ওডেস্ক এ আমার সাফল্য গাঁথা(মাত্র ১০ দিনে!) এর পুরোটাই প্রাপ্য টেকটিউনস এর। ধন্যবাদ টিটি!!!

ওডেস্ক সবাই কমবেশি চেনেন। কিছুদিন আগে সাগর CJ ভাই ওডেস্ক নিয়ে বেশ কয়েকটি পোস্ট করেছিলেন। যার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল উনার প্রথম Hired কাজ পাওয়া। Hired বলছি কারন উনি আগে আরেকটা কাজ না Hired হয়েই করেছিলেন। পরে পেমেন্ট পাননি। এরপর কিছু দিন পর উনি সত্যিকার অর্থে কাজ পান এবং সে সম্পর্কে টিটি তে পোস্ট করেন। তখন বেশ ডিটেইলস জানতে পারলাম ওডেস্ক এর কাজের ধরন সম্পর্কে। আগেও আমি Freelancer, Odesk এ ট্রাই করেছি। কিন্তু কোন কাজ পাই নি। পরে হতাশ হয়ে ছেড়ে দিয়েছি। কিন্তু উনার টিউন দেখে সত্যিকার অর্থে আবার অনুপ্রানিত হই। উনি যদি এত সহজে কাজ পান তাহলে আমি কেন পাব না? তারপর উনার টিউন দেখলাম ওডেস্ক এর প্রোফাইল বানানো নিয়ে। সুতরাং আর দেরি না করে বানিয়ে ফেললাম আবার নতুন প্রোফাইল, পুরো নতুন আঙ্গিকে। ২৮ তারিখ, সন্ধার দিকে ৪টি পরিক্ষা দিয়ে প্রোফাইল মোটামুটি তৈরির কাজ সম্পন্ন হল। এবার বিডের পালা। ২০টি করা যাবে। শুরু করলাম বিডিং। তবে কিছুটা হতাশ হয়ে গেলাম যখন দেখি যেসব কাজ পারি সেগুলাতে already ৫০/১০০ টা বিড হয়ে গিয়েছে। কিন্তু কিছু করার নাই। অগুলা সহ যেগুলাতে আরও কম বিড হয়েছে সেগুলাতে করতে লাগলাম। Cover letter কারোটা দেখি নাই(not even examples)। নিজে বানালাম। প্রত্যেকটা কাজের জন্য ইউনিক। একটার সাথে আরেক্টার কোন সম্পর্ক নাই। ক্লায়েন্ট যেরকম চায় সেরকম। যেমন আমার প্রথম কাজের ডিটেইলস, আমার কাভার এবং ক্লায়েন্ট এর রেস্পন্স দেখুনঃ

Job Description:

"Attached is a list of sites that have been researched already and owners/site administrators  contacted.

Your job is to search for more health and education related websites (PR3+ and not on the list yet) and contact the owner if they want to have a paid link on their site. You will be emailing the owner or contact them through their web form. Email templates are also attached.

This is an easy researching job. I will pay $0.10 for each site you research and email. Milestone payment is every 100 site for $10. Please bid $11.11 for your bid to be exact. "View Attachment"

Cover Letter:

Hello,

I am capable of doing your job as I am skilled in web research and email contacting. I have a few questions before I start working.
1. Which email address will I use to contact them?
2. If they reply positively, who will contact with them about the paid link advertising?
3. When will you pay me?
My qualifications meet your requirements criteria and I have experience in doing this types of jobs. So I'd really appreciate if you hand me over this job and let me show my quality.

Thanks for viewing my application

Client Reply:

Hi Shadman,

You seem to the the best candidate for the job. 

As for your questions, I have created a new email to send to site owners.

I will be the one who will be sending the replies, as per client's approval.

I will pay you each 100 emails or web forms sent. Just make sure they are not duplicates to those sites that have already been contacted. You will be filling up the spreadsheet and sent to me every milestone.

Let me know if you are accepting the job and ready to work right away.

Ron
Homeworx Outsourcing

এখানে উল্লেখ্যঃ ক্লায়েন্ট শুধুমাত্র আমারই ইন্টারভিউ নিয়েছিল। আমি এক সপ্তাহর কাজ মাত্র দুই দিনে শেষ করে দেই এবং ১০ ডলার মাইলস্টোন পেমেন্ট পাই। এরপর কন্ট্রাক্ট এন্ড করি এবং কয়েক দিন পরে আবার একই কাজে জয়েন করি। এবারও দুই দিনে কাজ শেষ করি। আমার কাজে খুশি হয়ে ক্লায়েন্টই আমাকে এরপর বড় কাজ দেয়। ১০০ ডলার এর। অন্য দিকে আমি আরও কাজের জন্যও এপ্লাই করতে থাকি। টেকটিউনস এর সিনিওর ভাইদের সাজেশন অনুযায়ী প্রত্যেকদিন ১০-২০ কাজে বিড করি। এর মধ্যে average এ ২-৩ টি ইন্টারভিউ এর কল পাই। এরপর ক্লায়েন্টকে পটানোর জন্য আর সময় লাগে না 🙂 ছোট আরেকটা কাজও পেয়ে যাই এরকম করতে করতে। আমার প্রোফাইল দেখে আমাকে নতুন ক্লায়েন্ট আরেকটা কাজের জন্যও অফার করে। কিন্তু দুঃখের বিষয় সেই কাজটা শেষ করেছি কিন্তু ক্লায়েন্ট এর কোন সাড়া নেই। বুঝতে পারলাম না কেন। ক্লায়েন্ট verified and already spent over 30K in oDesk. জাইহোক কাজ শেষ করে তার পরের কাজ নেওয়ার জন্য আমি তৈরি।

এবার আবার আগের কথায় ফিরে আসি। আমি নতুন ১০০ ডলারের কাজ পেয়েছি ওডেস্ক এ জয়েন করার ৯ দিনের মাথায়। এর মধ্যে ২০ ডলার আয় করে ফেলেছি। এবং আরও ৪.৫০ ডলারের কাজ রেডি। শুধু সাবমিশনের অপেক্ষায়। আর ১০০ ডলারের কাজের জন্য একটা প্ল্যান তৈরি করেছি।শুধু নেট স্লো দেখে(এয়ারটেল) মনে হচ্ছে দেরি হবে অর্থাৎ প্রায় ৭-১০ দিন লাগবে। নাহলে ২/৩ টা ভারচুয়াল ডেস্কটপ আর ৪টা ব্রাউজার ব্যাবহার করে ৪-৫ দিনে শেষ করে ফেলতে পারতাম। আর আরও ভাল সংবাদ হচ্ছে এটা অনগোয়িং কাজ। অর্থাৎ ঠিক মত কাজ শেষ করতে পারলে ক্লায়েন্ট আমাকে আবার রিহায়ার করবে। 🙂 এছাড়াও হাতে আরেকটা ভাল verified client এর কাজ আছে। কাজটা হচ্ছে বিভিন্ন CPU নিয়ে ডিপ রিসার্চ। ওটায় আরও ভাল পেমেন্ট পাব। ইন্টারভিউ এ আশা করি ভালই করেছি। এখন শুধু ক্লায়েন্ট এর হায়ারিং এর অপেক্ষা। আমার current কাজের একটা স্ন্যাপশট দিলাম

আমার এ টিউন এর মূল উদ্দেশ্য ছিল অনুপ্রেরনা জোগানো। আপনারা অনেকে চেস্টা করে বিফল হয়ে বাদ দিয়েছেন। Just you have to remember, You never give up. Keep trying and trying. আপনি যদি ঠিক মত চেস্টা করতে পারেন তাহলে অবশ্যই সাফল্য মিলবে। তবে তার জন্য অবশ্যই কাজ জানতে হবে।

এবার আমার একটি রিকুয়েস্ট। ওডেস্ক ফ্রিল্যান্সারদের অবস্থা এখন বেশ খারাপ। পিটিসি বন্ধ হওয়ার পর অনেকে যোগ দিয়েছেন এসব সত্যিকারের ফ্রিল্যান্সিং এ। কিন্তু এদের মধ্যে বেশির ভাগই কাজ জানেন না। এবং কাজ না জেনে তারা একের পর এক বিড করে যাচ্ছেন। এতে ক্লায়েন্ট বিভ্রান্ত হচ্ছে। আমি নিজে কয়েকটা পোস্ট দেখেছি যেগুলা আসলে রিপোস্ট। কারন ক্লায়েন্ট আগে একবার আরেকজনকে হায়ার করেছিল। কিন্তু পরে তাকে বাদ দিতে হয়েছে কারন সে কাজ পারে নি। এজন্য আমার রিকুয়েস্ট প্লিজ কাজে বিড করার আগে Job Description ভাল ভাবে পরুন। যদি বুঝতে পারেন এবং আপনি পুরোপুরি ভাবে বিশ্বাস করতে পারেন যে এ কাজ পারবেন তাহলেই শুধু বিড করবেন। নাহলে কাজ শিখে এরপর ফ্রিল্যান্সিং এ জয়েন করুন। খামোখা সত্যিকারের ফ্রিল্যান্সারদের ইমেজ নস্ট করবেন না।

আজকে এখানেই শেষ করছি। আমার এই টিউনটি আমি সাগর CJ ভাই এবং যারা ফ্রিল্যান্সিং এর উপর টিউন করেছেন তাদের সবাইকে Dedicate করলাম।

ধন্যবাদ এবং আল্লাহ হাফেজ।

🙂

Level 0

আমি tech_no। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 619 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল লাগলো পরে।

Level New

vai, ami apnar post pore notun ak anuprerona pelam.mone hocce apnar kace anek kicu sekhar ace.amar mail add ta dilam. apnr phn number ta dile kritoggo thakbo.
[email protected]

    Level 0

    @sobujmd: আমি একচুয়ালি ফোন এ তেমন কম্ফরটেবল না। but u can find me on my fb: boss.xv3 id. search for it

      Level 0

      @tech_no: another thing, if u wanna add me, send me a message that u r from TT along with the request. আমি আননোনদের রিকুয়েস্ট তেমন একটা এক্সেপ্ট করি না।
      থ্যাংকস

😀

আপনার সাফল্যগাঁথা স্থায়ী হোক। অনেক ভালো লাগলো পড়ে। মারভেলিয়াস!!!

Level 0

xotil ভাইজান । ।। । । খুব খুশি হলাম নতুন কিছু জানতে পেরে । ।। ।

valo laglo… Go ahead….
ooo ha mone rakhben ohonkar potoner mul..kano ai kotha boltesi tar karon jara onek experience freelancer ase TT te tader kase kisu sikhben.
Thank you for your this awesome post.

সাফল্যের কথা শুনতে ভালই লাগে।
ধন্যবাদ আপনাকে।

Level 2

আমিও কাজ করতে চাই । কিন্তু কি ভাবে কাজ শুরু করব, কি কি কাজ জানতে হবে তা জানিয়ে একটু সাহায্য করবেন।

    Level 0

    @Sohel: আপনি টিটি তে থেকে আমাকে এই প্রশ্ন করছেন! টিটি থেকেই তো আমি শিখালাম! এখানে অজস্র টিউন আছে এ নিয়ে!

ভাই আমি আমার একাউন্ট ৬৫% পর্যন্ত করতে পারছি।তার উপরে আর করতে পারছিনা ।আম্মি কি করতে পারি জানাবেন প্লিজ।আমি স্কিল টেস্ট দিতে পারিনি।

    Level 0

    @আমিনুল ইসলাম: আপনাকে ওডেস্ক এর পরিক্ষা দিতে হবে। এছাড়া আরও অনেক কিছু পূরণ করতে হবে। টিটিতে এ নিয়ে অনেক টিউন আছে। সাগর CJ ভাইয়েরই কয়েক দিন আগে ওডেস্ক এ প্রোফাইল ১০০% পূরণ করুন নিয়ে একটা টিউন আছে। সার্চ করলেই পাবেন

add portfolio তে গিয়ে বেধে গেছি। প্রোফাইলের এই অপশানে কি লিখতে হয় ভাই।

    Level 0

    @এফ রহমান: Portfolio হল আপনার কাজের এক্সাম্পল। আপনি কি কি কাজ করেছেন বা আপনার কি কি গুন আছে টা এখানে দিবেন। এছাড়া সাগর CJ ভাইয়ের কয়েক দিন আগে ওডেস্ক এ প্রোফাইল ১০০% পূরণ করুন নিয়ে একটা টিউন আছে। সার্চ করলেই পাবেন। ওখানে দেখতে পারবেন portfolio তে কি দেওয়া হয়

tech_no ভাই অনেক অনেক ধন্যবাদ আমাকে নিয়ে লেখার জন্য নয় .ধন্যবাদ এই জন্যে যে আপনি কিছু শিখে আমাদের ভুলে না গিয়ে আমাদের কিছু শিখানোর চেষ্টা করছেন .টিউন টি অনেক সুন্দর হয়েছে .আশাকরি আরো সুন্দর সুন্দর টিউনস আমাদের উপহার দিবেন .আমি ওডেস্ক নিয়ে একটু বাস্ত আছি .তাই টিউন করতে পারছি না .আশা করি আজ রাতেই ওডেস্ক নিয়ে আরো একটি সুন্দর টিউন লিখবো .ভালো থাকবেন .

    Level 0

    @সাগর CJ: স্বাগতম 🙂
    টিউনের লিঙ্ক ফেবুতে শেয়ার কইরেন।

Level 0

ধন্যবাদ আপনার টিউন টা সুন্দর হইসে…।।

আমি MS office এর উপরে একটা course করসিলাম কিছু কাজ পারি এবং ফ্রীলেন্সার, ওডেস্ক এ একটা id আছে কিন্তু বীট করি নাহ… যদি ও কাজ কিছু পারি কিন্তু আমার প্রফাইল ১০০% নাহ তাই …… আমি তো কনদিন কোন জব তো দূরে থাক জব করার বয়স এ হয় নাই…।

“এবার আমার একটি রিকুয়েস্ট। ওডেস্ক ফ্রিল্যান্সারদের অবস্থা এখন বেশ খারাপ। পিটিসি বন্ধ হওয়ার পর অনেকে যোগ দিয়েছেন এসব সত্যিকারের ফ্রিল্যান্সিং এ। কিন্তু এদের মধ্যে বেশির ভাগই কাজ জানেন না। এবং কাজ না জেনে তারা একের পর এক বিড করে যাচ্ছেন। এতে ক্লায়েন্ট বিভ্রান্ত হচ্ছে। আমি নিজে কয়েকটা পোস্ট দেখেছি যেগুলা আসলে রিপোস্ট। কারন ক্লায়েন্ট আগে একবার আরেকজনকে হায়ার করেছিল। কিন্তু পরে তাকে বাদ দিতে হয়েছে কারন সে কাজ পারে নি। এজন্য আমার রিকুয়েস্ট প্লিজ কাজে বিড করার আগে Job Description ভাল ভাবে পরুন। যদি বুঝতে পারেন এবং আপনি পুরোপুরি ভাবে বিশ্বাস করতে পারেন যে এ কাজ পারবেন তাহলেই শুধু বিড করবেন। নাহলে কাজ শিখে এরপর ফ্রিল্যান্সিং এ জয়েন করুন। খামোখা সত্যিকারের ফ্রিল্যান্সারদের ইমেজ নস্ট করবেন না।”
Thanks for your informative post.

    Level 0

    @ভুমিহীন জমিদার: ব্র আপনি পুরা সত্যি বলেছেন। আমি যখন এটা লেখি তখনও এতটা খারাপ ছিল না। কিন্তু এখন সত্যি সত্যি অবস্থা অনেক খারাপ। এক ঘন্টায় একটা কাজে ২০০-৩০০ বিড পরে যায়। ৪-৫ ঘন্টায় ১০০০ ও ক্রস করতে দেখেছি।
    সত্যি কথা বলতে কি আমি এসব দেখে বিড করাও বন্ধ করে দিয়েছি। যেই কাজ আছে এটা অন গোইং, এটাই থাক। ১০০০ জনের সাথে কম্পিট করার ধৈর্য আমার নাই