ফরেক্স বিগেনার টু প্রফেশনাল ট্রেডিং – [পর্ব -১৪] (ট্রেডিং ফেইজ, ট্রেডিং কী-পয়েন্ট)

ফরেক্স বিগেনার টু প্রফেশনাল ট্রেডিং

ট্রেডিং ফেইজ

আপনার ট্রেডকে আরো নিপুনভাবে পরিচালনা করার জন্য আপনাকে আরো কিছু বিষয় এর উপর জোর দিতে হবে। যা আপনার ট্রেডকে আরো বেশি ইফেক্টিভ এবং ফলফ্রস করবে। এবং ফাইনালি স্ট্রং একটি ট্রেডিং সিস্টেমে ট্রেড করতে সাহায্য করবে।

  • ১। হিস্টোরিকেল  মুভসঃ ট্রেড ওপেন করার আগে পূর্বের চার্ট প্যাটার্ন বা চার্ট মুভমেন্ট ভালোভাবে দেখে কয়েকটি মুভমেন্ট নির্দিষ্ট করুন যেগুলো আপনার স্ট্রেটিজির সাথে মাননসই। অর্থাৎ কয়েকটি চার্ট মভমেন্ট সেম্পল নির্দিষ্ট করুন।
  • ২। সেট আপঃ যেসব চার্ট মুভমেন্ট গুলো পছন্দ করলেন এইবার খুজে বের করুন ঐ সকল চার্ট মুভমেন্টে কমন প্যাটার্নগুলো কি। যেমনঃ আপনি লক্ষ্য করলেন সবগুলো মুভমেন্ট তৈরি হয়েছে এক একটি consolidation pattern এর পরে অথবা দেখলেন মার্কেট মুভমেন্ট সব সময় একটি নির্দিষ্ট লেভেলের উপরে বা নিচে ঘোরাঘুরি করছে। এভাবে আপনি আইডিয়া পেয়ে যাবেন মার্কেট মুভমেন্ট কি পরবর্তী মুভমেন্ট কি হবে।
  • ৩। ট্রেডিং এন্ট্রি রুলঃ এইবার ট্রিগ করার পালা, অর্থাৎ চার্ট মুভমেন্ট ঠিক করলেন এবং মুভমেন্ট গুলো কখন কোন পর্যায় এসে অবস্থান নিয়েছে জেনে গেলেন হিস্টোরিকেল মুভস এবং সেট আপ ফেইজ এর মাধ্যমে। তাই এখন অর্ডার করা খুব সহজ হয়ে গেল আপনার জন্য, বর্তমান মার্কেট মুভস কি তা পূর্বের আপনার পছন্দ করা সেট আপ প্যাটার্ন এর সাথে মিলান এবং পরবর্তী অর্ডার করুন। যেমন ধরুন মার্কেট এখন এমন একটা পর্যায় আছে যার পূর্বের মুভ ছিল রিভারসেল তাই এখনো আপনি রিভারসেল অর্ডার এর জন্য রেডি হতে পারেন যদি ফান্ডামেন্টাল কোন ইফেক্টিভ নিউজ না থাকে। তবে পুরোপুরি হিস্টোরিকেল চার্ট নির্ভর না হয়ে স্ট্রেটিজি মোতাবেক অর্ডার করুন।
  •  ৪। রিস্ক ম্যানেজমেন্টঃ  এই ফেইজে আপনাকে নির্ধারণ করতে হবে আপনি যদি ট্রেড লস করেন বা ট্রেড যদি আপনার প্রতিকুলে যায় তাহলে কত পয়েন্ট পর্যন্ত ত্যাগ করবেন।
  •  ৫। এক্সিট এবং টেকপ্রফিট লেভেলঃ মাঝে মাঝে এমন হয় আপনার ট্রেডটি টেক প্রফিট ও হিট করে না আবার স্টপ লস ও ট্রিগ করে না। এই অবস্থায় আপনাকে স্ট্রেটিজি একটু চেঞ্জ করতে হবে অর্থাৎ আপনি যেরকম একটি ক্রস অভারে মার্কেটে ঢুকেছেন ঠিক আরেকটি নেগেটিভ ক্রসওভারে মার্কেট থেকে বের হয়ে জেতে হবে। অর্থাৎ যদি আপনি একটি রিভার্সেল প্যাটার্নে মার্কেটে ঢুকেন তাহলে পরবরথি আপনার বিপরীত রিভার্সেল প্যাটার্নে আপনাকে মার্কেট থেকে বের হয়ে জেতে হবে। অথবা আপনি RR Ratio ২:১  তে ট্রেড সেট করতে পারেন।
  •  ৬। ট্রেড ম্যানেজমেন্টঃ এই ফেইজে আপনাকে ঠিক করতে হবে আপনি কি একাধিক ট্রেড করবেন নাকি স্কেলপিং করবেন।
  • ৭। মানি ম্যানেজমেন্টঃ আপনার ট্রেডিং ব্যালেন্স কিভাবে ব্যাবহার করবেন।

  

Key Point of Developing Trade: ভালো ট্রেডিং সিস্টেম সাজাতে বা তৈরি করতে নিচের পয়েন্ট গুলো জেনে নিয়ে ট্রেড করুন।

 


  • ১। ট্রেডের ক্ষেত্রে নিজের করা একটি সুন্দর ট্রেডিং প্ল্যান তৈরি করুন।
  • ২। ট্রেডিং এর ক্ষেত্রে ২-৩ ইন্ডিকেটর এর সাহায্য নিন , অনেকগুলো ইন্ডিকেটর ব্যাবহার এর দরকার নেই।
  • ৩। মানি ম্যানেজমেন্ট এর মাধ্যমে ট্রেড শুরু করুন।
  • ৪। প্রতি ট্রেডে টেক প্রফিট সহ স্টপ লস সেট করে ট্রেড করুন।
  • ৫। ট্রেডিং এর সময়ব্যাপ্তি  অনুসারে প্রফিট নিন। প্রফিটেবল ট্রেড তাড়াতাড়ি ক্লোজ এবং লস ট্রেডকে দীর্ঘাইয়িত করা থেকে বিরত থাকুন।
  • ৬। কয়েকটি ট্রেডে সাকসেস এর সাথে সাথে রিস্ক বাড়াবেন না। অতিরিক্ত ট্রেড করবেন না।
  • ৭। ট্রেডের মাঝামাঝি সময়ে ট্রেডিং প্ল্যান চেঞ্জ করবেন না।
  • ৮। নতুন স্ট্রেটিজিতে সরাসরি রিয়েল একাউন্টে ট্রেড করার করবেন না, আগে ডেমোতে সাকসেস রেইট দেখে নিন।
  • ৯ সফল এবং ব্যাথ উভয় ট্রেডের এর রেকর্ড রাখুন , পরবর্তী সময়ে কাজে লাগবে।
  • ১০। রোবট সহ ভিবিন্ন রেডিমেইট অটো ট্রেডিং টুল এর উপর নির্ভর করে ট্রেড করবেন না।
  • ১১। ট্রেন্ডের বিপরিতে ট্রেড করবেন না। মনে রাখবেন ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড।
  • ১২। দু-একটা ট্রেডে লস করে রেগে গিয়ে টোটাল রিস্ক নিবেন না।
  • ১৩। ফ্রেশ মাইন্ড না নিয়ে ট্রেড শুর করবেন না।
  • ১৪। আপনার ট্রেডিং অভিজ্ঞতা শেয়ার করন এবং স্ট্রেটিজি ডেভেলপ করুন সব সময়।
  • ১৫। প্রতিদিন নির্দিষ্ট পরিমানে বা নির্দিষ্ট প্রফিট টার্গেটে ট্রেড করুন। টার্গেট ফিলাপ হয়ে গেলে ঐ দিনের জন্য ট্রেড সমাপ্ত করুন। মার্কেট ভলাটিলিটি ভালো না থাকলে টার্গেট ফিল করতে যাবেন না।
  • ১৬। ইমোশনাল ট্রেড করবেন না লোভ করবেন না।
  • ১৭। একাদিক ট্রেডের ক্ষেত্রে কো-রিলেটেড কারেন্সি পেয়ারে ট্রেড করবেন না। যেমনঃ যদি EUR এবং GPB উভয়কে বায় বা সেল অর্ডারে ট্রেড করেন তাহলে প্রফিট বা লস রেসাল্ট প্রায় সমান আসবে এবং মার্কেট আপনার বিপরিতে গেলে রিস্ক বেড়ে যাবে।
  • ১৮। ট্রেডিং পসিবিলিটি নিয়ে ট্রেড করুন, কখনো দেখবেন লসিং ট্রেডে আপনার অনভিজ্ঞতার কোন কারন নেই।
  • ১৯। ট্রেডের ক্ষেত্রে প্রতি ট্রেডে প্রফিট আশা করবেন না।
  • ২০। শর্ট টাইম ট্রেডের ক্ষেত্রে একটিভ  টাইম সেশন বুঝে ট্রেড করুন ।   

প্রথম প্রকাশঃ  ফরেক্স ক্যাম্পাস - বাংলাদেশের প্রথম লেসন ভিত্তিক ফরেক্স শিক্ষার সম্পূর্ণ কোর্স ১০০% ফ্রী

Level 0

আমি এম হাফিজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

ট্যাবলেট কিনতে চাই কিন্তু কোনটা কিনব ? উইন্ডোজ ভার্সন নাকি অ্যানড্রয়েড ভার্সন ? আমি ফরেক্স শিখছি । তাই ফরেক্সের কাজ করার জন্য ট্যাবলেট কিনতে চাই । এখন ফরেক্স করার জন্য অ্যানড্রয়েড নাকি উইন্ডোজ ট্যাবলেট কোনটা কিনলে ভাল হবে ?

Level 0

আপনি লেপটপ/নেটবুক কিনুন। কারণ এতে আপনার ট্রেডিং করতে সুবিধা হবে।

Level 0

এবারের পর্বটি একটু কঠিন লাগল। তবুও ভালো। বেশ কয়েকবার পরে বুঝতে হবে। আরো সহজ করে টিউন করার জন্য অনুরোধ রইল। যদিও টেকনিক্যাল জিনিস সর্বদাই কঠিন লাগে। পরবর্তী টিউনের প্রত্যাশায় রইলাম।

    @tanvirbd5: ধন্যবাদ তানবীর ভাই, আসলে বিষয়টা অনেকটা কঠিন, কিন্তু খুব উপকারী বলে কঠিন হওয়া সত্তেও পোষ্ট করলাম, আশা করি কারো না কারো কাজে লাগবে। http://www.bdforexpro.com তে লিখার আমন্ত্রণ রইল।

Level 0

@ wahid vi apni Android tab na nia phone nen.. Anita best hobe Ami last 3 yr forex korteci android phone dia kom dame valo phone paben

Level 0

বস প্রথমে আপনার টিউন গুলোর জন্য ধন্যবাদ ..আমি ৭-৮ মাস ধরে ফরেক্স নিয়ে ঘাটছি ৩-৪ ধরে ডেমো ট্রেড করছি .এখন আমার আত্তবিশাস বেড়েছে ..তাই জানুয়ারী তে রিয়েল ট্রেড শুরু করব ..অনেক ব্রোকার আছে ..সুবিধা অসুবিধা আছে সবার ..আপনার মতে কোনটা ভালো হবে ..আমি শুরুতে $500 ইনভেস্ট করতে চাচ্ছি .জানাবেন

    @rahiths320: আপনাকেও অনেক ধন্যবাদ, ফরেক্স নিয়ে আপনার ইচ্ছার কথা জানানোর জন্য। আপনি যেহেতু বলছেন আপনি অনেক দিন ধরে ডেমো প্র্যাকটিস করছেন এবং আপনি আত্মবিশ্বাসী , তারপর ও বলছি আপনার এভারেজ ট্রেড সাকসেস যদি মিনিমাম ৭ হয় প্রতি ১০টি ট্রেডের মধ্যে তাহলে আপনি মোটামুটি লাইভ ট্রেডের কথা চিন্তা করতে পারেন। নচেৎ আরো অনুশীলন চালিয়ে যান। আর ব্রোকার হিসেবে আপনি Instaforex কে পছন্দ করি, কারন এই ব্রোকারটির রিসোর্স এবং ট্রেডিং বেনেফিট আমার জানা মতে অন্যসব ব্রোকার থেকে স্ট্রং , শুধু একটি প্রব্লেম আছে এই ব্রোকারের মিনিমাম স্প্রেড ৩, যদি এইটুকু মেনে নিয়ে ট্রেড করতে আগ্রহী হউন তাহলে শুরু করতে পারেন, যদি Instaforex ব্রোকারে ট্রেড করেন তাহলে ট্রেড সার্ভার UK সিলেক্ট করবেন। Fast Execution হবে। আরো বিস্তারিত এবং ফরেক্স আর টোটাল লেসন ভিত্তিক এডুকেশন পেতে ভিজিট করুনঃ http://www.bdforexpro.com/forexcampus, লিখার আমন্ত্রণ রইল।
    Happy Forex Trading, Happy Cristmas Day !

Forex proffessional traders who want to buy forex robot/software to trade automitacaly can contact withme,Akash-01814455771 for more details.

@redmark1: আপনাকেও অনেক ধন্যবাদ আমার এই সামান্য চেষ্টায় অনুপ্রাণিত হওয়ার জন্য! Instaforex সাইট এ গিয়ে Open Trading Account এ আপনি Trader Account তৈরির মাধ্যমে Username & Password পাবেন, আর যদি Demo Account তৈরি করতে চান তাহলে Meta Trader এর ফাইল মেন্যু থেকে Open an Account এর মাধ্যমে পারবেন।

4XP ব্রোকার সম্পর্কে বিস্তারিত জানতেঃ http://www.bdforexpro.com/topic/19-4xp-forex-place-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%89/
ধন্যবাদ !

@redmark1: এই লেসনটি দেখুনঃ http://bdforexpro.com/forexcampus/ডেমো-একাউন্ট-ট্রেড
ধন্যবাদ।