PTC! PTC! করে আপনার মেধা শেষ করবেন? না কি মজার মজার কিছু শিখবেন?

আমার এই লেখাটি নতুনদের জন্য যারা অভিজ্ঞ তাদের কাছে আমার সালাম এবং শ্রদ্ধা রইল। টেকটিউনসের প্রতি আমার কৃতজ্ঞতা রইল। কারন আমি টেকটিউনস থেকে অনেক কিছু পেয়েছি।

অনলাইনে ইনকাম করা যায় অনেকে শুনেছেন কিন্তু কখনো নিজে করেছেন? হ্যাঁ এবার নিজেই করবেন। আমাদের দেশের অধিকাংশ ছাত্রদের পরালেখা চালিয়ে নেওয়ার মূল সম্বল হল Tuition বা Outsourcing ।

আউটসোর্সিং কী?

কোন একটি প্রতিষ্টানের কাজ বাহিরের কাউকে দিয়ে করিয়ে নেওয়াকে বলা হয় আউটসোর্সিং। আমাদের দেশে আউটসোর্সিং-এর কাজ করে অনেকেই আত্ননির্ভরশীল। আউটসোর্সিং সম্বন্ধে যারা একেবারেই জানেনা তারা আমার আউটসোর্সিং রিলেটেড লেখাটি পড়ুন বা এখানে আউটসোর্সিং রিলেটেড অনেক লেখা আছে সেগুলো পড়ুন। যারা কিছু কিছু জানে তাদের জন্য এই লেখাটি। আউটসোর্সিং নামটা আসলে প্রথমেই মনে আসে oDesk-এর কথা। কিন্তু এ সাইটে কাজ পেতে হলে অনেক অপেক্ষা করতে হয় এবং অনেক অভিজ্ঞতা লাগে। এই জন্য ছোট ছোট কিছু সাইটে কাজ করে অভিজ্ঞতা বাড়ানোই বুদ্ধির কাজ। অভিজ্ঞতাও হলো ইনকামও হল। এমন কয়েকটা সাইটের নাম নিচে দেওয়া হল ।

Microworkers  এতে Registration করতে এখানেক্লিক করুন

Minuteworkers এতে Registration করতে এখানে ক্লিক করুন।

Minijobz এতে Registration করতে এখানে ক্লিক করুন

এখানে কাজের জন্য অপেক্ষা করতে হয়না। এখানে ছোট ছোট অনেক কাজ আছে। যেমনঃ Facebook like, Youtube like, twitter like,book marking, forum posting, article writing, download and install, signup, email submit, ইত্যাদি।

এখানে 0.5$ থেকে 3$ পর্যন্ত দামের কাজ আছে। এরা AlertPay, PayPal, Money bookers, ইত্যাদির মাধ্যমে টাকা প্রদান করে আর যেহেতু বাংলাদেশে এখন AlertPay আছে সুতরাং টাকা Cash করতে টেনশন করতে হবেনা। আপনার AlertPay অ্যাকাউন্ট না থাকলে এখানে ক্লিক করে একটি অ্যাকাউন্ট খুলে নিন। ও হ্যাঁ Alertpay-এর account category-তে তিনটি option আছে। আপনি অবশ্যয় Personal pro টি select করবেন। তাহলে আপনি কিছু সুবিধা পাবেন। সমস্যা হলে আমাকে ফোন করতে ভুলবেননা।

আপনি কোন কাজ না জানলে এখানে (টেকটিউনসে) বলুন এখানে অনেক অনেক অভিজ্ঞ ভাইয়েরা আছেন।

যারা Captcha entry কাজ করতে চান তারা আমার এই পোস্টটি পড়ুন। এই কাজে কোন বিড করতে হবেনা এবং ২৪ ঘন্টা কাজ করতে পারবেন।

এখন আসি Tuition -এর বিষয়ে। একজন ছাত্রের জন্য অন্য আরেকটি সম্বল হল Tuition ।

কিন্তু ছাইলেই কি Tuition পাওয়া যায়? এই প্রশ্নের উত্তর সবারই জানা। একটা টিউশনি পেতে কত ঝামেলা যে পোহাতে হয় সেটা সবারই জানা। অনেক সময় দেখা যায় টিউশনি খুজতে খুজতে নিজের পড়ালেখার অবস্থা খারাপ হয়ে যায়। আমার কথাই বলি ভাই আমি যখন প্রথম ঢাকায় আসি তখন (অনেক ঝামেলা পোহাতে হয়েছে ভাই সে সব বলছিনা) হন্য হয়ে টিউশনি খুজতেছিলাম। কিন্তু কিভাবে খুজি? আমার তো আর পরিচিত কেউ নেই। থাকলেও সে আমার জন্য টিউশনি খুজবে? নাকি নিজের জন্য খুজবে? টিউশনির চিন্তায় চিন্তায় পড়ালেখার অবস্থা তো খারাপ হয়ে যাচ্ছে। তখন মাথায় একটা সাধারন বুদ্ধি আসলো। কম্পিউটার কম্পোজ করে “পড়াতে চাই” নাম দিয়ে একটা লিফ্লেট বের করলাম। তারপর বেশ কয়েকটা কপি করে জায়গায় জায়গায় লাগালাম। ঘন্টা পাঁচেক পরে গিয়ে দেখি লিফ্লেট গুলো আর দেখা যাচ্ছেনা। আচ্ছা বলুনতো কেন দেখা যাচ্ছেনা? হা, হা, ছোট্ট লিফ্লেটটার উপর যদি ইয়া বড় বড় নেতা/মন্ত্রীর ব্যানার লাগানো হয় দেখা যাবে কেমনে? আমার সমস্ত খরচ তো গেলই সঙ্গে কষ্টটাও বৃথা। ছাত্রদের এমন কত রকম কষ্টযে করতে হয়!

যাক ওসব কথা। এবার আসল কথায় আসি। একজন ছাত্রের জন্য টিউশনি, মেস, রুমমেট, সাবলেট, ইত্যাদির ব্যাবস্থা করে থাকে এমন একটি সাইটের ঠিকানা আমি আপনাদের দিচ্ছি।

সাইটটিতে ঘুরে আসতে এখানে ক্লিক করুন

Level 0

আমি Jomir1811। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Im a student. I curious since livelihood about every things what I see. I used to try understand every things and to bloom my concealed genius.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাইয়া বানানের প্রতি একটু দৃষ্টি দিয়েন

    Level 0

    @swordfish: ভাই বাংলা লেখার অব্যাশ কম তাই সবগুলো ঠিকভাবে লিখতে পারিনা। সামনে থেকে চেষ্টা করব বানান ভুল না করার। ভুল ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। ভাই একটা কথা বলতে চাচ্ছি যেটা মনে আছে কিন্তু বলতে সাহস পাচ্ছিনা। আমি নতুন টিউনার তাই বাংলাদেশের ফাইনালের দিন একটা পোস্ট লিখেছিলাম যেটার টাইটলে একটু সমস্যা ছিল। কিন্তু পরে দেখি সেটা কে যেন ঠিক করে দিয়েছে। কিন্তু বুঝতেছিনা কিভাবে এটা হল।

      Level 0

      @Jomir1811: 🙂 টাইটেল ……গোপনীয় হা হা হা
      সমস্যা নেই চালিয়ে যান।

ভাই সবই ভালো লিখলেন, মাইক্রোজব সাইটগুলোতে কোনো রেফারেল শেয়ার করলেন না!
কিন্তু সমস্যা হলো যে সাইটে ক্যাপচা এন্ট্রি করতে বললেন তাতে যতটুকু পরিশ্রম একজন করবে টাকা প্রথম ঘামের সমান ও পাবেনা।

কিচ্ছু মনে কইরেন না!!!!

    Level 0

    @swordfish: @Jomir1811: @silentkhan007: ভাই আসলে কেউ যদি দৈনিক ৩ ঘন্টা কাজ করে তাহলে আমি যে পদ্ধতি বলেছি তাতে ৩৫-৫০ ডলার কামানো সম্ভব। ভাই আসলে কেউ নিয়মিত কাজ না করতে চাইলেও সে অন্য কাজের ব্যাঘাত না ঘটিয়ে কাজ করলেও মাস শেষে অন্তত ইন্টারনেটের বিল টা তুলতে পারবে। ভাই আমি নতুন টিউনার ভুল হলে অবশ্যয় শোধরে দিবেন।

i want work……..but i m new kamer,…..i have some idea abt…office(word,exel..power point)..can u help me bro

    Level 0

    @মামুন: ভাই আপনাকে কিভাবে হেল্প করব বুঝতেছিনা। আপনি আগে সাইটগুলোতে যান দেখেন কোন কাজ পারেন আর কোন কাজ পারেননা। তারপর জানান আপনি কোন কাজটা শিখতে চান। দরকার হলে ফোন কইরেন। ০১৮১১৮০৩৯৭২

প্রথম প্রথম করতাম এগুলোয়।এখন আর করি না।বেশীরভাগেই প্রতারণায় সাহায্যমুলক কাজ। 😀 লেখা ভাল হয়েছে।

    Level 0

    @নিশাচর নাইম: হুজুর ভাই আপনাকে অনেক সময় দেখি। আসলে এগুলো । আমি নিজেই অনেক প্রতারিত হয়েছি। তাই আমি চেষ্টা করি আমার মত আর সহজ সরল ছেলে যেন প্রতারিত না হয়। তবু যদি আপনারা সাইটগুলোর ব্যাপারে কোন অভিযোগ পান তাহলে অবশ্যয় জানাবেন যাতে নতুনরা উপকারিত হয়। তবে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি।

      @Jomir1811: সাইট টাকা দেয় এবং ট্রাস্টেড। আমি আসলে যেটা বলতে চেয়েছি সেটা হল, ওখানে যেইসব কাজ করতে দেয়া হয় সেগুলো বেশিরভাগেই রেফারেল লিংক জাতীয়।রেফারেল ধরে সাইনআপের কাজ যারা দেয় তাদের উদ্দেশ্য হচ্ছে সাইনআপ করিয়েই টাকা নিয়ে ফেলা কিন্তু যাদের সাইটে রেফারেল তারা চায় অবশ্যই আসল ব্যবহারকারী।আমার কাছে এইভাবে শুধু সাইন-আপ এর উদ্দেশ্যে রেফারেল দেয়া অনৈতিক মনে হয়।এছাড়াও লাইক,ভোট এগুলোর কাজও একইরকম।যারা কাজ করে তাদের উদ্দেশ্য থাকে কাজ কমপ্লিট করা কিসের লাইক,কেন লাইক এইগুলা জানা যায় না তাই খারাপ উদ্দেশ্যে না ভাল উদ্দেশ্যে জানা যায় না।

      Level 0

      @নিশাচর নাইম: ভাই আগে কখনো ওভাবে চিন্তা করিনি। আপনার কথাটা ঠিক। আসলে এই বেকার দেশে চুরি মারি না করার চেয়ে আমার মনে হয় এটা একটা ভাল পদ্ধতি। এতে আস্তে আস্তে বুঝবে শিখবে তার পর বড় বড় কাজ করবে। আমার জন্যও একটু দোয়া করবেন ভাই। ধন্যবাদ।

ফালতু জিনিস( আপনার পোস্ট ঠিক আছে!! আমি সাইটগুলার কথা বলতেছি ) রেজিস্টার করছিলাম, ১$ কামাইতে আমার ১৪ দিন লাগছে!!! খেতাপুতি তোর মাইক্রো ওয়ার্কার এর!!!

    Level 0

    @পাগলা স্ক্যানার: ভাই কোন কাজ করতে গেলে একটু ধৈর্য ধরতে হয়। ভাই রাতারাতি বড় লোক হতে গেলে কি হয় সেটা unipay, revnex, ইত্যাদির দিকে থাকালে বুঝবেন। তবে আমি ভাই ১৪ দিনে ৮ ডলার কামাইছি সত্যি। ভাই ptc-এর পিছে না দূরে এখানে কাজ করলে অন্তত কিছু অভিজ্ঞতা তো হবে যেটা অন্যান্য সাইটে কাজ করতে প্রয়োজন হবে। তবে আপনি যদি এর চেয়ে ভাল সাইটের সন্ধান পান তাহলে আমাদের জানাতে ভুল করবেননা। ভাই ধন্যবাদ আপনাকে।

      @Jomir1811:
      ভাই আমার জন্য দোয়া করবেন, আমি ওয়েব ডেভেলপিং শিখছি এবং সেটাই আমার প্রধাণ লক্ষ্য !! আর PTC নামক সাইট গুলাতে আমি জীবনেও কোন কাম কাজ করি নাই, দেইখাই ফেক লাগে!! আর মাইক্রো এর সাইটে আমি কাজ খুব পেতাম , তাই আয় হত না!! কে জানে আপনি মনে হয় অনেক কাজ পান!!
      ধন্যাবাদ

Level 0

vai post ta jotil hoise, ami microwork a regular kaj kore, amr khub valo lage kaj korte, vaia microwork ar moto aro kesu site name bolen pls

Level 0

I have earned almost 20 dollar in short period from Microworkers. Now I have applied for pin code . They send it . I heard it is not scam site . People get money after withdraw application within 30 days .

NEVER change country IP , if you want to get money from microworkers .

Level 0

@joynew: ভাই আমি অনেকভাবে প্রতারিত হয়েছি এবং অনেক কষ্ট পেয়েছি। তাই নতুনরা যেন আমার মত প্রতারিত না হয় তাই টিউনটা লিখলাম। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য।