ফাইভার থেকে একদম সহজেই টাকা উপার্জন করুন ইবুক কভার ডিজাইন করে (কোনো প্রকার ডিজাইনিং জ্ঞানের দরকার হবে না)

সুপ্রিয় টেকটিউনসবাসী আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। গ্রীষ্মের এই তপ্ত রোদ ফাটানো দুপুরে আপনাদের জন্যে আমি নিয়ে এলাম একটি ঠান্ডা (মানে কুল) আর্নিং টিপস। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি ইবুক কভার ডিজাইনিং এর মাধ্যমে কি পরিমানের টাকা উপার্জন করা যায় ফাইভার থেকে সে সম্পর্কে।

এছাড়া দেখেয়েছি সবচেয়ে গুরুত্বপুর্ন বিষয় যেটা, সেটা হচ্ছে কিভাবে কোনো প্রকার ডিজাইনিং জানা ছাড়াই কিভাবে আপনারা ইবুক কভার তৈরি করতে পারেন অনলাইন ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে সে সম্পর্কে। আশা করি এই ভিডিওটি দেখে আপনারা নতুন কিছু শিখতে পারবেন যা আপনাদের কাজে লাগবে এবং উপকারে আসবে।

ভিডিওটি দেখে কোনো স্থানে না বুঝলে অবশ্যই টিউনমেন্ট করে জানাবেন, আমি ১০০% চেষ্টা করবো আপনাদের সহোযোগিতা করার তো চলুন দেরী না করে আগে দেখি নেয় ভিডিও টিউটোরিয়ালটি, দেখা শেষ হলে আবার টিউনে ফিরে আসবেন আশা করি জরুরী কিছু কথার জন্যে।

আশা করি ভিডিওটি আপনি দেখে ফেলেছেন না দেখেই টিউনের এই অংশে যারা এসেছেন তাদের কে বলছি দয়া করে ভিডিওটি দেখে তারপরে আসুন :p জরুরী কথাটি হচ্ছে ফাইভার সম্পর্কে এমন আরো অনেক টিপস এন্ড ট্রিক্স ফাইভার গিগের আরো নানান আইডিয়া আমি আপনাদের সাথে শেয়ার করবো টেকটিউনসেই, এ জন্যে সব সময় টেকটিউনসের সাথেই থাকবেন আমি ২-১ দিন পর পরই টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করবো আপনাদের জন্যে। আশা করি সবার ভালো লেগেছে ভিডিওটি, ভালো লেগে থাকলে অবশ্যই টিউনটি শেয়ার করুন, কারণ জানেনই তো শেয়ারিং ইজ কেয়ারিং!!!!

তো বন্ধুরা আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না (তালাশ স্টাইলে বললাম :p) আবার দেখা হবে আগামী টিউনে সে পর্যন্ত দোয়া করি সবাই অনেক ভালো থাকবেন সুখে থাকবেন (গরমে গইলা না গেলেই হয়!!!) আল্লাহ হাফেয!

Level 0

আমি আশিকুর রহমান নীল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ফিভার এ অনেক বিট করছি কাজ পাই না তো? হেল্প !