Fiverr-এ কাজ করে অনলাইন থেকে আয় করুন কোনো ভয়ের কিছু নেই

অনলাইন থেকে আয় করার কথা শুনলে আমরা মনে করি, এটা অনেক জটিল কাজ। কিন্তু আপনার আর আমার চিন্তা একদম ভুল। যারা চেষ্টা করে তাদের জন্য অনলাইন থেকে আয় খুবই সহজ কাজ।

এখান থেকে আয় করার হাজারো উপায় আছে। তবে আপনাকে যাচাই করতে হবে আপনার কি দক্ষতা আছে? আপনি যে বিষয়ে দক্ষ তা আপনি অনলাইনে সার্ভিস হিসেবে বিক্রি করে ইনকাম করতে পারেন।

সার্ভিস বা দক্ষতা বিক্রি করে আয় করার জন্য জনপ্রিয় কাজ হচ্ছে ফ্রিল্যান্সিং:

ফ্রিল্যান্সিং করতে অনেক কিছু জানার প্রয়োজন নেই। সাধারণ যেকোনো একটা বিষয় নিয়ে জানলে এখান থেকে আয় করা যায়।

কিভাবে ফ্রিল্যান্সার হওয়া যায়?

একদম সহজ উত্তর। আপনি যদি ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেশন করতে পারেন বা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে পারেন। তাহলে আপনি ফ্রিল্যান্সার হিসেবে Fiverr এ আজকেই একটা গিগ তৈরি করে তা বিক্রি করে ইনকাম শুরু করতে পারেন।

আপনি যদি ফেসবুক সম্পর্কে ভালো জানেন বা ফেসবুকে লাইক টিউমেন্ট টিউন করতে আপনার ভালো লাগে। তাহলেও আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারেন।

আয় করতে আপনি যা জানেন তা নিয়ে একটা গিগ তৈরি করুন:

কিভাবে গিগ তৈরি করবেন? উত্তর সহজ। কয়েকটি তৈরি করা গিগ এর উদাহরণ দেখুন। কিভাবে একটা গিগ তৈরি করবেন?

আপনি যদি ফেসবুকে লাইক টিউমেন্ট টিউন করতে ভালোবাসেন, তাহলে এই গিগটি দেখুন: Social Media Marketing Fiverr Gig Sample

আপনি যদি সহজে একটা ওয়েবসাইট সেট-আপ করে দিতে পারেন, তাহলে আপনি এই গিগটি দেখুন: Website Customization Fiverr Gig Sample.

আরও কতভাবে আয় করা যায়?

এটা বলে কখনও শেষ করা যাবেনা। আপনি যা জানেন, তা দিয়ে আপনি অনলাইন থেকে আয় করতে পারেন। আরও কিছু কার্যকর উপায় হচ্ছে:

আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিং
রিসেলার বিজনেস
ড্রপ শিপিং বিজনেস
সিপিএ মার্কেটিং
ব্লগিং
ব্লু হোস্ট অ্যাফিলিয়েট মার্কেটিং
আলিবাবা ড্রপ শিপিং

হাজার  হাজার. উপায় আছে৷ শুধু আপনাকে শুরু করতে হবে।

Level 2

আমি মোঃ তৌহিদুল ইসলাম। Founder, EarnBangla.com, Chittagong। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।

প্রযুক্তি সম্পর্কে জানতে খুব ভালো লাগে। তাই প্রযুক্তিগত জ্ঞান নিজে শেখার পাশাপাশি অন্যদের সাথে শেয়ার করতে ভালোবাসি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস