ফায়ারফক্স কোয়ান্টাম, মজিলার নতুন চমক!

টিউন বিভাগ ফায়ারফক্স
প্রকাশিত
জোসস করেছেন

ইন্টারনেট ব্রাউজিংয়ের ক্ষেত্রে মজিলা ফায়ারফক্স আর গুগলের ক্রোম ব্রাউজার দুটিই আমরা বেশি ব্যবহার করে থাকি। কিছুদিন পর পর নিয়ম মেনে ফায়ারফক্সের আপডেট আসতে থাকলে নতুন কিছু না থাকায় এবং স্পিডের কারণে অনেকেই ফায়ারফক্স ছেড়ে ক্রোম ব্যবহার করা শুরু করেছিলেন। কিন্তু সম্প্রতি মজিলা তাদের ফায়ারফক্সের ৫৭তম সংষ্করণটিতে ব্যাপক আপগ্রেড করে ফায়ারফক্স কোয়ানটাম নামে সংষ্করণটি বাজারে ছেড়েছে।

কিছুদিন আগেও মজিলা ফায়ারফক্স ওয়েব ব্রাউজার ক্ষেত্রে অপ্রতিরোধ্য ছিলো। কিন্তু বর্তমানে গুগল ক্রোম ইন্টারনেট ব্রাউজিং এর ক্ষেত্রে ৫৫ শতাংশ নিয়ে ১ নম্বর অবস্থানে রয়েছে অন্যদিকে ফায়ারফক্স রয়েছে ৩য় নম্বরে। তাই মজিলা এবারের ফায়ারফক্সের আপডেটে বিশেষ কিছু আনার পরিকল্পনা করে। মজিলা আশা করছে তাদের নতুন ফায়ারফক্স কোয়ান্টাম দিয়ে তারা গুগলের ক্রোম ব্রাউজারের সাথে পাল্লা দিয়ে ব্যবহারকারীদেরকে ফায়ারফক্স ব্যবহারে উদ্বুদ্ধ করতে পারবে।

ওপেন সোর্স বা উন্মুক্ত ফায়ারফক্স ব্রাউজারটির ৫৭তম সংস্করণটি আগের চেয়ে অনেক দ্রুত কাজ করে। গত মার্চ মাসে উন্মুক্ত হওয়া ফায়ারফক্স ৫২তম সংস্করণটির চেয়ে ৫৭তম সংস্করণটির গতি দ্বিগুণ বেড়েছে। স্পিডোমিটার ২.০ বেঞ্চমার্ক সফটওয়্যারে গতি পরীক্ষা করে এ ফল পাওয়া গেছে। ফায়ারফক্স কোয়ান্টাম ব্রাউজারটি চালু হতে বেশ কম সময় নেয়, এর ডিজাইনটিও বেশ চমৎকার করে করা হয়েছে, আর সবচেয়ে ভালো কথা হলো এটি আগের যেকোনো সংষ্করণের চেয়ে অনেক কম র‌্যাম ব্যবহার করে থাকে।

এর আগে অনেক দিন গুগল ও মজিলার মধ্যে ব্রাউজারের পারফরমেন্স নিয়ে লড়াই চলেছে। কিন্তু পারফরম্যান্সের বিচারে অনেকেই ফায়ারফক্স ছেড়ে ক্রোম ব্যবহার শুরু করেছেন। ফায়ারফক্সের নতুন সংস্করণটি গুগল ক্রোমকে টেক্কা দেবে বলে মনে করছেন অনেকেই। ২০০৪ সালে ফায়ারফক্স ১.০ উন্মুক্ত করে মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজারের আধিপত্যে হানা দেয় মজিলা। তবে এরপর থেকে মজিলার ভাগ্য বদলাতে শুরু করে। বর্তমানে গুগলের ক্রোম ব্রাউজার সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার। ফোন ও ট্যাবলেটের ক্ষেত্রে মজিলাকে একেবারেই সরিয়ে দিয়েছে গুগল। ক্রোমের সঙ্গে টক্কর দিতে গত এক বছর ধরে ফায়ারফক্স কোয়ান্টাম নিয়ে কাজ করছে মজিলা।

মজিলার দাবী হচ্ছে ২০০৪ সালে মুক্তিকৃত ফায়ারফক্স ১.০ এর পর এটাই প্রথম ফায়ারফক্সে এতগুলো পরিবর্তন আনা হয়েছে। এবং সত্যিই তাই হয়েছে। ফায়ারফক্স কোয়ান্টাম এখন আপনার পিসির মাল্টিপল কোরগুলো ব্যবহার করে তার স্পিডকে বাড়িয়ে দেবে প্রায় দিগুণ, আর নতুন CSS ইঞ্জিণ ব্যবহারের ফলে মজিলা ফায়ারফক্সের এই সংষ্করণটি আগের যেকোনো সংষ্করণ থেকে সবচেয়ে কম র‌্যাম ব্যবহার করবে। বর্তমানে স্পিডের দিক দিয়ে গুগল ক্রোমের থেকে ৩০% বেশি স্পিড পাবেন আপনি এই মজিলা ফায়ারফক্স কোয়ান্টামে।

টেকনিক্যাল আপগ্রেডে সাথে সাথে ফায়ারফক্সের ডিজাইন নিয়েও চমৎকার এক আপগ্রেড আপনি দেখতে পাবেন এই কোয়ান্টাম সংস্করণে। ফায়ারফক্সের এই নতুন ইন্টারফেসের নাম হলো Photon, এখানে রয়েছে মর্ডান, মিনিমালস্টিক ডিজাইন, স্কোয়ার ট্যাবস এবং স্মুথ এনিমেশন সিস্টেম।

আপনি আগে থেকে ফায়ারফক্স ব্যবহার করে থাকলে অটোম্যাক্যালি ফায়ারফক্স আপডেটের সাথে আপনি এই কোয়ান্টাম সংষ্করণটি পেয়ে যাবেন। আর যারা ফায়ারফক্স ব্যবহার করেন না তারা এই নতুন ফায়ারফক্স কোয়ান্টাম সংষ্করণটি একটু ব্যবহার করে দেখতে পারেন। এর জন্য মজিলা ফায়ারফক্সের অফিসিয়াল সাইট থেকে ব্রাউজারটি ডাউনলোড করে পরখ করে দেখতে পারেন। ফায়ারফক্সের এই নতুন কোয়ান্টাম সংষ্করণটি উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, এন্ড্রয়েড এবং আইওএস সিস্টেমের জন্য পাওয়া যাচ্ছে।

তো বর্তমানে আপনি কোন ওয়েব ব্রাউজার ব্যবহার করছেন? আপনার ওয়েব ব্রাউজারটিকি এই ফায়ারফক্স কোয়ান্টামের থেকেও উন্নত? টিউমেন্ট বক্সে জানান!

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস