ইংরেজি নববর্ষ এর শুভেচ্ছা টিউন – ১০০০ ভিউতে 10 মিনিমাম পে-আউট 010 সরাসরি আপনার কয়েনবেসে, ডেইলি পেমেন্ট, আয় করুন লিঙ্ক শোর্টেনার থেকে বড় এমাউন্টের পেয়মেন্ট প্রুভ সাথে বিস্তারিত

টিউন বিভাগ ফ্রিল্যান্সিং
প্রকাশিত
জোসস করেছেন

সবাইকে ইংরেজি নববর্ষ এর শুভেচ্ছা জানিয়ে, অনেক দিন পরে আজ লিখতে বসলাম।  আমার আগের টিউন গুলো বেশির ভাগ অ্যাপস নিয়ে করা, তাই এবার ভাবলাম নতুন বছরে নতুন কিছু শেয়ার করা যাক।  আর অনেকেই দেখলাম আমার টিউন এর স্টাইল কপি করে যা-তা শেয়ার করা শুরু করা দিয়েছে, এই কারনে একটু খারাপ লাগেছে।  যাই হোক আজকের টিউন বিষয়বস্তু টাইটেলে দেওয়া আসে, এখন বিস্তারিত বলার পালা।

আজকে আমি একটি আর্নিং টিউন করতে যাচ্ছি, আর আমার টাইটেলে যা আসে, কাজেতেও তাই আসে।  আমি আজ যে লিঙ্ক শোর্টেনার কথা বলতে যাচ্ছি, এরা সর্বোচ্চ ১০ ডলার দেয় ১০০০ ভিউতে, নির্দিস্ট কিছু দেশের থেকে যদি আপনি ভিউ নিতে পারেন, তাছাড়া অন্যসব দেশের রেট খুব ভাল, আর সব চেয়ে বড় কথা হলো এরা "মাত্র $0.10 হলে আপনি আপনার কয়েনবেসে সরাসরি উইথড্র করতে পারবেন" আর এরা ডেইলি পেমেন্ট করে থাকে কয়েনবেসে এবং পেয়পালে

চলুন এবার তাহলে রিভিউতে চলে যাই, নিচে এই আর্নিং সাইটের বিস্তারিত তুলে ধরা হলোঃ

পেমেন্ট ফ্রিকুয়েন্সিঃ প্রতিদিন

পেমেন্ট মেথডঃ পেয়পাল, বিটকয়েন (কয়েনবেস)

রেফার বোনাসঃ ১০%

মিনিমাম পে-আউট রেটঃ পেয়পাল জন্য 1 ডলার ও কয়েনবেসের জন্য মাত্র $0.10

এইতো ছিলো যত নিয়ম কানুন, এবার চলুন দেখি কিভাবে একাউন্ট করবেন, পেমেন্ট মেথড এড করবেন ও কিভাবে লিঙ্ক শর্ট করে আর্ন করবেন।

আমার রেফারে জয়েন করতে পারেনঃ এখানে ক্লিক করে

সরাসরি সাইট থেকে জয়েন করতে পারেনঃ এখানে ক্লিক থেকে 

১. আপনি প্রথমবার সাইটে প্রবেশ করলে নিচের মত দেখতে পাবেন, সেখান থেকে "SingUp" ক্লিক করুন

২. "Singup" ক্লিক করলে নিচের মত কত গুলো বক্স দেখতে পারবেন যেখানে আপনার ইনফো দিতে হবে

  • "Username" আপনার ইউজার নেম দিবেন, [ইউজার নেমের ক্ষেত্রে কোন স্পেস হয় না]
  • "Email" আপনার ইমেল দিন
  • "Password" আপনার পাসওয়ার্ড দিন
  • "Re-enter Password" আবার পাসওয়ার্ড দিন
  • ReCaptcha ক্যাপচা পূরুন করুন
  • I Agree "T&Cs" এই বক্স ক্লিক করে মার্ক টিক দিন

৩. এই বার আপনার দেওয়া ইমেল কোনফার্মেশন মেইল পাঠাবে Gmail, Outlook, Yahoo যে যেইটা ব্যবহার করেন সেইটার Spam/Junk ফোল্ডার চেক করতে পারেন যদি মেইন ফোল্ডার না পান।

দেখুন আমার মেইন মেইল ফোল্ডারে মেইল আসে নাই।

তাই Spam ফোল্ডার চেক করতে হবে, এবং দেখুন এখানে মেইল চলে আসছে।

এইবার মেইলে ক্লিক করলে নিচের মত দেখাবে।  এবং আপনাকে কোনফার্মেশন লিংকে ক্লিক করে একাউন্ট কোনফার্ম করতে হবে।

আপনার একাউন্ট কোনফার্ম হলে নিচের মত দেখাবে।

এবার আপনার Username/Email দিয়ে পাসওয়ার্ড দিয়ে একাউন্টে প্রবেশ করতে হবে।

একাউন্টে প্রবেশ করা হলে নিচের মত দেখাবে, যেটাকে ড্যাশবোর্ড বলা হয়, এখানে আপনার সব লিঙ্ক ও আর্নিং দেখাবে

এবার লিঙ্ক শোর্ট করার জন্য "New Shorten Link" ক্লিক করতে হবে, এবং নিচের মত দেখাবে।  এবার বড় বক্সটিতে আপনার লিঙ্ক দিয়ে নিচে "Shorten" ক্লিক করলে আপনার লিঙ্ক শোর্ট হয়ে যাবে এবং শেয়ার করার জন্য প্রস্তুত।

৪. এবার আপনার প্রোফাইল ও পেমেন্ট ইনফোর্মেশন পরুন করার জন্য নিচের মত "Setting" ক্লিক করতে হবে এবং "Profile" ক্লিক করতে হবে।

এবার নিচের মত সব ফাকা যায়গা গুলতে আপনার তথ্য দিন।

সব তথ্য দেওয়া হলে নিচে দিকে যান নিচের ছবির মত "Withdrawal Method" তে আপনি কিসে পেমেন্ট নিতে চান সেটা দেখিয়ে দিন।

আমি বিটকয়েন প্রেফার করব, কারন বিটকয়েনে আপনি মাত্র $0.10 হলে পেয়েমেন্ট নিতে পারবেন আর পেয়পাল ১ ডলার।  তাহলে বিটকয়েন দিয়ে আপনার কয়েনবেসের ইমেল দিয়ে 'Submit" ক্লিক করুন।  ব্যাস কম্পিলিট

এই ছিলো যত নিয়ম কানুন, আশা করি পেমেন্ট পেয়ে টিউমেন্ট বক্সে জানাবেন।
বিঃদ্রঃ দয়াকরে কেউ নিজের লিঙ্কে নিজে ক্লিক করা বা ভিপিএন ব্যবহার করা থেকে বিরত থাকবেন, কারন আপনি যদি এই ভাবে আয় করতে চান তাহলে যখন পেমেন্ট এর জন্য রিকুয়েস্ট দিবেন, আপনার একাউন্ট চেক করা হবে ২ নাম্বারি কিছু পেলে সাথে সাথে আপনার পেমেন্ট সহ একাউন্ট ব্যান করে দিবে।  দয়াকরে এই রকম কাজ করবেন না।
আপনি খুব সহজেই ইনকাম করতে পারবেন, যদি আপনার ওয়েবসাইট থাকে সেখানে শেয়ার করতে পারেন, বা ইউটিউবে লিঙ্ক শেয়ার করতে পারেন, ফেসবুক করতে পারেন আরও অনেক রাস্তা আসে যেখান থেকে খুব সহজে লিঙ্ক শেয়ার করতে পারেন।


পেমেন্ট প্রুফ

গত ১১ তারিখ আমি ভালো অংকেরই পেমেন্ট পাই যেটা আজকে শেয়ার করছি।

সবাই ভালো থাকবেন, আজকের প্রেজেন্টেশন্টি কেমন হল তা জানতে ভুলবেন না, আর কোথাও কিছু বুঝতে বা করতে প্রোবলেম হলে নিচের বাক্সতে জানাতে পারেন। আমি আছি উত্তর দেওয়ার জন্য।  বিদায়।

Level 1

আমি মাসুম খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

“ যে কখনও ভুল করেনা। সে নতুন কিছু করার চেষ্টা করে না। ” “ কল্পনা জ্ঞানের চেয়ে আরো গুরুত্বপূর্ণ ” __অ্যালবার্ট আইনস্টাইন


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস