি বা আমি পারব না ।) এই কথাটির সাথে একমত।

Awesome Post.
I Love My Country ^_^

I feels proud for my country and her golden son’s. I am proud to be a bangladeshi.

Level 0

one of the best tune in TT.
Simply Fataya idiyechen!

Level 0

FB te Share korlam!

Level 0

আমার সোনার বাংলা আমি তোমায় ভাল বাসি

Level 0

যখন চারিদিকে শুধু নেই নেই, হাহাকার, সমস্যা, তখন এরকম টিউন পরে খুব ভাল লাগল,সব কিছু নতুন মনে হচ্ছে,আমার চিৎকার করে বলতে ইচ্ছা হচ্ছে,আমার সোনার বাংলা,আমি তোমায় ভালবাসি। টিউনারকে অনেক অনেক ধন্নবাদ,এত সুন্দর টিউনের জন্য। ভাল থাকবেন।

Level 0

nice post

@habib421, @Saikat, @masud_2887:

অশেষ অভিনন্দন আপনাদের মতামত দেয়ার জন্য । 😀

Level 2

অনেক অনেক ধন্যবাদ এতোগুলো তথ্য জানানোর জন্য । প্রিয়তে নিলাম ।

Level 0

একদিন আমরা প্রমান করে দেব আমরাই বিশ্বের শ্রেষ্ঠ জাতি এবং আমরাই সারা বিশ্ব শাসন করব।

আমাদের দুর্ভাগ্য যে আমাদের এত ক্রিতিত্ব থাকা সত্বেও আমাদের দেশের এ দুরাবস্থা। টিউনটি আসলেই অনেক সুন্দর হয়েছে। এডমিন ভাইকে আমার অনুরোধ টিউনটি নির্বাচিত ঘোষনা করা।

আমাদের দেশকে সামনে এগিয়ে নিতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে । ধন্যবাদ ।

অনেক দিন পর মন ভাল করার মতো একটি টিউন পেলাম। 🙂

অনেক অনেক ধন্যবাদ এমন একটি টিউন করার জন্য। আমি বাংলাদেশী এবং গর্বিত।

খুব সুন্দর টিউন – আমরা সবাই এই টিউন টিকে নির্বাচিত টিউন করার জন্য ভোট দেই।

Bhaia, sudor kore collection korar jonno thanks…..

Level 0

thanks, eto sundor ekta tune korar jonnno. Apnar aager tune ta copy kre rekhecilam janar jonno. Ebar o rakhlam, updated. Asha kori emon aro tune upohar diben.

অসাধারণ একটা টিউন , আপনার টিউন নির্বাচিত হোক , আমি বাংলাদেশী এবং গর্বিত 😛

    @মোহাম্মদ মনিরুজ্জামান আবির:

    কিন্তু নির্বাচিত তো হচ্ছে না 🙁 । যে টিউনটা এখন নির্বাচিত দেখাচ্ছে প্রথম পেজে তা আমাদের এই টিউনটার চাইতে অনেক কম ভোট কিন্তু তাও এডমিন নির্বাচিত করছেন না কেন বুঝতে পারছি না ?!?

নির্বাচিত হওয়ার যোগ্য………….

Beyond any doubt, it should be elected.

Level 0

চোখে পানি চলে আসলো, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাকি বিল্লাহ.
দোআ করি আপনি সুস্থ থাকুন এবং অনেক সুন্দর সুন্দর টিউন উপহার দিবেন আমাদের জন্য.

    @Pakna Pola:

    অশেষ ধন্যবাদ আর আপনিও সুস্থ থাকবেন সব সময় এই কামনা করি । ঈদের আগে চেষ্টা করছি একটা ফাটাফাটি টিউন করার জন্য । দোয়া করবেন ।

আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আপনি তারও উর্ধ্বের একটি অনুভুতি জাগিয়েছেন। শুধু বলব আপনি আমাদের ভেঙ্গে পড়া মানুষিকতাকে জায়িগে তুলেছেন। আমরা সত্যিই সবচেয়ে বড় গর্বিত জাতি। পারিপার্শিক কারনে ভুলে যাই মাঝে মাঝে। তবে খুব দ্রুতই এর পরিবর্তন হবে। আপনার মত আমরাও আরো যারা জানি তারাও লিখুন বাঙ্গালী জাতির গর্বের কথা। সাংবাদিক বা রাজনীতি বিদদের মত হীনমন্যতার, হতাশার কথা নয়।

    @যাযাবর:

    আপনি আমাদের সবার মনের কথা বলেছেন । তবে দেশ এখন অনেক পরিবর্তন হয়েছে, সামনে আরো উন্নতি হবে, এ উন্নয়ন অন্য কোন দেশ বা শত্রু (ভাদা, ভাকু, পাদা, পাকু) ঠেকিয়ে রাখতে পারবে না ।

    বি:দ্র: ভাদা=ভা*তীয় দালাল,
    ভাকু=ভা*তীয় কুত্তা,
    পাদা=পাকি*নী দালাল,
    পাকু=পাকি*নী কুত্তা ।

খুব সুন্দর লিখেছেন।

আমরা লেখা পেতে আগ্রহী http://www.satkaniablog.com/

    @সাতকানিয়া ব্লগ:

    আপনাদের সাইট টি আমি প্রিয়তে রেখেছি আশা করছি সামনে আপনাদের সাইটেও লেখা দেব । লেখা আমার নেশা, আমি নিয়মিত লিখি এবং আমাজন পাবলিশার্সে আমার কবিতার বই বের হয়েছে এ বছর জুলাই এ। আশা করছি সামনে আরো বই বের হবে দেশে বা বিদেশে, শুথু দোয়া করবেন যাতে লেখাটা কখনও পেশাতে নিতে না হয়, সব সময় যাতে নেশা-ই থাকে ।

Level 0

কোন ভাষাই আপনার এই লেখার মূল্যায়ন করার জন্য যাথেষ্ট নয়, আপনি অসম্ভব সুন্দর করেছেন। আপনার এই সুন্দর লেখার জন্য ধন্যবাদ। এই সংস্কৃতির আকালের যুগে, পেটনীতি আর বস্তাপচা রাজনীতি আর পেপার খুললেই সব নেগেটিভ নিউজে ভর্তি। আর মানুষ দেশ নিয়ে ভাবে খুব কম। এই অবস্থায় আপনার এই পোষ্ট আমাকে সীমাহীন আনন্দ দিয়েছে। এখন আমাদের উচিত এই অফুরন্ত সম্ভাবনার বাংলাদেশকে কাজে লাগানো, আমাদের প্রতিটি এ্যাসেটকে ব্যবহার করে আরো এ্যাসেট তৈরী করা। এবং ভাদা, পাদারা, আদারা যাতে এই এ্যসেটকে দখল করতে না পারে সেদিকে লক্ষ্য রাখা। আবারো অসংখ্য ধন্যবাদ, আপনার এই পোষ্ট আমাকে অনুপ্রাণিত করেছে।

    @shapnobaz:

    আপনার সুন্দর মতামত আমাকে অনুপ্রাণিত করেছে তাই আপনাকেও অশেষ ধন্যবাদ ।

রবীন্দ্রনাথ ঠাকুর আদৌ বাংলাদেশী নন, ভারতীয়………..

    @Farhad_Alam:

    হ্যাঁ আপনি ঠিকই বলেছেন তিনি ভারতীয় এবং ওনার সব লেখাগুলো হিন্দিতে ছিল । হা….হা….। খুবই হাস্যকর ব্যাপার 🙂 । ভাল করে আবার প্রতিবেদনটি পড়ুন উপরে রবী ঠাকুরের ব্যাপারে ঠিক কি লেখা আছে । লেখা আছে আমরা “জাতি হিসেবে” তার মানে বাঙ্গালী জাতি আর উনি কবিতা বা গল্প লিখতেন বাংলায় । যদি আপনি ‘ভারতীয়’ বলেন তাও ভুল কারণ বাংলাদেশ মুঘলদের শাসনামলেও বেশির ভাগ সময় স্বাধীন ছিল । যদি ইংরেজদের সময়ের কথা বলেন তাহলে আমি মৌর্য সাম্রাজ্যের সময়ের কথা বলব যখন উপমহাদেশ শাসন করতাম আমরা, এই বাংলাদেশ থেকে । আমরাই প্রথম ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করি, মাস্টার দা সূর্যসেন, তীতুমীর, ফকির ভবানী, দুদু মিয়া এরা হচ্ছেন আমাদের পথিকৃত প্রথম আন্দেলন কারী যারা নিজেদের প্রান দিতে দ্বিধা বোথ করেন নি এবং বাংলাদেশী । যদি ইতিহাসে নাম্বার কম পেয়ে থাকেন তাহলে আবার ক্লাস ওয়ানে ভর্তি হন । আপনি যে একজন ভাদা তা আমি বুঝতে পারছি । ভাই ভালো না লাগলে অহেতুক আমার পোষ্ট পড়ার দরকার নেই, আপনি অহেতুক সময় নষ্ট করছেন । ইন্ডিয়াতে চলে যান, ওখানে অনেক দাদারা আছেন যারা আপনে বরণ করে নিবে নতুন ভাকু হিসেবে । 🙂

      Level 0

      @https://www.techtunes.io/tuner/farhad_alam: আমার মনে হয় আমাদের চিন্তার ক্ষেত্রে আরেকটু পজিটিভ হওয়া দরকার, প্রতিটি জায়গায় প্রতিটি স্তরে যত ভাল জিনিস আছে আমরা তা ছাকনি দিয়ে তুলে নিজের করে নেব। আর রবীন্দনাথ ভারতের সম্পদ নয়, কিংবা কোন নির্দিষ্ট দেশের। প্রথমে আমি একজন মুসলিম তারপর আমি একজন মানুষ অত:পর আমি বাংলাদেশী। পৃথিবীর যে প্রান্তেই মানুষ মানুষের জন্য কথা বলবে আমি তার ভাই, আমার বিবেক তাই বলে। আর যেহেতু একজন মুসলিম, আমি ইসলাম থেকে সেই শিক্ষাই পেয়েছি যে, বিবেককে কাজে লাগাতে হবে। পবিত্র কোরআনে নামাজের কথা বলা হয়েছে 82 বার আর বিবেক কাজে লাগানোর কথা বলা হয়েছে 83 বার। ধন্যবাদ সবাইকে।

পুরাই লুল
পুরাই কপি পোস্ট, টিউনার ভাই এর কাছে আমার প্রশ্ন কপি পোস্ট করলেই কি টিউন হয়?
এই টিউন টি “আকাশ মাহমুদ০০৭” ভাই এর গত ১৪ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:৫২ তে সামু তে প্রকাশিত হয়েছিল।
দেখতে চাইলে এইখানে ক্লিক করুন । টিউনার ভাই কপি পোস্ট ছারেন বুজছেন, কপি পোস্ট করলেই টিউনার হউয়া যায় না ।

ওহ ! এটা কি দেখলাম আপনার প্রথম টিউন ই কপি পোস্ট !!!

    @রিফাত:

    রিফাত ভাই ভালো করে টিউনটা পড়েন ! তারপর নিজেই বুঝতে পারবেন কে কপি পেষ্ট মারছে আমি নাকি মাহমুদ০০৭ । এটা প্রকাশিত হয়েছে ১২ অক্টোবর, এরপর ১৫ অক্টোবার কিছু আপডেট করা হয়েছে আর প্রথম কমেন্টস সহ মোট ৬৪ টি কমেন্টস রয়েছে যা কিনা ১৩ অক্টোবরের । আকাশ মাহমুদ০০৭ যদি আমার টিউন কপি করে থাকেন তাহলে তাকে আমার পক্ষ থেকে আন্তিরক অভিনন্দন আর আমি মনে প্রানে গর্বিত যে আমার টিউনটা তার ভালো লেগেছে । আমার অনেক লেখাই আছে যে গুলো কপি রাইটেট কিন্তু এটা কপি রাইটেট না তাই যে কেউ চাইলে অন্য ব্লগে শেয়ার করতে পারেন কারণ এটা সবাইকে জানানোর জন্যই আমি এখানে দিয়েছে । আকাশ মাহমুদ কে আবারও অভিনন্দন আমার পোষ্ট টি সামুতে শেয়ার করার জন্য ।

    Level 0

    @রিফাত: যদি বিষয়টা কপি পেষ্ট হতো, তাহলেও লেখককে ধন্যবাদ এর চেয়ে বড় কিছু দেয়া যদি সম্ভব হতো তাই দেয়া উচিত। কারণ, মানুষ এখন নিজেকে নিয়ে এত ব্যস্ত যে দেশকে নিয়ে ভাবেইনা। অথচ একটু বিবেক খাটালে এটা স্পষ্ট হয়ে যায় যে, আমি যতই নিজেকে নিয়ে চিন্তা করি। দেশ না থাকলে আমিও থাকবো না, “আমরা যদি এই দেশ থেকে একটু একটু করে নিতে শুরু করি, তাহলে এই দেশ একদিন শেষ হয়ে যেতে পারে। আর যদি আমরা সবাই দেশের জন্য কাজ করি, তবে এই দেশ মানুষকে অনেক কিছু দেয়ার মত করে তৈরী হতে পারবে (তখন আপনিও নিতে পারবেন)”

Level 0

এডমিনকে বলছি, এই টিউনটা নির্বাচিত হওয়ার যোগ্য। এটাকে নির্বাচিত করা হোক।

Level 2

@সাকি বিল্লাহ্: পোষ্টটি প্রিয়তে নিলাম এবং সময় পেলেই আবার পড়ব।শত মন খারাপের মাঝেও মন ভালো হয়ে যাবার মত পোস্ট 🙂

Level 2

onek traffic jam er maje office a ese mon khitkhite hoe thake. Ei post ta porar por mon fur-fure hoe gelo. Toi eto valo likhte paros jana silo na. mone hosse onek kostu hoise pura tune ta gusie tune korte. Onek onek…………………………………………..Donnobad. :):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):)

    @farhadjoy:

    আমি ধন্য যে তুই বাংলাতে মতামত দিয়েছিস্ । ঈদের আগে আরেকটা ফাটাফাটি টিউন করার ইচ্ছা আছে, দোয়া করিস । প্রিয়তে নেয়ার জন্য অভিনন্দন । 🙂

Level 0

ভাই আপনি জানা তথ্যগুলোই অনেক সুন্দরভাবে গুছিয়ে তুলে ধরেছেন।সংগ্রহে রাখার মত একটি টিউন।আপনাকে টিটিতে স্বাগতম।অনেক শুভকামনা রইল আপনার জন্য।ধন্যবাদ

    @Miraj Khan:

    আসলে এই জানা তথ্য গুলো যারা জানে না, যেমন ইন্ডিয়া, পাকিস্তান, আমেরিকা, ইউ.কে. এবং নতুন প্রজন্ম তাদের জন্য । আমার মনে আছে একজন ইংলিশ ভদ্রলোক একবার আমার সাথে ঝগড়া করেছিলেন ব্রিটিশ কাউন্সিলের ফুলার রোডের শাখায় আমি তখন IELTS দিতে গিয়েছিলাম, ২০০৪ এ । ওনার ধারনা আমরা বাংলাদেশী বা সাউথ এশিয়ানরা ওনাদের দেশে ভিক্ষা করতে যাই, আমি তখন তাকে আমাদের অতীত ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দিয়েছিলাম যখন ইংরেজরা আমাদের দেশে ভিক্ষা করতে আসতো, এখনও যে মুকট (টিয়েরা) রানী এলিজাবেথ পড়ে আছেন তা এই উপমহাদেশের মুঘল মুসলমান বাদশাহদের তাই বুঝতেই পারছেন কেন জানা কথা গুলো সবাইকে আবার মনে করিয়ে দিলাম । আপনাকেও শুভকামনা ও আন্তরিক অভিনন্দন । (মা যতই পুরাতন হয়, যতই থাকুক জানা তবু মা এর কোনো বিকল্প নেই..। 🙂

Level 0

ধন্যবাদ

Level 0

আমার স্যার আমাকে বলেছিলো , “বাঁধন , এই দেশ যদি জাপান বা কোরিয়ার থাকতো তাহলে দেশের রাস্তাগুলো সব স্বর্ণ দিয়া বাঁধাই কইরা রাখতো। তুমি বলো কি নাই এই দেশে ? যে দেশে মাটি খুঁড়লে পানির বদলে গ্যাস বের হয়। ” আমিও বলি জী স্যার, দেশ যারা চালায় তারা তো বুঝে না।

আমি কখনোও কোন টেকটিউনে কমেন্ট করি নি। কিন্তু আপনার টিউনে কমেন্ট না করে থাকতে পারলাম না। অসাধারন লিখেছেন সাথে আরও চমৎকার ছবি সংযোজন। এক কথায় অসাধরন।

Hasan Ali, badhon, abuhanifraju,

মনটা ভীষণ খারাপ ছিল কিন্তু আপনাদের কমেন্টস পড়ে সত্যিই ভালো হয়ে গেল । 🙂
কিন্তু দু:খজনক হল বিদেশীরা বাংলাদেশকে জঙ্গী দেশ হিসেবে আমাদের সারা বিশ্বে পরিচয় করানোর ব্যর্থ চেষ্টা চালাচ্ছে ।

এই দেশে কি নাই???????????????????

Level 2

গরবো করার মতো কিছু লিখলেন। এবার ঘ্রিনা করার মতো কিছু বিষয় নিয়ে লিখবেন । মাঝে মধ্যে মনে হয় কেন এদেশে জন্মগ্রহন করলাম। এদেশের মানুষের জীবনের কোন নিরাপত্তা আছে….. ? সীমান্তে ফেলানি হত্যার পরও প্রতি নিয়ত BSF মানুষ হত্যা করছে এবং সরকার তা দেখেও না দেখার ভ্যান করছে, কোন কাযকরী পদক্ষেপ নিতে পারছেনা ।সাগর রুনী হত্যা কান্ড + ইলিয়াস আলি নিখেজ +হলমাক + ডেসটিনি + যে দলই ক্ষমতায় আসুকনা কেন তারা চাদাবাজী,বিরোধী দলিয় নেতা কমী ও সাধারণ মানুষ এর প্রতি তাদের অত্যাচার নিযাতন শুরু করে প্রতিশোধ এর নেশায় মেতে উঠে ইত্যাদি……. ইত্যাদি এগুলো দেশের কতটুকু সুনাম অজন করতে পেরেছে। যেখানে দূনীতিতে বাংলাদেশ এর অবস্থান টপ টেন এর মধ্যে । এর পরও কি বাংলাদেশকে নিয়ে গব‍ করবো। তবে এদেশের মানুষকে এবং তাদের কাজ করমো কে ঘৃীনা করি দেশকে নয়। আর এ মানুষগুলোই দেশের ভাবমুরতি বহিরবিশে নষ্ট করছে। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে দেশের প্রতি আমার ভালবাসা আছে …থাকবে…..যতদিন বেচে থকব।

ধন্যবাদ।চমৎকার লিখেছেন।
অনেক স্হানে আবেগ বারাবারি করলেও………..ভালো লেগেছে।

আমাদের দেশের বর্তমান অবস্থা থেকে মুক্ত করার জন্য কিছু করার ইচ্ছে ছিল অনেকদিন ধরে , একবার সাহস করেও আবার পিছিয়ে যাই । যাইহোক আপনার পোস্টটা পড়ে আর পারলাম না দেশ প্রেমে উজ্জীবিত হয়ে কিছু করার আপ্রাণ চেষ্টা শুরু করে দিলাম।
তাই একটা গ্রুপও বানিয়ে ফেললাম। যদি যোগ দিয়ে এভাবে দেশপ্রেমে উজ্জীবিত করেন তবে খুব ভাল হতো। আপনাদের দেখানো পথে গিয়ে এই দেশের জন্য কিছু করতে চেষ্টা করতাম।
লাইকপেজ>>https://www.facebook.com/LikeRealPolitics
গ্রুপ লিঙ্ক>>https://www.facebook.com/groups/REALPOLITICS1/
আশা করি আপনি আমাদের সাথে থাকবেন।

Level 0

অসাধারণ লিখেছেন ভাই…
আসলেই আমাদের সামান্য কিছু নোংরা মানুষের নোংরা কর্মকাণ্ড বাদ দিলেই বাংলাদেশী হিসেবে গর্ব করার অনেক ভালো দিক আছে…
ধন্যবাদ আপনাকে তথ্যগুলো আবার মনে করিয়ে দেবার জন্য…
বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সকল বাংলাদেশীর গর্ব ও সন্মান আমাকেও গর্বিত করে…অনুপ্রাণিত করে…
আমি বাংলাদেশী হিসেবে গর্বিত…
ভালোবাসি বাংলাদেশ।

সত্যিয় আমরা বাংলী জাতী হিসাবে গর্বিত, অনেক কিছু জানলাম আপনার প্রথম টিউন থেকে ধন্যবাদ সাকি বিল্লাহ্ আপনাকে।

অসাধারন! অসাধারন!

    @দিহান:
    দিহান, আপনিও কিন্তু অসাধারণ লিখেন । আপনার সব গুলো পোস্ট সত্যিই অসাধারণ । ধন্যবাদ ।

সুন্দর !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    @sajal007007:
    যাদের মন সুন্দর তারাইতো সব কিছুর মধ্যে সৌন্দর্যতা খুঁজে পায় । ধন্যবাদ ।

আমি বাংলাদেশি এবং গর্বিত। 🙂

Level 0

@সাকি বিল্লাহ্ ভাই- অসম্ভব সুন্দর জ্ঞানগর্ভ টিউন হয়েছে। অভিভূত।
আমাদের ফোরামে আপনার লিখা পাওয়ার জন্য উন্মুখ হয়ে রইলাম। আশা করি দৃষ্টি এড়াবে না।
ধন্যবাদ।

এমন দেশটি কোথাও খুজে পাবে নাকো তুমি !

Level 2

Eta Aro onek aagei nirbachito hoar kotha silo 🙁

Mone hoi admin 16 December er jonno wait kortesilo 🙂

eto valo ekta tune jene teno dine to r nirbachito kora jai na, tai 16 december ei nirbachito korlo.

ami khub khushi ei dine nirbachito korar jonno. 🙂 🙂 🙂 🙂

আমি বাংলাদেশী ভালোবাসি বাংলাদেশ। খুব ভাল***********************অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

ভাই একটু কষ্ট করে কি এই টিউনটা http://vetsbd.com -এ দেবেন? যাতে আপনার লেখাগুলো আমার ওয়েবসাইটের পাঠকরাও পড়তে পারে? প্লিজ…

সাকি বিল্লাহ্ ভাই অসম্ভব সুন্দর টিউন। গর্ব করার মত কিছু ব্যাপার আপনার সুন্দর লিখনীর ছোঁয়ায় ফুঁটিয়ে তুলেছেন। সাকি বিল্লাহ্ ভাই আমার একটা নিজের ব্লগ আছে। যার ৭৫% visitor আমেরিকা, কানাডা, ব্রিটেন, ফ্রান্স, সাউথ আফ্রিকা ইত্যাদি দেশের। আমার ব্লগটা ইংলিশ ভাষায়। ” যদি আপনি অনুমতি দেন তবে আপনার টিউনটি ইংলিশ ভাষায় আমার ব্লগ এ আপনার কৃতজ্ঞা সহকারে প্রকাশ করতে চাচ্ছি”। ফলে আমাদের গর্ব করার মত বিষয়গুলো বিশ্ববাসীকে জানানো যাবে।

    @Arefeen Hridoy:
    আপনার কথা শুনে সত্যিই খুব ভালো লাগল । টেকটিউনসে আমার যে কোন লেখা যে কেউ অন্যত্র পোষ্ট অথবা শেয়ার করতে পারেন, তার জন্য অনুমতি নেয়ার প্রয়োজন নেই । 🙂

Level 0

ধন্যবাদ অনেক সুন্দর একটি লেখা। ডগ ফাইট বিষয়ে যে তথ্য দিয়েছেন তার সূত্র দিলে উপকৃত হতাম। গুগলে সার্চ দিলাম কিন্তু এ বিষয়ে কোন তথ্য তো পেলাম না। এ বিষয়ে বিস্তারিত আশা করছি।

    @qazishamim:
    এ বিষয়ে বিস্তারিত পেতে হলে আপনাকে বিমান বাহিনীর তথ্য কেন্দ্র, বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর গেট যেতে হবে । এটা আমিই প্রথম ইন্টারনটে দিয়েছি তাই টেকটিউনস ছাড়া আপনি অনত্র পাবেন না । আরো বিস্তারিত পাবেন জাতিসংঘের তথ্য কেন্দ্রে, কারন বাংলাদেশের পাইলট জাতিসংঘের পক্ষে মিডল ইস্ট এ শান্তি প্রতিষ্ঠাকালরে ঘটনা এটি । আমি তথ্য টা পেয়েছি বাংলাদেশ টেলিভিশনের “অর্নিবান” অনুষ্ঠান থেকে ।

Level 0

অসাধারণ লিখেছেন !!!!!

আরও কিছু তথ্য যুক্ত করতে পারেন

# বিশ্বের সুখী রাষ্ট্রসমুহের মাঝেবাংলাদেশের অবস্থান ১১তম !

# ‘মসজিদের শহর’ হিসেবে পরিচিত শহর এখনও ঢাকা–ই আছে !

# পবিত্র হজ্বের পরেই মুসলমানদের সবচেয়ে বড় মিলনায়তনের স্থান হলো “বিশ্ব ইজতেমা” যা কিনা একমাত্র বাংলাদেশেই হয়!

# বিশ্বের প্রভাবশালী ১০ জন মানুষের মধ্যে “খান একাডেমীর” প্রতিষ্ঠাতা বাংলাদেশী বংশোদ্ভুত সালমান খান একজন !

বিস্তারিতঃ

http://bn.wikipedia.org/wiki/%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8_%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A8_(%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%95)

http://en.wikipedia.org/wiki/Salman_Khan_(educator)

https://www.techtunes.io/news/tune-id/112152

সালমান খানের কথা লিখতে কিভাবে ভুলে গেলেন!

    @সাহিত্য মাহমুদ:

    আসলে আরো শত শত বিষয় আছে যেগুলো নিয়ে আমরা গর্ব করতে পারি । আমি আপনাকে আরো কিছু উদাহরন দিতে পারি । যেমন:
    ১. প্রথম ইংরেজ বিরোধী আন্দোলন শুরু হয় বাংলাদেশের চট্রগ্রাম থেকে, মাস্টার দা সূর্য সেন এর মাধ্যমে
    ২. মসলিন ও জামদানীর জন্ম স্থান বাংলাদেশ
    ৩. উপমহাদেশে প্রথম মুসলমান ধর্ম প্রচার ও প্রতিষ্ঠা লাভ করে বাংলাদেশে
    ৪. ১৯৭১ এর পূর্বে, পাকিস্তানকে ভারতের আক্রমণ থেকে ৬০০ আত্মঘাতি হামলা দিয়ে বাচিয়ে দিয়েছিল আমাদের এই বাংলাদেশের অকুতোভয় সৈনিকেরা, যখন ভারত ৬৫০ টি ট্যাংক নিয়ে পাকিস্তান আক্রমণ করেছিল ।

    আরো অনেক কিছুই আছে যেগুলো আমাদের গর্বের বিষয়, কিন্তু ওনারা নিজেদেরকে বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করে কিনা সেটা হচ্ছে মূল বিষয় । মিঠুন চক্রবর্তী বাংলাদেশী কিন্তু উনি কোলকাতা ভারতীয় হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন । 🙂

Level 0

“আমরা গর্বিত এই জন্য যে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, চীন সহ অন্যান্য দেশ গুলোকে আমরা শাসন করেছি এবং সভ্যতা শিখিয়েছি ”

—– এই লাইন টা কেমন যেন লাগল। এখন আমি যদি বলি “১৯৭১ সাল পর্যন্ত বাংলাদেশ কে আমরা (ভারতীয়রা) শাসন করেছি এবং সভ্যতা শিখিয়েছি………”

একটু ভেবে দেখবেন……

    @n2roy:
    দাদা আপনি নিজেও কিন্তু একজন বাংলাদেশী(যদি আপনি পশ্চিম বাংলাদেশী হয়ে থাকেন) । ১৯০৫ থেকে ১৯১২ সাল পর্যন্ত ব্রিটিশরা পশ্চিম ও পূর্ব বাংলা নামে আমাদের দুটি ভাগ করে দেয় যাতে করে বাংলাদেশের শক্তি কমে যায় । এরপর ১৯১১ সালে কোলকাতা ও ঢাকার সুশীল সমাজের মানুষ যারা আপনার বা আমার মত শিক্ষিত এবং সত্যিকারের দেশপ্রেমিক তারা আন্দোলনে নামেন এবং ইংরেজ সরকার ১৯১২ সালে বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হন, বাংলাদেশ আবার পূনাঙ্গ রূপ পায় । ১৯৪৭ থেকে আজ পর্যন্ত বাংলাদেশকে আবার দু ভাগ করা হয় শুধুমাত্র দু এক জন স্বার্থেন্বষী নেতাদের কারনে, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন, নেতাজী সুভাষচন্দ্র, মহাত্মা গান্ধী ও জিন্নাহ্। বাংলাদেশের পক্ষে ছিলেন শেরে বাংলা এ,কে, ফজলুল হক, যিনি বাংলাদেশ বিভাজনের বিরু্দ্ধে ছিলেন । মহাত্মা গান্ধী ও জিন্নাহ সাহেব, সমগ্র ভারতে ধর্ম যুদ্ধ লাগিয়ে দেয় যার ফলস্রুতিতে ব্রিটিশরা ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করতে বাধ্য হন । কিন্তু কোন দেশ ভাগ করার আর্ন্তজাতিক নিয়ম হচ্ছে হাজার বছরের সংস্কৃতি, ধর্ম অবশ্যই নয় । গান্ধী ও জিন্নাহ কখনই চাননি বাংলাদেশ একটা আলাদা রাস্ট্র হোক কারন বাংলাদেশ (পূর্ব বাংলা+পশ্চিম বাংলা+ত্রিপুরা+মেঘালয়+আসাম+বিহার+উড়িষ্যা+অরুনাচল প্রদেশ) যদি আলাদা রাস্ট্র হয় তাহলে ইন্ডিয়া কিংবা পাকিস্তানের চাইতে আয়তনে বড় হয়ে যাবে ।
    ইতিহাস আপনি খুব কম জানেন আমি বলব না তবে আপনাকে আরো অনেক ইতিহাস পড়তে এবং বুঝতে হবে, আর তাই সামান্য ইতিহাসের কয়েকটা নির্মম সত্য তুলে ধরলাম, বিস্তারিত পাবেন অনলাইনে অথবা পুরাতন লাইব্রেরী গুলোতে ।

    http://en.wikipedia.org/wiki/History_of_Bangladesh

    এবার আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি:
    আপনি মনে হয় ভালো করে পড়নে নি, উপরে যা আমি লিখেছি । তাই আরেকটু সহজ করে লিখছি: এই উপমহাদেশে প্রায় ৬ হাজার বছর পূর্বে কোন রাস্ট্র বা রাজ্য ব্যাবস্থা ছিল না তখনকার সময়কে বলা হত ‘মৎসান্যায়’ মানে ‘মাছেদের মত’ কারন যেহেতু রাস্ট্র ব্যাবস্থা ছিল না তাই সবাই একজন আরেকজনের সম্পদ বা জমি দখল করে নিত অনেকটা বড় মাছ যেমন করে ছোট মাছকে খেয়ে ফেলে কিন্তু এ অসভ্য জাতিকে সর্বপ্রথম সভ্য করেন এবং একত্রিত করে সর্বপ্রথম একটি রাজ্য প্রতিষ্ঠা করেন মৌর্য রা, তার নাম দেয়া হয় মৌর্য সাম্রাজ্য প্রায় ৫৫০০ বছর পূর্বেকার কথা । তারাই সর্ব প্রথম আর্য এবং অনার্য ধারনা প্রবর্তন করেন এবং হিন্দু ধর্ম প্রবর্তন করেন, পদ্মা নদীর অববাহিকায় । আর গৌতম বুদ্ধের ধর্ম প্রচার ও প্রতিষ্ঠা লাভ করে সম্রাট অশোক এর মাধ্যমে, যিনি একজন মৌর্য সম্রাট, আর তার রাজধানী ছিল বর্তমান বগুড়া যা বাংলাদেশে অবস্থিত । গৌতম বুদ্ধের জন্মও ছিল আমাদের সেই মৌর্য সাম্রাজ্যে যা বর্তমানে নেপাল ও পূর্বে নৈপাল যা কিনা পাল বংশের ধারক । মৌর্য সাম্রাজ্যের উত্তরসুরিরাই পরে পাল বংশ ধারন করেন এবং উভয় সাম্রাজ্যই সমগ্র উপমহাদেশ তথা আংশিক চীন, মায়ানমার, আফগানিস্তান ইত্যাদি অঞ্চলকে রাস্ট্রের পরিসীমায় আনেন এবং আর্য, বেদ ও বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেন এক কথায় সবাইকে সভ্য করেন, যেহেতু চীন এবং জাপানের মানুষ গৌতম বুদ্ধের অনুসারী তাহলে তাদেরকে সভ্যতার আলো দেখিয়েছি আমরা, আমাদের একজন বাংলাদেশী সন্যাসী ও বৌদ্ধ ধর্ম প্রবর্তক অতীশ দীপঙ্কর ততকালীন চীনের রাজধানী তিব্বতে যান এবং বৌদ্ধ ধর্ম প্রচার করেন, তিনি চীনেই মৃত্যুবরন করেন এবং তার ভষ্মীকৃত মরদেহের ছাই পরে বাংলাদেশে পাঠানো হয় । ভারত কখনই আমাদের সভ্যতা শিখায়নি, তারা আমাদের শোষন করেছে আর বাংলাদেশ কখনই ভারতের শাসনে ছিল না । ১৯৫৭ সাল পর্যন্ত বাংলাদেশই সমগ্র উপমহাদেশের স্বাধীনতা ধরে রেখেছিল আর তার পর বাংলার শেষ স্বাধীন নবাবের পতন হয় ইংরেজদের হাতে মীর জাফরের বিস্বাস্যঘাতকতায় । এর পর দীর্ঘ ২০০ বছরের ইংরজে শাসনের বিরু্দ্ধে এই বাংলাদেশীরাই অস্ত্র তুলে নিয়ে ছিল সর্বপ্রথম । মুঘল শাসনামলেরও বেশির ভাগ সময় বাংলাদেশ স্বাধীন ছিল এবং আজো আছে ।
    আমি প্রতিদিন স্বপ্ন দেখি আবার বাংলাদেশ তার হারানো ভাইদের(পশ্চিম বাংলা+মেঘালয়+ত্রিপুরা+বিহার+উড়িষ্যা+অরুনাচল প্রদেশ) ফেরত পাবে আর পৃথিবীর বুকে আবারও এক মহান শক্তি হিসেবে মাথা তুলে দাড়াবে ।

    বি:দ্র: দয়া করে সঠিক ইতিহাস জানুন এবং ভিত্তিহীন তথ্য দিয়ে অন্য পাঠকদের বিভ্রান্ত করবেন না।

      Level 0

      @সাকি বিল্লাহ্:
      আমার বিভ্রান্ত করার কিছু নেই, যদি কোন ভাড়াটিয়া ভাড়ার বাড়ি দখল করে বলে যে বাড়িটি আমিই বানিয়েছি, তাহলে তো ইতিহাস আপনারই পড়া উচিত। আমরা বৈদিক সভ্যতার মানুষ এই উপ-মহাদেশ কে ভালই রেখেছিলাম, আপনি তো ওদেরই ফসল। যদি সম্পূর্ণ উপ-মহাদেশ অ-মুসলিম ধর্মালম্বী মানুষের বসস্থান থাকত তাহলে আমার ভারত রাষ্ট্র ভাগ হত না। জানি এই কথা গুলো আপনার মাথা গরম করে দিবে আর আমাকে দু-চারটে গালি দিতে ইচ্ছে করবে , কিন্তু এটি সম্পূর্ণ সত্যি। … আর দাদা আমি কোন ভাবেই বাংলাদেশি না। আমি ভারতীয়। আপনারও জন্ম আমার এই ভারত রাষ্ট্রেই (আপনার যুক্তিতে)। ওই যে বললাম ভাড়ার বাড়িকে দখল করা…


      আমি বাংলাদেশি বন্ধুদের কাছ থেকে কয়েকটি গালের আশা করছি, দিতে থাকেন। কারন বাংলাদেশের ফোরামে আপনাদের দেশে-প্রেম বোধ জাগাবেন না তো কথায় করবেন?

Level 0

মাফ করবেন…।
“আমরা গর্বিত এই জন্য যে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, চীন সহ অন্যান্য দেশ গুলোকে আমরা শাসন করেছি এবং সভ্যতা শিখিয়েছি ”

—– এই লাইন টা কেমন যেন লাগল। এখন আমি যদি বলি “১৯৪৭ সাল পর্যন্ত বাংলাদেশ কে আমরা (ভারতীয়রা) শাসন করেছি এবং সভ্যতা শিখিয়েছি………”

একটু ভেবে দেখবেন……

Level 2

@সাকি বিল্লাহ্ : Oshthir tune chorom comment jotil tor uposthapona, amito pankha hoe gelam tor comment dekhe. 🙂 🙂 🙂

Level 0

@সাকি বিল্লাহ্:
আমার বিভ্রান্ত করার কিছু নেই, যদি কোন ভাড়াটিয়া ভাড়ার বাড়ি দখল করে বলে যে বাড়িটি আমিই বানিয়েছি, তাহলে তো ইতিহাস আপনারই পড়া উচিত। আমরা বৈদিক সভ্যতার মানুষ এই উপ-মহাদেশ কে ভালই রেখেছিলাম, আপনি তো ওদেরই ফসল। যদি সম্পূর্ণ উপ-মহাদেশ অ-মুসলিম ধর্মালম্বী মানুষের বসস্থান থাকত তাহলে আমার ভারত রাষ্ট্র ভাগ হত না। জানি এই কথা গুলো আপনার মাথা গরম করে দিবে আর আমাকে দু-চারটে গালি দিতে ইচ্ছে করবে , কিন্তু এটি সম্পূর্ণ সত্যি। … আর দাদা আমি কোন ভাবেই বাংলাদেশি না। আমি ভারতীয়। আপনারও জন্ম আমার এই ভারত রাষ্ট্রেই (আপনার যুক্তিতে)। ওই যে বললাম ভাড়ার বাড়িকে দখল করা…


আমি বাংলাদেশি বন্ধুদের কাছ থেকে কয়েকটি গালের আশা করছি, দিতে থাকেন। কারন বাংলাদেশের ফোরামে আপনাদের দেশে-প্রেম বোধ জাগাবেন না তো কথায় করবেন?

Level 0

21 নাম্বার টার কোন লিঙ্ক থাকলে দয়াকরে লিঙ্ক টা দিবেন।

    @Nipu:
    এ বিষয়ে বিস্তারিত পেতে হলে আপনাকে বিমান বাহিনীর তথ্য কেন্দ্র, বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর গেট যেতে হবে । এটা আমিই প্রথম ইন্টারনটে দিয়েছি তাই টেকটিউনস ছাড়া আপনি অনত্র পাবেন না । আরো বিস্তারিত পাবেন জাতিসংঘের তথ্য কেন্দ্রে, কারন বাংলাদেশের পাইলট জাতিসংঘের পক্ষে মিডল ইস্ট এ শান্তি প্রতিষ্ঠাকালের ঘটনা এটি । আমি তথ্য টা পেয়েছি বাংলাদেশ টেলিভিশনের “অর্নিবান” অনুষ্ঠান থেকে ।

chorom ekta post lekhchen boss!

অসাধারণ

Assume tune.

Level 0

অনেক ধন্যবাদ। সুন্দর একটা টিউনের জন্য।

এক কথায় অসাধারণ! বিল্লাহ্‌ ভাই এত সুন্দর তথ্যবহুল লেখা আমাদের উপহার দেবার জন্য আপনাকে ধন্যবাদ

ভাই আপনার অনুমতি পেলে এই অসাধারণ টিউনটা আমার ব্লগে কপি করতে পারি।

ধন্যবাদ অসাধারণ টিউনের জন্য…
আমি একটি এন্ড্রয়ড এপ তৈরি করেছি, বিক্রয়[ডট]কম এর অল্টারনেটিভ হিসেবে। ইচ্ছে হলে ট্রাই করে দেখতে পারেন।
এপটির ফীচার সমূহঃ
* কোনো রেজিস্ট্রেশন ছাড়াই এড পোস্ট করতে পারবেন
* দিনে আনলিমিটেড এড পোস্ট করতে পারবেন
* লোকেশন বেইসড এড সার্চ করতে পারবেন
* কোন হিডেন চার্জ নেই, একদম ফ্রী
* ইনশা আল্লাহ, আমি যতদিন বেঁচে থাকব, অতদিন সার্ভিসটা ফ্রী রাখব
* ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস
* ছোট APK সাইজ ( মাত্র ৩ এমবি)
.
গুগল প্লে ডাউনলোড লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=p32929.buysellbd
APK ডাউনলোড লিঙ্কঃ http://tiny.cc/buy_sell_bd
.
এপটি ডাউনলোড করে দয়াকরে একটি হলেও এড পোস্ট করুন। অনেক খুশি হব। আগাম ধন্যবাদ…