ওডেস্কে আমার একমাস পুর্ন, ৩০০ ডলার এবং টেকটিউনসের অবদান

বেশ কিছুদিন আগে টেকটিউনসে একজন তার ওডেস্কের সফলতা নিয়ে একটা পোস্ট করেছিলেন। দুঃখিত তার নামটা মনে করতে পারছি না। তবে আমি রিপ্লাইয়ে বলেছিলাম, যে আমিও খুব শিঘ্রি জয়েন করতে যাচ্ছি ওডেস্কে। আসলে ওয়েব ডিজাইনটা শিখে রেখেছিলাম অনেক আগেই। তবে তার উদ্দেশ্য টাকা উপার্জন ছিল না। আমার একটা ওয়েব সাইট ছিল, সেটা সাজাতে যেন বার বার গুগল করা না লাগে, তাই এক বড় ভাইয়ের বুদ্ধিতেই ওয়েব এর অনেক ধরনের কাজ শিখে রেখেছিলাম। কিন্তু তাই দিয়ে ওডেস্কে কাজ পাব কিনা এই বিষয়ে আমার বেশ সন্দেহ ছিল । এরপরেও গত মাসের ২০ তারিখে ওডেস্কে জয়েন করি। কিছু টেস্ট দিয়ে প্রোফাইলটা ১০০% করে নেই। যার মধ্যে ইংরেজি টেস্ট ছিল ২টা। কারন বর্তমান পৃথিবীতে ইংরেজী না জানলে অন্তত ফ্রী-ল্যান্সিং করাটা প্রায় অসম্ভব। আর বায়ার যখন দেখবে আমি ইংরেজিতে বেশ ভালো, সেটা আমার জন্য কাজ পাওয়ার ক্ষেত্রে একটি ইতিবাচক দিক হবে। প্রোফাইল কম্লিট করার পরেই শুরু করে দেই বিডিং। চোখ বন্ধ করে খালি সি,ই,ও এর জব গুলাতেই বিড করতে থাকি। অথচ এই ক্ষেত্রে আমার অভিজ্ঞতা শুধু নিজের সাইটে কিছু কাজ করার আর টেকটিউনসের টিউটোরিয়ালগুলো। বাস্তব অভিজ্ঞতা খুব একটা নেই। ফল যা হবার তাই হল। ৪ দিন সমানে বিড করেও কোন কাজ পেলাম না।

মন খারাপ করে যখন চিন্তা করতে লাগলাম, কেন কাজ পাচ্ছি না, তখনি হঠাৎ একটা কথা মনে পড়ে গেল। আরে আমিতো একজন ওয়েব ডিজাইনার!! ঐ ক্ষেত্রে আমার ২ বছর কাজের অভিজ্ঞতা আছে। তাহলে আমি কেন শুধু শুধু আমার বিডগুলা সি,ই,ও জবে অ্যাপ্লাই করে নষ্ট করছি ??? ব্যাস যেই চিন্তা সেই কাজ, আমি যেই ২টা ওয়েবসাইট বানিয়েছিলাম, তার স্ক্রিনশট তুলে আমার পোর্টফোলিও তে এড করে নিলাম। এরপর শুরু করে দিলাম ওয়েব ডিজাইনিং এ বিডিং। বিশ্বাস করুন আর নাই করুন, মাত্র ২য় দিনেই পেয়ে গেলাম কাজ। আমি ওডেস্কে নতুন হলেও বায়ার আমার আগের কাজ দেখে বেশ সন্তুষ্ট। ব্যাস দিয়ে দিল কাজটা আমাকে। আমিও মন লাগিয়ে কাজটা করে তার মন জয় করে নিলাম। একাউন্টে ডলার জমা হতেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। মাত্র দেড় দিন কাজ করেই এত টাকা পেয়ে গেলাম??? এরপর আরো ২/১ টা কাজ করলাম। এর মধ্যেই এক ইন্ডিয়ান হা***** এক কাজে ২ স্টার দিয়ে আমার প্রোফাইলের বারোটা বাজিয়ে দিল।(ভারতীয় কেউ থেকে থাকলে দুঃখিত, কিন্তু গালি না দিয়ে পারলাম না ভাই)। অসুস্থ থাকায় একদিন আমি অনলাইন হতে পারিনি। কথাটা তাকে জানিয়েছিও। সে তখন বলেছিল, কোন সমস্যা নেই, শরিরের উপর তো আমাদের কোন হাত নেই। কিন্তু ফিডব্যাক দেয়ার সময় ২স্টার দিয়ে বলল, আমাকে নাকি খুজে পাওয়া মুশকিল। যাই হোক, অমন ২/১ জন লোক আমার সফলতা বিলম্বিত করতে পারে মাত্র, কিন্তু আটকাতে পারবে না কখনোই। আজ জুন মাসের ২০ তারিখ। ওডেস্কে আমার একমাস পুর্ন হল। একাউন্টে ৩০২ ডলার জমা হয়েছে। বর্তমানে কাজ করছি আমার সেই প্রথম বায়ারের। আমার কাজে তিনি এতটাই খুশি, যে এইবার আর আমাকে জিজ্ঞেস করেননি, সরাসরি ৫০% অগ্রিম পেমেন্ট দিয়ে হায়ার করে ফেলেছেন। শুধু তাই নয়, এরপরে আরো একটি কাজ, এবং তার কিছু ওয়েবসাইট ম্যানেজমেন্ট করার দায়িত্তও হয়তবা আমাকে দিবেন। এমনটাই আভাস দিয়েছেন তিনি।

এই পোস্ট আমার সফলতা দেখানোর জন্য নয়। যারা কাজ জানে, তাদের কাজের অভাব হয় না কখনো, সেটা বুঝাতেই করা। ওডেস্কে অনেকে ১২ মাস বিড করেও কাজ পায় না। কিন্তু খোজ নিলে দেখবেন এই ১২ মাসে তিনি ১২টি বিড করেছেন কিনা সন্দেহ। আমি প্রতিদিন ১০/১২ টা বিড করি। বিড করেও বার বার জব পোস্ট টা চেক করি। দেখি বায়ার অন্য কার ইনাটারভিউ নিচ্ছে কিনা। যদি দেখি আমাকে ছাড়াই ৬/৭ জনের ইন্টারভিউ নিয়ে ফেলেছেন, আমি বিড উইথড্র করে নেই। কারন এই ক্ষেত্রে আমার কাজ পাবার সম্ভাবনা খুব কম। আবার বায়ার ২৪ ঘন্টার মধ্যে কোন রিপ্লাই না দিলেও বিড উঠিয়ে নেই। ফলে জব কোটা রিফ্রেশ হলে আবার আমার কোটা বেড়ে আগের জায়গায় ফিরে আসে। এভাবে প্রতিদিন আমার জবের কোটা স্থিতিশীল থাকে, আর আমি ১০/১২ টা জবে অ্যাপ্লাই করতে পারি। কষ্ট করলেই কেবল কেষ্ট মেলে।

প্রতিদিন বেশ কিছু সময় গুগলে কাটাই, আমি কখনোই কারো হেল্প নেইনি। গুগল থাকতে অন্য কেউ লাগে নাকি?? কিন্তু আমাদের দেশের বেশির ভাগ লোক এটা জানে না। তারা কোন সমস্যা হলেই বড় ভাইদের পিছনে ছুটে। আর ফলাফল ?? সংকীর্ন জ্ঞান লাভ !!

আমাদের টিটির মাহবুব ভাই কিছুদিন আগে ফেসবুকের একটা পোস্টে বলেছেন, “সবাই আছে, জেনে নেওয়ার দায়িত্ত আপনার”।
আমি এর সাথে যোগ করব, “ গুগল আছে, সার্চ দেয়ার দায়িত্ত আপনার”।

টেকটিউনসকে ধন্যবাদ সঠিক পথ দেখানোর জন্য। ধন্যবাদ জানাবো মাহবুব ভাইকে, তার টিউটোরিয়াল আর টিউন গুলো পড়েই এই ক্ষেত্রে আমার আগ্রহ বেড়েছে তা স্বীকার করতেই হবে।

ধন্যবাদ সবাইকে পোস্টটা কষ্ট করে পড়ার জন্য। আমার জন্য দোয়া করবেন।

Level 0

আমি পাগলা স্ক্যানার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 195 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালো থাকতে চাই


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

😀 শুনে অনেক ভালো লেগেছে। যার যেটার প্রতি আকর্ষণ তার সেই বিষয় নিয়েই কাজ করা উচিত। আপনি যেহেতু ওয়েব ডিজাইনার তাই অন্য কাজে মন বসবে না। আমি আমি ওয়েব ডিজাইন এর কিছুই পারি না। কষ্ট করলে কেষ্ট মেলে। আপনি তার প্রমাণ। আর নিয়মিত বিড করতে হবে। করে বসে থাকলে হবে না। কাজ পাত্তয়া যাবে না মানে। বায়ার এসে দিয়ে যাবে 🙂 শুভ কামনা রইলো।

    @swordfish:
    “কাজ পাত্তয়া যাবে না মানে। বায়ার এসে দিয়ে যাবে 🙂 শুভ কামনা রইলো।” জী ভাই লাস্ট এর কাজটা তো এভাবেই পেলাম! আমাকে বলেও নাই যে, কি ধরনের ওয়েবসাইট হবে, কি আসয়-বিষয়!! সরাসরি হায়ার!!

ভাই আপনার এই লেখাই অনেক উৎসাহ পেলাম। আপনাকে ধন্যবাদ।

    @Utpal Kumar Sarkar:
    আপনাকেও ধন্যবাদ। এই লেখা পড়ে একজন লোকও যদি আজকে থেকে কাজ শিখা আরম্ভ করে তাহলে, লিখাটা সার্থক হবে।

Level 0

ওডেস্কে আপনার আরও সফলতা কামনা করছি

Level 0

My lest month Earn is $301, just part time. I am regular employ of BPL team Duronto Rajshahi.

That’s called inspiration!

My Allah give you the ultimate success.

Pray for me.

ভাই আপনার টিউনটা পড়ে অনেক উৎসা্হ পেলাম। অনেক ধন্যবাদ আপনাকে। ভাই আপনার অভিজ্ঞতা আমাদের সাথে একটু শেয়ার করবেন কি? যেমন আপনি কিভাবে cover letter লিখলেন, কিভাবে ইন্টারভিউ দিলেন, বায়ারের সাথে কথাপোকথন এই আরকি। এই বিষয়গুলো নিয়ে কেউ তেমন একটা টিউন করে না তাই আপনি যদি শেয়ার করেন তবে আমার মত অনেকেই অনেক উপকৃত হবে।

Level 0

web designing- এর ক্ষেত্রে আপনার skill গুলো জানতে চাই। শুধু মিলানর জন্য যে আমি-ও কাজ শুরু করতে পারন কিনা । আপনার প্রতি রইল অনেক অভিনন্দন।

    @ওমর:
    জি ভাই, আমি css,html,html email template,graphics design, wordpress বেশ ভালো পারি। php, mysql,ftp,cpanel,wordpress template,holding page এগুলা কাজ চালানোর মত পারি। তবে আমি গুগল সার্চ দেই নিয়মিত আর টিউটোরিয়াল পেলেই পড়ে ফেলি। ইনশাল্লাহ php তে স্পেশালিস্ট হউয়ার ইচ্ছা আছে ভবিষ্যতে!

Level 0

khub valo laglo apnr success er kotha sune, amio ashsi apnr sathe khb sigree:):):):)

Level 0

ভাই আমি ও কাজ করতে চাই. কিন্তু বুজতেসি না কেমনে করব। Title and Objective এ কি লিখলে ভাল হবে বুজতেসি না। Hourly pay কত দিব? আমি Copywriting, Data Entry, ইত্যাদি এর কাজ করতে চাই। কেউ সাহায্য করেন পিজ।

vaia ,, urgent help proyojon khub help hobe . aapnar email othoba phone no. ta ki deya jabe? amar email holo [email protected] and cell no-01721801010

অভিজ্ঞতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

webdesign আপনি কোথাই শিকছেন……জদি জানাতে পারেন তাহলে অনেক কৃতজ্ঞ থাকবো। শিক্তে কতো টাকা লাগবে ও কতদিন লাগবে সেটা জানাবেন প্লিজ…অনেক ভাল লাগ্ল আপনি ওডেস্কে এ এত তারাতারি আপানর জাইগা করতে পারসেন। সবাই টা পারে না। আপনা কে দেখে আমি ও অনুপ্রানিত হইলাম। পরবরতিতে আমি ও এ রকম পোস্ট করতে পারবো। দুয়া করবেন সবাই

    @diponker saha:
    ভাই বাসায় বসে ইন্টারনেটঁ ঘেটে ঘেটে শিখেছি!! PHP শিখার জন্য ডেফোডিল ইউনাভার্সিটি তে ভর্তি হয়েছিলাম!! কিন্তু যেই অবস্থা দেখা যাচ্ছে তাতে অনলাইন এ শিখাটাই ভাল বলে মনে হচ্ছে!! ভাই কেউ আপনাকে শিখাতে পারবে না, যতদিন না আপনি নেট ঘেটে ঘেটে শিখাটা রপ্ত করবেন!!! ধন্যবাদ এবং অবশ্যই দোয়া করি!!!

Level 0

vai apni ki vabe odesk a somy den? mane bid korar por ki vabe time manage korne?
vii doya kore vistarito bolen,, ami akjon local filancer amader kaj dekhe ke bire kushi hobe?

    @riazuddin:
    ভাই আমি এই কাজ ছাড়া অন্য কিছু করি না। কাজেই বিড করার পর প্রতি আধা ঘন্টায় একবার চেক করতে আমার কোন সমস্যা হয় না। ভাই আপনি তো লোকাল, একমাস আগে আমি তাও ছিলাম না। কিন্তু নিজের আগ্রহ ও ওডেস্কে অনেক অনেক সময় দেয়ার কারনে কাজ পাচ্ছি। আপনাকে সময় দিতে হবে। এটা সবচেয়ে জরুরী। যদি মনে করে থাকেন, দিনে একবার ওডেস্কে ঢুকলেই আপনার দায়িত্ত শেষ, তাহলে কখনোই কাজ পাবেন না। আপনার অনুপস্থিতীতে বায়ারা আরেকজনকে কাজ গছিয়ে দিবে। তাই বিড করার পর অবশ্যই অনলাইনে থাকা জরুরী। মতার ১৫ মিনিট দেরি করায় এক বায়ার আমাকে একটা কাজ দেয়নি। এটা প্রতিযোগিতামুলক জায়গা। আপনাকে সবসময় সিরিয়াস এবং প্রস্তুত থাকতে হবে। আপনি যেই কাজগুলো এখন পর্যন্ত করেছেন সেগুলা আপনার ওডেস্ক পোর্টফোলিও তে যোগ করে বিড শুরু করে দিন। প্রতিদিন বিড করুন, অনলাইনে থাকুন, সফলতা আজ না হয় কাল আসবেই। ধন্যবাদ!

Thanks for share.

Level 0

আপনার পোর্টফোলিও সাইট এর লিংক টা দেবেন কি দাদা, তবে তো দেখিতে পাইতাম কেমনে নিজেকে তৈরি করমু যোগ্য ভাবে। আমি ওয়ার্ডপ্রেস দিয়ে নিজের একটা পোর্টফোলিও বানাইতেছি। যদি পারেন সামান্য কতোটু সাহায্য করেন। ভাল একটা থিমের ডাউনলোড লিংক শেয়ার করুন, যেটা দিয়ে নিজের সাইট বানাবো আর বায়ারকে দেখাবো! আর যদি আপনি ব্যাস্ত না থাকেন তবে আমার সাইটটি দেখিয়া বুদ্ধি বাহির কইরা দেন, কেমনে সামনে আগাইয়া যাইমু। http://www.aslam.co.in/

    @CaAs:

    ভাই আমি নিজের জন্য কোন পোর্টফোলিও সাইট বানাইনি!! ওডেস্কে ডিফল্ট হিসাবে যেই পোর্টফলিও এড করা যায়, তাই দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি!! আমার টার্গেট আগে কমপক্ষে ১৫টা হাই কুয়ালিটি সাইট বানিয়ে এরপর নিজের জন্য পোর্টফোলিও সাইট খুলব। আপনি এখানের থিমগুলা দেখতে পারেন ঃhttp://wplift.com/20-high-quality-free-wordpress-portfolio-themes-2012
    আপনার ওয়েবসাইটটি আগে তৈরি করে কিছু কন্টেন্ট যোগ করুন, এরপর না হয় ভিজিট করে বুদ্ধি দেয়া যাবে, ঠিক আছে? তবে আমি নিশ্চিত আমার সাহায্য ছাড়াই আপনি এগিয়ে যেতে পারবেন, আপনার আগ্রহ আছে!!

      Level 0

      আপনার ব্যাক্তিগত সাইটের কথা বলিনি। আপনি যে সাইট গুলো তৈরি করেছেন বা যে সাইট গুলো দেখে বায়ার আপনাকে কাজ দিতে আগ্রহী, এমন একটা সাইটের লিংক দেন। আমি জুমলা এবং ওয়ার্ড প্রেস দিয়ে সাইট বানাতে পারি। কিন্তু মনে সন্দেহ জেগে থাকে সর্বক্ষন! কি রকম ডিজাইন প্রয়োজন একজন বায়ারের বা আমি বায়ারের শর্ত মতো ডিজাইন করে দিতে পারবো কিনা। আমি ফটোশপের কাজও জানি কিন্তু এতো কিছু জানার পরও একমাত্র এডসেন্সই আমার আয়ের মাধ্যম। তাই যদি অনুগ্রহ করে কিছু সাইটের লিংক আমাকে দেন, তবে সেগুলো দেখে নিজেকে পরিক্ষা করতে পারমু। আমি ওডেস্কে যোগ্য কিনা? [email protected] এখানে মেইল করে পাঠালে কয়েক দিন ( বা আজীবন ) কৃতজ্ঞ থাকিব।

খুব ভাল লিখেছেন। আমি ভাই কার্টুন আঁকি 😀 বেশি পাই না। তবে আশা করি গ্রাফিক ডিজাইনটা শিখে নিলে ভালই পাব।

Level 0

vai nice post. wish your ever successes. @ Dihan. can u plz mail me your mail address. i am an animator but can not make carton like figure as required. hope you may help me in this regard and we may be a good team. my mail id [email protected]

অনেক সুন্দর টিউন।
ভাই নেট থেকে নিজের সাইট এর SEO শিখছি কিন্তু odek এ অন্যের সাইটের যেই seo কাজ দেয় তা করা খুবই সমস্যা । অনেক backlink চায় ইত্যাদি ইত্যাদি । html,css হালকা শিখছি তাই ওয়েব ডিজাইনিং পারি না ।তবে মাক্স আর মায়া শিখতেছি তবে এখনও সমপুর্ন শেখা হয় নি ।তাই আপাতত seo নিয়ে কাজ করতে চাইছি কিন্তু কোনো সঠিক দিক নির্দেশনা পাচ্ছি না। কি করতে পারি জানাবেন প্লিজ ।

    @মোঃ জুয়েল রানা:
    ম্যাক্স মায়া সম্পর্কে আমার অভিজ্ঞতা শুন্য। তবে এটা বলতে পারি এস,ই,ও কাজের চেয়ে ওয়েব ডিজাইনিং এ অনেক আরাম!!! কাজ কম করতে হয়, টাকা বেশি! একদিনেও যেখানে একটি ওয়েবসাইট বানানো যায়, সেখানে একটি ওয়েবসাইটের এস,ই,ও করে সফলতা পেতে পেতে কখনো তিন মাসও লেগে যায়!! আপনি এইচ,টি,এম,এল ও সি,এস,এস শিখেছেন বলেই ওয়েব ডিজাইন করতে বলেছি। এখানে নিজের ক্রিয়েটিভিটি দেখানোর সুযোগ অনেক বেশি!!

Level 0

ভাই আপনি অতি সুন্দর একটি পেষ্ট করেছেন, যা টেকটউনস প্রেমীদের আরও মনোযগী করে তুলবে।
আপনাকে অনেক ধন্যবাদ!

একটা বিষয় খুবই গুরুত্মপূর্ণ যে নতুনরা ইদানিং এত কম রেটে বিড করছে যে ৩০০ ডলারের ন্যায্য মূল্যের ১০০ ডলারে নেমে এসেছে, এদিকে সবার খেয়াল রাখা উচিত।

জী ঠিক বলেছেন, তবে যারা ৩০০ ডলারের কাজ ১০০ ডলারে করিয়ে নিতে চাইছে, সেই সব বায়াররাও কিন্তু বেশিরভাগ নতুন!! অভিজ্ঞ বায়াররা জানে তাদের কাজের মুল্য কত এবং একজন অভিজ্ঞ ওয়ার্কার কেমন সময় এবং টাকা তার জন্য চাইতে পারে!! বিড করার সময় সব্দিক খেয়াল রেখে বিড করলেই ভাল ফলাফল পাওয়া যায়।

আমার জানা মতে ওয়েব ডিজাইনিঙয়ের জন্য html,css এবং সাথে javascript জানা থাকলে ভালো। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন হল আর কি কি জানতে হবে qualified web designer জন্য?
Photoshop,Illustrator এবং flash নাকি প্রয়োজন। বিস্তারিত বলবেন আশাকরি।

    @মাসুম রাহমান তোহা:
    Photoshop,Illustrator এবং flash কানা থাকা জরুরি। তবে ফ্ল্যাশ আবশ্যক নয়। কারন যারা রেসপন্সিভ ওয়েবসাইট চায়, তারা ফ্ল্যাশ ব্যবহার করেনা সাইটে। আবার কেউ কেউ ফ্ল্যাশ দিয়েও ওয়েবসাইট বানায়। যেহুতু এই ক্ষেত্রে আমি দুর্বল, তাই এটা এড়িয়ে চলি। তবে হ্যা ফোটোশপ জানতে হবে ভালমত। টেক্সচার, ফিল্টার, লেয়ার স্টাইলিং না জানা থাকলে আকর্ষনীয় ডিজাইন সম্ভব নয়। mysql,php অবশ্যই জানতে হবে, কারন প্লেইন এইচ,টি,এম,এল এর দিন শেষ। সবাই ডায়নামিক চায়। আর ওয়েব ফর্ম গুলোর চাহিদা দিন দিন বাড়ছেই। php জানা থাকলে এই ক্ষেত্রেও অনেক কাজ পাবেন। ইলাস্ট্রেটর টা মুলত লোগো ডিজাইনিং এ বেশি ব্যবহার করা হয়। তবে লেয়ার তৈরির কাজেও অনেকে ব্যবহার করেন। আমি ফোটোশপ ই ব্যবহার করছি।

Vaia Odesk a kaj korar jonno webdesign er Ki Ki kaj shika lage?

হুম।

Level New

cong8s

Level 0

অনেক অনেক অভিনন্দন।, আমি মে এর ৫ তারিখ থেকে ওডেস্ক এ কাজ করতেছি, ১৫ টা জব এবং ২৩ ঘণ্টা কাজ করেছি $ 400 আয় করেছি, কিন্তু আমি মহা বিপদে পরেছি,
আমাকে ২ জন বায়ার ছাড়া সবাই ৫ এর মধ্যে ৫ রেটিং দিয়েছে কিন্তু ওই দুই জনের জন্য আমার ফীডব্যক স্কোর এখন মাত্র ৪ ,
আমি এখন কি করবো ?
এখন তো কাজ পাওয়া খুব কঠিন হয়ে যাবে !

প্লিজ আমাকে সঠিক সাজেশন দিয়ে সাহাজ্য করুন ,
অনুগ্রহ করে আমাকে এখানে অ্যাড করুন=>
SKYPE=> Tapasfun
Gtalk=> [email protected]

খুব ভাল লাগল। উৎসাহ পেলাম প্রচন্ড, সাথে কিছু নির্দেশনাও।

vai, assalamualaikum. vai amio kicu kaz korte chi. plz help me.. [email protected]

ভাই আপনারে কাছে একটা বিষয় জানতে চাই, আর তা হল আপনি কোন সময়টা বেশি বিড করেন?
জানালে খুব উপকার হবে।

নিচের অনেকগুলা টিউন এর রেপ্লায় নাই……যাই হোক এই ধরনের অনুপ্রেরনা মূলক টিউন পেলে ভালই লাগে আমিও প্রাই মাস খানেক আগে PhP শেখা শুরু করেসি বর্তমানে html এর অনেক কাজ পারি।

Level New

vai. job withdraw korleo cota barce na.ami odesk a new. kivabe apnar moto cota barate parbo janale khusi hobo.

ভাই আমার প্রশ্নের উত্তর কিন্তু আজও দিলেন না । আপনি দিনের কোন সমযটা বেশি বিড করেন?

অসাধারন এইভাবে উৎসাহ দিয়ে যান ভাই, সফল একদিন হবই।

পোষ্টটা পরে অনেক উৎসাহ পেলাম । ধন্যবাদ।