এ মাসের টেকটিউনস সংবাদঃ ডিসেম্বর-২০০৯

টিউন বিভাগ খবর
প্রকাশিত

মাসের শুরুতে “উইন্ডোজের মালিকের নাম পরিবর্তন করে ইনিংস শুরু করেন Md Rakibul Hassan। মাস জুড়ে আলোচনার শীর্ষে ছিলো হাসিবের ফ্রি এস.এম.এস পাঠানো। গুগল ওয়েভ ইনভাইটেশান দিতে এবং নিতে চেয়েও টিউন হয়েছে বেশ কয়েকটি। এ মাসের ৪ তারিখে টেকটিউনস লোডে অনেক সময় লাগে এরকম বিষয় নিয়ে টিউন করেন Abdullah Sayed। ৫ তারিখে চলুন উবুন্তুপুরে যাই (Setup Ubuntu in Virtual Box) টিউনের মাধ্যমে টেকটিউনসে আগমন ঘটে টিউনার ত্রিভুজের। প্রথম আলোর আইটি সাংবাদিককে নিয়ে একটি টিউন করেন টিউনার SIDপিচ্চি একটা আপডেটঃ টেকটিউসের হোম পেইজ এখন অটো রিফ্রেসিং ঘোষনা দেওয়া হয় অটো-রিফ্রেশিং টেকটিউনসের।

৮ ডিসেম্বর টেকটিউনসের অফিসিয়াল ঠিকানা ও এই সপ্তাহেই টিউনার বৈঠক ও কর্মশালা টিউনের মধ্যমে টেকটিউনস মশায় ঘোষনা দেন টিউনার বৈঠকের। ১ম টিউনার বৈঠক ২০০৯ (গুগল ম্যাপ আপডেট) এই শিরোনামে টেকটিউনসীয় একটি টিউন করেন টিউনার টেকটিউনস। যারা এই টিউনার মিট-আপে যেতে পারেননি তাদের জন্য টিউনারদের ৭ টি খুবই সাধারন ভুল – ১ম টিউনার মিটআপ থেকে ফিরে এবং আমরা টেকটিউনস অফিসে কি কি করলাম দেখেন – দেইখা দুধের স্বাদ ঘোলে মেটান (LAST UDATED ১৪ই ডিসেম্বর) টিউন দুটি করেন যথাক্রমে হাসিব এবং শাকিল আরেফিন। টেকটিউনসকে বিদায় জানিয়ে একটি অভিমানী টিউন এসেছে techtunes থেকে biday biday biday tintin vai

বাংলা ব্লগ দিবস ও কমিউনিটি ব্লগগুলো শিরোনামে ব্লগ দিবস বিষয়ক প্রত্যাশা তুলে ধরেছেন টিউনার রনি পারভেজ। (কতবার পঠিত হয়েছে সেটা কিন্তু খেয়াল কৈরা ;))। টেকটিউনসের কাছে খোলা চিঠি : আমার কিছু প্রস্তাবনাএর মাধ্যমে আরিফ নিজামী কয়েকটি প্রস্তাব বিবেচনা করার জন্য অনুরোধ করেন টেকটিউনসকে। যেরকম টেকটিউনস চাই – একটি প্রত্যাশামূলক টিউন এবং কর্তৃপক্ষের কাছে কিছু অভিযোগ এই টিউনের মাধ্যমে কিছু প্রত্যাশা তুলে ধরা হয় কর্তৃপক্ষের কাছে।

এখন বিজ্ঞাপণ বিরতি। বিরতির পর থাকছে টপ-টিউনারদের খবর। সে পর্যন্ত ভাল থাকুন আমাদের সাথেই থাকুন।

————————বিজ্ঞাপণ বিরতি——————————–
-চাচা, ও চাচা এবারে কিন্তু আমারে প্রেম করাইয়্যা দিতেই হইবো।
-প্রেম করতে চাও? টেকটিউনসে যাও…………
-টেকটিউনস! টেকটিউনস কেন?
-প্রেম করতে (মেয়ে পটাতে) চাই প্রযুক্তি, আর প্রযুক্তি সম্পর্কে জানতে হলে চাই টেকটিউনস।
-চাচা তোমার এত বুদ্ধি! আমি এক্ষুনি টেকটিউনসে যাইতেসি :D :D ;P
——————————————————–

বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি টেকটিউনস সংবাদে। টেকটিউনস টপ টিউনার লিস্টি নিয়ে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। দ্রুততার সাথে টিউন করে টপটিউনার লিস্টে স্থান করে নিয়েছেন রিয়া, ফাহিম রেজা, আরিফ নিজামী এবং রনি পারভেজ। এই মাসের সর্বোচ্চ টিউন (৩৮ টি) টিউনার রিয়ার (২৪ ডিসেম্বর দুপুর ১২ টা পর্যন্ত)। দ্রুততার সাথে এগিয়ে চলেছেন আরিফ নিজামী (২১ টি) এবং ফাহিম রেজাও (১৫ টি)। সে তুলনায় রনি পারভেজ কিছুটা শ্লথ ()।

টিউনার হাবিবুর ফিরোজ এই মাসে টিউনারদের হুমকি দেওয়া নিয়েই বেশি ব্যস্ত ছিলেন (আমার সাথে কেউ লাগলে তার কম্পিউটার আমি ভেঙ্গে চুরমার করে দিব এবং সাবধান! আপনার কম্পিউটারের অ্যাডাল্ট কনটেন্ট আমি বের করে ফেলবো!) টিউনার TareqMahbub ২৩ ডিসেম্বর ৩ টি টিউন করে টপটিউনার লিস্টে তার অবস্থান শক্ত করেন। টিউনার রাসেল আহমেদ পুরো মাস ব্যস্ত ছিলেন ফটোশপ নিয়ে (১৭ টি টিউনের ১৪ টিই ফটোশপ নিয়ে)।

মেহেদী আকরাম এ মাসে টিউন করেছেন ২ টি, এবং  shohel islam ১০ টি এবং নভেম্বরে পোস্টশূন্য থাকা মো. আমিনুল ইসলাম সজীব  ৩ টি। ফয়সল, মোহাম্মদ রকিবুল হায়দার ১ টি করে টিউন করে আবার ঘুম দিয়েছেন। টেকটিউনসের মৃতপ্রায় টিউনার  মাইক্রোকাতার (সর্বশেষ টিউন ১০ জানুয়ারি, ২০০৯) এম.এইচ.মিথুনকে ((সর্বশেষ টিউন ১৮ জুলাই, ২০০৯) খুঁজে পাওয়া যায়নি এ মাসেও।

শাকিল আরেফিন টিউন করেছেন ১ টি, SID (সাবটাইটেল মামুন) ১০ টি, ক্যাপ্টেন হ্যাডিক ৩ টি, হাসিব ২১ টি,   টিনটিন ৭ টি।

আপাতত এই ছিল আমাদের সর্বশেষ টেকটিউনস সংবাদ। পরবর্তী সংবাদ পাওয়া মাত্রই আমরা আপনাদের সামনে হাজির হব। :D :D

অফটপিক দৃষ্টি আকর্ষনঃ আরেকটা জিনিস মাথায় ঢুকছে না কোনমতেই। ইয়াসিন আরাফাত টিউন সংখ্যা 122 টিউন হওয়া সত্বেও টপ-টিউনার লিস্টে নাই। ঘটনা কি? বাগ না অন্য কোন ঝামেলা?

Level 0

আমি রনি পারভেজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 57 টি টিউন ও 1013 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নামঃ রনি পারভেজ ই-মেইলঃ ronyiuteeeএটyahoo.com ফেইসবুকঃ http://facebook.com/ronyiut ফেইসবুক পেজঃ http://facebook.com/ronyblog ব্লগঃ http://ronyiut.wordpress.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো লাগল!!

    আপনিসহ টপটিউনারদের কমেন্ট পরিসংখ্যান, পোস্ট পর্যালোচনা ইত্যাদি দেওয়ার ইচ্ছা ছিল।পরবর্তীতে দেব। আজ আর হলো না।

    রনি ভাই। https://www.techtunes.io/tech-humour/tune-id/16310/
    এইটা দেখে নিয়েন কাজে লাগবে।

    ওয়াও!! এই পোস্টটা তো দেখা হয় নি @সাম্য
    কাজে লাগবে। রিড ইট লেটার এ মার্ক করে রাখলাম।

    বাড comment আর মেহেদি ভাইএর ভয় লুকাই রাখসিলাম………

    @টিনটিন,
    কমেন্ট পরিসংখ্যানটা কেমন জানি গোলমেলে লাগছে।

    Abdullah Sayed
    * 4 টিউন
    * 261 মন্তব্য

    আমি ম্যানুয়্যালি কাউন্ট করে দেখি ৭১ টা কমেন্ট। সাম্য ভাইয়ের টাতেও এরকম সম্ভবত। একটু দেখবেন বিষয়টা প্লিজ।

    কমেন্ট লুকায়ে রাখা যায়??
    জানতাম না তো। 😀

    হা হা হা রনি বলছিলাম না যে তুমি পাগল হইয়া গেছ। যাইহোক শোন তুমি টিউন করেছ এবং টাইটেলের উপরে যে কমেন্ট সংখ্যা দেখায় তা হলে তুমি কতগুলো কমেন্ট করেছ। শুধুমাত্র টিউনার ড্যাশবোর্ডেই তুমি তোমার প্রাপ্ত কমেন্ট দেখতে পাবে।

    ধূর!!!!
    আমি তো ভাবসিলাম আমার প্রাপ্ত কমেন্ট। প্রাপ্ত কমেন্টের একটা পরিসংখ্যান ব্লগার পেজে থাকা দরকার। পরিস্কার করার জন্য ধন্যবাদ হাসিব।

দাড়ুন রনি ভাই…. আমরা পরবর্তি সংবাদ এর অপেক্ষায় রইলাম।

    আপনি যে সেট প্রতি পোস্টে গড়ে সর্বোচ্চ কমেন্টপ্রাপ্ত টিউনার সেটা কি জানেন?

    * 4 টিউন
    * 261 মন্তব্য

    গড়- 64.25 প্রতি পোস্ট!!!!!!!!!!!!!!!!!!!
    সালাম গুরুজ়ী 😀

    সময় পেলে পরবর্তী মাসেও হবে ইনশাল্লাহ।

    yah. আমি টিকটিউনের একজন নিয়মিত পাঠক । এ জন্য আমি গৈারব বধ করি।
    আর আপনার statistics এর জন্য ধন্যবাদ ।

    😛 😛 😛

Level 0

বেশ ভাল।

    ধন্যবাদ । পরবর্তী পর্বে কিন্তু আপনার খবর থাকছে 😀

ফা

টা

ফা

টি

সংবাদ পর্যালোচনা!!!

    ফটোশপীয় কমেন্ট 😉 lolz
    আপ্নারে আমি মিস্টার ফটোশপ উপাধি দিলাম। পছন্দ হইসে? 😀

    হা হা হা ……………. হইসে …… তবে এরকম প্রতি মাসে চাই

    ইনশাল্লাহ ফটোশপ ভাইয়া 😉

আশা করি এটা প্রতি মাসেই থাকবে । ফাটাফাটি…….

    ইনশাল্লাহ। সময় পেলেই হবে। দুঃখের বিষয় ইউনিভার্সিটি খুলছে ১ তারিখ থেকে। তা না হলে তো ফাটায়ে দিতাম। আপনারও কিন্তু গতি ধরে রাখা চাই।

    গতি মানে আজকে আরো ৫টা দিব।…… 😉 😉 😉

    বাপ্রে। এই মাসেই টপ টেনে দেখতে চাই

    এটা কি বললা আমার টার্গেটতো … । থাক বললাম না । 😉 😉

    ওকে আমি বুঝে নিয়েছি 😉
    চালায়ে যান। 😀 😀

ওয়েল্কাম। আপনার টেকপার্কে কি কার পার্কিং এর ব্যবস্থা আছে? আমি গাড়ি নিয়ে আসতে চাই 😉

বুঝছি রনি পাগল হইয়া গেছে, নইলে এত ভাল আর সুন্দর করে সংবাদটি পরিবেশন করতে পারত না। ধন্যবাদ রনি…………………. এইরকম ডোষ্ট মাঝে মাঝে পেলে সত্যি ভালই লাগে।

    আবার জিগস। ( চশমা পরার ইমো হবে )

    Congrats রনি, তোমার টিউনটি ২৪ ঘন্টা না যেতেই নির্বাচিত হল। বলা চলে এটা একটা রেকর্ড। হা হা হা ধন্যবাদ এরকম মাসিক ভাবে টিউন চাই এতে সবাই আনন্দ পাবে।

    ধন্যবাদ হাসিব। আমি প্রতি মাসে দিতে চেষ্টা করব।

আরফাত এর বেশির ভাগ টিউন মাইক্রোটিউন তাই হইয় তো…………রনি ভাই ব্যাপক হিট।

    হুম। তা জানি। কিন্তু মাইক্রোটিউন গনণায় রাখা হয় না কেন?

    * 36 টিউন
    * 252 মন্তব্য

    গড় ৭ টি মন্তব্য। 🙁 🙁

    হুমম সাম্য ভাইয়া ঠিকই বলছেন আমার মাইক্রোটিউন সহ ১২২টি টিউন। কিন্তু রনি ভাইয়া এই মাসে তো আমি তো বেশ কয়েকটা টিউন করেছি তা কিন্তু আপনি সংবাদে উপস্থাপন করলেন না। নাহ্ সংবাদ নিরপেক্ষ থাকল না। 🙂

    ভাই আমি টপটিউনার লিস্টি ধরে এগিয়ে যাচ্ছিলাম। শেষের দিকে হঠাৎ আপনার এত টিউন কিন্তু টপটিউনার লিস্টিতে না থাকার ব্যাপারটা চোখে পড়ে। সরি 🙁 🙁 🙁
    নেক্সট টাইম লিখব ইনশাল্লাহ।

Level 0

দারুন, মোটামুটি এই এক টিউনেই সব টিউন পাইলাম

    সব টিউন তো দেই নি, যেগুলো একটু ব্যতিক্রমী সেগুলো দেবার চেষ্টা করেছি।

চলতি মাসের সর্বোচ্চ টিউন আমিই করেছি? ৩৮’টি??? 🙁
টিউন ফ্লাডের দায়ে ব্যান হবো নাকি?

    কে ব্যানড কর্বে? আপনাকে ব্যানড করা হলে আমি আন্দোলনে নামব বলে রাখলাম। 😉
    নো প্রব্লেম। আরো টিউন চাই। আপনার টিউনগুলো ভাল লাগে।
    ১০ জনের ১০ টা মোটামুটি টিউন পড়ার চেয়ে ১ জনের ৯ টা কোয়ালিফাইড টিউন পড়লেও ভাললাগে।

    Level 0

    সহমত

    রিয়া আপু টেকটিউনসের কোথাও কিন্তু আপনি পাবেন না যে বেশী টিউন করলে তাকে ব্যান করা হবে। তাই নির্ভয়ে চালিয়ে যান।

    ঠিক। 😀

    না না, আমি একটু মজা করলাম। আমি অনেকদিন পর্যন্ত খেয়াল করেই দেখিনি যে টপ টিউনারের তালিকা আসলে ১০ জনের নয়, ওটা ২০ জনের তালিকা। আমি স্ক্রোল বোতামটিই খেয়াল করিনি, কেন মিস করে গেছি জানিনা। আমারই দোষ যদিও। আর, ৩৮’টি টিউন, আমি সত্যিই জানিনা যে এতোগুলি লিখেছি আমি। মাস শেষ হতে আরও ৭ দিন বাকি, এইটা না জানলে আমি হয়তো এই মাসে ৫০/৫৫’টি লিখে ফেলতাম 😛

    না জানলে মানে? এখন লিখবেন না, জানেন তাই????
    (লাঠি হাতে নেবার ইমো হবে )
    আপনার কপালে পিটুনি আছে না লিখলে।

    আমার ড্রাফটে কিন্তু ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ দুটি টিউনের কিছু লেখা চলতেছে 😛 ভাবছি জানুয়ারী মাসে দেবো কিনা ওইগুলা।

    কমপ্লিট হলে এই মাসেই দেন। আর যদি সময় নিয়ে লিখতে চান তাহলে লিখতে পারেন। 🙂

    VERY WELL DISCUSSED………:P

হা হা হা জটিল আইডিয়া 🙂 । মজা পাইলাম। ধন্যবাদ রনি ভাই। প্রতি মাসের শেষে এটা চাই।

    😛 😛 😛
    ইউ আর ওয়েলকাম ফাহিম ভাইয়া। আমি চেষ্টা করব ইনশাল্লাহ।

    The Search এবার মুখ ফুটে কিছু বলুন ….. 😉

    সার্চ ভাইয়ার হাসি দেখতে দেখতে তো টেকটিউনস তার প্রেমে পড়ে যাবেন। 😉

    Level 0

    কোন কোম্পানির লিপজেল use করেন ? শীতকালেও এত হাসি………!

    THe SeArCh কোম্পানীর। lolz..

চাচা তোমার এত বুদ্ধি চালায়ে যান http://www.moonbd.com

    ওক্কে আন্টি। আপনার সাইটে গেলে কি চান্দ পামু? 😉

    Level 0

    উনার সাইটে গেলে MOON পাবেন।
    নাম থেকে সাবধান।

    ভাইরাস!! ভাইরাস!!!
    ডরাইছি 😉

rony vaia darun post.tumi real news presenter haona kano?

আমার নাম নেই কেন? আমি নতুন আসছি না?

    সরি ভাইয়া। একদম মনে ছিল না। পরবর্তী পর্বে দেব ইনশাল্লাহ। আর টেকটিউনসে স্বাগতম।
    তোমার ব্লগস্পট ব্লগ দেখলাম। কাঁপাকাঁপিটা সুন্দর হয়েছে। কিভাবে করলা এটা?

    টেকটিউনে একটি টিউন দেখে করসি।লিঙ্ক টা দিতে পারলাম না জন্য Extremely Sorry.

    OK. No Problem.

ভালো লিখেছেন ।

অসাধারণ রনি ভাই।

আমার মনে হয় আমি ২৩ তারিখে ৩টি টিউন করেছিলাম। কিন্তু এখানে লিখা ৫টা!!!!!

আশাকরি আপনি ভুলটা ঠিক করে দিবেন।

    সরি ভাইয়া। আমারই ভুল হয়েছিল। ঠিক করে দিচ্ছি। ভুল ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ।

    রনি পারভেজ ভাই একটু দেখবেন কি??

    আমার মনে হয় আপনি এটি মিস করে গেছেন। নিচের লিংকটা একটু দেখুন।

    এ টিউনটা কবে প্রকাশিত হয়েছিল এবং এর মন্তব্যগুলো একটু যাচাই করুন: (আর কিছু বলার নেই ভাই)

    https://www.techtunes.io/reports/tune-id/14863/

    এটা দেখেছি।কিন্তু অনেক বড় পোস্ট বলে পড়া হয় নি। এখন ইন্টারেস্টিং মনে হচ্ছে। আগামীকাল পড়ব। তারপর যোগ করব দরকার হলে। লিঙ্কের জন্য ধন্যবাদ।

আমারে দেখেন নাই ? আমিও আছি……
খুব ভালো লাগল………..

কি টিউন করলে রনি ভাই…..?? এক্কেবারে সুপার-ডুপার হিট…..
টেকটিউনস সংবাদ জানুয়ারী, ২০১০ এর অপেক্ষায় থাকলাম….

দারুন লাগলো পড়ে… ভিন্ন স্বাদের জিনিস!!!

আমি জানতা এটা নির্বাচিত টিউন এ আসবে। আভিন্দন রনি ভাই ।

ভাই সবাই এত ভ্যরাইটিজ ওয়ার্ড ইউজ করে প্রসংশা করল যে আমি আপনাকে কোন ওয়ার্ড দিয়ে প্রসংশা করব সেই ওয়ার্ড খুজে পাচ্ছিনা। 🙂 🙂
যাই হোক আমি সবসময় যে ওয়ার্ড টি লিখে প্রসংশা করি….
ধন্যবাদস উইথ 😡 😡 😡

ভালোই তো এখন থেকে প্রতি মাসের সংবাদ চাই

Level 0

ডিসেম্বরে আমিও টিউন করেছি……আমার টিউনগুলো মনে হয় মানসম্মত নয়,এই জন্যই কি খবরে জায়গা হয়নি…..? নাকি অন্যকিছু…আমিও ত নূতন একজন টিউনার।।! হাঃ হাঃ………এমনি বললাম….
ত’ যাই হোক এরকম সংবাদ প্রতিমাসে চাই কিন্তু…..GREAT

    আমি হাতের কাছে যাদের পেয়েছি তাদের কথা লিখতে চেষ্টা করেছি। কয়েকজন বাদ পড়া অস্বাভাবিক কিছু নয়। এর জন্য দুঃখিত। পরবর্তীতে আপনার নামও থাকবে ইনশাল্লাহ।

জব্বর একখান টিউনস! ব্যতিক্রম ধমী একটা টিউনস এর জন্য রনি পারভেজ কে ধন্যবাদ (ধইন্যাপাতা)।

    মাইক্রোকাতার ভাই,
    কৈ হারায়ছেন আপনি?????
    এ মাসে আপনার টিউন চাই ই চাই।
    ইউ আর মোস্ট ওয়েলকাম।

দারুণ টিউন।হাসতে হাসতে ভাল টিউন গুলাও দেখলাম।সামনের মাসগুলাতেও থাকবে আশা করি!চালিয়ে যান!

-চাচা, ও চাচা এবারে কিন্তু আমারে প্রেম করাইয়্যা দিতেই হইবো।

    সেদিন না দিলাম? আবার!!!!!!!!!!!!!!!!!!

    চাচা সেইটা রিনিউ করতে হবে……………………সে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। 🙁

    দুঃখের বিষয়। এই প্রজেক্টে আবার হাত দিতে হয় তো তাহলে। অবশ্য আপনি যে ব্যস্ত মানুষ, সময় না দিলে তো যাবেই 😉

    সে যায নাই সে …………………………………………………………………….রাগ হয়ে আছে

    রাগ ভাঙ্গান তাহলে। নতুন খোঁজেন ক্যান?

চাচা bollywood movie 3 Idiots মুভি Aamir Khan Download link: http://moonbd.com/movie/bollywood/index.php
মুভি, অডিও গান,মিউজিক ভিডিও,সফটওয়ার,ওয়ালপেপার,গেমস ফ্রি ডাউনলোড করার ৯৯.৯৯%কার্যকরি সাইট

Level 0

চাচা bollywood movie 3 Idiots মুভি Aamir Khan Download link: http://moonbd.com/movie/bollywood/index.php
মুভি, অডিও গান,মিউজিক ভিডিও,সফটওয়ার,ওয়ালপেপার,গেমস ফ্রি ডাউনলোড করার ৯৯.৯৯%কার্যকরি সাইট