Concept of মার্কেটপ্লেসে কাজ না পাওয়া নতুনদের জন্য !!! কিভাবে কাজ পায় অভিজ্ঞরা ?

Concept of কাজ না পাওয়া নতুনদের জন্য
আমরা বাঙ্গালীরা আজকে থেকে ঠিক ৩ বছর আগে বিশ্বাস করতাম না যে অনলাইন নামক একটা দুই নাম্বার জায়গা থেকে আয় করা যায় কিন্তু ভাবের পরিবর্তনে এখন অনেকেই কিছুই পারেনা কিন্তু সে মহাভাবওয়ালা ফ্রীলান্সার ১ নাম্বার অনলাইন এ।
যাই হোক, সবাই এখন একটা কথাই ভাবে যে অনলাইন মানেই ফ্রীলান্সিং আর অনলাইন এ একটিভ থাকলেই টাকা, চরি মানে ডলার।
আমি এই পয়েন্টে এগ্রি করছি কিন্তু যারা অভিজ্ঞ শুধু তাদের জন্য, যারা নতুন তাদের জন্য না।
তাহলে প্রশ্ন হচ্ছে যারা নতুন তারা কি করে হতে পারে অভিজ্ঞ ?
প্রথমত আপনি আপনার নিজেকে জিজ্ঞাসা করুন যে কে আপনি ?
অনলাইন এ আয় করার জন্য আপনার কি যোগ্যতা আছে ?
তারপর আপনার কি ক্ষমতা যে আপনাকে একজন ক্লায়েন্ট ডলার অথবা কাজ দিবে ?
এক ভদ্রলোক আমাকে কয়েক বছর আগে জিজ্ঞাসা করে ছিল কিভাবে আপওয়ার্ক এ আইডি খোলা যায়। ত আমি তাকে সাহায্য করার এক ফাঁকে বুঝতে পারি সে একজন নাবালক শিশু ফ্রীলান্সার ত আমি তাকে বলি যে আপনি ত কাজ এ জানেন না তাহলে কাজ পাবেন কি করে ? আগে কাজ শেখে নেওয়াটা ভাল না ?
সে আমাকে উত্তর দিল যে আগে ভাই কাজ টা ত পেতে হবে তারপর না কাজ শিখব। (বিরক্ত হয়ে বলেছিল) কাজ ই পেলাম না কিন্তু কাজ শেখে কি লাভ ?
আমার বলার কোনও বাক্য ছিলনা তাই তাকে আর কিছু বলিনি। কিন্তু সেই লোকটি এত দিন ধরে চেষ্টা করছে কিন্তু কাজ পাচ্ছেনা। কাজ পাবে বলে আমার মনে হয় না কারন সে কাজ শিখতে আগ্রহি না।
ধরুন আমি আপনাকে বললাম আপনি আমাকে এখন হাল চাষ করে ধান ফলিয়ে দিলে আপনাকে আমি হাগার হাগার ডলার দিব।
কিন্তু শর্ত হচ্ছে ৩ থেকে ৭ দিনের মধ্যে দিতে হবে।
আপনি জীবনে কোনদিন খেতের আইল দেখেন নাই কিন্তু আপনি কাজ টা পেয়ে গেলেন তাহলে কী আপনি মনে করেন যে আপনি ফসল ফলাতে পারবেন প্রথম বারেই? পারলে আপনি লিজেন্ড ফ্রীলান্সিং করে কি করবেন ?
ক্লায়েন্ট আপনাকে প্র্যাকটিস করার মত সময় দিবেনা যে আপনি প্র্যাকটিস করে তারপর ক্লায়েন্ট এর কাজ টা করবেন তাই অবশ্যই আপনাকে আগে কাজ টা সম্পর্কে জানতে হবে তাহলেই আপনি কাজ টা করতে পারবেন। কাজ পেলেন কিন্তু কাজ করতে পারলেন না তাহলে লাভ কী ?
এখন আবার প্রশ্ন হচ্ছে কোন কাজ টা শেখব ?
আমার রিসার্চ অনুযায়ী বর্তমানের (2017) পপুলার অনলাইন কাজ হচ্ছে ঃ
**) Social Media marketing
**) social media marketing plan like facebook,twitter,pinterest and google+
**) video creating,editing
**) Graphics design
**) WordPress development
**) App design and development
**) Website products promoting and consultancy
**) video animation like whiteboard, presentation etc
**) youtube marketing
এইগুল বর্তমানে সবথেকে বেশী কাজ পাওয়া যাচ্ছে। দয়া করে কেও যদি এই কাজ সম্পর্কে কিছুই না জানেন তাহলে কষ্ট করে জেনে নিন গুগল থেকে অথবা ইউটিউব থেকে।
এখন আবার জিজ্ঞাসা করবেন কী লিখে সার্চ দিব?
what is অথবা how to লিখে যেকোনো একটা টপিকস লিখুন দেখবেন গুগল মামা অনেক কিছু বলে দিবে
তারপর হচ্ছে কাজ ত বুঝলাম কিন্তু শিখমু কেম্মে ? :'(
প্রথমত সবগুলা কাজ শিখার ট্রাই করেন তারপর দেখবেন আপনার যেকোনো একটি কাজ ভাল লেগে গিয়েছে তখন সেইটা নিয়ে পড়াশুনা করেন।
কি কি পড়বেন বা জানেবেন তা জানার উপায় ?
উপরের যেকোনো টপিকস নিয়ে ইউটিউব বা ইউডেমী তে ভিডিও এর সিরিজ পাওয়া যায়। ওইখানে সিরিজগুলোতে সিলেবাস লিখা থাকে। ওই সিলেবাসগুল খাতায় লিখে তারপর ইউটিউব এ সার্চ করুন দেখবেন ফ্রীতে শেখা হয়ে যাবে।
বাহ এহন কাম ত পারি কিন্তু কাম পাই না কেন ? ‍♀️‍♂️‍♀️
কাজ পাওয়ার আগে আপনার আরও কিছু কাজ বাকী আছে ভাউ.।
আপনি যে কাজ পারেন তার একটা স্যাম্পল বা ডেমো পোর্টফলিও তৈরি করুন যেখানে আপনার সকল প্রকার কাজের প্রমান পাওয়া যাবে।
যদি কীভাবে করতে হয় না জানেন তাহলে একজন অভিজ্ঞ লোকের নিচে কাজ করুন দরকার পরলে ফ্রীতে করে দিন তাতে করে আপনার মান সম্মান কমবেনা বরং আপনার অভিজ্ঞতা বাড়বে এবং বাস্তবে কাজ করতে গেলে কোনও সমস্যার সম্মুখীন হতে হবেনা।
সব আসে কিন্তু এহন কাম পাই না কেরে ?
ধরেন যে আপনি ভার্সিটি শেষে জব করবেন। আপনি কি জানেন প্রথমেই যে জব পেতে গেলে কি করতে হয় ? হ্যাঁ জব আপ্লিকেশন দিতে হয় তারপর জব ইন্টার্ভিউ তারপর জব পেয়ে যাবো।
কি মজা কি মজা (কচু)
কিন্তু একটু ভাবুন ত যে আপ্লিকেশন লিখতে গিয়ে আপনার কি করতে হয় ? জব ইন্টার্ভিউ এ যাওয়ার আগে এবং পরে আপনার কি অবস্থা থাকে ?
তাই সব কিছু আমরা আগে থেকে ভাল করে জেনে তারপর রেদি হয়ে ইন্তেরভিউ দেই জব পাওয়ার জন্য। যদিও বা আমাদের যোগ্যতা পিএসডি করা।
ঠিক একি ভাবে আপনাদের উচিৎ সব মার্কেটপ্লেস সম্পর্কে ভাল ভাবে অবগত হওয়া এবং তারপর কাজ খুজা
আপনি যে মার্কেট প্লেস এ কাজ করতে চান ঠিক সেই মার্কেটপ্লেস এর সম্পর্কে সব নিওম জানুন তাদের terms and condition পেজ থেকে।
তারপর যদি না বুঝেন তাহলে ইউটিউব এ অনেক ভিডিও থাকে যেখানে আপনি মিনিমাম ৫ জন অভিজ্ঞ লোকের ভিডিও দেখুন মার্কেটপ্লেস এর বিভিন্ন ফিচার সম্পর্কে।
যখন সবগুলো ফিচার সম্পর্কে আপনি জেনে যাবেন তখন আপনি নিজেই বুঝে যাবেন যে কিভাবে কাজ পাওয়া যায়।
আরেকটা বেপার যে ভিডিও দেখে ওই কাজ গুল ১০০ ভাগ প্রচেষ্টা করে করার ট্রাই করুন।
তারপর নিজের বুদ্ধি খাঁটিয়ে ওই মার্কেটপ্লেস সম্পর্কে যা যা জানেন টা ব্যবহার করে দেখুন।
ক্লায়েন্ট কে কিছু লোভনীয় এবং প্রফেশনাল মেসেজ দিতে শিখুন। গুগল এ অনেক অনলাইন আপ্লিকেশন স্যাম্পল পাওয়া যায়। এই স্যাম্পল গুলো দেখুন এবং নিজে নিজে যাচাই করুন কোনটা ভাল অথবা নিজের মত বানিয়ে নিন।
যে কাজ টা নিয়ে কাজ করতে চান ওই কাজের সব থেকে হার্ড কাজ টা শিখার চেষ্টা করুন যেটা সবাই শেখে না। তাতে করে কাজ এর কম্পিটিশন কম থাকে এবং কাজ পাওয়ার সম্ভবনা।
আপনি যদি কোনও মার্কেটপ্লেস এর activities বুঝে যান তাহলে কখনই আর মনে হবেনা যে আমি কাম পাই না ক্যারে
তখন বুঝতে পারবেন অভিজ্ঞরা কেমনে কাম পায় এত্ত সহজে।
 ফেসবুক পেজ ঃ https://www.facebook.com/hackberryit/
 ফেসবুক প্রফাইল ঃ https://www.facebook.com/princechowdhuryweb
 ইউটিউব ভিডিও ঃ https://www.youtube.com/channel/UCAvS9vn74FVWYZ4BXGIisJg

Level 0

আমি প্রিন্স চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস