বাংলাদেশকে এসইও অলিম্পিক-২০১২ জিতাতে টেকটিউন্সের সবার সহযোগিতা প্রয়োজন।। অাপনি এখনই জয়েন্ট করুন এবং অাইফোন-এস জিততে পারেন !!!অাপনি কি চান বাংলাদেশ হেরে যাক?

বাংলাদেশকে অলিম্পিক জেতাতে চাই, আপনার সহযোগিতা প্রয়োজন। বুলগেরিয়া প্রায় বাংলাদেশকে ছুয়ে ফেলেছে। তাই অার অাপনি বসে অার বসে খাকবে না। দেশকে ভাল বেসে অাজই যোগ দিন। অামরা বাংলাদেশিরা অাসল অলিম্পিকে কোন পদক না অানতে পারলেও, অাসুন অামরা এসইও অলিম্পকের সেরা হয়ে বিশ্বকে জানিয়ে দিই, অামরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন-এ বিশ্ব সেরা(১ নম্বর)! অামরা অাবারো বিশ্ব মিডিয়াতে অালোচিত হবো। অামরা অারো নির্ভরযোগ্য ভাবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন-এর কাজ পাব।

অাবেগ অার চেপে রাখতে পারছি না। বাংলাদেশের দেশপ্রমিক ভাইয়েরা, এখনই সুযোগ দেশকে অাবারো বিশ্বের কাছে নতুন করে পরিচয় করিয়ে দেবার!
অলিম্পিক শুরুর পর থেকেই বিশ্ববিখ্যাত সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান Link Assistant বিশ্বজুড়ে অনলাইনে অর্থ উপার্জনকারীদের কে(ফ্রিল্যান্সারদের)নিয়ে শুরু করে একটি ভিন্ন ধারার অলিম্পিক। টেকনোলজি নির্ভর ছোট ছোট প্রশ্নের মাধ্যমে তারা একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করে, যার নাম তারা দেয় - SEO Olympic-2012. প্রতিযোগিতার শুরুতে ভারত খুবই শক্ত অবস্থান তৈরি করে নেয়, কিন্তু যতই দিন যেতে থাকে দৃশ্যপট পাল্টে যেতে থাকে। ধীরে ধীরে প্রতিযোগিতার শীর্ষে উঠে আসে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের বাঘা বাঘা অনলাইন মার্কেটারদেরকে টপকে শীর্ষস্থান দখল করে নেয় বাংলাদেশ। বাংলাদেশের সকল প্রতিযোগির সম্মিলিত স্কোরই হল বাংলাদেশ টিমের স্কোর, যা এখন পর্যন্ত সর্বোচ্চ স্কোর। কিন্তু প্রতিযোগিতায় শেষ পর্যন্ত এই শীর্ষস্থান ধরে রাখতে হলে প্রয়োজন আরো অনেক বাংলাদেশী প্রতিযোগীর অংশগ্রহণ। কেননা বাংলাদেশের ঘাড়ে নিশ্বাস ফেলছে বুলগেরিয়া অার অামেরিকা যুক্তরাষ্ট্র! তাই আমার টিকি ভাইদের নিকট আবেদন, অনুগ্রহ করে নিচের লিঙ্কে ক্লিক করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন আর বাংলাদেশের অলিম্পিক জয় নিশ্চিত করুন। আর আপনি যদি এককভাবে সর্বোচ্চ নম্বর পেতে পারেন, তবে আপনি জিতে নিতে পারেন একটি iPhone 4S.
প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এখানে ক্লিক করুন।

বিশ্বের অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতায় বাংলাদেশ যাতে জিততে পারে তাই শেয়ার করে এই পোস্টটি সবাইকে জানিয়ে দিন এবং প্রতিযোগিতায় অংশগ্রহন করতে অনুরোধ করুন। আপনার ১-২ পয়েন্টও বাংলাদেশকে জেতাতে সহায়তা করবে।

বাংলাদেশেরই জয় হোক!! দেশপ্রেমিক বাংলাদেশিদের মুখে উচ্চারিত হোক "জয় বাংলা,বাংলাদেশ জিন্দাবাদ"!!!

বি.দ্র: টেকটিউন্স মডারেটর ভাইয়াদের দৃষ্টি কামনা করছি, এই পোস্টটা কে কি মানবিক কারনে স্টিকি করা যায় না? দয়া করে স্টিকি করা যায় না।

Level 0

আমি tunes। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যত যোগ দিবেন বাংলাদেশের পয়েন্ট ততই বাড়বে! তাই সবাই জয়েন্ট করুন। বাংলাদেশকে জয়ী করুন।
অামরা কি চাইনা বাংলাদেশ জিতুক?