আপনার আর আমার সহযোগিতা পেলে আউটসোর্সিং এর মাধ্যমে বেকারত্ত দূর হবে দেশ থেকে…!!!

আসসালামুয়ালাইকুম।কেমন আছেন প্রযুক্তি প্রেমী বন্ধুরা আসা করি ভাল আছেন সবাই। শুরুতে একটা অনুরোধ আজকের আমার এ টিউনটিতে এমন কিছু কথা আপনাদের বলব যা শুনতে হয়ত অনেকের খারাপ লাগবে। কিন্তু আমার কথার সাথে বাস্তবের মিল আছে কিনা তা নির্ণয় করা আপনাদের উপর ছেড়ে দিলাম। কিন্তু দয়া করে কেউ রাজনীতিক ভাবে নিবেন না কারন আমি রাজনীতি করি না। এবার আসল কথায় আসি- জানেন তো ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ সাধীনতা পেয়েছে। কিন্তু দুঃখের বিষয় পুরো দেশ স্বাধীনতা পেলেও পুরো দেশবাসী স্বাধীনতা পেল না। একটু বুঝিয়ে বলি- স্বাধীন দেশে স্বাধীনভাবে বসবাস করবেন, আপনি স্বাধীনভাবে চলবেন,স্বাধীনভাবে নিজের মত ব্যাক্ত করবেন,আপনার নিজস্ব ইচ্ছা অনিচ্ছা প্রকাশ করতে পারবেন তাই নয় কি?? অবশ্যই তাই। কিন্তু আমাদের দেশে দেখুন- “ধরুন আব্দুল চাচার একটি মেয়ে আছে খুব সুন্দুর...স্কুলে যাবার পথে চেয়ারম্যান এর ছেলে তাকে ইভটিজিইং করে বাজে বাজে কথা বলে...মেয়েটি আব্দুল চাচার কাছে বলল... কিন্তু আব্দুল চাচার কিছু করার থাকে না কারন চেয়ারম্যান এর ছেলেকে না জেলে ঢুকাতে পারবে না তার নামে সালিস বসাতে পারবে কারন...আব্দুল চাচার তো ক্ষমতা নেই আর ক্ষমতাবানরা আব্দুল চাচার হাতে নেই।” আর আমাদের শিক্ষিত সমাজ? তারা অনেক শিক্ষিত তাই তারা ইভটিজীং এর মত ছোট খাট অপরাধ চোখে দেখে না এটাই চরম বাস্তবতা। অপরদিকে আপনি একটা বাবস্যা করেন অনেক ভাল টাকা আয় করেন... সুখেই আছেন কিন্তু তা সহ্য হবে না অন্নের... আপনার পেছনে লেগে থাকবে ধ্বংস করার জন্য আপনাকে। সাকিব আল হাসান উইকেট পেলে অনেক ভাল...না পেলে অনেক খারাপ...ঘুস দিলে চাকরি হবে না হলে হবে না...মাথায় টুপি দিলে আর দাঁড়ি রাখলে আপনি “জামাত”। এটা কোন দেশ রে ভাই?

আসুন এবার মূল কথায় আসি বেকারত্ব আমাদের জন্য একটি বড় অভিশাপ হয়ে যাচ্ছে। আমি জোর গলায় বলতে পারি এ বেকারত্বের পেছনে আমাদের সমাজ আর সমাজের মানুষ দায়ী... চাকরি না পেয়ে হতাস আমার চারপাশে সত মানুষ দেখেছি কেউ এবার চাকরি পেয়ে হতাস...কারন সার্টিফিকেট দামী বেতন কম। আজকে আমি আপনাদের সাথে এমন একটি  আইডিয়া শেয়ার করব যার মাধ্যমে বেকারত্ব ও কম বেতন দুটো থেকে সমস্যার সমাধান পাবেন। ভাববেন না আমি কোন নাম করা ভার্সিটি থেকে ডিগ্রী  নিয়ে এসেছি...আর ছোট বলে হেয়ালী করবেন না কারন "An idea Change Your life" । বন্ধুরা আউটসোর্সিং এর সাথে সবাই কম বেশি পরিচিত।আমি বলব অনেকেই পরিচিত কেননা আউটসোর্সিং এ বাংলাদেশ বর্তমানে ২৬ নম্বার অবস্থানে  আছে।  কেউ যদি না জেনে থাকেন টেকটিউনস এর  আউটসোর্সিং ক্যাটাগরি পড়ার অনুরোধ রইল। আউটসোর্সিং বিষয়ে বিস্তারিত বলতে গেলে টিউন অনেক বড় হয়ে যাবে। তাই সংক্ষেপে বলছি ফ্রিল্যান্সিং সাইট এ কাজ করে আয় করা হচ্ছে  আউটসোর্সিং।

কিভাবে শিখবেন?

প্রথম অবস্থায় ১-২ মাস আউটসোর্সিং কি? বা কি কি কাজ করা যায়? এ বিষয়ে অনলাইন এ পড়ুন না হলে আউটসোর্সিং বিষয়ে অনেক ফ্রী PDF বই পাওয়া যায়  সেগুলো পড়ুন। এবার মনস্থির করুন আপনি কোন কাজটা নিয়ে    ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন...অই বিষয়ে ২, ৪, ৬ মাসের ট্রেনিং করুন বা আপনার আসে পাসে যদি কোন বন্ধু বা বড়ভাই বা পরিচিত কেউ কাজটি করে তবে তার সহযোগিতা নিন। মোট কথা হচ্ছে ঐ বিষয়ের উপরে আপনাকে পুরো জ্ঞান নিতে হবে। তারপর নিজেকে প্রশ্ন করুন আপনি কি ঐ কাজের জন্য তৈরি...?  তৈরি হলে আসুন। ফ্রিল্যান্সিং সাইট সম্পর্কে জানুন এবং সব জানার পর ফ্রিল্যান্সিং সাইটে আপনার অ্যাকাউন্ট খুলুন।

আপনার অ্যাকাউন্ট ১০০% মজবুত করুন। আপনি যে বিষয়ে অভিজ্ঞ সে বিষয়ে পরীক্ষা দিন। মনে রাখবেন পরীক্ষায় ১০০% নাম্বার অর্জন করুন কারন ১০০% নাম্বার পাওয়া মানে আপনার কাজ পাওয়ার সম্ভবনা বেড়ে যাওয়া।  তারপর আপনি যে কাজটি জানেন সে কাজ খুজুন এবং ঐ কাজ ভাল করে বুঝে যদি মনে হয় আপনি কাজটি ভাল করে করতে পারবেন তাহলে  কাজের জন্য বিড  করুন বা আবেদন করুন। প্রথম প্রথম কাজ পেতে কষ্ট হতে পারে এ জন্য আপনার প্রতি ঘণ্টার রেট  কমিয়ে দিন এবং কভার লেটার এমন ভাবে লিখুন যাতে ক্লায়েন্ট বুঝে আপনি টাকার থেকে কাজকে বেশি মূল্য দেন। এবং কাজের মানের ১০০% নিশ্চয়তা দিন। দেখবেন আস্তে আস্তে আপনি সাড়া পাবেন। কয়েকটা কাজ করার পর আপনার অ্যাকাউন্ট কে  আরো  মজবুত করুন এবং বেশি বেশি কাজের জন্য আবেদন করুন। ৫-৬ টা কাজ করার পর ইন্সাহাল্লাহ আপনাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। তবে মনে রাখবেন কাজের গুনগত মান ১০০% রাখার চেষ্টা করবেন। একটা সময় দেখবেন কাজ গুলো আপনি একা সামলাতে পারবেন না কারন আপনার কাজ ভাল হলে অনেক ফ্রিল্যান্সার বিভিন্ন প্রোজেক্ট এ আপনাকে ইনভাইট করবে। এতে আপনার পরিচিত ২-৩ জন কে যোগ করুন এবং তাদের এ কাজে অভিজ্ঞ করে তুলুন। ৬-১২ মাস পর দেখবেন আপনার কাজ আরও বেড়ে গেছে।

এই অবস্থায় আপনার আয় মাসে নীম্নতম ৫০,০০০/ হয়ে যাবে। আপনার কাজটাকে ব্যক্তিগত থেকে ব্যাবসা প্রতিষ্ঠান এ রুপান্তর করুন। যেখানে ১৫-২০ জন যোগ করুন। ক্লায়েন্ট যখন বলবে আপনি এত কাজ করবেন কি করে? তখন আপনি আপনার পুরো টিমকে শো করুন ক্লায়েন্টের সামনে। ঠিক ১৫-২০ জনের টিমে আপনার মাসিক আয় ১,৫্‌০০০-২,০০০০০/ আয় করা কোন ব্যাপার না। মনে হয় অনেকের বিশ্বাস হচ্ছে না আমি বলি আমার কথা বিশ্বাস করা লাগবে না ফ্রিল্যান্সিং সাইট এ গিয়ে ফ্রিল্যান্সারদের প্রোফাইল দেখলে বিশ্বাস হয়ে যাবে। এবার আপনি চাইলে আপনার বিজনেস কে আরও বড় করতে পারেন এটা আপনার খুশি।

এবার আসুন আমার আমার একদমআসল কথায়। আপনি যেহেতু  ফ্রিল্যান্সিং  কাজে অভিজ্ঞ আপনি ফ্রিল্যান্সিং বিষয়ে ট্রেনিং সেন্টার খুলতে পারেন। নিজেকে দিয়ে আপনার আসে পাসের যারা পড়ালেখা শেষ করে বেকার তাদের উৎসাহিত করুন। আপনাকে দেখে যদি ১০ জন উৎসাহিত হয় তবে তাদের দেখে আরও ১০ জন উৎসাহিত হবে এতে করে ।এটাই আমার মূল কথা।

ভুল হলে ক্ষমা করবেন।

ফেসবুক এ আমি।

আমার ফেসবুক পেজ

আমার সাইট

Level 0

আমি পাপ্পু ভাই। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 114 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

Nice……

Very good tune

vai ami apnar sathe jukto hote chai 🙂

ভাই আমি আপনার টিম এ যোগ দিতে চাই । 🙂

    সরি বস…আমি এত বড় মাপের freelancer নই…আমি শুধু আপনাদের কাছে আমার অভিজ্ঞতা ও আমার প্লান শেয়ার করলাম…

Level 0

@Shashwata Mahboob:
আমি টিম তৈরি করার চেষ্টা করে ব্যর্থ হয়েছি।তাই ছোট ছোট কাজ করছি। যদি কোন হেল্প প্রয়োজন হয় তাহলে …যোগাযোগ করতে পারেন।

সত্যি বলতে হাতে কয়েকটা কাজ আছে এসইও সহযোগিতার অভাবে আর কোন টিম নেই বলে কিছু কাজ ইন্ডিয়ান একজনকে দিয়ে দিয়েছি ৫০ ডলার এর কাজ …যদি কেউ চট্রগ্রাম এর থাকেন আমার সাথে যোগাযোগ করেন যৌথ ভাবে কাজ করতে চাই [email protected]