মজিলা ফায়ারফক্স, সাইবার ফক্স এবং ওয়াটারফক্সের পর এবার এলো মজিলার সুপার ফাস্ট এবং অপটিমাইজড ভার্সন ফায়ারফক্স আল্টিমেট!

টিউন বিভাগ ফায়ারফক্স
প্রকাশিত
জোসস করেছেন
Level 7
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা
————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ওয়েব ব্রাউজার মজিলা ফায়ারফক্সের সুপার ফাস্ট এবং অপটিমাইজড ভার্সন ফায়ারফক্স আল্টিমেট নিয়ে আমার আজকের টিউন।

মজিলা ফাউন্ডেশন এর ফায়ারফক্স ব্রাউজার এর সাথে আমরা কমবেশি সবাই পরিচিত। হয়তো অনেকেই টেকটিউনসে আমার প্রথম টিউন হতে জেনেছিলেন মজিলা ফাউন্ডেশন এর ইমেইল ক্লায়েন্ট থান্ডারবার্ড সম্পর্কেও। তারপর একই ধারাবাহিকতায় টেকটিউনসে আমি প্রথম বারের মতো আলোচনা করেছিলাম ফায়ারফক্সের আরও দুই সহোদর মজিলা ওয়াটারফক্স এবং সাইবারফক্স সম্পর্কে। মজিলা ফাউন্ডেশন সব সময় আমাদের প্রয়োজনের কথা ভেবে নিত্য নতুন ভার্সন আপডেট এবং আপগ্রেড করে আসছে।

তারই ধারাবাহিকতায় আমরা সাইবারফক্স, ওয়াটারফক্স কিংবা ফায়ারফক্স প্রতিনিয়ত ব্যবহার করে আশাকরি। মাঝে মাঝে মনে হয় ব্রাউজারটি বুঝি স্লো হয়ে গেছে। একারনেই মজিলা ফাউন্ডেশন আমাদের সুবিধার কথা ভেবে উপরোক্ত দ্রুতগতির ভার্সনগুলো মুক্ত করেছিলো।

এবার গতির সীমাকে ছাড়াতে মজিলা ফাউন্ডেশন আরও একটি দ্রুতগতির ভার্সন উন্মোক্ত করেছে। যার নাম মজিলা ফায়ারফক্স আল্টিমেট। আজকের টিউনে আমরা ফায়ারফক্স আল্টিমেট এর বিশেষ সুবিধাগুলো সম্পর্কে জানবো। আর অবশ্যই টিউন শেষে থাকবে সম্পূর্ণ ফ্রি ডাউনলোড অপশন।

Firefox Ultimate – গুরুত্বপূর্ণ ফিচারসমূহ

মজিলা ফায়ারফক্স আল্টিমেট হলো মজিলা ফায়ারফক্সের মডিফায়েড এবং অপটিমাইজড ভার্সন। যেটা আপনার ওয়েব ব্রাউজিংকে দ্রুতগতির এবং ঝামেলাবিহীন করতে তৈরী করা হয়েছে। ফায়ারফক্স আল্টিমেট ব্যবহারে আপনি অন্য যেকোন ব্রাউজার থেকে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাবেন। ডাউনলোড করার আগে চলুন দেখে আসি নতুন এই ব্রাউজারে কী কী সংযোজন অথবা বিয়োজন করা হয়েছে।

গুরত্বপূর্ণ ফিচারসমূহ

  • এটি মজিলা ফায়ারফক্সের মডিফায়েড এবং অপটিমাইজড ভার্সন।
  • ভিজুয়াল স্টুডিও ২০১৪ দ্বারা কম্পাইলড করা এবং SSE2 এর জন্য অপটিমাইজড।
  • অরিজিনাল ফায়ারফক্স ভার্সনের চেয়ে অনেক দ্রুতগতির।
  • এতে আছে দ্রুতগতির ওয়েব পেইজ রেন্ডারিং সুবিধা।
  • অধিক ইমেজযুক্ত গ্যালারীগুলোতে স্মোথ নেভিগেশন সুবিধা এবং দ্রুতগতির ব্রাউজিং।
  • ইন্টারনেট ব্যান্ডউইথ সাশ্রয় এবং পরিমিত ব্যবহার।
  • অপটিমাউজড ইমেজ এবং ডোমেইন নেইম সার্ভার ক্যাশ।
  • অপটিমাইজড WebGL
  • ২গিগাবাইট পর্যন্ত ব্রাউজার ক্যাশ সুবিধা, যার ফলে পূর্বে ব্রাউজ করা সাইটগুলো খুব দ্রুত চালু হবে।
  • অফলাইন ইনস্টলেশন সুবিধা।
  • এছাড়াও ফায়ারফক্স ব্রাউজারে যেসব সুবিধা পাওয়া যেতো যেমন- এডনস, সেটিংস ইত্যাদি সব একই রকম থাকবে। এমনকি বুকমার্কগুলোও অটোমেটিক সিনক্রোনাইজ হয়ে যাবে।

Firefox Ultimate – ডাউনলোড

ফায়ারফক্স আল্টিমেট এর ফিচারগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে নিচের ডাউনলোড লিংক থেকে মাত্র ৩৮ মেগাবাইটের এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। বরাবরের মতোই মজিলার সবগুলো সফটওয়্যার আপনাদের জন্য ফ্রি।

মজিলা ফায়ারফক্স আল্টিমেট ব্রাউজারটি ডাউনলোড করতে চাইলে এখানে ক্লিক করুন | সাইজ ৩৮ মেগাবাইট মাত্র

ডাউনলোড শেষ হয়ে থাকলে স্বাভাবিক নিয়মে সফটওয়্যারটি ইনস্টল করে নিন। আগে থেকে মজিলা ফায়ারফক্স ইনস্টল করা থাকলে সেখানথেকে বুকমার্ক এবং অন্যন্য তথ্য অটোমেটিক ফায়ারফক্স আল্টিমেটে চলে আসবে।

রিকোয়ারমেন্টঃ

  • সফটওয়্যারটি উইন্ডোজ এক্সপি সহ এর পরবর্তি সব ভার্সনে চলবে।
  • উইন্ডোজ ৩২ বিট এবং ৬৪ বিট দুটি ভার্সনেই ভালোভাবে চলবে।
  • দ্রুতগতির ইন্টারনেট ব্রাউজিং এর জন্য ফায়ারফক্স আল্টিমেট এর সাথে এডব্লক-প্লাস ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। এডব্লক-প্লাস ডাউনলোড করতে চাইলে এখানে ক্লিক করুন

আমার টিউনগুলোতে এরকম বিষয়ে আপনার জন্য আরও রয়েছে-

শেষ কথা

টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আশাকরি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

আপনাদের জন্য » সানিম মাহবীর ফাহাদ

Level 7

আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 157 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks a Lot @ Fahad vai………..

Level 0

Oshonkkho Donnobad Vai ……

thank you bhaia. Eta install korle ki ager install kora mozilla forefox take uninstall korte hobe bhaia ba etar install er karone ki ager firefox er kono disadvantage hbh… ekto janaben bhaia.

    এটা ইনস্টল করলে আগেরটার কোন সমস্যা হবে না। দুটোই একসাথে থাকবে। আপনি চাইলে দুটোই ব্যবহার করতে পারবেন।

Level New

Good

Nice Tune

অনেক ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

Level New

ব্যবহার করে দেখি কেমন! শেয়ার করার জন্য ধন্যবাদ!

টিটির যে করুণ অবস্থা এর মধ্যেও হাসি ফোটায় আপনার এই টিউনগুলো…. অসাধারণ হয়েছে, এর জন্য ধইন্যা

ডাওনলোড দিলাম 🙂
ধন্যইন্না…

onek dhonnobad.

ami eta ekhono use korini. tao jodi mozilla connection deyar jonno ager server guloi bebohar kore tahole speed temon increase hobe na. Chrome nie shukhei achi, change korar iccha nei. tao janlam, jananor jonno dhonnobad.

ভাল তবে কেন জানিনা ক্রোমিয়াম বেসড ব্রাউজার এবং IE ছারা অন্য কোনও ব্রাউজার আমার পিসিতে স্লো কাজ করে !
Updated রাখার জন্য থ্যাংকস ।

vai software ti remove kore diche ekhon ki vabe ei software ti pabo vai software tir notun download link din

ভাই লিঙ্কটা আপডেট করে দিবেন, প্লিস!!!!