একজন হ্যাকার হামজা বেনডেল্লাজের গল্প

টিউন বিভাগ নির্বাচিত
প্রকাশিত
জোসস করেছেন

হ্যালো টেকটিউনসারস,

আশাকরি সবাই ভালো আছেন। অনেকেই এর আগে থেকে ওনার সর্ম্পকে জানেন, তারপরও এটা যারা জানে না এটা তাদের জন্য। আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব হ্যাকিং জগতের রবিনহুড খ্যাত হ্যাকার হামজা বেনডেল্লাজের সাথে। তিনি হ্যাকিং বিশ্বে "BX1" নামে পরিচিত।


হামজা বেনডেল্লাজ কি একজন হ্যাকিং জগতের নায়ক নাকি শুধুই একজন সাইবার অপরাধী?
হামজা বেনডেল্লাজ SpyEye কম্পিউটার ভাইরাস ব্যবহার করে অমেরিকান ব্যাংক হতে মিলিয়ন মিলিয়ন ডলার হ্যাক করে এবং ব্যাংক হতে হ্যাককৃত সব অর্থ তিনি  অসহায় দরিদ্র ফিলিস্তিনদের বিলিয়ে দেন। এজন্য তিনি হ্যাকিং জগতের রবিনহুড নামে সবার কাছে পরিচিত। এখন এটা আপনার চিন্তা ভাবনার উপর নির্ভর করে  যে, হামজা  বেনডেল্লাজ কি আপনার কাছে রবিন হুড নাকি  শুধুই একজন সাইবার অপরাধী?

হামজা বেনডেল্লাজ এবং রাশিয়ান কোডফেন্ডেট কে  SpyEye  কম্পিউটার ভাইরাস ব্যবহার এবং অমেরিকান ব্যাংক হতে মিলিয়ন ডলার চুরি করার জন্য দণ্ডিত করে অমেরিকান আদালত।  তিনি ৮, ৫০০ ডলারে SpyEye ভাইরাসের একটি কপি আমেরিকান আন্ডার-কভার অফিসারের কাছে বিক্রি করে তখন হামজা বেনডেল্লাজ প্রথম  চিহ্নিত হন। পরে তাকে 2013 সালে থাইল্যান্ডে একটি এয়ারপোর্ট হতে গ্রেফতার হয় এবং মার্কিন প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।

২৭ বছর বয়সী আলজেরিয়ার কম্পিউটার বিজ্ঞানে এ স্নাতকের বিরুদ্ধে ২১৭ টির বেশী আমেরিকান ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে টাকা চুরি করার অভিযোগ আনা হয়। ব্যাংক জালিয়াতি, এবং অন্যান্য অভিযোগের জন্য তিনি ১৭ বছরের কারাদণ্ড এবং এবং ২৪ মিলিয়ন ডলার জরিমানার সম্মুখীন হয়েছিলেন।

হামজা বেনডেল্লাজের নিযুক্ত আইনজীবী আটলান্টা জে এল স্ট্রংওয়াটার এক সাক্ষাতকারে  আল জাজিরাকে বলেন যে তার ক্লায়েন্ট তার এ কর্মের জন্য যেকোনো শাস্তি গ্রহণের জন্য প্রস্তুত।

তাঁর হ্যাক কৃত অর্থের পরিমাণ টাকার অংকে হিসাব করলে ১০০ মিলিয়ন ডলার বলে অনুমান করা হয়। হ্যাক কৃত সব অর্থ তিনি  অসহায় দরিদ্র ফিলিস্তিনদের বিলিয়ে দেন।

হামজার কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড

তার বিরুদ্ধে আনিত আভিযোগের শাস্তি হিসেবে তার মৃত্যুদণ্ডের গুজব চারদিকে ছড়িয়ে পরে, তার এক অনুসারী @Hassan_JBr এ খবর শুনতে পেয়ে টুইটার টুইট করেন যে: "Algerian hero is 1/10 most dangerous hackers. Hacked 217 banks, sent $280, 000, 000 to Palestine. His sentence? death."

তিনি একই টুইট ৪, ৫০০ বার করেন।

এমনকি আলজেরিয়াই মার্কিন রাষ্ট্রদূত জোয়ান পোলাসচিক, ফরাসি ভাষায় টুইট করেন যে "হ্যাকিং এর অপরাধের জন্য তাদের দেশে মৃত্যুদণ্ডের শাস্তি দেয়া হয় না "

মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার এক কর্মকর্তা বলেন, হামজা বেনডেল্লাজকে তারা শাস্তির আওতায় এনেছেন সেহেতু তারা এ অপরাধের চ্যাপ্টার শেষ করেছেন এবং তার বিরুদ্ধে এবং এক ডজনেরও বেশি ব্যক্তিদের বিরুদ্ধে  এ অপরাধের অভিযোগে চার্জ দায়ের করা হয়েছে।

এফবিআই উপপরিচালক mark Giuliano বলেন, সাইবার অপরাধীদের এ বাণিজ্যিকভাবে ম্যালওয়্যার ক্রয়-বিক্রয় করার এটেম বন্ধ করার জন্য এটা সবার জন্য একটি উদাহরন এবং আমাদের একটি মাইলফলক। হামজা বেনডেল্লাজের তৈরি ম্যালওয়্যারটি দ্বারা কোন মার্কিন নাগরিকের ব্যক্তিগত ভাবে সনাক্তকরণ-যোগ্য তথ্যের জন্য এবং বিশ্বজুড়ে যেকোনো ব্যক্তির থেকে তথ্য চুরি করার জন্য ব্যবহার করা হত।

হামজা বেনডেল্লাজ অপরাধে জর্জরিত হওয়া সত্ত্বেও তার সমর্থকেরা এয়ার ফ্রান্স এবং ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং বিশ্ব জুড়ে বিভিন্ন ওয়েবসাইট  হ্যাক চালিয়ে তার মুক্তির জন্য হ্যাশট্যাগে #FreeHamzaBendellaj এবং #FreePalestine লিখে তার মুক্তির জন্য আহ্বান জানায়।

Cyberdeterrence cyberwar  লেখক মার্টিন লিবিকির মতে, এই ধরনের (হামজা বেনডেল্লাজ)অনলাইনে হ্যাকারদের বিরুদ্ধে দীর্ঘ মেয়াদী ব্যবস্থা নিতে হবে।

"সাইবার অপরাধ এখন একটি ট্রেন্ড তাদের জন্য, যারা এ বিষয়ে অভিঙ্গ এবং যারা এর ঝুঁকির কথা মাথায় রাখে না, এবং যারা এটির সাথে শুরু থেকেই পরিচিত। তিনি আল জাজিরাকে বলেন, "এই সাইবার অপরাধ সহনীয় মাত্রায় নামিয়ে আনার জন্য যে আইন রয়েছে সাইবার আইনে তা সকল ব্যক্তি ও রাস্ট্রের এবং অর্থনৈতিক, বানিজ্যিক ক্ষেত্রের জন্য প্রযোজ্য। শিল্প ক্ষেত্রে লোকসান এড়াতে কম্পিউটার আর্কিটেকচারের মধ্যে তৈরি কাঠামোর উপর নির্ভর করতে হবে”।

হামজা বেনডেল্লাজের মৃত্যুর খবর

ইন্টারনেটে হামজা বেনডেল্লাজের মৃত্যুর খবর নিয়ে গুজব ছড়িয়ে পরে। এবং একটি ছবি ভাইরালও হয়ে যায়। ছবিতে দেখা যায় হামজা বেনডেল্লাজের সাদৃশ্য একজনের গলায় ফাঁসির দড়ি ঝুলছে। এতে করে তার সমর্থকদের মাঝে শোক ছড়িয়ে পড়ে। অনেকের মতে ছবিটি ফটোশপের মাধ্যমে তৈরি করা হয়েছে আবার অনেকে বলছেন ছবির লোকটি হামজা বেনডেল্লাজ নয়। তবে এখনো প্রশ্ন থেকে যায় যে  হামজা বেনডেল্লাজের কি জীবিত নাকি মৃত? এবং জীবিত হলে উনি এখন কোথায়?

সবাইকে ধন্যবাদ কষ্ট করে আমার টিউনটি পড়ার জন্য। কোন প্রকার ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

টেকটিউনসের সাথে থাকুন, আর মেতে উঠুন প্রযুক্তির সুরে।

আল্লাহ হাফেজ।

Level 0

আমি সৈকত রায়ান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

without you i more


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

tnx

as your information he is our hero

I believe he is alive and working for USA now. 🙂
USA never hang this person, They will use him.

i think so …….

বন্ধু তোমার টিউনে টিউমেন্ট করার জন্য অনেকদিন পর টেকটিউনস এ লগিন করলাম 🙂
বেশ ভালো লাগলো। মেহেদী ভাইয়ার সাথে অনেকদিন যোগাযোগ হয়না। ভাইয়াকে মিস করি। ইনশাল্লাহ একদিন দেখা করবো 🙂
টিউন সুন্দর হয়েছে। আরো ভালো কিছু টিউন কর।

    ধন্যবাদ দোস্ত, তুমিও আবার টেকটিউনসে ফিরে আসো এটাই আমি চাই,আর ভালো কিছু টিউন কর।

তাকে ১৫ বছরের সাঁজা দেয়া হয়েছে।
খবর – আল-যাজীরাঃ http://www.aljazeera.com/news/2016/04/hacker-hamza-bendelladj-sentenced-15-years-160422104149553.html

Level New

hmm কি বলবো বুঝতে পারছি না :'(

খুব সুন্দর টিউন করেছেন।

ভাল কাজ করেছে। অসহায়দের পাশে এসে, ভাল টিউন। ধন্যবাদ

আমিও এরকম কিছু করতে চাই !

পৃথিবীতে যদি শুধু একজন ভালমানুষ থাকে তবে সে হলো হামজা। তাকে যে অপরাধী মনে করে সে ভাইরাস ইফেক্টেড ফাইলের মত রিমুভ বা রিকভার এর যোগ্য।

ধন্যবাদ, অনেক কিছু জানতে পারলাম !!!

ধন্যবাদ অসাধারণ টিউনের জন্য…
আমি একটি এন্ড্রয়ড এপ তৈরি করেছি, বিক্রয়[ডট]কম এর অল্টারনেটিভ হিসেবে। ইচ্ছে হলে ট্রাই করে দেখতে পারেন।
এপটির ফীচার সমূহঃ
* কোনো রেজিস্ট্রেশন ছাড়াই এড পোস্ট করতে পারবেন
* দিনে আনলিমিটেড এড পোস্ট করতে পারবেন
* লোকেশন বেইসড এড সার্চ করতে পারবেন
* কোন হিডেন চার্জ নেই, একদম ফ্রী
* ইনশা আল্লাহ, আমি যতদিন বেঁচে থাকব, অতদিন সার্ভিসটা ফ্রী রাখব
* ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস
* ছোট APK সাইজ ( মাত্র ৩ এমবি)
.
গুগল প্লে ডাউনলোড লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=p32929.buysellbd
APK ডাউনলোড লিঙ্কঃ http://tiny.cc/buy_sell_bd
.
এপটি ডাউনলোড করে দয়াকরে একটি হলেও এড পোস্ট করুন। অনেক খুশি হব। আগাম ধন্যবাদ…

He is an Arsenal, Cyber Weapon master. So he is alive and definitely forced to work for US Govt. US Govt will never let him come in front of public. #FreePalestine